শহরের পাশে রিজার্ভ ফরেস্ট ঘেষা রেসিনেন্সিয়াল এরিয়াতে মিস ববিতার বাসা, ঘন গাছপালা ভর্তি বন
হঠাৎ একদিন ফরেস্টে বিশাল আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড খুবই তৎপরতা নিয়ে কাজ শুরু করে আগুন নেভানোর, বিশেষ করে ফরেস্ট লাগোয়া আবাসিকদের ফোন করে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রযে চলে যেতে অনুরোধ করে এবং শহরের
প্রধান কয়েকটি হোটেলকে জরুরী ভিত্তিতে সেই বাদিন্দাদের থাকার বন্দোবস্তস করতে হুকুম দেন,
মিস ববিতা জলের পাত্রে পা ভিজিয়ে বসে আছেন, বিশাল সাজানো বারান্দায়, তার আদরের স্যাময়েড জাতের কুকুর দুটো আশেপাশে ঘুরঘুর করছে,
বিড়ালটা মিউ মিউ করে বারান্দায় আসে আবার মিউ মিউ করে ফিরে যায়, পাশের বন থেকে নানা জাতের পাখির আওয়াজ পাওয়া যায়,
মিস ববিতা গুন গুন করে গান গাইছিলেন আর মনে মনে জটিল কিছু ভাবছেন, এমন সময় ফোনের রিং বাজে,
কাজের লোক কর্ডলেস ফোনটা বারান্দায় এনে দেয় এবং মিস ববিতা ফোন রিসিভ করেন,
ওপার থেকে : হেল ম্যাম আমি ফায়ার ব্রিগেড থেকে বলছি , আপনার বাসার পাশের ফরেস্টে আগুন লেগেছে আপনারা জরুরী প্রয়জনীয়
কিছু জিনিস নিয়ে এখুনি বাসা থেকে বের হয়ে যান এবং শহরের কিছু প্রধান হোটেলে চলে যান, ওখানে সব ব্যবস্থা থাকবে।
মিস ববিতা: হেলো এক্সকিউজ মি, হু আর ইউ , তুমি আমাকে মাম বললে কেন ? আমি কি তোমার মা ?
আর ফরেস্টে আগুন মানে ?
ইফ দা ফায়ার ইজ ইন ফরেস্ট দেন সে ইট ফরেস্ট ফায়ার ,
অর ইউ শুড টেল দিস জঙ্গলে আগুন লেগেছে,
এন্ড এনাদার থিং, হোয়াট ইউ সেইড এবাউট প্রধান হোটেল , হুইচ হোটেল ইস প্রধান হোটেল ?
ক্যান ইউ টেল মি দা নেমস অফ ইউর প্রধান হোটেলস?
প্লিজ আগে শিখে আসো কিভাবে ওমেনদের সাথে কথা বলতে হয়,
আর হ্যা যেটা ঠিকমতো বলতে পারোনা সেটা বলতে যাবেনা, আর এরপর আমাকে ফোন করতে হলে শব্দের সঠিক উচ্চারণ শিখে আসবে, যত্তসব।
মেজাজ খারাপ হয়ে যায় মিস ববিতার,
ফোনের অপর প্রান্ত থেকে : আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়ে গ্যাছে, আপনার সম্মানে আমি ফোন কেটে দেইনি আপনার কথা শেষ পর্যন্ত শুনতে গিয়ে হয়তো অনেক ক্ষতি হয়ে গেল,
আমি হয়তো আর দশ বারো জনকে ফোন করতে পারতাম, আপনি জলদি নিজে বাঁচুন, বাসার লোকদের বাচান, আপনার সাজেশন আমার মনে থাকবে, ঈশ্বর আপনার মঙ্গল করুক।
মিস ববিতার কুকুর গুলো ঘেউ ঘেউ করে চলেছে, বিড়ালটা মিউ মিউ, পাশের বনে পাখিদের কলতান আর্তনাদের মতো লাগছে,
মিস ববিতা : এক্সকিউজ মি হেলো, আমার ঘরের দরজায় আগুন চলে এসেছে আপনারা জলদি আগুন নেভান, প্লিজ জলদি
হেলো হেলো হেলো....
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।