এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • "না, বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?"

    রঞ্জন
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০২০ | ৯৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | ***:*** | ০৮ জানুয়ারি ২০২০ ১৮:৫৯728997
  • মারবে ক্যান? মারতেছ ক্যান? এইটাই কি আইজকাইল নিও-নর্মাল?
    =======================================
    দীপিকা পাড়ুকোন তাঁর দুটো ইন্টারভিউয়ে একটা দামি কথা বলেছেন। এই যে, যে যা খুসি বলে চলে যাবে , এই যে রাখঢাকহীন হিংসা এইটাই আজ নিও-নর্মাল? হলে ভয়ের কথা । এটা এতদিনের চেনা দেশ নয় ।

    আমি এই জায়গাটা ধরতে চাইছি। বলতে চাইছি কাউকে কিছু একটা দেগে দিয়ে তারপর পেটালেই হল? কেন ?
    অনেকেই হিন্দি বলয়ের কোন নিউজে মাঝে মাঝেই দেখে থাকবেন-- একজন মহিলা বা পুরুষকে কথিত 'অসদাচরণ' এর অভিযোগে পাবলিক ধরে পেটাচ্ছে। মুখে কালি লেপে দিচ্ছে। জামাকাপড় টেনে ছিঁড়ে দিচ্ছে। জুতো পেটা করছে।
    পাবলিক এমনকি বাচ্চারা হাসছে, কখনও ওরাও দু'ঘা লাগাচ্ছে। বাকিরা ফটো তুলছে। এই গণধোলাইকে জাস্টিফাই করা বা জনতার ত্বরিত ন্যায় বলে সার্টিফিকেট দেওয়াটা ভয়ংকর। এ নিয়ে কয়েক বছর আগে ঈশান গুরুর পাতায় কিছু লিখেছিলেন।
    আমরা ছোটবেলার থেকে দেখে আসছি কোলকাতায় কাউকে পকেটমার বলে আওয়াজ দিইয়ে (সত্যি হোক বা মিথ্যে) মারখাওয়ানো খুব সোজা। যে লোকটা পাড়াতে বা বাড়িতে বৌ-বাচ্চার কাছে সিঁটিয়ে থাকে সেও ভিড়ের মধ্যে হাত চালিয়ে দেয় ।
    বলতে চাইছি এটাই বাড়তে বাড়তে গোরক্ষকদের 'মব লিঞ্চিং' এবং মাওবাদীদের 'ক্যাঙারু কোর্ট' হয়ে যায় ।
    মনে করুন, প্রথম যখন তিনো ক্ষমতায় এল। হরদম এখানে ওখানে বাজারে কোন না কোন সিপিএম সমর্থক মাস্টারমশায় বা পঞ্চায়েত নেতাকে পেটানো হচ্ছে। কেন ? প্রশ্ন করলে রেডি উত্তর।-- ও স্কুলের টাকা মেরেছে বা পঞ্চায়েতের ফান্ড মিসইউজ করেছে।
    ব্যাস, সবাই চুপ। মিনমিন করে -- কি আর করা! কেন যে ঠিকমত হিসেব রাখেনি।
    মানে, আমরা মেনে নিলাম -- যে অভিযোগ করেছে সেই বিচার করবে, সেই শাস্তি দেবে? এটাই পরে হয়ে যায় -ও গরু চুরি/পাচার করছে। ব্যস, ওদের পেটানো খুন করা জাস্টিফায়েড?
    পুলিশ ট্রেনে চালপাচারকারী বা ছিঁচকে চুরির অভিযোগে মহিলাদের (অবশ্যই গরীব ঘরের) চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে নিজে দেখেও কিছু করতে পারিনি। কেউ সমর্থন করেনি। উলটে পুলিশকেই সাপোর্ট। পুলিশ কড়া না হলে----।
    তাহলে আইনের শাসন কথাটা কেবল কথার কথা ? যে কেউ নিজেকে স্বয়ম্ভূ বিচারক ঘোষণা করলেই হল?
    এই যে ইউপিতে পুলিশ বা ম্যাজিস্ট্রেট আজ সম্পত্তি নষ্ট করার কথিত অপরাধে রিকভারি নোটিস পাঠাচ্ছে এটা ত সংবিধান নির্দিষ্ট "প্রশাসন এবং বিচারব্যবস্থার পৃথগন্ন" হওয়ার নীতির বিরোধী । একই ভাবে কোন ব্যক্তি নিজেকে কেউকেটা ভেবে ঠিক করছে যে দেশকে বাঁচানোর, দেশদ্রোহীদের চিহ্নিত করার এবং নিজস্ব ঢঙে শাস্তি দেওয়ার দায়িত্ব তারই, পুলিশ, প্রশাসন এবং বিচারব্যবস্থার নয় । বিজেপি নেতা কপিল মিশ্র পাবলিক প্লেসে শ্লোগান দেন 'দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো'। বিজেপি ওটা আমাদের অফিসিয়াল স্ট্যান্ড নয় বলে দায়িত্ব সারে ।
    এইখানটায় আমাদের স্ট্যান্ড নেওয়া দরকার। আসলে এটা হঠাৎ শুরু হয়নি। আমরাই এটাকে জনতার বিচার বোলে প্রশ্রয় দিয়েছি । একসময় শ্লোগান দিয়েছি -- এই হামলার জবাব চাই ।
    আমরা রেসপন্সে গর্জে উঠেছি --জবাব নয় বদলা চাই ।
    আরও বলেছি, 'খুন কা বদলা খুন হ্যায়, মার কা বদলা মার হ্যায়'।
    আজকে মনে হয় ওটা ভুল। 'বদলা' বা 'পালটা মার' সভ্য সমাজের আইনানুগ সমাজের ন্যায় হতে পারেনা। দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ-- প্রিমিটিভ সমাজের ন্যায়ের ক্যানন। আজ এটাকে বৈধতা দিতে পারিনা। তাই আমার আবেদন-- সে 'নো' টু ভায়োলেন্স!
    মারবে ক্যান? গায়ে হাত ক্যান? অন্যায় করে থাকে তাকে পুলিশে দাও, কোর্টে পেশ কর। মারার অধিকার পুলিশকে বা কোন গ্রুপকে কে দিইয়েছে?
    এই পাতায়ও যে বন্ধুরা জে এন ইউ/আলিগড় বা অন্য হামলায় বিচলিত হয়ে পাল্টামার দেবার যুক্তি দিচ্ছেন তাঁদের অনুরোধ -- এভাবে মার/পাল্টা মারের সাইকেল চলতে থাকলে দক্ষিণপন্থীদের লাভ। তাহলে ওদের হামলা লেজিটিমেসি পায় । খেয়াল করুন, জে এন ইউতে বামপন্থীদের উপর হামলায় সমাজের বিভিন্ন স্তরের ব্যাপক স্বতস্ফুর্ত সমর্থনের একটা বড় কারণ কানহাইয়া কুমাররা কখনই গুন্ডামির পালটা গুন্ডামির ডাক দেয়নি, নিজেরা মার খেলেও। ব্যাপক জমায়েতই আসল প্রতিরোধ।
    বিভিন্ন প্রশ্নে এনগেজমেন্ট দরকার। তথ্য এবং তর্ক হলেই এরা সরে পরে বা গালাগালি এবং মারপিটের রাস্তা ধরে। তাতে সাময়িক একটা দুটো ব্যাটল জিতলেও বড় লড়াইটা হারে। যেমন এবার জে এন ইউতে হল।
    আসলে ওরা হারল, তাই এত তিক্ততা! ওরা ভয় পাচ্ছে। তাই এত মিথ্যের ফুলঝুরি।
  • bujhlam | ***:*** | ০৮ জানুয়ারি ২০২০ ১৯:১৭728998
  • বুঝলাম, বামেরা মারলে বিপ্লব আর মার খেলে গণতন্ত্র বিপন্ন!!
  • রঞ্জন | ***:*** | ০৮ জানুয়ারি ২০২০ ১৯:৩১728999

  • ভক্তকুল দু'দিকেই থাকে। কিন্তু লড়াই জিততে হলে তাদের সমর্থন চাই --'যে জন আছে মাঝখানে'।
    খেয়াল করুন, এন পি আর, এন সি আর, সি এ এ বিরোধী আন্দোলনে সেই চুপ থাকা 'মাঝখানে'দের কন্ঠস্বর শোনা যাচ্ছে। এটাকেই 'ক্ষমতা' ভয় পায় ।
    তাই ডায়লগ দরকার। 'ভক্ত'দের জন্যে নয় , দীক্ষিত'দের জন্যেও নয় ; দরকার ঐ 'মাঝখানে'র জন্যে ।
    সুভাষ মুখুজ্জে মনে করুনঃ
    " দলে টানো হতবুদ্ধি ত্রিশংকুকে, কমরেড আজ নবযুগ আনবে না "?
    তাই ডায়লগ চাই ; সমস্ত প্রশ্ন এবং অপপ্রচারের বিরুদ্ধে এনগেজমেন্ট চাই ।
    যেমন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য, মাইগ্রেশন নিয়ে বক্তব্য, স্বাধীনতা সংগ্রাম নিয়ে বক্তব্য। ইকমমি নিয়ে , প্রাইভেটাইজেশন নিয়ে , পি এইচ ডি করতে কত বছর লাগে? পাকিস্তানের ঘরে ঢুকে ভারতের কোন নেতা আসলে হামলা করেছেন বা পাকিস্তানকে দু'টুকরো করেছিলেন, ফিরোজ গান্ধী মুসলমান কিনা? কেন উদ্বাস্তুরা বোঝা নয় , বরং স্মল লেভেল এন্টারপ্রেনার এবং লেবার ফোর্স, (অভিজিত ব্যানার্জির কমেন্ট), আসলে উদ্বাস্তুরা জনসংখ্যার কত পার্সেন্ট? অনুপ্রবেশকারীর অনুমান কত? নোটবন্দীর খরচ কত? লাভ কত? জাল নোট কত? ইত্যাদি।
    ৩ হিন্দি বলয়ে দেখেছি বিজেপি ছিল , ৭০-৮০ দশকে, এন্টি এস্টাব্লিশমেন্ট। কংগ্রেস ছিল অপরচুনিস্ট এবং করাপশনের প্রতীক। এই সমর্থকরা কিন্তু হিন্দুরাষ্ট্রের সমর্থক হিসেবে বিজেপির সাপোর্টার হয়নি, এরা হয়ত ষে সময় বংগে থাকলে 'বাম' সমর্থক হত ।
    কাজেই পালটা হামলা বা দিল্লির বদলা যাদবপুরে ঠেঙিয়ে নেওয়া নীতিগত ভাবে বা প্র্যাক্টিক্যাল দিক থেকে ভুল।
    আত্মরক্ষা বা প্রতিরোধ ন্যায্য, বদলা নয় । ধৈর্য্য ধরে এনগেজমেন্ট কঠিন, কিন্তু ওটাই আখেরে লাভ দেবে। সঙ্ঘ পরিবার কয়েকদশক ধরে তৃণমূল স্তরে কাজ চালিয়েছে। আদিবাসীদের মধ্যে, অজ পাড়াগাঁয়ে , স্কুল চালিয়ে (সরস্বতী শিশু মন্দির), সোশ্যাল সার্ভিস দিইয়ে, কুষ্ঠাশ্রম গড়ে।
    আজ তার পাকা ফসল ঘরে তুলছে। কাজেই এই ইলেকশন/ ওই ইলেকশনের মারপ্যাঁচ শেষ কথা নয় । আমাদের ঘরে পরিবারে চারপাশে ডেমোক্র্যাটিক ভ্যালুজ নিয়ে নিরন্তর কাজ করোতে হবে। খালি 'সংবিধান রক্ষা' বলে চেঁচালে হবে না । কেন সংবিধান? খাব না মাথায় দেব? সেটা স্পষ্ট হওয়া দরকার।
    আসুন, প্রথমে এই দেগে দিয়ে ঠ্যাঙানোকে লেজিটিমাইজ করার বিরুদ্ধে কথা বলি। একজন ব্যক্তি,সে ভোটে জিতে রাষ্ট্রনায়ক হলেও ষে দেশ নয় , ইন্দিরা ইজ ইন্ডিয়া অথবা মোদী মানে দেশ, দুটোই সমান ভুল। কাজেই এদের নীতির বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী বোলে' গোলি মারো শালে কো' বলা যায় না ,ঠ্যাঙানো যায় না ।
  • রঞ্জন | ***:*** | ০৮ জানুয়ারি ২০২০ ১৯:৩৪729000
  • @ বুঝলাম,
    না ভাই , বোঝেননি। কেউ মারলেই বিপ্লব নয় , মারাটাই জাস্টিফায়েড নয় এটাই বলতে চাইছি। পরের পোস্ট দেখুন। একটা মারকে জাস্টিফাই করলে অন্যেরাও জায়গা পেয়ে যায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন