আজ অফিস থেকে বেরিয়ে দেখি হঠাৎনির্গগণ হয়ে গেছে আমাদের আকাশ
একঘেয়ে চা ভাঁড়ে ফুটপাথে আমি
লাথি কষাচ্ছি
ছাই সিগারেট ডলতে ডলতে কাঁদাচ্ছে
কয়লার আঁচের উচ্ছ্বাস ...
ফুটপাথ আর রাস্তা পেরনো মানে
আরেকটা অভিধানের পাতা ওল্টানো
কত হাড়গোড়ের ওপর হেঁটে চলছে এই নগরকীর্তন
প্রতি স্ট্রীটে এসে জীবনের লক্ষটা পাল্টানো ...
পাইস হোটেলের কাটলেটে এসে দিনলিপি শেষ
বিল মিটিয়ে আবার আমি মানুষের মাস্তুলে
মেসের অর্ধেক পথে আবার ফুরিয়ে আসছি
একী!
সবার যাত্রা শেষ রাস্তায় শুধু আমি আর ...
রক্তের আলপনা আঙুলে
আবার ঝাঁকিয়ে আসা বৃষ্টি ধুয়ে দিল আমায়
প্রতিদিন রাতে শুনি যৌবনের কলরব
মনে হয় ওই বেপরোয়া গাড়িটা এসে পিষে দিক
আমায়
ম্লান রাস্তায় তবু শেষে ঘটবে একটা বিপ্লব ...
আজ ২৩ শে জুলাই মোট বাসভাড়া গেছে আটটাকা
তেলের দাম চাবুক - কাটলেট ও দুই বেড়ে দশ
চা সিগারেটে আরো ধরি বড়োজোর কুড়ি
এরপর ওয়ালেটের বাল্ব কেটে যথারীতি আঁধার নিকষ ...
২৩ শে জুলাই আর আমিও এইখানে শেষ
আর যেজন জোড়াসাঁকো পেরোচ্ছে তার পরিণতি ছাই —
জনতার ঢেউ-এ এই বোতলবন্দী ছাই কোনো দস্যুর যন্ত্রণা
আরেকটু দূরে যেখানে আকাশ বাকী - ফ্লাইং সসারের রোশনাই
আমি আর ২৩ শে জুলাই
আমি আর ২৩ শে জুলাই
আমি আর ২৩ শে জুলাই
আমি আর ২৩ শে জুলাই
জীবনের সমুদ্রে ভীনগ্রহী ঘুড়ি ওড়াই
আমি আর ২৩ শে জুলাই
বাড়ছে জীবন আর ঘনত্ব দাড়িটার
জীবনের গাধা বোটে আরেকটা দিন পার
বুঝি শেষ নেই আর
এই পাতা ওল্টাবার
তাই আজ ২৩ শে জুলাই
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।