নিজের ঢাক, ইত্যাদি, যাইহোক - পাঠপ্রতিক্রিয়া, মতামত, প্রার্থনীয়।
কালকে ভাটে দেখেই পড়তে গেছিলাম। কিন্তু অনলাইন আজকাল সেলফোনে এনলার্জ করে পড়তে গিয়ে ঝাপসা হয়ে গেল। বড় স্ক্রিনে আজ পড়ব বলে রেখেছিলাম।
খুবই ভাল লেখা। শুধু পরিশ্রমই নয়, ওমনাথের কাজে সেটা যে থাকবেই তা ধরে নেওয়া যায়, পেশা আর সাবজেক্টের ওপর মমতা টের পাওয়া যায়।
ভারতীয় ম্যাজিকের ইতিহাস অংশটা আরেকটু তথ্যবহুল হতে পারত। পি সি সরকার সিনিয়রের 'ইন্দ্রজাল' বলে একটা বইয়ের ভূমিকায় দিশি ম্যাজিকের ওপর একটা অংশ ছিল। চল্লিশ বছর আগে পড়া। গণপতি চক্রবর্তীর বইতেও ছিল বোধহয়।
ইতিহাসের পরের অংশটা, যেটা ডি পুষ্পার বায়োগ্রাফি অংশ বলা যায় সেটা খুবই মনোগ্রাহী। সব থেকে বড় কথা, অন্ততঃ আমার ক্ষেত্রে, সম্পূর্ণ নতুন একজন পেশাদারের সম্পর্কে জানতে পারা গেল।
জিতে রহো দম্পতি।
অত্যন্ত ভালো লাগল। এই জাদুকরীর কথা একেবারেই অজানা ছিল।
খুব ভাল লাগল।
সোমনাথ শুচিস্মিতাকে অভিনন্দন, এত তথ্য সমৃদ্ধ লেখা পড়ে খুব ভালো লাগলো। আমার ম্যাজিকে কোন আগ্রহ নেই, তাও ভালো লাগলো। এমনকি এবার হয়তো ম্যাজিক শুধু এই প্রবন্ধটার জন্যই ভালো লাগবে। আমার এই ধরণের লেখা পড়তে খুব ভালো লাগে, এগুলি দিয়েই আর্বান সেকুলার হিস্টরি র ঐতিহ্য সমৃদ্ধ হয়। অনেক ধন্যবাদ। আশাকরি কেউ না কেউ কোনো না কোন দিন সোমনাথ, শুচির সংগে যোগাযোগ করে একট ছোটো ফিল্ম বানাবে পুষ্পা কে নিয়ে।
অনলাইনে পড়তে পারছি না, হেবি ঝাপসা। আমার এক পিশে মশাই, যিনি অশোক দাশগুপ্ত র থেকেও বড় অশোক দাশগুপ্তর ফ্যান, এবং সেটা অশোক দাশগুপ্তের ছোটোবেলা থেকে, তিনি শুধু অশোক দাশগুপ্ত r ক্রীড়া সাংবাদিকতা ভুলতে পারেন না বলে আজকাল পড়েন, তাঁর বাড়ি থেকে হাক ডাক করে কাগচ আনালাম, শুধু মাত্র ম্যাজিকের উপরে সাড়ে তিনশো বই য়ের লিস্ট পাবার একটা সম্ভাবনা আছে বলে। আর্কাইভিস্ট , আশচর্য্য অনুসন্ধিৎসু এই দম্পতিকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
এঁর কথা আগে কোথাও পড়িনি। লেখাটি শুধু তথ্যসমৃদ্ধ না, অসম্ভব গোছানো। কেও কোনো দিন ডকু বানালে রেফারেন্স এর কাজ করবে। দারুণ লাগলো!!
'আজকাল' সাইট এর অরিজিনাল রেজলিউশন এর ইমেজগুলোই এখানে রাখা আছে। কন্ট্রোল চেপে মাউস স্ক্রল করলেই,যেভাবে zoom করা হয়, ছবি বড় করে পড়া যাবে। মোবাইলে দু-আঙ্গুলে স্ট্রেচ করে যেভাবে জুম করে সেভাবেই ছবি বড় করে পড়া যাবে।
আজকাল-এর ই-সংস্করণের পাতায় লেখাগুলোর আলাদা কোনো লিংক থাকে না। ওখান থেকে পড়তে হলে লিংক : http://www.eaajkaal.in এর সংরক্ষণ তারিখ ড্রপডাউন থেকে 18/10/2020 সিলেক্ট করে ৭ নং পাতার link এ ক্লিক করে যে পাতাটা খুলল (খানিকটা ঝাপসা), তাতে আবার ক্লিক/ট্যাপ করলে আবার পড়ার মত বড় করে খুলবে লেখাটা।
ন্যাড়াদা, ১৫০০-১৬০০ শব্দ অ্যালাউড ছিল, ২৭৫০ এর নিচে নামাতে পারিনি। বিদেশি মহিলা যাদুকরীদের প্যারাটা পুরোটাই (১৩০ শব্দ) বাদ দিয়েছে। ছবি একটার বেশি দেয়নি বলে তাও অনেক বেশি শব্দ ধরেছে। বড় করে নিজের মনের মত লেখার জন্য অনলাইন ছাড়া উপায় নেই।
আর ইয়ে, ন্যাড়াদা, হুচি, রঞ্জনদা, বোধিদা, একক সকলকে ধন্যযোগ।
অবিচুয়ারি একমাত্র আজকাল এই বেরিয়েছিল। সেটাও এখানেই থাক। http://www.eaajkaal.in/ এর সংরক্ষণ তারিখ ড্রপডাউন থেকে ২০ জুলাই ২০২০ সিলেক্ট করে তার ৩ নং পাতায় গিয়ে নিচের দিকে খবরের ইমেজটায় ক্লিক/ট্যাপ করে পড়তে পারবেন। তবে এখানেও আজকাল এর সেই অরিজিনাল ইমেজটাই রইল। এটাও মূলত আমার লেখা,খানিক এডিট করে কমিয়ে ছাপা।
লেখাটা মনোগ্রাহী। জাদুসম্রাজ্ঞীর অভিজ্ঞতা কি বইয়ের না? যদি বই হয় তবে তার প্রকাশকের নাম বা প্রাপ্তির বিষয়ে তথ্য পেলে ভালো হয়।
পড়তে পারছি না, ফন্ট বড্ড ছোটো।
ল্যাদোশদা, এটা বেঙ্গল ইন্ফোতে পাওয়া যাবে?
কন্ট্রোল+স্ক্রল করলেই বড় হবে তো।
ধুর আমার স্মার্টফোন নেই, আমি কম্পিউটারে পড়ি। ঐ ভাবে বাড়িয়ে বাড়িয়ে পড়া যায় নাকি? এমনিতে আমাদের ইউনিভার্সিটির ইন্টারলাইব্রেরী লোন শুধু আমারই জন্যে কতো বই আনিয়ে দেয়, হার্ড কপি!
গুরুতেই পড়তে zoom=500% করতে পারো। কনট্রোল টিপে স্ক্রল করতে অসুবিস্তা হলে ক্রোম বা এজ ব্রাউজার এর ডানদিকে কোণ-এ যে তিনটে ফুটকি আছে, তাতে ক্লিক করলেই ড্রপ ডাউনে zoom পাবে। হাতে লিখে দাও ৫০০ বা + চিহ্নে ক্লিক করে করে যাও। IE ব্রাউজার ৪০০% অবধি জুমাতে দেবে, তাও যথেষ্ট। মোজিলায় ৩০০% এর বেশি দেয় না বলে সমস্যা। আর নইলে আজকালের অনলাইন সাইটে গিয়ে পড়ার উপায় ও উপরে লিখে দিইছি। সেখানে কোনো সমিস্যাই নেই।
জুম করতে জানি। ঐভাবে পড়তে অসুবিধে হয়। নেহাত খুব দরকার না হলে পড়ার প্রশ্ন নেই। তাই তো lcmদাকে বললাম।
আচ্ছা আরেকটা সহজতর উপায় বলি। উপরের মূল লেখার ছবিটায় রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করুন। তারপর সানন্দে অরিজিনাল রেজলিউশনে পড়ুন। এবার ঠিক আছে?