San Francisco Bay
(This is a protest note and voicing our solidarity for the eleven thousand employees, who were fired abruptly by Facebook yesterday across the globe, for no lapse by the dedicated team)
আজ পারকে বাচ্চারা খেলতে আসেনি, অন্য দিনের মতন,
বিকেলের কুয়াশা ঢাকা পাহাড়, অবাক হয়ে ভাবে
আজ ওরা কোথায় গেল।
রাস্তা একদম ফাকা, রাস্তার দু ধারে নতুন ফুলে পাতায় সাজিয়ে গাছেরা ভাবে,
এই সময় তো কত মানুষ কাজ থেকে ফেরে,
আমাদের দিকে তাকিয়ে থাকে, ভালবাসা জানায়,
আজ ওরা কোথায় গেল।
আজ হাসি নেই, কথা নেই, জীবনের গতি নেই, আনন্দ নেই,
আছে মর্গের নি:স্তব্ধতা, হতাশা, চাপা কান্না, আভিমান।
মাঝ রাতে এসেছে এগার হাজার মেল, একসঙ্গে সবার কাছে।
আগামি কাল থেকে আর কাজ নেই,
Laptop জমা দিয়ে, চার মাসের মাইনে নিয়ে বিদেয় হও,
আর তিন মাসের মধ্যে নতুন চাকুরি খূঁজে নাও,
নাহলে দেশে ফিরে যাও।
জুকারবাগ, তুমি টাকা বানাবার দানবীয় নেশায় মেতে থাক,
আর তোমরা যারা ফেস বুক নিয়ে সারাদিন খেলা কর,
এক মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে দেখ,
হয়ত দেখতে পাবে আমাদের রক্ত ঘাম।
শুনতে পাবে এগার হাজার পরিবারের কান্না,
আমাদের সন্তানদের, এমনকি সাগর পেরিয়ে
আমাদের পিতা মাতার।
ফেস বুক নিয়ে তোমরা ভাল থেক, আনন্দ করে থেক,
আমরা এগারো হাজার পারি দিলাম এক অজানা পথে,
একসঙ্গে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।