খবর এইরকম যে মারাদোনার মরদেহ যেমন আছে তেমনিই থাকবে। পোড়ানো বা সমাহিত করা, কোনটাই ঘটবে না। অন্তত এখন নয়।
কারণটা অত্যন্ত কেলেঙ্কারিয়াস। মৃত্যুর আগেই জনা পাঁচেকের ( আরো বেশি হতে পারে) পিতৃত্ব স্বীকার করে নিয়েছিলেন। এখন মৃত্যুর পর আরো পাঁচ/ছ' জন তাকে পিতা বলে দাবী করছে। বিপুল সম্পত্তির লেজুড়ও যোগ হয়েছে এর সঙ্গে । ফলে যখন তখন ডি এন এ টেস্ট করতে হতে পারে। তাই মৃতদেহ সংরক্ষণ।
মারাদোনা বিগত হবার পর ফেসবুকে যে শোক দেখেছি তার কোনো তুলনা হয় না। ছবির পর ছবি, লেখার পর লেখা। তার অনেকগুলোই মনে রাখবার মতো।
আমিও মারাদোনামুগ্ধ। তার চরিত্রহনন আমার অভীষ্ট নয়। আমার জিজ্ঞাস্য মরে গেলেই কি ছাড় পাওয়া যায় নাকি ? এই ফেবুতেই বিভিন্ন সাহিত্যিক থেকে সদ্যপ্রয়াত কোরিয়ান পরিচালকের মুন্ডুপাত দেখেছি চরিত্রহীনতার কারণে। কিন্তু যে মানদণ্ডে সেসব করা হয়েছে সেই মানদণ্ডের একেবারে চূড়ায় বসে থাকা এই ফুটবল ঈশ্বরটিকে নিয়ে দেখি সবাই চুপ। খুব অকুতোভয় বলে যাদের জানি, তাদের মুখেও কুলুপ আঁটা। কেন ভাই ? আপনারা কি জেনে ফেলেছেন বাঙালি সে লেখা থেকে মুখ ঘুরিয়ে নেবে ? লাইক শেয়ারে কম পড়িবে ? বাঙালি কি তবে আপনাদের কাছে একটি আত্মপ্রবঞ্চনাময় জাতি, যাহাকে অত্যন্ত চতুরতার সঙ্গে ডিল করিতে হয় ?
শেষমেশ চেনা প্রশ্ন আর একবার ? শিল্পীর কেচ্ছার নিরিখে শিল্পের বিচার, নাকি কেচ্ছা বিরহিত ভাবে ? চালাক বাঙালি কী বলেন ?