মরে গেলে তো ব্যাপারটা একতরফা হয়ে যায়প্রকৃতির নিয়মেই কাছে আসা আবার একই নিয়মে দূরে যাওয়া।
সময় যখন যেমন চাইবে তেমনই হবে
দুজনেই জানব দুজনেই আছি, অথচ মাঝে বয়ে যাবে কেবল নিঃশব্দের নদী।
সময় প্রতিনিয়তই পরিবর্তিত হয়, সাথে পাল্লা দিয়ে অনেক কিছুই বদলায়, আবার অনেক কিছুকে নিজ থেকেই নিজেকে বদলে নিতে হয়, নয়তো নতুন পরিস্থিতিতে সে হয়ে পড়ে অকেজো আর বেমানান।
তাই আমরাও হয়তো বদলে যাব, কেউবা বদলে নিব।
আর যে পরিবর্তনটা আঁচ করতে পারবে না, বদলাবে না সে-ই ঐ পরিস্থিতিতে বেমানান হয়ে পড়বে।
এমনটা আমার অনুভূতিতে এসেছে বলে
সময়কে বোঝা আর সে অনুযায়ী আচরণ করা ছাড়া আমি নিরুপায়
সময় আমাকে বদলে দিয়েছে এমনটা বলার থেকে বরং আমিই নিজেকে সময়ের সাথে সাথে বদলে নিয়েছি- এমনটা বলতে বা করতে পারার মধ্যেই সম্মান লুকিয়ে আছে।
তাই হয় নিজেকে বদলে নিব অথবা আমার আবেগ আর অজ্ঞানতাকে আলিঙ্গন করে পড়ে থাকব মরে যাওয়া নদীর পঙ্কে।
সাহস হয় না, যদি কখনো সাহস করতে পারি তো বদলে নিব, নইলে দেখবে কখন আমাকে সেই সুদূর অতীতে রেখে তুমি- তোমরা এগিয়ে গিয়েছ অনেকটা ভবিষ্যতে
আমি যদি চলে যাই তবে কৈফিয়ত চাইতে এসো না, কষ্ট পাবে কি-না জানি না, বা তা আমার ভাবনার বিষয়বস্তুও হবে না। আর তুমি চলে গেলে আমি জানতেও চাইব না, আমার মতন করে একটা যুতসই কারণের সমীকরণ আমি ঠিকই বানিয়ে নিব, হয়তো তা একদম মিলে যাবে, হয়তো বা না।
না, এসব আর বলব না, এই প্রথম আর এই শেষ।
তুমি তোমার মতো করে থাকো বা থাকবে, আমারও নিজস্ব একটা জগত আছে যা আমার একান্তই নিজের। যেদিন সেই জগত আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে সেদিন থেকে আমাদের হয়তো যোগাযোগ থাকবে, তবে আর ভালোবাসা বিনিময় হবে না। প্রত্যকেরই এমন একটা নিজস্ব জগত থাকে, তোমারও আছে। তুমি খুঁজে পেয়েছ কি-না জানা নাই আমার, খুঁজে পেলে কি করবে তা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো তোমার জীবনে অযাচিত হতে চাই না।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।