এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • TENI SHARMA | 125.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:৪২690105
  • ফ্রি বেসিক বনাম নেট নিউট্রালিটি! ফ্রি জ্ঞান
    ১ ম
    """""""'''''''''''''''''''"""""""""""""""''"'''''""''''""""""'''''''''
    বুইলেন দাদা! সেদিন দেখি দেশের রাজার পেয়ারের এক ব্যবসায়ীরএক দোকানে ফ্রি অফার চলছে! দেখেই তো দিলখুশ!!! অনেক কিছুই কেনার আছে। তাই লাফাতে লাফাতে গেলুম। ওমা! গিয়ে দেখি শুধু জাঙ্গিয়া আর গেঞ্জি ফ্রি! জামা, পপ্যান্ট সসব আগের দামে।যাহ শালা!!! কিন্তু ফ্রিতে পেলে কে আর টাকা দিয়ে কেনে বলুন তো??? যাই হোক। ভাবলুম ইস্টাইল পাল্টাব। ফলত পুরোপুরি সান্ডিল্য জাঙ্গিল্য হয়ে গেলাম। হয়ে বেরিয়ে দেখি শালা এর মধ্যেই আমার স্টাইল অনেকে কপি করেছে। ফ্রিতে পাওয়া মাল!!!!! শালা ফলিডল ফ্রিতে দিলেও খেয়ে নেব!! তাছাড়া বাকিরাও করছে!!! ফলত!!!! হুঁহুঁ বাওয়া! ট্রেন্ড সেটার বস!!! বললে হবে! এবার আমার দেখে এবং শুনে আমার বন্ধুরা, আবার তাদের দেখেশুনে তাদের বন্ধুরা পুরো স্যান্ডিল্য-জাঙ্গিল্যো গোত্রভুক্ত হয়ে গেছে!! তবুও কিছু আঁতেল পাবলিক থাকেন জানেন তো! সেই পুরনো জামা,প্যান্টের স্টাইল!!! কোন নতুনের দিকে ঝোঁক নেই। বলে কিনা এগুলো ক্ষতিকর!!! দ্যায় কে এদের"!!! এরা এটাও বোঝেনা যে আমরা ফ্রীতে নিয়ে যে টাকা বাঁচাচ্ছি তা কোম্পানি গরীবদের পিছনে খরচা করবে!! সেদিন কে এক বলল ফ্রীতে কিনলে কোম্পানির লাভ কি??? সে কেন নিজের ব্যবসা ছেড়ে খরচা করবে?? এদের কি বোঝাই বলুন তো?? যাই হোক। এদের কথা বাদ্দিন। সারা দেশ এই ফ্রি তে পুরো ফ্রিলি মিশে গেছে!! হঠাৎ একদিন দোকানে গিয়ে দেখি নতুন জামার সম্ভার!!! সাথে আমাদের জাঙ্গিল্য-সান্ডিল্যও আছে! দেখে লাফাতে লাফাতে কিনতে গিয়ে থ!!!!! জাঙ্গিয়া আলাদা পাওয়া যায় না! পুরো সেট মানে জামা, প্যান্ট,সমেত নিতে হবে! দাম ৪০০০০ টাকা থেকে শুরু!!! বাকি ভুলে যান। এ নিয়ে কথা বলতে গেলেই বলে দিল, রাজার আদেশে এই দাম। না পোষালে জামা কিনবেন না!!! ধুর মশাই! কে কেনে এখান থেকে!!! এই ভেবে লাফাতে লাফাতে গেলুম অন্য দোকানে! যেখানে অনেক বছর আগে কিনতুম! ও ব্বাবা!!! সে দেখি মুদিখানা খুলেছে!! তারপর আরেক! তারপর আরেক! কিন্তু...!! কেউ মুদিখানা তো কেউ জুতোপালিশ! জামা-প্যান্টের দোকান আর নেই! ফলত........

    কি বললেন??? অবাস্তব লাগছে??? একদমই না! এটাই ফ্রি বেসিক.. আর এটা নতুন কিছু নয় কিন্তু। কয়েক দিন আগেই সবাই তেরঙ্গায় রাঙিয়েছিল নিজের প্রোফাইল! ডিজিটাল ইন্ডিয়া!!!!! তখনকার যে চিন্তাভাবনা, তারই নতুন নাম ফ্রি বেসিক।এবার একটু অন্য ভাবে ভাবুন। এই ডিজিটাল ইন্ডিয়া সাপোর্ট করেছিলেন নরেন্দ্র মোদি। তাই তো??? আর ওনার কাছের শিল্পপতিদের একজন আম্বানি। আবার ফেসবুক ফ্রি দিচভহে রিলায়েন্স! সেটা কার জানি কোম্পানি????? একটু ভাবুন! ফেসবুকে লিঙ্ক দেখেই না ক্লিকিয়ে একটু বুঝুন। নেট আপনার পরবর্তী প্রজন্মের কাজেও আসবে! বরং আমার আপনার থেকে বেশী আসবে! ফলত বুঝে নিন
    ফ্রী বেসিক বনাম নেট নিউট্রালিটি

    নেট নিউট্রালিটি

    একটা গল্প শোনাই। আমাদের ভজু দা রোজ অফিস যায়। বাড়ি থেকে অফিস যেতে একটা লেন পড়ে! সেই রাস্তায় গাড়ি, ট্যাক্সি,লরী, রিক্সা,সাইকেল সব চলে। ভজু দার অফিস যেতে মাঝে মধ্যেই দেরী হয়। কিন্তু কখনই বেশী টাকা লাগেনা! হঠাৎ ভজু দা দেখে, পুরনো রাস্তা ভেঙ্গে নতুন রাস্তা হচ্ছে! খোঁজ নিয়ে শোনে সবার জন্য আলাদা লেন হচ্ছে্য মানে পায়ে হাঁটা, ট্যাক্সি, প্রাইভেট গাড়ী, বাস, লরী ইত্যাদি!!!! শুনে তো দাদা খুবই খুশী। একদিন দেখে লেন তৈরী শেষ। পায়ে হাঁটার তিনটে লেন! তিনটেই দাদার অফিসে যায়। কিন্তু তিনটের উৎসস্থল আলাদা!! তো ভজু দা রোজ যে লেন দিয়ে যায়, আজ গেল অন্য লেন দিয়ে! ওমা সেখানে দেখে আলাদা টোল ট্যাক্স! আগের থেকে বেশী দাদা জিজ্ঞেস করায় জানতে পারল যেহুতু লেন শুরু হয়েছে অন্য জায়গায়! তাই এর রেটও আলাদা! দাদা অনেক চিল্লামিল্লি করেও কিছু করতে পারল না! সেই পুরনো লেন দিয়েই যাতায়াত করতে হল।।কিন্তু সস্তা বলে ওই লেনে ভীড় এত বেড়ে গেল যে, দাদা আগের থেকে লেট হতে লাগল। শেষে বেশী টাকা দিয়ে অন্য লেনে যাতায়াত করতে হল। কি বললেন?? এটা বাস্তবের গল্প নয়?? নাহ! সত্যি এটা বাস্তবের গল্প নয়। কিন্তু ঘোর বাস্তব! ধরে নিন রাস্তাটা ইন্টারনেট! আর আপনি ভজু দা! এবার বলুন তো, একটা ভিডিও আপনি ইউটিউব বা মেটাক্যাফেতে দেখছেন! কোনটায় আপনার বেশী খরচা হবে??? কি বললেন?? হ্যা ঠিক বলেছেন।সাইট নয়। আপনার খরচা নির্ভর করে আপনার নেট সার্ভিস প্রোভাইডারের উপর। তারা তাদের হিসেবে টাকা কাটে! আপনি কোন সাইটে ঢুকছেন, তা নিয়ে ভাবে না! ঠিক বলেছেন। ভাবে না! কেন ভাবে না জানেন??? সেটা জানার আগে চলুন একটু অতীতে ঘুরে আসি। কি দেখছেন???? একটা লোক ফোন ঘোরাচ্ছে??? ঘুরিয়ে??? কাকে জানি ফোন করল! কথা বলল!! রেখে?? আবার ঘুরাচ্ছে??এবার অন্য কারুর সাথে!! কিন্তু আলাদা আলাদা লোকের সাথে কথা বলছে একই ফোন থেকে। কোম্পানি কিছু বলছে না???? কি বললেন??? কেন বলবে?? এটা টেলিকমিউনিকেশন প্রোটোকল?? কোন ফোন কোম্পানি গ্রাহক কাকে ফোন করবে বা করবে না সেটা নির্নয় করতে পারেনা! এটা আইন বিরুদ্ধ!!! ঠিক বলেছেন।এটাই ইন্টারনেটের ক্ষেত্রে নেট নিউট্রালিটি। এবার সোজা আসি নেট নিউট্রালিটির কথায়। কথাটা কয়েকদিন ধরে প্রচন্ড ভাবে শুনলেও প্রথম জন্ম নেয় ২০০৩ সালে।Columbia university of media law এর প্রোফেসসর Tim Woo এর প্রচলন করেন। কথাটির একদম সাদাসিধে মানে হল, ইন্টারনেটে সকলের সমানাধিকার। অর্থাৎ গুগল হোক বা বিং,কিংবা ইয়াহু, যে কোন সার্ফিং সাইটে আপনি একই মূল্যে সার্ফ করতে পারবেন। আচ্ছা ধরুন, আপনি ভোডাফোনের নেট ব্যবহার করেন নিজের ব্লগ না ফেসবুক পেজ, বা সাধারন ফেসবুক প্রোফাইল চালানোর জন্য। ভোডাফোন হঠাৎ নিজের সার্ভিস জঘন্য করে দিল। আপনি তার বিরুদ্ধে কিছু একটা লিখলেন নিজের পেজ বা সাইট বা প্রোফাইলে। পরের দিন দেখলেন সেটা ডিলিট হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখলেন, সেটা আপনার নেটওয়ার্ক প্রোভাইডার মানে এ ক্ষেত্রে ভোডাফোন করেছে। আপনি সেটা চাইবেন?? নিশ্চয় না! এখানেই আসছে নেট নিউট্রালিটির। নেট নিউট্রালিটির একটা প্রধান শর্তই হল, আপনি নেটে কি করবেন,সেটা আপনার নেটওয়ার্ক প্রোভাইডার কন্ট্রোল করতে পারবে না! তাতে তাদের ব্যবসার সরাসরি ক্ষতি হলেও পারববে না! আসলে এটা বাক স্বাধীনতার সাথে সমতুল্য। আপনি যে কোন সাইটেই যান, তা গুগল হোক, ইউ টিউব বা ফেসবুক কিংবা XNXX নামক পর্ণ সাইট, কোন কোম্পানীর ক্ষমতা থাকবে না, আপনাকে আটকানোর। এটাই নেট নিউট্রালিটির মূল বক্তব্য। কিন্তু আক্ষেপের বিষয় আমাদের দেশে নেট নিউট্রালিটি, আইন বিরুদ্ধ না হলেও আইন সঙ্গত নয়। মানে এ ব্যাপারে কোন আইন নেই। উলটে TRAI(Telecommunications Regulatory Authority of India) এর আগে নেট নিউট্রালিটির বিরুদ্ধে বিভিন্ন সময় টারব্যুনাল পাশ করতে চেয়েছিল। এখনকার সবচেয়ে বড় হাইপ, রিলায়েন্স এর ফ্রি ফেসবুক যাক ফ্রি বেসিক বলে বিজ্ঞাপিত হচ্ছে, তাও কিন্তু নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন কোম্পানী বিভিন্ন সময় এই রকমম স্কীম এনেছিল। কিছু উদাহরন দিচ্ছি,
    এয়ারসেলের 'উইকিপিডিয়া জিরো' এবং ফ্রী ফেসবুক, হোয়্যাটস অ্যাপ, এয়ারটেলের ফ্রী গুগল এবং রিলায়েন্স, হ্যা আবার সেই রিলায়েন্সেরই ফ্রী ট্যুইটার। এবার জিজ্ঞাসা করতেই পারেন যে ফ্রীতে দিলে অসুবিধা কোথায়?? ঠিক এখানেই খেলাটা! এর প্রত্যেকটা স্কীমই নেট নিউট্রালিটির বিপক্ষে। কিরকম ভাবে?? খেয়াল করে দেখুন, যে কটা ফ্রী অফার আছে সবই কিন্তু বহুল প্রচলিত এবং বহুল বিজ্ঞাপিত সাইট। প্রত্যেকটির পিছনেই রয়েছে মাল্টিমিলিওনেয়ার ব্যবসায়ী মস্তিষ্ক। এখন তারা যখন কোন টেলিকমিউনিকেশন কোম্পানীর সাথে গাঁটছড়া বাঁধবে, কি চাইবে?? যাতে তাদের আরো বেশী প্রচার হোক। ফলত অন্যান্য ছোটখাটো সাইটগুলি যখন আপনি ঢুকতে যাবেন, নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। ফলত আপনি বাধ্য হবেন এগুলিই দেখতে এবং অভ্যস্ত হয়ে যাবেন। এখানেই এদের সাথে নেট নিউট্রালিটির বিবাদ। নেট নিউট্রালিটির মতে আপনি সব সাইটই সমান ভাবে দেখতে পারবেন।নেট নিউট্রালিটির ধারনা এসেছে টেলিকমিউনিকেশন প্রোটোকল থেকে। কারন যে কোম্পানিগুলি আপনার টেলিফোন সার্ভিস প্রোভাইড করে, তারাই নেট সার্ভিসও প্রভাইড করছে। ফলত প্রথম দিকে নেট নিউট্রালিটি স্বাভাবিক ভাবেই এসেছিল। কিন্তু......প্রসঙ্গত নেদারল্যান্ড, স্লোভেনিয়ার মতন দেশে কিন্তু নেট নিউট্রালিটি সংক্রান্ত আইন পাশ হয়ে গেছে। বাকি বিশ্বও এর জন্যে লড়ছে। আর আমরা.....
    (তথ্যসূত্র - উইকিপিডিয়া, TOI & NDTV)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন