"একজন ম্যাথামেটিশিয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথামেটিশিয়ান, মার্কাস ডুসেটয়, তাঁর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। তাঁর স্ত্রী হচ্ছেন একজন ইজরায়েলি অ্যানথ্রপোলজিস্ট। তিনি আমাকে বলছিলেন
- জানেন, ইজরায়েল যখন ফাউন্ডেড হল, ছোট্ট দেশ, কলকাতার থেকেও কম পপুলেশন, ১৯৪৮ - তারা ঠিক করল আমাদের ভাষা হবে হিব্রু। ডু ইউ নো হিব্রু ওয়াজ আ ডেড ল্যাঙ্গুয়েজ?! কেউ ব্যবহারই করেনি অনেক বছর ধরে। তাকে রিভাইভ করা হল। অ্যান্ড দে মেড ইট - কিন্ডারগার্টেন থেকে পি.এইচ.ডি পর্যন্ত সব কাজ আমরা হিব্রুতে করব। হাইয়ার ম্যাথমেটিক্সের কিছুই টার্ম নেই হিব্রুতে। বসে বসে ইনভেন্ট করল ওভারনাইট! অ্যান্ড দে মেড ইট শিয়োর - এভ্রিবডি ডাজ এভ্রিথিং ইন হিব্রু! আজকে ভেবে দেখুন ইজরায়েল হ্যাজ সাম অফ দ্য লিডিং স্কলারস, লিডিং ম্যাথামেটিশিয়ানস, সায়েন্টিস্টস ইন দ্য ওয়ার্ল্ড! নোবেল লরিয়েটস, তারা ইংরেজি না জানার জন্য, একটা পুরোনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য - হ্যাভ দে সাফারড অর হ্যাভ দে গেইনড?
আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে! অসম্ভব! ইজরায়েল একটা ক্ষুদ্র দেশ, ভারতের বিশাল ব্যাপার স্যাপার - বাট বিয়িং রুটেড ইন আওয়ার ওন কালচার - জানাটা দরকার তো অন্তত! আমি ত্যাগ করব, ক্রিটিসাইজ করব ,বাদ দেব - তার আগে আমাকে জানতে হবে তো যে কি ত্যাগ করছি? কি ক্রিটিসাইজ করছি? কি বাদ দিচ্ছি?
আমার মনে আছে আমি যখন প্লাস টু তে পড়ি - তখন একটা সাবজেক্ট ছিল - লজিক! সেটা আমরা সবাই নিতাম কারণ মার্কস বেশী পাওয়া যাবে বলে। তবে সাবজেক্ট টা খুব ইন্টারেস্টিং।
পরে আমার মনে হল
- আচ্ছা, কি পড়লাম সেই সাবজেক্টে? আই স্টাডিড ওনলি গ্রীক লজিক! অ্যারিস্টটলিয়ান লজিক! খুব ইন্টারেস্টিং সাবজেক্ট - নো ডাউট অ্যাবাউট দিস!
অনেক পরে জানলাম
- আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে - ন্যায়! ইন্ডিয়ান লজিক ইজ দেয়ার - নট ওনলি দেয়ার - ইট ইজ দি মোস্ট সফিস্টিকেটেড সিস্টেম আনটিল দি অ্যারাইভাল অফ মর্ডান ম্যাথামেটিকাল লজিক! সিম্বলিক লজিক আসার আগে অব্দি - দি মোস্ট সফিস্টিকেটেড, মোস্ট ইনট্রিকেট, সিস্টেম অফ লজিক ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ দ্য নব্যন্যায় অফ বেঙ্গল! স্বামী বিবেকানন্দ বলছেন - সারা পৃথিবীর থেকে লোকে আসত এখানে শিখতে - নদীয়াতে! ইনক্লুডিং টিবেটান লামারা আসত একসময়।
আচ্ছা, আমি প্লাস টু তে পড়ছি, একজন ইন্ডিয়ান ছাত্র, স্বাধীন ভারতের - একবার বলাও হল না - যে আমাদের একটা লজিক ছিল!"
⸺ স্বামী সর্বপ্রিয়ানন্দ।