এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এই তো তোমার হাঙরগুলি সূর্য তারা দলে দলে কোথায় ব'সে বাজাও বেণু, চরাও মহাসাগরতলে

    Abhyu
    অন্যান্য | ০৮ জুলাই ২০১৫ | ৪০৯১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ranjan roy | 192.69.***.*** | ০৯ জুলাই ২০১৫ ২০:১৪680909
  • হাঙরীয় শোকগাথা
    ===========

    হাংরি কবি হাঙরের হাঁ-মুখেতে হা-হা হাহাকার!
    রাধিকারে লয়ে গেছে হাংগেরীয় হানোস হাঁদার।
    সেই দেখে কবিকুল আজ বুঝি শোকে মুহ্যমান,
    খালাসীটোলায় বসে মুহুর্মুহু করে মদ্যপান।
    লোলচর্ম পক্ককেশ মহাকবি হাঙরের দন্তে পায়োরিয়া,
    বিগতযৌবনা সেই রাধিকার লাগি তবু কাঁদে তার হিয়া।
    শোকস্তব্ধ হাঙরি কবি ডুকরে ওঠে -বল তো ব্রাদার!
    শেষে ওই হাঙ্গেরীয় হিপিমার্কা ছিঁচকে হল আমার 'আদার'?

    রাধিকার ছিল আশা হাঙর তাহারে লয়ে একদিন যাবে,
    কোন ধান্যবার নয়, ভীড় ঠেলে পার্কস্ট্রীটে সোজা অলিপাবে।
    কিন্তু ব্যাটা মহাকিপ্টে বুদ্ধিহীন দংস্ট্রাহীন করাল বদন,
    রাধিকার নাঙ দেখে বিদেশি ফেলেছে জাল, বোঝেনি মদন।

    শুকিয়েছে কাব্যস্রোত, নাড়ি ছেড়ে গেল বুঝি, আরে চুপ! চুপ!
    এ ব্যাটা শহীদ হলে ফোকটেতে জুটে যাবে শার্ক-ফিন স্যুপ।
  • Div0 | 132.172.***.*** | ০৯ জুলাই ২০১৫ ২০:১৫680910
  • দে'দি দুর্ধর্ষ্‌! এমঙ্কী গোপালী তোয়ালে গায়ে জড়িয়ে হাঙরটাকে দাড়ি কামাতেও দেখলাম মনে হল :p
  • দ্রি | 47.13.***.*** | ০৯ জুলাই ২০১৫ ২৩:৩৪680911
  • ক্যারোলিনার হাঙর তুমি, প্রোভোকেটিভ ফিন,
    শ্রীরাধিকার অঙ্গে তখন কাঁচুলি, কৌপীন।
    তুমি বোধহয় ভেবেছিলে, কামড়ে দেবে কুট --
    নেশার ঘোরে বিভোর, এখন বাজাও মোহন ফ্লুট,
    ইয়েলো ধুতি, ময়ূরপাখা, ছাড়লে স্যুট-অ্যান-বুট,
    সীফুড ছেড়ে ধরলে শুয়োর, হাতি, এবং উট।
    রক্তখেকো, করালমুখো, ইউ আর ভেরি মীন,
    মৎস্যাবতার, গুড সুইমার, বাঁচো অনেক দিন।

    একটি কনজার্ভেশানিস্ট ছড়া, আমাদের প্রিয় হাঙরের দীর্ঘায়ু কামনা করে লেখা।
  • সিকি | ০৯ জুলাই ২০১৫ ২৩:৫০680912
  • অসাম শালা!
  • kumu | 11.39.***.*** | ১০ জুলাই ২০১৫ ০০:০১680913
  • দ্রি পজ্জন্ত কবিতা লিখে ফেল্লেন!!!!!!
    সিকি স্যান তোমাদের আর চুপচাপ থাকা মানায় না।
  • - | 109.133.***.*** | ১০ জুলাই ২০১৫ ০০:০৮680914
  • দ্রি পেন্টু ফুটুং-এর পর আবার ফর্মে :D
  • kumu | 11.39.***.*** | ১০ জুলাই ২০১৫ ০১:০৮680915
  • দূরদেশী সেই হ্যান্ডসাম শার্ক,
    শোভন বাবুর বিশাল ছায়ায় আস্তে গাড়ী করিল পার্ক।
    গাইবে মেঠো সুরে?
    সিলিকন সে গুড়ে,
    ল্যাপির স্ক্রীনে নয়ন বাবুর,শ্রীমুখ বেজায় ডার্ক।
  • sosen | 177.96.***.*** | ১০ জুলাই ২০১৫ ০১:১২680916
  • ইসব কি হসসে?
  • একক | 24.99.***.*** | ১০ জুলাই ২০১৫ ০১:৩২680917
  • আঠেরো ঘন্টা ঘষে ঘরে ফেরে রাধিকের নাং
    কখনো হাঙ্গর ছিল আজকাল ,ন্যাচেরালি হাং ।।
  • Abhyu | 138.192.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:২৫680919
  • হাঙরকে কি ফাঁসি দেওয়া যায়?
  • Abhyu | 118.85.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:৪২680920
  • কিছুদিন মনে মনে ঘরের কোণে
    হাঙর পিরিত রাখ গোপনে
    ইশারায় কইবি কথা সুইমিং পুলে (শাই লো)
    দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে
    ব্যারাকুডাকে* পড়বে মনে
    চাইবি কালো সাগর পানে
    প্রবালকুঞ্জে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে**
    রাঁধবি একা পাখনার সুপ
    আস্তে আস্তে দিবি চুমুক
    (আর) ভাববি তোকে খাবে হাঙরে, লীন হবি তুই হাঙর সনে

    *https://en.wikipedia.org/wiki/Barracuda
    **ওখানে শুকনো কাঠ পাবে কি করে?
  • | 183.17.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:৪৩680921
  • যায়।ইউনিভার্সালে এক গলায় দড়ি দেওয়া হাঙর ঝুলে ছিলো।
  • Abhyu | 118.85.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:৪৫680922
  • একটা গান ছিল না - গেইলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধু রে? হস্তিরে নাড়াও হস্তিরে চাড়াও, হস্তির গলায় দড়ি...

    তা হাতি হলে হাঙর হবে না?
  • Abhyu | 118.85.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:৫৭680924
  • পড়ি মড়ি দাঁড়-হাতে ছুটে আসে নীলশাড়ি।
  • Abhyu | 118.85.***.*** | ১০ জুলাই ২০১৫ ০২:৫৭680923
  • দূর হতে কী শুনিস হাঙরের গর্জন, ওরে দীন,
    ওরে উদাসীন--
    ওই ক্রন্দনের কলরোল,
    লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল।
    বহ্নিবন্যা-তরঙ্গের বেগ,
    বিষশ্বাস-ঝটিকার মেঘ,
    ভূতল গগন
    মূর্ছিত বিহ্বল-করা হাঙরে হাঙরে আলিঙ্গন;
    ওরি মাঝে পথ চিরে চিরে
    নূতন সমুদ্রতীরে
    তরী নিয়ে দিতে হবে পাড়ি,
    ডাকিছে কাণ্ডারী
    এসেছে আদেশ--
    বন্দরের বন্ধনকাল এবারের মতো হল শেষ,
    পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা
    আর চলিবে না।
    বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি,
    কাণ্ডারী ডাকিছে তাই বুঝি--
    "তুফানের মাঝখানে
    নূতন সমুদ্রতীরপানে
    দিতে হবে পাড়ি।"
    তাড়াতাড়ি
    তাই ঘর ছাড়ি
    পড়ি মড়ি করে দাঁড়-হাতে ছুটে আসে নীলশাড়ি।
  • kumu | 11.39.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৬:৫৫680925
  • অভ্যু ,চমৎকার।
  • - | 109.133.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৬:৫৯680926
  • পড়ি মরি।
    মরে যাওয়াটা এমনিতেই একটু রুড ব্যাপার। নরম র-তেই ঠিকাছে ঃ-)
  • Ké phukichhé singa, Kon tunga | 181.25.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৭:৪০680927
  • Ké phukichhé singa,
    Kon tunga sringé,
    Emana marma bhediyé?
  • - | 132.164.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৮:৪১680928
  • মহাকাল চলেছেন সমুদ্রের মাঝে ঢেউয়ের পর ঢেউয়ের ওপর দিয়ে দীর্ঘ পদক্ষেপে।
    সামনে এক ছোট্ট লাইফবোট ডুবছে আর ভাসছে, ভাসছে আর ডুবছে। চারপাশে গোল ঘুরছে হাঙর, করালবদন, লাইফবোটে একটি শিশু ক্রন্দনরত। সামনে অনন্ত সম্ভাবনা, কোটি কোটি ঢেউ কোলাপ্স হওয়ার অপেক্ষায়।
    মহাকাল মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন।
    অঙ্গুলিহেলনে একটি ঢেউ বেছে নিলেন, দূরে এক জাহাজের ব্রিজে ক্যাপ্টেনের বাইনোকুলারে ধরা পড়ে গেল লাইফবোট। মহাকাল চলে গেলেন।
    বড়ো হয়ে শিশুটি কি হবে?
    আর সেই করালবদন হাঙর?
  • Bratin | 122.79.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৯:৪৫680930
  • ইয়ে মানে ইন্দো দার কবিতায় বিকিকিনি কে আমি দেখলুম বিকিনি।জালিম মন ঃ((
  • Bratin | 122.79.***.*** | ১০ জুলাই ২০১৫ ০৯:৫১680931
  • আমি দূর হতে শার্কেরে দেখেছি,
    আর ভয় পেয় চোখ বুজে (নো চন্দ্রবিন্দু) ফেলেছি
  • ranjan roy | 132.176.***.*** | ১০ জুলাই ২০১৫ ১৭:৪০680932
  • হাঙরের প্রেমঃ একটি অদ্বৈত বৈদান্তিক পদ্য
    =========================
    [ গুরুবন্ধু ---- কে নিবেদিত]

    একি স্বপ্ন? একি মায়া? একি মতিভ্রম?
    হাঙরে র্ছুঁচলো দাঁত এতই নরম!
    প্রলয়পয়োধি জলে হাঙরের প্রণয় চুম্বনে
    আমি দিশাহারা!
    ডুবে গেছে আকাশের তারা।

    খাদ্য-খাদকের ভেদ ঘুছে যায়,
    ভুলে যাই কে তুমি, কে আমি!
    শুধু বলো তত্ত্বমসি,
    আমি দাস, আমিই তো স্বামী।

    জানি আমি ভালোবাসা অহৈতুকী,
    তাতে কত কিছু হতে পারে।
    হাঙরের পূর্বরাগ !
    বিপরীতবিহারে আহারে ।

    তবু মনে প্রশ্ন জাগে আমিই কি একাধারে
    প্রেমিকা ও প্রেমিক হাঙর?
    সোহং সোহং ধ্বনি! আমি অচেতন
    কিন্তু গলদেশে মোক্ষম কামড়।।
  • Abhyu | 118.85.***.*** | ১১ জুলাই ২০১৫ ০১:৩৬680933
  • বলুন দেখি পার্দাচিরস্‌ মার্মোরেটস কী জিনিস? এই টইতে তার প্রাসঙ্গিকতা কী?
    (আর ব্রতীন্দা বই কেমন পড়ে সেটারও একটা টেস্ট হয়ে যাবে, HHB)
  • ranjan roy | 132.176.***.*** | ১১ জুলাই ২০১৫ ১২:২৭680934
  • এটা কী? হাঙরকে নিয়ে কোন অসইব্য ইয়ার্কি?
  • san | 113.245.***.*** | ১১ জুলাই ২০১৫ ১২:৪৬680935


  • এই যে একটা পার্দাচিরস মার্মোরেটস। কি বাজে দেখতে উফ।

    পাতায় ছবি আনে কিকরে ?
  • test | 113.245.***.*** | ১১ জুলাই ২০১৫ ১২:৪৮680936
  • Abhyu | 118.85.***.*** | ১১ জুলাই ২০১৫ ১২:৫১680937
  • প্রেমেন্দ্র মিত্রের গুল-ই-ঘনাদা থেকে...

    এবার আমার হাতের পুঁটলিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, 'রক্ষা পাবার একটা উপায় তবু করে দিয়ে যাচ্ছি। কাল যে মাছ দেখে নাক সিঁটকেছিলে সেই মাছই ও থলিতে আছে। ওর গা টিপে দুধের মতো যে রস বেরোয়, তাই একটু করে চারধারের জলে দিয়ো, হাঙরের চোদ্দ পুরুষের কেউ তোমায় ছোঁবে না। হাঙর খেদানো এ মাছের নামটাও মন্ত্রের মতো মনে রেখো। কাল প্রাণে বাঁচবার পর তোমার শাগরেদও এই মন্ত্র আমার কাছে শিখে তোমার মতো শয়তান সর্দারের সংস্রব চিরকালের মতো ছেড়ে গেছে। মন্তরটা ধীরে ধীরে বলছি, ও মাছের গা টিপতে টিপতে মুখস্থ করে ফেলো - পার্দাচিরস্‌ মার্মোরেটস।

    (শিবু বলেছিল পর্দা চিরে মারমার ঠাসঠাস, http://en.wikipedia.org/wiki/Pardachirus_marmoratus)
  • Abhyu | 47.39.***.*** | ২০ ডিসেম্বর ২০২০ ১০:৩০733407
  • এই একটা টই তুলে দিলাম।

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন