এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • এক্সিট পোল কেলেঙ্কারি

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৭ জুন ২০২৪ | ৩৯৮ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • দেখুন, একটা ব্যাপার আমরা ফস্কে ফেলছি। এই যে এক্সিট পোল হল, সব চ্যানেল মিলে একটাই ফল দেখাল, এবং সবাই ভুল বলল, এটা কিন্তু কেবল খিল্লিরই বিষয় নয়। এর আগে, পশ্চিমবঙ্গ বিধানসভায়ও আমরা দেখেছি, মূলত ভুল পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক কথা, যে, সেই ভুলগুলো সমীক্ষক সংস্থা করেছে, চ্যানেল নয়। কিন্তু কর্পোরেট কালচার নিয়ে আমরাও তো কিছু জানি। একজন ভেন্ডার যদি একটা প্রোজেক্টে ব্যাপক ছড়ায়, এবং তারপর তাকে আবার একটা প্রোজেক্ট দেওয়া হয়, এবং সেটায় সে আরও বেশি ছড়ায়, তাহলে সেই ভেন্ডারকে তো আর কাজ দেওয়া হয়ই না, যিনি দিয়েছেন, তাঁরও চাকরি নিয়ে টানাটানি পড়ে। "আমি কি জানি, ও তো ভেন্ডারের দোষ" বলে দাঁত বার করে ঘোরার মতো পরিস্থিতি তাঁর থাকেনা। অথচ এখানে দেখুন, এবিপি, জি, রিপাবলিকের বড়কর্তারা দিব্যি গায়ে হাওয়া দিয়ে ঘুরছেন। অনেক সঞ্চালক কর্পোরেট উচ্চপদেও আছেন, তাঁদেরও হাবভাব, যেন কিচ্ছু হয়নি। ভূষিমাল দিয়েছি, বেশ করেছি, এখনও দিয়ে চলেছি, পাবলিক তো খাবেই, এরকম হাবভাব। 

    কর্পোরেটে এরকম হয়না। এবং সেটাই সন্দেহজনক। সঞ্চালকরা প্রতিবারই বলেন, সমীক্ষায় ঠিক-ভুল হয়, কিন্তু এক কর্পোরেট কর্তা  সঞ্চালককে এই প্রথম দেখলাম, বলছেন, এটা আমাদের সমীক্ষা নয়, ভুল হলেও দায় আমাদের নয়। কে জানে, সমীক্ষায় তাহলে নিজেদের নাম রাখেন কেন। এইটা আরও বেশি সন্দেহজনক। তাহলে কি তাঁরা হাল্কা করে জানতেন, যে, যা বলছেন, সবই ভুল? তাই পিঠ বাঁচিয়ে রাখার জন্য আগেই এসব বলে রাখা? 

    এটা সন্দেহ মাত্র। কিন্তু একেবারে অমূলক না। সবাই মিলে একসঙ্গে একই ভুল করছেন, এর অন্য বিকল্প সমাধানটা হল, সবাই অপদার্থ। যে জিনিসটা জানেননা, সেই নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে চ্যানেলগুলো ঘোষণা করত, যে, অমুকের সঙ্গে আর কাজ করবনা। বা তমুক সমীক্ষক পদত্যাগ করলেন। কারণ, পূর্বাভাস যাঁদের কারবার, তাঁদের কাছে এটা একটা মিশন-ক্রিটিকাল কাজ ছড়িয়ে ফেলা। কিন্তু সেরকম কিছু শুনেছেন? একজন সমীক্ষক-সিইও  একটু কেঁদেছেন দেখলাম। সেটাও নাটকের বেশি কিছু মনে হলনা। সিইওরা ওরকম কথায় কথায় কেঁদে ফেলেননা, তাঁদের শেয়ার-হোল্ডার, বোর্ড-অফ-ডিরেক্টর সব সামলাতে হয়। 

    ফলে সন্দেহটার ভিত্তি আছে। কিন্তু কথা হল কেন? এতে কি নিজের নাকও কাটা গেলনা? তা গেল, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস হল, যে, শেয়ার-বাজারের চূড়ান্ত ওঠানামা। এক্সিট পোলের ফল দেখেই প্রচণ্ড চড়ে গেল বাজার। আসল ফল বেরোতেই ধদ্ধড়িয়ে নেমে  গেল আবার। কত লক্ষ কোটি টাকা যেন গায়েব হয়ে গেল। তা, টাকা তো আর গায়েব হয়না, ওটা কারো পকেটে যায়। এই ধরণের ওঠানামা থেকে সাধারণভাবে লাভ কারা করেন? যাঁদের কাছে আগাম খবর থাকে। এক্ষেত্রে ফল খারাপ হবে, এবং ফলে শেয়ার-বাজার পড়বে, এই আগাম খবর কাদের কাছে থাকতে পারে? যদি সন্দেহ সত্য হয়, তবে চ্যানেল-মালিক, সমীক্ষক এবং যাঁরা চারশো-পারের আওয়াজ তুলেছিলেন, তাঁরা। এই মালিক এবং চারশো-পার কারা, আমরা সকলেই জানি। আলাদা করে নাম করার দরকার নেই। এও জানি, এঁরা বাপ-মা-ভিটে-মাটি সবই বেচে দিতে পারেন, বেওসার খাতিরে, নিজেদের হারকে মুনাফায় পরিণত করা তো যৎসামান্য ব্যাপার। 

    এ ছাড়া আর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছেনা। যদিও এটা সন্দেহ, কিন্তু রাহুল, কাল যেমন বলেছেন, পুরো কেলেঙ্কারিটার সংসদীয় তদন্ত করা প্রয়োজন। এবং তার সঙ্গে এই সমীক্ষা-কেলেঙ্কারিটাও যোগ করা উচিত। গোদি-মিডিয়া অবশ্য ততটা কাঁচা নয়, যে, করলেও এসবের  প্রমাণ রেখে দেবে। কিন্তু তাতেও হওয়া দরকার। মিডিয়াকে নিজের কাজের  দায়িত্ব  নিতে হবে, এবং তাদের দিকেও আঙুল উঠবে, এই বার্তাটা যাওয়া দরকার।
     
    প্রসঙ্গত, চ্যানেল মালিক কারা এবং তাদের রাজনৈতিক অবস্থান কী, এইটা একদম জলজ্যান্ত একটা ভিডিওয় ধরা আছে। দেখতে পারেনঃ  
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:e0f5:d3d2:d3c3:***:*** | ০৭ জুন ২০২৪ ০৯:৩৪532827
  • আমার মনে হয় এক্সিট পোল কেন করা হয় সেই প্রশ্নটা করলে ব্যপারটা কিছুটা পরিষ্কার হতেও পারে। 
     
    এক্সিট পোল কেন করা হয়? যাতে টিভিতে দুতিনদিন ধরে সেটা দেখানো যায়। 
    কেন দেখাতে হয়? কারন ভোট হয়ে যাওয়ার পর দুতিনদিন গ্যাপ থাকে, তখন আর সেরকম কোন বিনোদন থাকে না, যা দর্শকদের আকৃষ্ট করবে। কিন্তু এক্সিট পোল নামের তিনদিনব্যাপি সিনেমাটি চলতে থাকলে অনেক দর্শক সেটা দেখতে থাকবেন। 
    অনেক দর্শক দেখলে কি হবে? চ্যানেলের রেটিং বাড়বে, ফলে অ্যাড বাড়বে, ফলে রেভিনিউ বাড়বে। 
     
    আমি যদি টিভি চ্যানেলের মালিক হই তো আমি অবশ্যই শ্যাম আর মধুকে ডেকে বলবো, ওহে, একটা এক্সিট পোল নামিয়ে দাও তো! কে কটা সিট পাবে ভেবো না, অন্য সব চ্যানেল বলছে ক পার্টি ৪০০ পার করবে, তোমরাও তাই দেখাও। তারপর সবকটা পার্টির মুখপাত্রদের ধরে এনে বসিয়ে দেবো, তারা দুদিন ধরে চেঁচাবে। এই তো হলো ব্যাপার।
     
    আর এবার হয়তো চ্যানেল মালিকেরা মাথা খাটিয়ে এটাও বার করেছিল যে সোমবার আমরা লং খেলবো আর মঙ্গলবার আমরা শর্ট খেলবো। তবে এটা নতুন কিছু না, বাজপেয়ী সরকার হারার পরেও মার্কেট বড়োভাবে ক্র‌্যাশ করেছিল, কং সরকার হারার পরেও তাই। বোধায় প্রতিবারই, ইনকামবেন্ট সরকার হারলে মার্কেট একদিনের জন্য ক্র‌্যাশ করে, জিতলে একদিনের জন্য বাড়ে। তারপর আবার লং টার্ম ট্রেন্ডে ফিরে যায়। 
  • Touhid Hossain | ০৭ জুন ২০২৪ ১১:২০532831
  • ফেসবুকে এই লেখা ও ভিডিও গতকাল থেকে বারবার দেখছি। অনবদ্য। ধন্যবাদ
  • Prabhas Sen | ০৭ জুন ২০২৪ ১২:৪৬532835
  • বিকশিত ভারত নয় , আমরা আছি in deep shit ভারত। 
  • PM | 2400:c600:337a:ce7a:1:0:feca:***:*** | ০৭ জুন ২০২৪ ১৭:৩৮532848
  • সেনসেক্স  এক্সিট  পোলের  দিনে একদিনে   1500 পয়েন্ট  উঠেছে  ।..রেসাল্ট  এর  দিন  4000 পয়েন্ট  পড়েছে . মোট  5500 পয়েন্ট  এর  ফ্লাকচুয়েশন। 
     
    বেপারটা  এত  সহজ  নয়  ডিসি . 40000 কোটি  টাকা পকেট  পাল্টেছে এক্সিট  পোলের  গাইডেন্স  এ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন