এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অমরণি ফুল ও কেরুং ফলের গপ্ 

    Yeaseer Arafath লেখকের গ্রাহক হোন
    ২৮ নভেম্বর ২০২০ | ৯০৩ বার পঠিত
  • ১. 


    সুদিনের বেইল-ঠিক-দুপুর। ঝাঁঝাঁ রোদের দিকে চোখ ঘোলা করে তাকিয়ে আছে সফুরা। অই দূরে দেখা যাচ্ছে তার মরদটা মূরা বেয়ে নামছে, আলু-ক্ষেতির বেড়া নাড়ছে ছাগলটা, এক ঝাঁইর কাঁটা-মারিশ শাক নিয়ে ঘুরছে ঘষা-মাজা চেহরার একটা মেয়ে, দুয়ার লেপা মাটি থেকে গোবরের ঘ্রাণ আসছে, ছাড়াছাড়া সবুজ ঘাসে অনেকদূর পর্যন্ত চলে গেছে জমিন ধরে মাটির আইল, আরো কত কী কী সব একচোখে অপলক তাকিয়ে আছে সফুরা। তার ঘোলা চোখ। 


    ঐ কোন না-দিকে তাকিয়ে থাকা সফুরার দৃষ্টি ধরে, মনে হওয়া ঘাসের, জামিনের, আইলের পথ ধরে, উঠানে এসে দাঁড়ায় মমিন। মূরা থেকে বয়ে আনা গাছের কচির গোছা নামাতে নামাতে যখন গজগজি মেরে কিঁয়ায় উঠে মরদটা, সফুরার বুক ধ্বক করে উঠে। তাড়াতাড়ি দিয়ালা থেকে নেমে মমিনের হাত ধরে। ঘরে তুলে ধরে ধরে। কপালে হাত রাখে। জ্বর মাপে। মমিনের পায়ের তালু তুলে দেখে, ফাটা-তজ্জাতজ্জা গোড়ালির নিচে আস্ত গাছের টুকরা ঢুকে গিয়ে দেবে গেছে অনেকটা। 


    ২.


    এই কারনে কেউ পাগল হবার নজির নেই লোকাল ইতিহাসে, তাই কেউ কেউ অবাক হয়। যদিও পায়ের দরদে পাগল হতেও পারে মানুষ। পায়ের তালুর রগগুলো ঐ মাথার সাথেই বিঁধে আছে বেশি। কিন্তু মমিনের মাথায় দোষ দেখা যাওয়ার অনুমান কারও কারও মনে আসে এই কারনে যে, পায়ে গাছের ফালা  ঢুকার পর থেকে বাতাসের সাথে কথা বলার প্রবণতা ও পরিমাণ দুটোই বেড়ে গেছে তার। হামেশ-ক্ষণ নিজে নিজে গজগজ করে গোসসায় ফেটে পড়ছে। 


    বেইল-ঠিক-দুপুর থেকে বসে আছে মমিন, বড় বাজারের ফার্মেসির কাম্পাওন্ডারের আন্ডারে কম্পাওন্ডারগিরি শিখে লোকাল মানুষের মুখে মুখে ফেটে পড়া ডাক্তার আমির হামজা, প্রকাশ আইরঞ্জা ডাক্তরের অষুধের দোকানে। কিন্তু বেইল পড়ে গেছে পশ্চিমকূলে মুক্তার-হাজীর সুপারি বাগানের মাথায়, এখনো আইরঞ্জার আসার নিশান পর্যন্ত চোখে পড়ছে না। পায়ের-মুরির টনটনানি নিয়ে দাঁতে দাঁত কষে খিছ মেরে বসে থাকে মমিন নিঝাপ-নিরালায়। 


    ৩.


    কিন্তু কারও কারও মনে ঐ অনুমান সন্দেহে রূপান্তরিত হতে টাইম লাগে না। যখন তারা দেখে আইরঞ্জা ডাক্তর আসার পর সে যখন তার চতুর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে নাক-মুখ কুঁচকে মমিনের পায়ের পাতার গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আর গুরুগম্ভীর টোনে একটার পর একটা সাওয়াল করে যায়- কী গাছের ফলা, কীভাবে ঢুকলো, দিনে খুঁট মারে বেশি না রাইতে -এইসব বেহুদা। আর মমিন বেকুব ব'নে চেয়ে থাকে। 


    এবং একে একে নিচের পাতা নামিয়ে চোখ, লম্বা করে বের করে জবান, তলপেটে চাপ দিয়ে আঁতি, স্টেথোস্কোপ দিয়ে বিমার-হার্টবিট, কব্জি চেপে মমিনের নাড়ি পরখ করে আইরঞ্জা। পরে এক পাতা প্যারাসিটামল ও ফলা ঢুকে যাওয়া পা-টা কয়দিন ঝুলিয়ে হাঁটার মহামূল্য পরামর্শটা দিয়ে বিদায় করে দেয়। তাজ্জব হয়ে কিছুক্ষণ নিরুদ্দেশ তাকিয়ে থাকতে থাকতে মমিন লুংগির গোছ হাতড়ে বের করতে থাকে ডাক্তারের ফীস। 


    তারপর নিজেকে নিজেই গজগজি মেরে বলে উঠে- হাঃ, চুদানির গা হাঃ, আজিয়াও একশ তোর ফেড়ত দিলাম, হাঃ। 


     এভাবে নিজেনিজে গজগজ করতে করতে মমিন যখন চলে যেতে থাকে, উপস্থিত সকলের চোখে বিষ্ময়, কার উপর রাগ ঝাড়ে মমিন, কার সাথে কথা কয়? 


    #ছোটগল্প


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন