২০ 17
blank
এই
১ ) ডিপ স্টেট্ বনাম ট্রাম্প
ফর্মুলেশনটা, যেখানে ট্রাম্প প্যাট্রিওটিক ন্যাশনালিস্টিক, এবং অবশ্যই শ্বেতাঙ্গ ক্রিশ্চান, আমেরিকানদের প্রতিনিধি ও নেতা হয়ে "একলা চলো রে" বলতে বলতে গ্লোবালিস্ট নিউ ওয়ার্ল্ড অর্ডারে বিশ্বাসী ডিপ স্টেটের সাথে লড়ে যাচ্ছে, যেটা কিউ এর ন্যারেটিভ, সেটার মধ্যে একটুও সত্যি আছে কিনা, তা বিতর্কসাপেক্ষ | দু এক পার্সেন্ট থাকতেও পারে (আমার মনে হয় নেই) তবে অল্টারনেট ফর্মুলেশনগুলো লিখে দি আগে |
২ ) ডিপ স্টেট এ বনাম ডিপ স্টেট্ বি | ডিপ স্টেট এ ইনকামবেন্ট আর ডিপ স্টেট্ বি চ্যালেঞ্জার | ট্রাম্প ডিপ স্টেট্ বি এর পুতুল | আমরা দুটো মাফিয়া ফ্যাকশনের মধ্যে পাওয়ার স্ট্রাগল দেখছি |
৩ ) ডিপ স্টেট্ একোমোদ্বিতীয় - ন্যারেটিভ / কাউন্টার ন্যারেটিভ বানিয়ে একটা ছদ্ম চয়েস ভোটার দের সামনে আনা হচ্ছে | টু পার্টি সিস্টেম আসলে একটা ইউনিপার্টি সিস্টেম আর "টু স্টোরি স্টেট" আসলে "ওয়ান স্টোরি স্টেট" |
৪ ) ডিপ স্টেট্ বলে কিছু নেই | এম এস এম যা বলে তা মোটামুটি ঠিক | রিপ্রেজেন্টিভ ডেমোক্রেসি বহাল তবিয়তে না হলেও মোটামুটি ঠিক আছে | নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে কিছু ক্ষমতা আছে, ফ্রি উইল আছে | আর বাকী ক্ষমতাটা অনির্বাচিত লবিয়িস্ট আর স্টাফারদের হাতে থাকলেও তারা ডিপ স্টেট্ চালিত নয়, ডিসেন্ট্রালাইজড ডিস্পার্সড ইন্টারেস্ট গ্রুপ রিপ্রেসেন্ট করে যাদের মধ্যে হেলথি টেনশন আর ফ্রিকশন আছে | ভোটার দের সামনে একটা প্রকৃত চয়েস আছে অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, ইসরায়েল আর ডিফেন্স স্পেন্ডিং যদি বাদও দি |
আমি ৩) এর প্রতি পক্ষপাতী | যদিও ৪) বিশ্বাস করতে চাই |
২) আর ৩) পুরোপুরি মিউচুয়ালী এক্সক্লুসিভ না | লড়তে লড়তে গুন্ডারা সমঝোতার চেষ্টাও চালায় |
যদি ১) সত্যি হয়, তাহলে ডিপ স্টেট্ জিতবে |
১) নিয়ে উৎসাহ থাকলে টুইটারে ETheFriend কে ফলো করতে পারেন | ট্রাম্প অ্যাডমিন এর ভেতরের খবর পাবেন অনেক | খুব সম্ভবত এজরা কোহেন ওয়াটনিক এর হ্যান্ডেল ওটা, মাইকেল ফ্লিন এর প্রটিজি |
ট্রাম্প জিতবে
কারণ ট্রাম্প ই deep state :D
ট্রাম্প এর backer Robert Mercer ও
তার প্রতিষ্ঠানের deep স্টেট কানেকশন আছে .
ওনাদের language translation এর উপর কাজ আছে