এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কেজরীমঙ্গল পুরাণ

    রঞ্জন
    অন্যান্য | ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১১০৪ বার পঠিত
  •   কেন্দ্রে মসনদে বসে থাকা দলটির ব্লিৎস্ক্রিগ ক্যাম্পেইন, হেভিওয়েট প্রচার, বিপুল ধনবল এবং মিডিয়ার উচ্চরবের মুখোমুখি হয়েও আম আদমী পার্টির এমন একতরফা বিজয়ের পর উঠে আসছে একগুচ্ছ প্রশ্ন।

     যেমন, কি করে হ?, কেন হল? এটা কি হেট স্পীচের রিজেকশন? এটা কি ধর্মীয় রাজনীতির ভ্যালিডেশন? এটা কি কেজরিওয়ালের সফট হিন্দুত্বের জয়? এর ফলে কি দীর্ঘকালীন ক্ষতি হবে না ? এটা কি ফ্রিবি' রাজনীতির জয়? কেজরি কি ভেনেজুয়েলার হুগো স্যানচেজের মত দিল্লিকে গরীবের পায়ে লুটিয়ে দিয়ে ভাঁড়ার খালি করে কাট মারবে? ইডিওলজি বিনা রাজনীতি-- সোনার পাথরবাটি? দিল্লির লোক শস্তা বিজলি/শস্তা জল আর বিনেপয়সায় বাসে চড়ায় বিকিয়ে গেল? নাকি মুসলমানের ভোটে তফাৎ করে দিল? বিহার বঙ্গে কী হবে?

    আমি হিন্দিবলয়ে আছি বলে কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি সবজান্তা নই । আলোচনা চলবে আশা করি ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | 14.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩০729637
  • আলোচনাটা চারটি পর্বে বাঁধতে চাইছিঃ

    এক, আপ সরকারের বাজেট এবং ফ্রিবি'র অভিযোগ।

    দুই, নির্বাচনী রণনীতি এবং রণকৌশলঃ বিজেপি এবং আপ।

    তিন, রাজনৈতিক, মতাদর্শগত প্রশ্ন , উচিত/অনুচিত।

    চার, হাতে কী রইল--  কোন অলটারনেটিভ মডেল, নাকি আদর্শবিহীন প্র্যাগম্যাটিজমের কানাগলিতে ঢোকা?

    আজ রাতে শুধু প্রথম পর্ব।

  • রঞ্জন | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৬729638
  • ্দিল্লির ২০১৯-২০ বাজেট পেশ হয় ২৬/২/২০১৯শে। তখন দিল্লির স্টেট জিডিপি ছিল ৭,৭৯,৬৫২ কোটি টাকা, যা আগেরবারের (৬,৯০,০৯৮ কোটি ) চেয়ে ১৩% বেড়েছে। কেন্দ্রের জিডিপি বৃদ্ধির দর সবারই জানা।

                                                        বাজেট                                                                       (রাশি কোটি টাকায়)

    জমা                                                                                                               খরচ

    রেভিনিউ আমদানি         ৫০.৭৬৭     (+১০.৭) **                                পুঁজিগত ব্যয়             ১৫,২১৯     (+৪৭.৭%)

      ধার                                ৪,৭৮৬       (--১৭.৫%)                               রেভিনিউ ব্যয়              ৪৪, ৭৮১    (+১২.৩%)   

    মোট                             ৫৫,৫৫৩       (+৭.৫%)                                       মোট                   ৬০,০০০ (+১৯.৫%)
                                                                                                               

    (রেভিনিউ সারপ্লাস            ৫,২৩৬) (+৬.২%)

    বিত্তীয় হানি                     ৫৯০২ * । এটি স্টেট জিডিপি'র ০'৭% মাত্র । কেন্দ্রের দর ৫% ছুঁয়েছে । গতবছর ছিল                                                                                                                                                   ৬৮৯ কোটি মাত্র ।

    * অন্য সম্ভাবিত আমদানি ৭৫০ কোটিকে বাদ দিয়ে )

    **গত বছরের তুলনায় বৃদ্ধির প্রতিশত বন্ধনীতে দেখানো হয়েছে।

  • রঞ্জন | 14.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৩729639
  • ( আমার আনাড়িপনায় চার্ট একটু নড়ে গেছে, নিজগুণে বুঝে নেবেন, প্লীজ।)

    সরকারি তথ্য অনুযায়ী দিল্লির ফিসক্যাল ডেফিসিট --রাজ্য জিডিপির % হিসেবে --সমস্ত রাজ্যের তুলনায় সব থেকে কম। সবচেয়ে বেশী মণিপুর।

    এবার প্রধান খরচগুলি  এবং তা বাজেটের কত প্রতিশত দেখুন।  প্রথমে বহুনিন্দিত জলকর ( মাসে ২০,০০০ লিটার) ভর্তুকি, বিজলি ভর্তুকি ( মাসে ২০০ ইউনিট) এবং মহিলাদের জন্যে ফ্রি বাস রাইড।

    দিল্লি জলবোর্ড                                                                  ৪৬৮ কোটি ( বাজেটের ০.৮%),

    বিজলি                                                                             ১৭২০ কোটি (৩%),

    মহিলাদের বাসভাড়া বাবদ                                                ১০৮ কোটি (০.১৭%),

    ম্যানহোল থেকে মেশিন দিয়ে ময়লা সাফ                         ৪৮২ কোটি (০.৮%)

    সিনিয়র সিটিজেনদের পেনশন                                        ১২১০ কোটি (২%)

    দিব্যাঙ্গদের জন্যে                                                           ২৫৩ কোটি (০.৩%)।

    আন- অথরাইজড কলোনির ইনফ্রাস্ট্রাকচার                       ৯৯৫ কোটি (১.৬%)

    তাহলে বড়খরচ কীসে ? ক্যান লোকে ভোট দিল? এবার দেখুনঃ

    শিক্ষা                                                                              ১৫, ১৩৩ কোটি (২৫%)

    স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ                                                  ৭,৪৮৫ কোটি ( ১৩.৮%)

    ট্রান্সপোর্ট                                                                        ৫৮৮২ কোটি (৯.৫%)

    শুদ্ধ পেয়জল আপুর্তি এবং এনভায়রনমেন্ট                         ৫২৮০ (৯%)

    বাকি আলুচানা কালকে।

  • রঞ্জন | 14.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৮729644
  • একটি স্বঘোষিত দেশপ্রেমিক চ্যানেল ( যারা নতুন ২০০০ টাকার নোটে এমন চিপস আছে যে নকল হলে স্যাটেলাইটে ধরা পড়বে বলে দাবি করেছিল) বলছে দিল্লির লোকজন 'মুফতখোর', কাজ না করে নিজেদের পেট ভরলেই খুশি। ওদের দেশ, পুলবামা এসব নিয়ে কোন চিন্তা নেই । তাই কি ?

    এবার দেখুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা।

    গরীবদের বেশি ভর্তুকি দিচ্ছেন মোদী সরকার। পিএম কিসান যোজনায় সমস্ত কৃষকের  খাতায় সোজা যাবে ৬০০০ টাকা করে , সে চাষই করুক বা ঘরে বসে থাকুক। দিল্লির মহিলারা কিন্তু ঘরে থাকলে সুবিধে পাচ্ছেন না । কাজে বেরিয়ে যাতায়াত (আর্থিক বা ব্যক্তিগত) করলে তবেই। ভারত সরকারের বাজেট সাবসিডি ২.৬৪ লাখ কোটি । যোগ করুন ফুড সাবসিডি ২.০০ লাখ কোটি এবং পিএম কিসান যোজনা ০.৭৫ লাখ কোটি । মোট ভর্তুকি ৫.৩৯ লাখ কোটি,  অর্থাৎ বাজেটের ১৮.৫%; এদিকে সরকারের রাজস্ব ঘাটতি তা-না-না করেও ৫% ছুঁতে চলেছে। 

     অথচ দিল্লি সরকারের জল-বিজলি-বাস ভর্তুকি -- যা নিয়ে এত ট্রোলিং-- তাহল একুনে ২৪৭৮ কোটি , অর্থাৎ বাজেটের ৪.১%। আর দিল্লির রাজস্ব ঘাটতি হল রাজ্য জিডিপি'র মাত্র ০.৭%। মনে হচ্ছে কেজরি পাবলিকের ট্যাক্সোর পয়সায় দানছত্র খুলে সরকার দখল করেছে কথাটা ডাহা মিথ্যে। গরীবদের বেসিক প্রয়োজনগুলোতে সরকারের ভর্তুকি দেওয়া যদি ব্যাড ইকনমিক্স এবং ফিসক্যাল মিসম্যানেজমেন্ট হয় তাহলে আঙুল কেন্দ্রীয় সরকারের দিকেই ওঠা উচিত, আপ সরকারের দিকে তোলা কঠিন।

    এবার দেখা যাক দিল্লি সরকার কোন বিশেষ বিশেষ খাতে কেমন খরচ করছে।

    শিক্ষাঃ

    সর্ব শিক্ষা অভিযানে ২০০০ কোটি , তৃণমূল স্তরে লোকাল বডির মাধ্যমে প্রাইমারি শিক্ষার জন্যে ১৫৫৮ কোটি ।

    স্বাস্থ্যঃ

    কেন্দ্রীয় এবং রাজ্য ড্রাগ অথরিটির মাধ্যমে সাপ্লাইয়ের জন্যে ৪৫০ কোটি ।  পেনসনপ্রাপ্ত সরকারি কর্মচারিদের জন্যে ২৫০ কোটি । মহল্লা ক্লিনিকের জন্যে ২২০ কোটি ।

    যাতায়াতঃ ডিটিসিকে ঘাটতি পূর্ণ করতে ১৮৭৬ কোটি , সড়ক যোজনায় ৮০০ কোটি ; একইভাবে বাসপাস (মহিলা) ১০৮ কোটি ,  বাসের সংখ্যা বাড়াতে ৭০০ কোটি ইত্যাদি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন