বিষয়টার দিকে মনোযোগ আনে পাশ্চাত্য এক প্রোপাগান্ডা টাইপ একটা খবর। (হিন্দিগান চালিয়েছি - বেশ আরামদায়ক - প্রেম হাম তুম নিয়ে বেশ মস্তিস্ক খাদক - আমি শুনছি রুমানি আখও। - এটাও কিন্তু ভালো শক্তিশালী জিনিস - ভুলে যাওয়া উচিত না) যাইহোক পাশ্চাত্য প্রোপাগান্ডাটা ছেল blatislava সুখরভকে নিয়ে । মেইন গল্প হলো সুকরভ বিরাট নাট্যকার - সে পলিটিকাল নাটক সাজায় - সব তলে তলে - এবং তার পদ্ধতি হলো অ্যাবসার্ড নাটক। চারিদিক দিয়ে এমন ঘটনা পাকিয়ে তুলবে যে সেগুলো কেন্দ্রে আসতে আসতে একটা অন্যটাকে কাটাকাটি করতে শুরু করবে , কেন্দ্রে আসার ক্ষণে সব উবে যাবে।আম পাবলিক - যে যার সোশাল বাবল থেকে লাফাচ্ছিলো - তারা এনার্জি খুয়ায়ে শান্ত হবে।এইসব সে রিয়েল জগতে করে - সে পুতিনের লোক মেদভেদ গ্রুপ , মেদভেদের আমলে সে বড় পদেও ছিলো।
সে হাফ-চেচেন বলে সেটা নিয়েও পশ্চিমা উলুস ফুলুস ভাবের অন্ত নেই। বিভিন্ন কাণ্ডের পিছনে যে তাঁরই হাত ছিলো - সেটা কিভাবে জানা গেলো তা কোনো প্রতিবেদনেই উল্লেখ ইশারা ইঙ্গিত কিছুই থাকে না।
তবু এভাবে যে ভেবে নেয়া যায় - বড় বড় পত্রিকা মেলা মেলা কাগজ খরচ করে এমন নভেলা লেখে - চিন্তা করে নিতে অসুবিধা হয় না যে - এমন নাট্যকার পাশ্চাত্য গণতন্ত্রেও থাকতে পারে। ইদানিং কালে বিশেষ করে ব্রেক্সিট ভোটের পর থেকে এক দল অন্য দলের অপারেটিভ দের বিষয়ে উচ্চ কন্ঠ হয়েছে বৈকি।
তবে ডানপন্থীদের লেভেলই আলাদা, গুলিতে মারা যাওয়া শিশুদের বন্ধুরা "ওরা ক্রাইসিস একটর!"- স্কুলে গুলি করেছে এক শিশু , অনেক শিশুর চোখের সামনে , - এরপর দিনের পর দিন যেখানে কিছুই পৌঁছায় না সেখানে ওই রেডিও বার্তা গেছে - ক্রাইসিস একটর। চোখের সামনে করোনা চলছে - কিন্তু না, অন্য কিছু বড় ইস্যু। দিনের পর দিন প্রোপাগান্ডা চালিয়ে গেলে কি না হয়। । আপনার যদি অন্য সোর্স অব ইনফরমেশন না থাকে। ডেমোক্র্যাটদের কাউকেই দোষ দেবার নেই নিজেদের ছাড়া।
:| dlt edit kichui khuje na pai :(