এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • *** মহাকাব্যে ভিলেন ***

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    ২৯ জুলাই ২০২১ | ১২০০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • সারা রামায়ণ কিংবা মহাভারত জুড়ে ভিলেন খোঁজা মানে হলো ঠগ বাছতে গাঁ উজাড়। রামায়ণ মহাভারত কোনো রোমান্টিক প্রেমের কাহিনী তো নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে তৎকালীন সমাজ দর্পন।


    নায়ক ভিলেন এসব সেন্টিমেন্ট নিয়ে মাথা ঘামায় নেকু পাব্লিক।


    (রামায়ণ) 


     রাজনীতিতে অত উতলা হলে গদি ছিঁড়ে ভেতরের ছোবড়া পেছনে খোঁচা দেয়। ওখানে ফেলো কড়ি মাখো তেল, সীতা তুমি কি আমার পর?? 


     কে যেতে বলেছিল আমার সাথে বনবাসে, তিন তিনজন শাউড়ি সামলে ঘর করবে না তাই স্বামীর রিমোট পোষ্টিং এ বাক্স গুছিয়ে তড়িঘড়ি রেড়ি।


     তার ওপর আবার হঁ, রাম ওই হরিণটো লুব, একি আহ্লাদিপনা!! এবার যদি রাজ্যের লোকেরা তোমাকে রেপড ভেবে তোমাকে ত্যাগ করতে বলে তখন আমি তো আর পত্নীপ্রেম দেখিয়ে নিজের রেপুটেশন এর তেরোটা বাজাতে পারি না। অযোধ্যার সিংহাসনে কি সারাবছর পাদুকা বিরাজ করবে নাকি?? 


    আঃ,মোদিত এই পুণ্য ভারতধাম,


    বনেতে পচেন সীতা, রাজা হন রাম।।


    ওহে লক্ষ্মণ, সুগ্রীব কিংবা বিভীষণ কে দেখে কিছুই কি শিখলে না, কোনো মানে হয় দুজন নব্যবিবাহিতের মাঝে কাবাব মে হাড্ডি হওয়া, শোনো গুরু, আগে তুমি লছমনরেখার মানে বোঝো তারপর অন্যেরটা টানবে।


    ভাই ভরত তুমি কিন্তু  Awesome. সোনি সি তেন্নু চাল।  ক্ষমতার কলকাঠি সে সিংহাসনে বসেই হোক আর আড়াল থেকেই হোক। দুই ই উপাদেয়। ত্যাগের উদগারের আনন্দও তো তাতে কম নয়। 


    আসলে জনতা জনার্দন চিরকালই আবেগে ভাসে। 


    নইলে রাবণের মতো প্রেমিক যে কিনা অনুমতি বিনা সীতা অঙ্গ স্পর্শমাত্র করেনি, শুধুমাত্র বোন শূর্পনখাকে লক্ষ্মণ রিফিউজ করেছিল বলে, একবার দেখিয়ে দিতে চেয়েছিল,  হাঁ ম্যয় ভি কুছ কর সাকতা হু আগর চাহু তো।


    বিভীষনের মতো সে ভাবতেই পারতো, ওইসব বোনফোনের সেন্টিমেন্ট এ দাও লবডঙ্কা। 


    বিদেশী শত্রুর সাথে চুক্তি সাইন করো। লেটস উয়িন লঙ্কা।


    শোনো বাপু, ওসব  headstrong  দের দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক কাব্যে কোনো নায়ক নেই সবাই ভিলেন।।।


    (মহাভারত) 


    কার শুক্র কার গর্ভে গিয়ে পেল ঠাঁই। 


    কুরুক্ষেতোরে হুইসেল ফুঁকিলেন কানাই।।


    কে কৌরব,  কে পান্ডব,  কে কার ছেলে, কে ভয়ে চোখবুজে গর্ভিনী হলেন বলে কানা ছেলে হলো, কে ভয়ে পান্ডুরবর্ণ হলেন বলে ছেলেটির জন্ম থেকে লিভার ফাংশন খারাপ,  তাই পুরুষত্ব নেই এসব ঘাঁটাঘাঁটি করে লাভ নেই বাপু। 


    সেযুগে নারী পুরুষ ইচ্ছেমতো সঙ্গমে লিপ্ত হতে পারতো,  গঙ্গা, সত্যবতী, কুন্তি, দ্রৌপদী সবাই এই স্বাধীন সমাজের মুক্ত নারী।  


    গান্ধারীকে চোখে ঠুলি এঁটে বসে থাকতে কে বলেছিল, বাবা অক্ষম হলে মাকেই ছেলেপুলে মানুষ করবার জন্য রণে কোমর বেঁধে নামতে হয়, সেটা কুন্তি দেখিয়ে দিয়েছে। মাদ্রীর মতো আগুনে ঝাঁপ দিয়ে সতীত্ব অন্তত কুন্তি দেখায় নি। 


    যদি সবে, খলনায়ক হবে ডুবে যাবে বিশ্ব।


    সব তীব্র তীরের তীর্যক শর একা একা সহিবেন পিতামহ ভীস্ম। 


    এমন মেদুর নায়ক আর দুটি দেখিনি। নায়ক হতে গেলে অনেক অন্যায় হজম করতে হয়, খলনায়কদের সে দায়ভার নেই। তাদের খল-বল-ছল 


    ভরসা।


    সেই দেবব্রত  যিনি পিতার প্রেমে প্রশ্রয়দাতা, নিজপ্রেমে বাউল দার্শনিক,  এক প্রচন্ড  সম্ভাবনাময় নায়কের মেঘের আড়ালে নিজেকে আজীবন আচ্ছাদিত করে  রাখা। যে যুগে সিংহাসন পাবার বাসনা  নিয়ে এত নিয়োগপ্রথা, এত হানাহানি,  এই সর্বতোসক্ষম মানুষটি সেই হীনমন্য যুগের নির্বাক দাবার ঘুঁটি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ইচ্ছাধীন। নির্লিপ্ত,  নিঃসঙ্গ, নীরব। 


    অথচ ইনি রাজা হলে,পুরো কাহিনীটার ending   টাই আলাদা মাত্রা পেত? 


    তাই তো হয়, এখনো তাই হচ্ছে, উপযুক্ত মানুষদের কজনাকে নির্বাচন করি আমরা রাজসম্মানে??


    যুগে যুগে গঙ্গায় বয়ে যায় শান্তনুর সুযোগ্য সন্তান। 


    দেশের যোগ্য নেতাটি দিগন্তের ছায়াপথে একাকী হাঁটতে হাঁটতে একদিন কবে যে ধূমকেতুর ইচ্ছামৃত্যু নেয় কেউ জানতেও পারে না সেকথা। 


    ভারতবর্ষ  বারবার বেজন্মা কুরুক্ষেত্রে রক্তাক্ত  হয়ে ওঠে।


    বোলো বোলো ভিলেন বাপ্পা কী জয়।।। ত নি মা।। 


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ৩১ জুলাই ২০২১ ০৮:৪৮496231
  • তীর্যক পাঠ বেশ লিখেছেন। আরেকটু বড় করে রয়েসয়ে লিখলে পারতেন! শুভ 



    ইচ্ছে করলে লগইন এর ঘরে গিয়ে নিজের নাম সম্পাদনা করে বাংলায় লিখে নিতে পারেন

  • সুবিমল | ৩১ জুলাই ২০২১ ১১:২১496242
  • অসামান্য লেখা! খুব ভাল লাগল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন