কোপা -২০২১ ও তো এসেই গেল। সে নিয়ে একটা থ্রেড হলে হয় না? নাকি কোপা-র ভারতীয় সময় দেখে অনেকেই একটু সিঁটিয়ে যাচ্ছেন? :D
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছাড়া আর কারুর ওই সময় বাঙালিকে ঘুম থেকে তোলার এক্তিয়ার নেই বলছেন? ;)
তাও, যদি আড্ডা হয়, বিশদ জানালাম এখানে --
Group A : ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনিজুয়েলা
Group B : আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে
আমার সেমিফাইনালিস্ট: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি/কলম্বিয়া
আসুন, শুরু হোক?
হ্যাঁ হোক। তবে আজই খবরে পড়লাম ভেনেজুয়েলার অনেকে কোভিড পজিটিভ।
খাতায় কলমে এগিয়ে অবশ্যই ব্রাজিল, তবে মেসি ম্যাজিক দেখাতে পারলে আর্জেন্টিনা ।
আমারও মনে হয় ব্রাজিল এগিয়ে। আর্জেন্টিনার তো সেই একা মেসি। মিসও করে, গোলও করে, খিস্তিও খায়।
এবার মেক্সিকো নেই, দুঃখ পেয়েছি। বড় প্রিয় দল ছিল। অবশ্য এখন বোধ হয় আর আগের মতো নেই।
মেক্সিকো কোপা খেলেছে? ওটা শুধু সাউথ আমেরিকান দেশগুলোর জন্যে নয়?
আজ আর্জেন্টিনার ম্যাচ আছে।
আজ আবাপের ভাষায় বড় ম্যাচ, চিলির সাথে আর্জেন্টিনা
ছোট ভগবান গোল দিয়েছেন তবু ড্র।
আমার এই আর্জেন্টিনার খেলা ভালো লেগেছে। একটা ভালো স্ট্রাইকার দরকার। মেসির ওপর খেলা তৈরির জন্য নির্ভরশীল নয় এরা। মেসির গোলটা যদিও দুর্দান্ত। পুরনো তারকারা শেষের দিকে নেমে আরও ভালো করে দেখিয়ে দিল বাচ্চাগুলো বেটার খেলছিল।
তবে স্পেনের খেলা দেখে খুব হতাশ হলাম।
Tim, যদ্দিন ওই গোলকানা মোরাতা থাকবে তদ্দিন এই হবে। জঘন্য!
যাইহোক, আজ গুরু নামছেন। গুরুর জন্য একটু গলাবাজি হোক!
সি আর সেভেন শুরুতেই সিটার টা বাদ দিলে ভালই করেছে। পর্তুগালে আরো কিছু নতুন প্লেয়ার চাই।
এদিকে ফ্রান্স জার্মানি শুরু হল। জার্মানি ভালো খেলছে।
হ্যাঁ মোরাতা জঘন্য।
গুরু আবার কে?
গোল ডট কম অনুযায়ী কোপার সুবিধেজনক টাইমের খেলা (সকাল ৫ঃ৩০ )ঃ, মানে পুরোটা না দেখলেও সেকেন্ড হাফটা দেখা যেতেই পারে।
১৮ জুন ঃ ব্রাজিল পেরু
১৯ জুনঃ আর্জেন্টিনা উরুগুয়ে।
২১ জুনঃ কলামবিয়া চিলে
২২ঃ আর্জেন্টিনা প্যারাগুয়ে ।
২৪ জুনঃ ব্রাজিল কলম্বিয়া
২৯ঃ আর্জেন্টিনা বলিভিয়া
২৯ঃ উরুগুয়ে প্যারাগুয়ে
** আর আপনারা কি বিরিয়ানি দিয়ে আইসক্রিম মেখে খান? কোপার টইতে ইউরো আসে কোদ্দিয়ে?
ব্রাজিল টিম কি ভাটের হয়ে গেছে মাইরি , শালা highlights ও দু মিনিটের বেশি বসে দেখা যায় না
ব্রাজিল আর আর্জেন্টিনা দুটই তো জিতলো।
ব্রাজিল কলম্বিয়া খুব লড়াই হয়েছে। মাঝের একটা ম্যাচ দেখতে পাইনি, তবে কালকের ব্রাজিলকে বেটার লাগলো। তবে সবই সেই নেইমারকে করতে হচ্ছে। প্রথম গোলটা নিয়ে যা তা নাটক হলো।
হ্যা, ব্রাজিল নেইমার নির্ভর আর নেইমার আবার আঘাতপ্রবণ । বিশ্বকাপের সময়ে যা হল! মাঝরাতে টিভি খুলে দেখে প্রথমে ভেবেছিলাম কি ব্যপার , আধ মিনিট পরপর গোল, হাইলাইটস দেখাচ্ছে নাকি?
:-))
কি বাজে মাঠে খেলা হচ্ছে দেখেছো? অমসৃণ, অল্পেই চাপড়া উঠে আসছে। কোপার গুরুত্ব কত কমে গেছে সেটা বোঝা যায়।
কোয়ার্টার ফাইনাল সামনের সপ্তাহে। দেখা যাক কে কার সামনে পড়ে।
কোপা দেখা হচ্ছে না। কেউ দেখছেন? কেমন হচ্ছে খেলা?
কালকে উরুগুয়ে বনাম প্যারাগুয়ে দেখছিলাম - বোরিং
সব খেলা দেখার সময় হচ্ছেনা। তবে এখনও অবধি ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা ভালোই খেলছে। কোয়ার্টার ফাইনাল শুক্রবার। ব্রাজিল চিলি মুখোমুখি।
কোপার সমস্যা হলো, ইউরোর খেলাগুলো তার আগে আগে পড়ছে, ফলে সেগুলো বেশি মনোযোগ পাচ্ছে। দক্ষিণ আমেরিকার দলগুলোর সমস্যা এখনও তারা নতুনদের সেভাবে সামনের সারিতে আনতে পারেনি। নক আউটে কী হয় দেখি।
আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল একেবারেই বোরিং হচ্ছেনা, বরং বেশ উত্তেজক ম্যাচ। আপাতত ৩-৩ পেরু প্যারাগুয়ে। কোপায় নিয়ম হলো নব্বই মিনিট ড্র হলে সোজা টাইব্রেকার।
ব্রাজিল দশ জনে একটা হাফ খেললো, তাও এক এক সময় ভালো আক্রমণ করেছে। চিলির গোল্ডেন জেনারেশন এবারেও আটকে গেল।
কাল মেসির আর্জেন্টিনা নামছে।
আর্জেন্টিনা এবারের কোপার সবথেকে ভালো দল নিয়ে এসেছে। ডিফেন্সটা একটু নড়বড়ে সময় সময়, কিন্তু মাঝমাঠ থেকে অ্যাটাক খুব ভালো। কালকে যেমন খেললো, সেরকম খেললে ফাইনালে উঠে যাবে। মেসির দুটো ফ্রিকিক দেখলাম এই কোপায়। কোনটা বেশি ভালো বলা কঠিন। কালকের ফ্রিকিকটায় গোলকীপার যেদিকে দাঁড়িয়ে সেদিক দিয়েই মারলো, তাও বলের নাগাল পাওয়া গেলনা। আগেরদিনের্টা ছবির মত সোয়ার্ভ। এছাড়াও কালকে একটা ভালো অ্যাসিস্ট করেছে।
দেশে সম্ভবত এই খেলাগুলো দেখার অসুবিধা হচ্ছে ভোররাতে হচ্ছে বলে।
সেমিফাইনালে ব্রাজিল পেরু, আর্জেন্টিনা উরুগুয়ে।
ধুর, ছড়িয়েছি। আর্জেন্টিনা কলম্বিয়া।
উরুগুয়ে কলম্বিয়া ম্যাচটা দেখিনি বলে গুল্যে গ্যাছে।
মেসি-র ফ্রি কিকটা মনে হচ্ছিল ডানদিকের বার আর পোস্টের কোণ দিয়েই ঢুকবে। গোলি ঠিকই আন্দাজ করেছিল, তাও বাঁচাতে পারে নি।
আর্জেন্টিনা দল বেশ ভাল
টিম, ফ্রি কিক উপন্যাস-টা কিন্তু এখনও অসমাপ্ত, মাত্র এক যুগ ধরে থমকে আছে :-)
অরণ্যদা :-)
আজ প্রথম সেমিফাইনাল হলো। অদ্ভুৎ ম্যাচ। ফার্স্ট হাফে অসংখ্য গোলের সুযোগ তৈরী ও নষ্ট করে কায়ক্লেশে একটা গোল করলো ব্রাজিলের প্যাকেতা। পেরু ওটা কী খেললো জানিনা, প্রথম ৪৫ মিনিট অস্তিত্বই নেই। পরের হাফে কেমন একটা আড়ষ্ট খেলা, ধাক্কাধাক্কি, পেরুর দৌড়োদৌড়ি ও কয়েকটা আক্রমণ বাদে বলার কিছু নেই। ফাইনালে আর্জেন্টিনা উঠলে ব্রাজিলের কপালে দুঃখ আছে।
খুবই উত্তেজক খেলা হলো কোপায় দ্বিতীয় সেমিফাইনালে। কলম্বিয়ার হয়ে যে গোল করলো সেই দিয়াজ ব্রাজিলের বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করেছিলো, ছবির মত গোল। আজকেরটাও মনে রাখার মত গোল। দুপক্ষই আরো গোল করতে পারত। ডি মারিয়া এখনও অসাধারন ফরোয়ার্ড, স্পিড, ড্রিবলিং, পাসিং। আজকে নামার পরে অন্তত তিনটে চান্স তৈরী হলো, তার মধ্যে একটা অবিশ্বাস্যভাবে মিস করেছে গনজালেজ (সম্ভবত)।
পরবর্তী ও প্রান্তিক স্টেশন ব্রাজিল বনাম আর্জেটিনা ফাইনাল। প্রচুর হাইপ ইত্যাদি হবে মেসি ও নেইমার নিয়ে। দেখা যাক আজকের মত বক্স টু বক্স আক্রমণ হয় কিনা সে খেলায়।
আজ কোপার খেলা। আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু চাইছি আর্জেন্টিনা জিতুক (কম গোলে )।লিওনেলের একটা ট্রফি পাওয়া উচিৎ, আর্জেন্টিনার হয়ে।