
S | 2405:8100:8000:5ca1::229:***:*** | ১০ জুন ২০২০ ০২:১৩731953
anandaB | 50.35.***.*** | ১০ জুন ২০২০ ০২:৫৬731954
S | 2405:8100:8000:5ca1::502:***:*** | ১৩ জুন ২০২০ ০৭:১৮732107
anandaB | 50.35.***.*** | ১৩ জুন ২০২০ ০৭:৪২732108
dc | 103.195.***.*** | ১৩ জুন ২০২০ ০৭:৪৫732109
dc | 103.195.***.*** | ১৩ জুন ২০২০ ০৭:৪৫732110
.. | 182.69.***.*** | ১৩ জুন ২০২০ ১৬:৪৭732124
.. | 182.69.***.*** | ১৩ জুন ২০২০ ১৬:৫০732125
r2h | 49.37.***.*** | ২৩ জুন ২০২০ ১৯:৫৩732266
S | 2405:8100:8000:5ca1::7a9:***:*** | ০১ আগস্ট ২০২০ ১৩:৪২732465
hu | 2607:fcc8:ec45:b800:84d9:f918:65f7:***:*** | ০২ আগস্ট ২০২০ ১০:১৩732467
S | 2001:620:20d0::***:*** | ০২ আগস্ট ২০২০ ২০:৩৭732471
anandaB | 50.125.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৮732838ইদানিং ইউটুবে কিছু শর্ট ফিল্ম দেখলাম , কয়েকটা বেশ ভালো আর তার মধ্যে এইটা অসাধারণ
a | 203.185.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২০ ১১:২৪732839আমাজনে দেখুন পন্চায়েত। বেশ ভালো। একটি নব্য আধুনিক ছেলে ক্যটের প্রেপ করার সাথে সাথে পন্চায়েতের সেক্রেটারির কাজ নেয়। ৮-১০ পর্বের সিরিজ। বেশ কিছু সামাজিক সমস্যাকে ছুয়ে গেছে কিন্তু একটা অদ্ভুত মজার আর মানবিক স্পর্শের ভিতর দিয়ে। ভালো লাগবে মনে হয়।
ইউটিউব থেকে উঠে আসা লিটল থিন্ক্স 2 দেখুন নেটাফিল্ক্সে। তার আগে দেখে নিন এদের প্রথম পর্ব। ইউতুবেই পাবেন নয়তো জানি না। আমি এই ফিল্টার্কপি গ্রুপের কাজ বছর দুয়েক ধরে দেখছি বেশ বেশ bhaalo
S | 2405:8100:8000:5ca1::3f:***:*** | ১৮ নভেম্বর ২০২০ ১২:২৪733208নেটফ্লিক্সে নতুন রিলিজ করেছে হিন্দি সিনেমা "লুডো"। অনুরাগ বসুর পরিচালনায় আড়াই ঘন্টার অ্যান্থোলজি সিনেমা।
চারটে পৃথক গল্প। একজন সেন্ট্রাল ক্যারেকটার। কখনও কখনও এই আলাদা গল্পের ক্যারেকটারদের পথে দেখা হচ্ছে। কনফ্লিক্ট হচ্ছে। আবার আলাদা দিকে চলে যাচ্ছে। এই সিনেমায় প্রেম রয়েছে, প্রেম ভাঙা রয়েছে, অ্যাকশান আছে, গ্যাঙ্গস্টার আছে, প্রচুর কমেডির সাথে ট্রাজেডি মিশে রয়েছে, মরালিটি নিয়ে বাক্যালাপ রয়েছে। সব মিলিয়ে জমজমাট সিনেমা লুডো। এই ধরনের সিনেমা ভারতে নতুন হলেও হয়েছে। একটি তামিল সিনেমার কথা এখনি মনে পড়ছে। আরো নিশ্চই আছে।
কাস্টিং খুব ইন্টারেস্টিং। স্ক্রীপ্টও খুবই স্মার্ট। সকলের অভিনয় ভালো হয়েছে। মিউজিকের ব্যাবহার ভালো। অনুরাগ বসু নিজে দিব্যি সিনেমাটোগ্রাফি করেছেন। এইসব কিছুর পরেও যেটা আমার সবথেকে ভালো লাগে অনুরাগ বসুর সিনেমায় সেটা হল স্ক্রীনে রঙের ব্যবহার। পরিচালকের ক্ষেত্রে এইধরনের সিনেমা ঠিকমতন শ্যুট করে এডিট করে সমস্ত গল্পগুলোকে শেষ করা সত্যিই কৃতিত্বের।
তার পরেও একটু খুঁত খুঁত করবো। নইলে আর ক্রিটিক কিসের। সিনেমাটা আমার অন্তত একটু লম্বা মনে হয়েছে। তার সঙ্গে মনে হয়েছে যে সব গল্পগুলোর দৈর্ঘ্য এবং গুরুত্ব যেন সমান নয়, অন্তত দেখার সময় সেরকমই মনে হয়েছে। কিন্তু অনুরাগ বসুর সিনেমার যেটা সবথেকে বড় সমস্যা সেটা যেন এই সিনেমাতে রয়েই গেলো। অরিজিনালিটির অভাব আছে।
anandaB | 50.125.***.*** | ৩১ ডিসেম্বর ২০২০ ০৮:২০733437এইমাত্র AK vs AK দেখা দেশ করলাম , নেটফ্লিক্স এ
কনসেপ্ট খুব ইন্টারেষ্টিং কিন্তু অভিনব নয় , শুরুটা যতটা প্রমিসিং যত কাহিনী এগিয়েছে আস্তে আস্তে প্রেডিক্টবল এবং কিছুটা জোলো হয়ে গেলো
অনিল কাপুর বেশ ভালো অভিনয় করেছে , ওর ফ্যামিলির বাকি লোকজনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না (ভাগ্গিস :) )
আভিনয় কাশ্যপের কাপ অফ টি নয় , মনে হয় মোটাওয়ানের উপরোধে রাজি হয়েছে
ক্যামেরা সম্ভবত পুরোটাই হ্যান্ডহেল্ড (আন্দাজে বললাম বোঝার মতো টেকনিকাল জ্ঞান নেই)
সব মিলিয়ে একবার দেখাই যায়
S | 217.182.***.*** | ২৫ জানুয়ারি ২০২১ ০৪:০৫733577নেটফ্লিক্সে রিলীজ করেছে প্রিয়ান্কা চোপরা প্রযোজিত দি হোয়াইট টাইগার। দুঘন্টার সিনেমা। মুখ্য ভুমিকায় আদর্শ গৌরব। এই ছেলেটিকে আমরা আগে এদিক সেদিক কিছু দেখে থাকলেও এই সিনেমাতেই প্রথম এতবড় রোলে। প্রিয়ান্কা এবং রাজকুমার রাও পার্শ্বচরিত্রে অভিনয় করেছে। পরিচালনায় ভারতীয় আমেরিকান রামিন বাহরানি।
কাস্ট, ক্লাস, রিলিজিয়ন, পলিটিক্স নিয়ে কিছু জায়্গায় খুব ভালো কমেন্টারি রয়েছে। ইন্ডিয়ার কিছু সত্যিই কুৎসিত দিক তুলে ধরেছে, যেগুলো আমরা শাইনিং ইন্ডিয়ার নামে বিদেশি অডিয়েন্স তো বটেই, এমনকি নিজেদের থেকেও দূরে রাখি। সিনেমাটাকে স্লামডগের জবাব বলতে পারেন। চিত্রনাট্য খুবই ভালো। আদর্শ গৌরবের অভিনয় খুবই ভালো লেগেছে। সবাই বলছে নেক্সট বিগ স্টার। প্রিয়ান্কা আর রাজকুমারের অভিনয় একটু পুট-অন মনে হয়েছে, ক্যারেক্টারগুলও একটু অবিশ্বাস্য।
সিনেমাটা অসাধারণ না হলেও অবশ্যই দেখবেন।
S | 2405:8100:8000:5ca1::766:***:*** | ২৫ জানুয়ারি ২০২১ ০৪:৪১733578*পরিচালনায় ইরানীয়ান আমেরিকান রামিন বাহরানি।
i | 61.68.***.*** | ২৫ জানুয়ারি ২০২১ ০৫:০৮733579অরভিন্দ আদিগার হোয়াইট টাইগার উপন্যাস নিয়ে সিনেমাটা? ২০০৮ এ বুকার পেয়েছিল?
S | 95.13.***.*** | ২৫ জানুয়ারি ২০২১ ০৫:২১733580হ্যাঁ।
i | 61.68.***.*** | ২৫ জানুয়ারি ২০২১ ০৫:৫২733581থ্যাংকু
S | 2a06:e80:1:1:bad:babe:ca11:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২১ ১২:০২733686মিনি রিভিউঃ
১) নেটফ্লিক্সের নতুন কমেডি সিরিজ "দ্য ক্রিউ"। ন্যাসকারের একটা টীমকে নিয়ে। মূল চরিত্রে কেভিন জেমস (হিচ খ্যাত)। খুব একটা ভালো লাগেনি। বেশ পুরোনো জোক্স মনে হচ্ছে। নন পলিটিকাল গুড ওল্ড ডেজের মতন কমেডি করতে গিয়ে একদমই ভালো হয়নি।
২) হটস্টারে নতুন এসেছে স্পেশাল অপস। নিরজ পান্ডের তৈরী স্পাই সিরিজ। মূল চরিত্রে কে কে মেনন আর বিনয় পাঠক। লোকজন প্রচুর প্রশংসা করেছে। কিন্তু একদম ভালো হয়নি। ফ্যামিলি ম্যানের মোদীয় সংস্করণ। তার থেকে ফ্যামিলি ম্যান আরেকবার দেখা যায়।
৩) নেটফ্লিক্সের শিটস ক্রীক ইতিমধ্যেই খুব নাম করেছে। অনেকদিন পর একটা দারুন কমেডি দেখলাম। এপিসোডের পর এপিসোড দেখা যায়। একটুও রিপীট মনে হয়না। খুব ভালো অভিনয় করেছে সকলে। এটা রেকো দিলাম।
r2h | 49.206.***.*** | ২৭ মার্চ ২০২১ ০১:২৪733784পাগল্যট, নেটফ্লিক্সে, রেকমেন্ড করি।
S | 2a0b:f4c2:2::***:*** | ২৭ মার্চ ২০২১ ০২:০২733785নেটফ্লিক্সের "ডিয়ার হোয়াইট পিপল" এর প্রথম দুটো সিজন রেকমেন্ড করছি। যাদের রেস রিলেশানস (বা এমনকি আমাদের ক্ষেত্রে কাস্ট রিলেশানস) বোঝা নিয়ে উৎসাহ আছে, তারা চটপট দেখে ফেলুন। খুব ভালো কিছু কনভার্সেশান আছে। সেখানে দারুন কিছু কনফ্লিক্ট আছে। আমাদের নিজেদের মধ্যেও যে কত বায়াস রয়েছে, যেন মুখের সামনে আয়না ধরিয়ে দেয়। নিজেকেই প্রশ্ন করতে হয় যে আমি কি সত্যিই অতটা প্রোগ্রেসিভ লিবারল, নাকি এখনও অনেক মাইল যেতে হবে। তবে কলেজ রোমান্স এবং অন্যান্য কিছু হাবিজাবি জিনিসের খোসা ছাড়িয়ে আসল জিনিসটা দেখতে হবে।
aranya | 2601:84:4600:5410:68af:ec07:688b:***:*** | ২৭ মার্চ ২০২১ ০৭:০৫733789বড়েস, স্পেশাল অপস সিজন ওয়ানের কথা বলছ? সেটা হটস্টারে দেখেছি কয়েক মাস আগে।
সিজন টু মার্চে বেরোনোর কথা ছিল। হটস্টারে আসে নি তো এখনো
S | 2a0b:f4c2::***:*** | ২৭ মার্চ ২০২১ ০৭:৫৯733790হ্যাঁ সিজন ওয়ান।
ওদিকে ফ্যামিলি ম্যানের সিজন টূ নাকি আটকে দেওয়া হয়েছে। অত নিরপেক্ষতা বোধয় বত্তমান ইসেদের নাপসন্দ।
dc | 110.224.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪১742218
dc | 2401:4900:6332:3154:2917:5cbe:f9a:***:*** | ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:২২742220