এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পূজাসংখ্যা -২০১৫


    অন্যান্য | ০৭ অক্টোবর ২০১৫ | ১৯০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁচোরাম | 121.93.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৪:২৪686507
  • শারদীয় কিশোরভারতীর সমস্যা হল স্বল্প শব্দের লেখাকে উপন্যাস বলে দেগে দেওয়া আর কিছু সিনেমার ও গানের লোককে দিয়ে আজেবাজে লেখা লিখিয়ে তার নাম দেওয়া "সেলিব্রিটি সাহিত্য"।
    এতে কি সাহিত্য পত্রিকা করে সাহিত্যিকদেরই খাটো করা হচ্ছে না?
    যাই হোক পত্রিকায় সৈকত মুখোপাধ্যায়ের "মাই ডিয়ার মিকি" ও হিমাদ্রিকিশোর দাসগুপ্তের ঐতিহাসিক কাহিনি "এলাপুর ভাস্কর" খুব ভালো লেখা।
  • হেঁচোরাম | 121.93.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৪:৪০686508
  • বড়দের শারদীয় গোটা দু-তিনটে পড়ে উঠতে পেরেছি।
    শারদীয় শিলাদিত্য পত্রিকায় কবি মণিন্দ্র গুপ্তের উপন্যাস "নুড়ি বাঁদর" পড়ে মুগ্ধ হয়েছি। সত্যিকারের সৃজন কোনও বয়স মানে না।

    আবাপ গ্রুপের শারদীয় পত্রিকায় রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধায়ের জীবনের ওপর লেখা অভিজিৎ চৌধুরীর উপন্যাস "ধর্মান্তর" একটা অন্যরকম প্রয়াস।

    শারদীয় সানন্দা গিন্নির কল্যাণে উলটে দেখার অবকাশ হল। ক্ষয়ে যাওয়া ব্রাহ্মণ পরিবার ও তাদের হারিয়ে যাওয়া জাত্যভিমান নিয়ে লেখা তমাল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস "ব্রাহ্মনী" ভালো। এছাড়া মেদিনীপুরের পটশিল্পীদের নিয়ে লেখা ইন্দিরা মুখোপাধ্যায়ের উপন্যাস "কলাবতী কথা" পড়ে ফেলা যায়।
  • ranjan roy | 132.18.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৬:৫২686509
  • হেঁচোরামকে ধন্যবাদ।
    দেবজ্যোতি আমার বন্দুক! বেশ গর্বিত বোধ করছি। আর স্মরণজিত চক্রবর্তীর লেখাটি নিয়েও আপনার সঙ্গে একমত।
    এই সময় কোলকাতায় ফিরে পড়তেই হবে দেখছি--দুটো নাটক!
  • Bratin | 11.39.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৭:২৩686510
  • রঞ্জন বন্ধু গর্বে এক পিস পার্টি।প্লিজ প্লিজ। ঃ))
  • কল্লোল | 125.242.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৭:৩২686511
  • দেশ-এ তাপস রায়ের পোড়া মাটির দেউল। প্রথম ও শেষ অংশটি বাদ্দিলে বেশ ভালো। প্রথম ও শেষ অংশটির কোন মানে হয় না।
  • ranjan roy | 132.18.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৭:৩৩686512
  • ব্রতীন! আমার বেচারা তিনো, অগত্যা তিনো, না পেরে তিনো!

    অবশ্যই অবশ্যই। ডিসেম্বরে-- সেই বারবেকু নেশন না কি যেন, সেক্টর ফাইভে। খালি আমাকে মনে করিয়ে দিয়ো।
    বিজয়ার শুভেচ্ছা, সপরিবারে ভালো থেক।
  • Bratin | 11.39.***.*** | ২৩ অক্টোবর ২০১৫ ১৮:২৪686513
  • ;)))
  • i | 147.157.***.*** | ০৯ নভেম্বর ২০১৫ ০৮:০০686514
  • প্রবাসে বাজারি পত্রিকা ছাড়া জোটে না। অনুষ্টুপ ইত্যাদি শীতকালে পাতিরাম থেকে।
    যা পেয়েছি আর তার মধ্যে যা পড়েছি কোনোটাই মনে দাগ কাটলো না এখন অবধি। বিস্তারিত আলোচনার বিশেষ দরকার নেই এখন। পরে কখনও হতে পারে।
    আপাততঃ এইটুকু বলি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় চরম হতাশ করলেন, গত বছরের লেখায় আশা জেগেছিল-এবছর উনি ও সিজার বাগচী কিশোরপাঠ্য থ্রিলার লিখেছেন। দেশে স্মরণজিতের সেই টেম্প্লেট লেখা।এত অল্প বয়সে টেম্প্লেট ধরলে বাকি জীবন কি করবেন! শার্দূল সুন্দরী ভালো , মানে পটভূমিকা ভালো লাগল; তবে লেখার ধরণ সুনীল গঙ্গোপাধ্যায়ের। আর আখ্যান হিসেবে দাঁড়ায় না।কল্পনার কোনো অবকাশও নেই। এ যেন তথ্য গুলি পর পর সামান্য গল্পগুজবের ধরনে সাজিয়ে দেওয়া। তাপস রায় খারাপ নয়, তবে মনে দাগ কাটে না।শ্যামল দত্ত চৌধুরী পড়তে ভালো লেগেছে এই অবধি। এর বেশি কিছু নয়।তবে এই যে এতজন তথাকথিত অখ্যাত লেখক বাজারি পত্রিকায় লিখছেন-এটা ভালো লক্ষণ।
    এখনও অনেক পড়া বাকি।

    ১৯ ২০ তে মল্লিকা ধরের অমৃত আশাবরীর অ্যাপ্রোচ প্রশংসনীয়। গত তিন বছর ধরে ইনি একদম অন্যরকম ধারার লেখা দিচ্ছেন পুজো সংখ্যায়। থ্রিলার , পরকীয়া , তথাকথিত সায়েন্স ফিকশনের বাইরে অন্য কিছু-অনেক বিরাট কিছু যেখানে ইতিহাস, দর্শন, বিজ্ঞান মিলেমিশে যাচ্ছে।কিশোর পাঠক অনেক বড় কিছু চিন্তার খোরাক পাচ্ছে। কতটা পাঠক সমাদৃত হবে বলতে পারি না, তবে কিশোর পাঠকের জন্য এধরণের লেখা পুজো সংখ্যায় আগে কেউ লেখেন নি বলেই আমার ধারণা।
  • ranjan roy | 24.98.***.*** | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৫০686515
  • মল্লিকা ধর জিন্দাবাদ! কিন্তু শারদীয়া পত্রিকাটির নাম কী? ও ছোটাই?
  • i | 147.157.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ০৩:৪৭686517
  • আজ্ঞে রঞ্জনদা, ঐ যে লিখলাম ঊনিশ কুড়ি।কিশোরবয়সীদের শারদীয়া সংখ্যার নাম ঊনিশ কুড়ি।
    ইতি ছোটাই।
  • ranjan roy | 24.98.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ০৪:৫৬686518
  • সরি ছোটাই, একস্ট্রিমলি সরি!
    দিল্লি ফিরেই কিনে নেব।
    শুভ দীপাবলী!
  • lcm | 118.9.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ১০:৩০686519
  • আনন্দবাজারে সুপ্রিয় চৌধুরীর - জলভৈরব -
  • :( | 172.247.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ১২:১৫686520
  • স্বামীজী বলিলেন, ‘যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনিই তোমার গুরু। দেখ না, আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ—সব বলে দিয়েছিলেন।’

    চণ্ডীবাবু জিজ্ঞাসা করিলেন, ‘আচ্ছা স্বামীজী, কৌপীন পরলে কি কাম-দমনের বিশেষ সহায়তা হয়?’

    স্বামীজী বলিলেন, ‘একটু-আধটু সাহায্য হতে পারে। কিন্তু যখন ঐ বৃত্তি প্রবল হয়ে উঠে, তখন কি বাপ, কৌপীনে আটকায়? মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোন উপায়ে কাম একেবারে যায় না। তবে কি জান—যতক্ষণ লোকে সেই অবস্থা সম্পূর্ণ লাভ না করে, ততক্ষণ নানা বাহ্য উপায়-অবলম্বনের চেষ্টা স্বভাবতই করে থাকে। আমার একবার এমন কামের উদয় হয়েছিল যে, আমি নিজের উপর মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসেছিলাম। শেষে ঘা শুকাতে অনেক দিন লাগে।’
  • potke | 126.202.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ২২:৫০686521
  • জলভৈরব আমারো ভাল্লেগেছে।
  • TB | 118.17.***.*** | ০৯ ডিসেম্বর ২০১৫ ০৯:২৫686522
  • গুপি গাইনের চিত্রনাট্য বেরিয়েছিল অনুষ্টুপে, সেই শেষ অনুষ্টুপ কেনা। তখন সে ছিল, পান্জাবী তরুণীর মতো তন্বী।
    এবারের পুজো সংখ্যা হাতে এল। দেখনদার চেহারা হয়েছে তার, দুধ-ঘির খাদ্যগুণে পুষ্ট পৃথুলা মাঝবয়সী মাড়োয়ারি গৃহবধূ।

    জীবনের বাকি পুজোগুলো ও মনে হচ্ছে শুধু শারদীয় ১৪২২ অনুষ্টুপ পড়েই কেটে যাবে!
  • ranjan roy | 24.99.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ০৫:৫৩686523
  • TB
    অসাঃ))
  • + | 175.246.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১১:৫৯686524
  • পুজাবার্ষিকী গুলো অনলাইন পাওয়ার কোনো জায়গা আছে? কোত্থাও পাচ্ছিনা। হার্ড কপি পাওয়া সম্ভব নয়
  • পুপে | 131.24.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:০৩686525
  • amarboi.com . তবে এখানে সবকটা পাবেন না।
  • de | 24.139.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:০৪686526
  • গান্ধী - amarboi.com এ আবাপর প্রায় সব পূজাবার্ষিকীই পাওয়া যাচ্ছে -

    দেশের বাইরে নাকি?
  • + | 175.246.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:১৫686528
  • দে' দি - হ্যাঁ, কোরিয়ায়

    পুপে (দি??) - ধন্যবাদ
  • + | 175.246.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:১৫686529
  • ওহ! ধন্যবাদটা দু'জনকেইঃ)
  • পুপে | 131.24.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:১৭686530
  • + এর মাধ্যমিক কোন ইয়ার? আমার ২০০৫।
  • + | 175.246.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১২:১৯686531
  • শ্রীসদার পর আরেকজনকে পেয়েছি এপাড়ায় যে আমার থেকে ছোট,আমি তো এখানে সকলকেই দাদা-দিদি দিয়ে শুরু করি। আমার ২০০২ঃ)
  • phutki | 202.193.***.*** | ১০ ডিসেম্বর ২০১৫ ১৫:০৯686532
  • প্রতিদিনের শারদীয় সংখ্যায় পড়লাম বাণী বসুর কৃষ্ণ। ভাল। আরেকটু বিস্তার আশা করেছিলম। ঝপাস করে সেশ হয়ে গেল।
  • TB | 118.17.***.*** | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৭686533
  • প্লেবয় ম্যাগাজিনের গল্প পড়েছেন? চমত্কার সব গল্প বেরোতো, টি সি বয়েলের আনকোরা গল্প ও পড়েছি সেথায়। (অরণ্যে প্রবাদ, তারা নাকি গপ্পো ছাপালে বিস্তর টাকাও দেয়।)

    অনুষ্টুপ শারদীয়তে তৃপ্তি সান্ত্রার 'রোগা হতে যাওয়া' গল্পটা ইন্জিরি তে হলে প্লেবয়ে বেরোতেই পারতো।

    জনাম্তিকে জানিয়ে যাই, চেহারাখানা মাধ্যমিক/উচ্চমাধ্যমিক টেষ্ট পেপারের মত করলেও, শারদীয় অনুষ্টুপের মালপত্তর ভালই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন