এলেবেলে - একটা প্রশ্ন করি? আমার চুপির চরে যাবার ইচ্ছে অনেক দিনের। কল্যাণী বা কলকাতা থেকে গাড়ি ভাড়া করে যাবো। ওখানে থাকার ভালো বন্দোবস্ত কোথায় আছে বলতে পারেন? দিন দুয়েকের ট্রিপ। আগাম ধন্যবাদ।
অভ্যু ওখানে 'কাষ্ঠস্থলী' নামে একটা কটেজ আছে। ব্যবস্থা মন্দ নয়।
অভ্যু, অত কিন্তু-কিন্তু কেন? একটা কেন একশোটা প্রশ্ন করতে পারেন। আমি নিজে কোনও দিনও চুপিতে থাকিনি। নবদ্বীপ থেকে ভোরের ট্রেন ধরে পুর্বস্থলী গেছি। স্টেশন থেকে ্টোটো ধরে চুপি, ফেরার সময়ে নৌকোর মাঝিকে বলেছি নিদয়ার ঘাটে পৌঁছে দিতে। নিদয়ার ঘাট নবদ্বীপের শেষ প্রান্ত। আমাকে সঙ্গে না নিলেও আমার থেকে নিকন ২০০-৫০০ লেন্সটা নিয়ে যেতে পারেন। ওটা ছাড়া চুপি যাওয়া বেকার। আর আপনাদের থাকলে তো কথাই নেই।
থাকার জন্য সরকারি ব্যবস্থাপনাই সেরা। গেরামে যেমন হয় আর কি। এই যে
অভ্যু ১৯:৫৯, দেখলাম।
চুপির চরে যাবার ইচ্ছে আমারও অনেকদিনের। এলেবেলেকে ধন্যবাদ ইনফরমেশন এর জন্য। একটা ১৫০-৬০০ লেন্স আছে। হয়ে যাবে না?
ওইতো এলে'র দেওয়া প্রথম লিংটায় যে কটেজগুলো দেখাচ্ছে ওটাই কাষ্ঠস্থলী।
কেসিসাহেব, কাষ্ঠস্থলী নাকি কাষ্ঠশালী? দ্বিতীয় নামটাই তো জানি।
ফোজ্জি (যদিও আপনার সঙ্গে আলাপ নেই) ১৫০-৬০০ কাদের? যাই হোক ভালো ছবি ওঠার কথা। আপনারা দুটো বিষয় মাথায় রাখবেন। যে মাঝির নৌকোয় উঠবেন সেখানে দেখে নেবেন বালির বালিশ নৌকোর সঙ্গে বেঁধে রাখা আছে কিনা। তার ওপরে একটা তোয়ালে বা খবরের কাগজ বিছিয়ে নেবেন আর মাঝিকে বলবেন নৌকোর খোল থেকে খান তিনেক পাটাতন সরিয়ে নিতে। ওই বালিশটাই আপনাদের ট্রাইপডের কাজ করবে এবং নৌকের খোলের ফাঁকা জায়গায় বসে লো অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। এমনি ট্রাইপড দরকার পড়ে না। তবে আমি অনুরোধ করব ফেরার সময় অন্তত কালনার প্রতাপেশ্বর মন্দিরে টেরাকোটার কাজ দেখার জন্য। ১০৮ শিবমন্দিরের উল্টোদিকে একটা মন্দির কমপ্লেক্সে এই প্রতাপেশ্বর। এছাড়াও ওই চত্ত্বরে পাবেন ২৫ চূড়ার মন্দির যা বাংলার মন্দির স্থাপত্যে যথেষ্ট দুর্লভ।
আমি যদিও পূর্বস্থলীতে গিয়াছি, কাষ্ঠস্থলীতে থেকেছি, কিন্তু এই বিষয়ে আমার কোনো মতামত নাই।
অভ্যু থ্যাংকু ফর টই। ভাটে না হলে পরে খুঁজে পাওয়া চাপ।
ইন্দোদা, বক্তব্য নেই কেন? ওখানে তোমার তোলা কিছু ছবি দেখেছি মনে হচ্ছে।
মানে সবাই সব কিছু বলে দিয়েছে।
চুপির চর যাই নাই। সুযোগ পাইলে যাইবো। ৪০০-৫০০ গোলার কামান নাই। সর্বরোগহর নাইকোন ১৮-৩০০-তেই তুষ্ট থাকি। যদিও সবাই দেখিয়াছেন, তবু বর্ধমানের রাজার কিছু সুকৃতির ছবি রাখা যাইতে পারে। প্রতাপেশ্বর বা কৃষ্ণচন্দ্র (পঁচিশ চূড়া ),