যাসনে দেশের বাহিরে
অমিত চট্টোপাধ্যায়
নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহি রে,
তোরা কাজ পেতে যাসনে দেশের বাহিরে।
বাসিন্দা বেড়ে হোক শতকোটি,
ঋণের সাগরে ডুবে যাক ঘটি,
ফি-বছর কোটি বেকার বাড়ুক ভাই রে।
চাকরি কেনার সুযোগ বিদেশে নাই রে।
নানা দেশ থেকে আসুক না ডাক,
দিক জলপানি ফ্রিতে ভিসা'ক,
কুচো মাছ আর নিম-বেগুনের,
স্বাদ কোথা খুঁজে পাইরে!
ঘটিবাটি বেচে যাসনে দেশের বাহিরে।
বিদেশে হইলে রোগ, জ্বর-জারি,
বেচিতে হইবে জামা-প্যান্ট-শাড়ি,
স্বাস্থ্যসাথীর আশ্বাস সেথা নাহি রে!
মেমসাহেবের রূপে নয় ভোলা,
বিকিনির টানে সকসকে নোলা,
রূপ ও রূপোর টানটি এড়ানো চাই রে।
বিদেশের টানে যাসনে দেশের বাহিরে।
সানবাথ নিলে মায়ামির বিচে,
ডলারের রাশি নেবে তারা খিঁচে!
পুরি-দীঘাসম হলিডে হোমের সস্তার সুখ নাহি রে।
মলদ্বীপ ছেড়ে চল যাই চল,লাক্ষাদ্বীপেই যাই রে।
বিদেশে-তে দেখি নানা অনাচার,
দলিতে-উচ্চবর্ণে বিহার,
জাতিভেদ আর এঁটোকাটা মানা নাহি রে!
বংশের কুলে কালি দেওয়া কেন ভাই রে!
দেশে বাবুয়ানী, আরাম আয়েস,
মেলা, পিঠেপুলি, গুড়ের পায়েস।
কুড়িটা বছর ডিশ-কাপ ধুয়ে,
বেসমেন্টেতে গাদাগাদি শুয়ে,
সিটিজেনশিপ, বিদেশের মেলে নাহি রে!
দেশে এন আর সি ভীতি ছাড়া, ভয় নাই রে।
দেশে কিঞ্চিত হলে বলশালী
করবি শাসন সন্দেশখালি।
'আল কাপনের' সম মর্যাদা, এদেশেই মেলে ভাই-রে,
তোলা তুলিবার সুখ তো বিদেশে নাই-রে।
তবু তোরা যদি না শুনে বারণ,
খুঁজিস, বিদেশে যাওয়ার কারণ,
আমাকেও সাথে সঙ্গী কর না ভাই রে।
বিদেশ-বিভুঁয়ে তোদের দেখার
বিপদে আপদে খেয়াল রাখার
অবিভাবকের মতন তো কেউ চাই রে।
ছবি - এ আই
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।