
এখানে করোনা টিকা নিয়ে আলাপ হবে। চিকিৎসা নিয়ে তত না।
ফাইজারের টিকা নিয়ে সি এন এন তিন চার দিন নাটক করলো
আমরা সারা দুনিয়ায় বসে দেখলাম। এবং এটা এমন একটা বিষয় (একমাত্র?) যেখানে ফেক নিউজে সারা দুনিয়ার সমস্ত সাধারণ মানুষের কিছু যায় আসে। সুতরাং তাদের ফেক নিউজে আমাদের ইমিডিয়েট ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকছে। #কোভিড-১৯
image location https://www.google.com/doodles/thank-you-coronavirus-helpers-april-25-26
https://www.google.com/doodles/thank-you-coronavirus-helpers-april-25-26

Astrazanca এর তিন পাউন্ডের ঘোষনার সাথে সাথেই সিএন এন আবার উন্মাদ হয়ে গেছিলো। @CNN ২৪ ঘন্টা বারবার বললো আস্ট্রা র গবেষনায় কি ঘাটতি। বারবার সব প্রোগ্রাম সব নিউজ বন্ধ করে এক কথা।
তারপরের ২৪ ঘন্টা মিশল করলো অন্যান্য ইস্যু দিয়ে। ঘোষনার ৪৮ ঘন্টা পর ক্লিয়ার বলতে শুরু করলো কালো মানুষরা টিকা দিতে চায় না টাই তাদেরকে রাজী করাতে অনেক টাকা খরচ হবে কারণ সবাই না নিলে লাভ নাই।
৯৬ ঘন্টার মধ্যে তাদের মাথা ব্যথা শুরু হলো চীন নিয়ে, চিনের কি কি দোষ। চীনরে সিএন এন এই মারে তো সেই মারে।
সিএনএন দশা দেখে খারাপই লাগতে লাগলো, এই বিশাল পৃথিবীতে তারা কতরকম উৎপাত নিয়ে সয়ে যাচ্ছে। ট্রাম্প ভালো না, ট্রাম্প সমর্থকরা ভালো না, রিপাব্লিকান বড়লোক না হলে ভালো না, চীনারা ভালো না, কালোরা ভালো না।
মনে হয় দুনিয়াতে সিএন এন এর মালিক পক্ষের দশটা লোক ছাড়া কেউ ভালো না।
Fox ar cnn নে বেশি ভেবে কদ্দু হইবেক
CNN এক্সপার্ট na এনে নিজেরা নিজেরা মিলিটারি ক্যু র আলাপ করে নিজের মান রাখতেছেফাইজারের টিকা নাকি ইউকে ইমার্জেন্সি অনুমোদন (whatever that means) এটা দুদিন আগে শুনেছিলাম নাকি একদিন -আজ নিউজ দেখলাম ফার্স্ট ব্যাচ সাপ্লাই গেছে ইউকে তে - কিভাবে পাঠালো কে জানে -খবর পড়িনি হেডলাইন দেখেছি শুধু।
আগের দিন সি এন এন প্লেন দেখাচ্ছিলো দেখে খুব মেজাজ খারাপ হয়েছিলো
এরা নিউজ করে মাসে এক দিন -যেমন আজ বাইডেন + হ্যারিসের সাক্ষাৎকার দেখাইছে
এই মাসে ওদের নিউজ করার কোটা শেষ
এই ভিডিও লিংক টা আগে দেয়া দরকার ছিলো
এই খানে ওরা যত ক্লিয়ার কাট কথা বলেছে অতো আর ওদের ২০ ২২ পর্যন্ত বলতে হবে না
হিলিবিলি | 37.***.*** | ১৫ ডিসেম্বর ২০২০ ০৮:৫২733356CNN এ রি লাই এবল sources এ একদিন বিবিসির হাত আছে ডায়ানার খুনে - এগুলো বললো। ঐক্ষণ পর্যন্ত বিবিসি ফাইজার niye স্পিকটি নট ছিলো . তারপর হুড়মুড় করে ইমার্জেন্সি অনুমতি দিলো তারপর আরো ভালো আরো বেশি অনুমতি দিলো
৭০ টা স্তরাগে ফ্যাসিলিটি তৈরী i ছিলো (keno chilo?)
ধাপধুপ মার্ চিকা
এখন bolche ১০০০ কেস পাওয়া গেছে -তাদের ও টিকা খাটবে না -tader ও করোনা না
ও সাবান বিক্রির না
হিলিবিলি | 37.***.*** | ১৫ ডিসেম্বর ২০২০ ০৯:০০733357ওরা টিকা নিয়ে নিয়ে টিকা রেজিস্টেন্ট করোনা উৎপত্তি ঘটিয়ে ফেলে কিনা ভেবেছিলাম
তার সময় পাওয়া গেলো না
কত প্রকার ভেরিয়েন্ট আছে তারই নাই ঠিক ..
হিলিবিলি | 37.***.*** | ১৫ ডিসেম্বর ২০২০ ০৯:০৫733358এটা কি বলছে বুঝিনি। রাখা থাক
dc | 122.164.***.*** | ১৫ ডিসেম্বর ২০২০ ০৯:১২733359এখন কথা হলো টিকা নেবো কি নেবোনা। আর নিলে কার টিকা নেবো, ফাইজার না আস্ট্রাজেনেকা।
হিলিবিলি | 37.***.*** | ১৫ ডিসেম্বর ২০২০ ২৩:২৯733361টিকা নিয়ে যদি সিক ডে এড়ানো যায় তাহলে নেয়াই ভালো
সিঙ্গাপুর সবাই কে ফ্রি দিচ্ছে
kono কোনো সময় প্রথমেই যুগান্তকারী o sosta ওষুধ আবিস্কার হয়েছিলো
আবার কখনো যত সময় গেছে আরো ভালো ওষুধ এসেছে
কিন্তু টিকার বিষয়ে তো কিছুই জানতাম না
এখনো আসলে জানিনা। কোটি খানেক মানুষ নেবার পর হয়তো বিষয়টা ক্লিয়ার হবে ....
থ্যাংক ইউ @ dc