এটা কি এখানেই শেষ হয়ে গেল?
@স্যান্ডি,
হ্যাঁ। গলপের গোড়াতেই বলে দিয়েছি যে অরুণিমা(নাম পরিবর্তিত) এখন বিলাসপুরের একটি মোবাইল বিক্রির শপে কাউন্টার ও অ্যাকাউন্টস সামলচ্ছে, পরিবারের বড় মেয়ের দায়িত্ব পালন করছে। গল্প শেষ।
কিন্তু গল্প হিসেবে যদি না দাঁড়ায় তাহলে নিঃসন্দেহে বলতে পারেন, উপকৃত হব।
রিয়েল লাইফেঃ
তারপর কেটে গেছে ঠিক কুড়িটি বছর। এরমধ্যে অরুণিমা অনেক পথ হেঁটেছে। দুটো টিভি চ্যানেলের সফল স্ট্রিংগার থেকে আকাশবাণীতে ক্যাজুয়াল অ্যানাউন্সার ইত্যাদি। তারপর বিয়ে করে অন্য কমিউনিটিতে। চলে যায় ছত্তিশগড়ের রাজধানীতে। চাকরি ছেড়ে ক্যান্সারে টার্মিনাল স্টেজের শ্বশুর শাশুড়ির দায়িত্ব সামলায়। ওঁরা প্রয়াত হলে আবার টিভি চ্যানেলের কাজ ইত্যাদি করতে করতে আর্থিক সাফল্যের মুখ দেখে। এখন তিন সন্তানের মা। তাদের ও প্রাইমারি স্তর পর্য্যন্ত ফরমাল স্কুলে না পাঠিয়ে ঘরে পড়ায়, নাচ গান শেখায়। এখন স্কুলে দিয়েছে। আবার আমাদের নাটকের দলের রায়পুর শাখা খুলেছে। ওখানে পুণের সঙ্গে যোগাযোগে রায়পুরে শর্ট ফিল্ম মেকিং এর ওয়ার্কশপ, নাটকের ওয়ার্কশপ সব চালিয়ে যাচ্ছে। করোনা ও লক ডাউনের মাঝেও অনলাইন প্রোগ্রাম অর্গানাইজ করছে।
ওর জীবনসঙ্গী নাটকের লোক নয়, কিন্তু অরুণিমার এক্সপেরিমেন্ট নিয়ে কোন ঝামেলা করেনা, বরং গর্বিত।
সুনীল বিয়ে করেছে জবলপুর শহরে। তাতে অরুণিমা ওখানে গিয়ে সক্রিয় দায়িত্ব পালন করেছিল, সুমিতের চোখের সামনে। হ্যাঁ, সুমিতের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। বিলাসপুরে সুনীলের ফটো স্টুডিওর বেশ নাম। নাটকের দল আর্থিক দিক দিয়ে সফল। সেদিনের একটি জুম অনুষ্ঠানে ৪৩ জন ছিল, তাতে ১১ জন মেয়ে ও ৩২ জন ছেলে। সেদিন ডিসিশন নিয়ে দল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণ ভাবে নতুন জেনারেশনের ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে। সুনীল থেকে সুরু করে আমরা সবাই কেবল পরামর্শদাতা কমিটি! ঃ)))
আরে না রঞ্জনদা, আসলে আপনি তো অনেক বড় বড় গল্প লিখে থাকেন এবং সেগুলো সিরিজ আকারে আসে। এজন্যই এই বেয়াড়া জিজ্ঞাসা। পাঠক হিসাবে গল্পটি জীবন থেকে তুলে আনা বলেই মনে হয়েছিল এবং আপনার উপরের পোস্টটা দেখে সেসম্পর্কে নিশ্চিতও হলাম।
রঞ্জনদা কি এই গল্পটা আগে কোথাও লিখেছিলেন? গুরুর পাতাতেই কি? খুব চেনা লাগছে।
4z
ঠিক বলেছেন। কাহিনীটি এক। কিন্ত গল্পটা আলাদা। সেবার ওটা খালি ঘটনার গ্রাফিক বর্ণনা হয়েছিল, গল্প হয়নি। লেখার ব্যাপারে আমার অন্যতম মেন্টর দময়ন্তী সঠিক সমালোচনা করেছিল। এতদিন বাদে নতুন করে আবার চেষ্টা করলাম আর কি:)))