শুরু করাই ঝামেলা ঈপ্সিতা দিদি । মানে এই ধরেন শিরোনাম দিতে গিয়েই গেরো ! লিখলুম তো ছাইভস্ম, কিন্তু ছাই-এর পাশে ভস্ম ক্যানো ? ছাই মানেই তো ভস্ম, ভস্ম মানেই ছাই নয় কি? বা ধরেন ছাইপাঁশ, পাঁশ মানে জানি না । ছাই-এর পাশে পাঁশ কী কোর্চে ? পাঁশ কী পাংশু, মানে বিবর্ণ ? দু'টীই কি রং বোঝাচ্চে ? দুটীই যদি অ্যাকই রঙের তা'লে পাশাপাশি অ্যাকইরকম দুই রঙ কী কোর্চে ?
শ্রীহরিচরণ কী বলচেন দ্যাখা যাক ।
বলচেন
সং. ক্ষার > প্রা. ছার > ছারি > বাং. ছাই ।
ভালো কথা । এ-ও বলচেন, ছাই মানেই ভস্ম । ক্ষার মানেও ভস্ম [ক্ষার, পুং, ৪, ব. শ. ৭০৪], যদিও ক্ষার শব্দ প্রথমত বিশেষণ ; অর্থ লবণযুক্ত, তীব্র । ভস্ম মানে কী ? ভস্ম শব্দের বুৎপত্তি বলচেন √ভস্ + মন্ । √ভস্ মানে নিন্দা (সকর্মক), দীপ্তি (অকর্মক) । আর মন্, সকর্মকে বোধ, জ্ঞান ; সম্ভাবন । আরও অনেক কিছু ওরে বাবা ! অকর্মকে গর্ব্ব । তা'লে ভস্ম হোলো দীপ্তির গর্ব্ব নাকি গর্ব্বের দীপ্তি । আর ছাইভস্ম মানে ক্ষারভস্ম, মানে তীব্র দীপ্তির গর্ব্ব বা তীব্র গর্ব্বের দীপ্তি ? এবং নেতিবাচক অর্থে ? অর্থাৎ এই যে দিদিমণি বল্লেন, "এমনি নিয়মিত ছোটখাট পোস্টই করুন না", আর আমি তক্ষুনি তক্ষুনি ছাইভস্ম পোস্ট করলুম, তার মানে এই দাঁড়ালো যে দীপ্তি যা কিনা অ্যাকেবারেই আমার নেই, তার তীব্র গর্ব্বে আমি এই পোস্ট করলুম।
শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা অতএব শেষ করা গ্যালো ।