তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় কঠিন থেকে কঠিনতর হত্যা হুমকির খড়গ আসে বোবা বনবাসে।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় ভাদ্র মাসের কুকুরের লালাভ জিভের শব্দে কর্ণ পর্দা ফেটে আসে।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় অসুস্থ আর সন্তানহারা মা-বাবার বিষাক্ত প্রশ্নের ছোবল খেতে হয়।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় বুঝতে হয় তোকে নিয়ে বিচ্ছিন্ন ঘটনার ভ্রুণ বর্বোরোচিতের আশ্রয়।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় বিচার বিচার খেলায় সময় কাটিয়ে দিতে চায় অমানব পশুবরেরা।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় ক্ষিপ্ত আর হিংস্র হয়ে উঠে আরো - সেই আদিম অসভ্যের ধারকেরা।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
যে চাওয়ায় তোর রেখে যাওয়া সেই সব শাখা স্বপ্নের জাল ছেঁড়ে মূল হোতারা।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
তনু - আমি তোর হত্যার বিচার চাই না।
না না না না না না না না না না না না না।
যে দেশের রক্ষকেরা রাক্ষুসে ভক্ষকের রক্ষক হয়ে তাদের পাশে দাঁড়ায়।
যে দেশের সবাই জানে তনু নামের এক কুঁড়ির না ফোঁটার মালীদের।
যে দেশের সবাই জানে তলিয়ে যাবে অতল গহ্বরে বিচারের বাণী।
যে দেশের সবাই জানে - ওরা মেনে নিতে পারে সহজেই তনুর নির্মম মৃত্যু।
ওরা কখনোই আমাদের কান্না শুনবে না। আমাদের আর্তনাদ, হাহাকার, প্রতিবাদ, যন্ত্রণা তাদের কানে তানপুরার সুর হয়ে বেজে উঠে। আমি তাদের বিচার চাই তনু - যারা কিংবা যার পর্যাপ্ত ক্ষমতা থাকা স্বত্তেও নারীত্বের অবমূল্যায়ন করে। ছিঃ ছিঃ - ধিক্কার সেই নাটাইয়ের সূতো ছাড়া নর্তকীর মানসিকতায় বেড়ে উঠা তাঁর সন্তানের দূর্ভাগ্যের দায় এড়িয়ে দিব্যি চষে বেড়ায় তাদের তনু বয়সী মেয়েদের কিংবা মায়েদের চোখের সামনে। এই লজ্জা রাখার স্থান এই দেশের বাতাসেও নেই আর তাই বলতেই হয় - অদ্ভুত উটের পিঠে চলছে একাত ওকাত হয়ে আমার স্বদেশ আর ভবিষ্যত।
ক্ষমা করে দিস - যারা তোকে প্রকৃতির অবাধ সবুজ, নরম ঘাসের গালিচায় তোর স্বপ্নের বিচরণ সহ্য করে নি - আমি অন্তত তাদের কাছে তোর হত্যার বিচার চেয়ে তোকে ছোট করতে চাই না। দেখে নিস - জানি তুই ঐ আকাশের প্রজ্জ্বোলিত তারা হয়ে ওদের তনুদের উপর ওদেরই বর্বরতা। তুই দেখে নিস কিন্তু !!! আমরাও প্রতীক্ষায় রইলাম - কতো সম্ভ্রম লুটের পর ওদের ক্লান্তি আসে ওদের নিরাপদ আশ্রয়ের দরোজায়।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।