এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দ্য ভয়েস অফ ভিক্কি সিং

    sosen
    অন্যান্য | ২৮ মার্চ ২০১৫ | ১০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 212.142.***.*** | ২৮ মার্চ ২০১৫ ১৯:১৮675055
  • দেখুন, ভিক্কি সিং-এর ভয়েসটা যাতে চাপা না পড়ে, সে জন্য গেস্টহাউসে ঢুকেই একখানা নতুন খাতা বের করলাম। খাতাটা অবশ্য পুরোনো, তবে তাতে কিছুই লেখা হয়নি। ভেবেছিলাম অনেক কিছু লিখতে হবে পড়াতে গিয়ে, তা, এ পাহাড়দেশের ছাত্রছাত্রীরা পড়ানো শুরু করলেই হাঁ করে চোখ খোলা ঘুমে চলে যায়। তিন বছর ধরে পড়াতে আসছি, তিন বছর ধরে এই দেখে কেমং জানি ব্যাজার লাগে। নতুন কোর্স, নতুন জিনিস, কিছুতেই এদের কোনো ইন্টারেস্ট নাইকো। ভাবছিলুম বুঝি টিচারেই ইন্টারেস্ট নাই। হেড ডিপ কাশ্মীরী, বিগত তিরিশ বছর শিলঙে। বলেন, না, এখানে আমরা কিছুতেই ব্রাইট ছেলেপুলে তুলে আনতে পারি না। কলেজগুলো খুব খারাপ। স্কুলিং ভালো, তারপরই ভালো ভালো ছেলেমেয়েরা বাইরে চলে যায় -- কিছুদিন বাদে ডিগ্রি নিয়ে ফেরৎ আসে। অথচ এত টাকা দিচ্ছে সরকার, প্রতি মাসে গেস্ট ফ্যাকাল্টি আনি, কিন্তু ওই ৩ বছরের ঘাটতি আর মেটাতে পারি না।
    যাগ্গে, ধান ভানতে শিবের গীত না গেয়ে ভিক্কি সিং-এর ভয়েসটা আগে ধরি। এই গেস্টহাউসে সব রান্নায় কিলো কিলো টমেটো, ভাবুন, আলুভাজায় টমেটো। আর কি টক রে ভাই সে সব টমেটো! পাইনবনের কোলে টমেটোর চচ্চড়ি খেতে খেতে হেদিয়ে পড়ে আজ কেলাস নিয়ে, ভোঁ করে পুলিশ বাজার। সেখানে নেমে খুদে ড্রাইভারকে বল্লাম, আমি ট্যাসকি নিয়ে চলে যাব, তুমি য়ুনিভার্সিটি ফিরে যাও। ড্রাইভার খুদে হলে কি হবে, বুদ্ধি কম নাই। তৎক্ষণাৎ বলল-- সাবকো তো নেহি বোলেগা?
    -- না, নেহি বোলেগা। আমি তাড়াতাড়ি হাঁটা লাগাই। রেস্টুরেন্টের পানে ঊর্ধ্বশ্বাসে দৌড়োতে থাকি।
    ঘণ্টাখানে বাদে, কড়কড়ে সাতশো টাকা গুণে দিয়ে, হাফেরও বেশি খাবার বগলদাবা করে যখন বেরোলাম, সন্ধে নেমে গেছে। পুলিশ বাজার থেকে নেহু-র ট্যাক্সিভাড়া কত? ভগোমান জানে। কপাল ঠুকে পেত্থম ক্যাবটিকে ধরলাম, বোল্লো -- আড়াইশো।
    আমিও চালাক হবার চেষ্টা করে বল্লাম-- দেড়শো টাকায় এলাম।
    সে গম্ভীর মুখে জানাল, দিনের বেলা দেড়শো, রাতে আড়াইশো।
    আচ্ছা দেখি, আরেকজনকে ধল্লাম, সে কিছুই বুঝতে পাল্লো না কোথায় যাব। ভাষার বেজায় সমস্যা।
    পরের ট্যাক্সি বলল, দুশো টাকা।
    আমি এস্মাট হয়ে জানালাম, ১৮০ দেব। বলে উঠে বসলাম। সে তখন বলতে শুরু করেছে, ফেরার প্যাসেঞ্জার নেহি মিলেগা ম্যাডাম।
    আচ্ছা, চলুন তো-- বলে নজর করে দেখি তার মাথায় গোলাপী পাগড়ি, মুখে ইয়া দাড়ি।
    বাব্বা! শিলঙে শিখ? তা যাই বলুন, স্টিয়ারিঙে পাগড়ি দেখলেই মনটা আমার ভালো হয়ে যায়। এদিকে রাস্তা জুড়ে কি জ্যাম, কি জ্যাম। পাহাড়ের কোনা-খাঁজ থেকে পিলপিল করে গাড়ি বেরোচ্ছে। যেখানে দাঁড়ায়, সেখানেই দাঁড়িয়ে থাকে। কেউ কাউরে পাত্তা দেয় না। রাস্তা হয় সোজা উঠে গেছে, কিম্বা ধপাস করে নিচে গিয়ে লুটিয়ে পড়েছে, টিনের বারান্দা সমূহ বিপজ্জনক ও কিউট হয়ে গলা বাড়িয়ে, তা থেকে ফুলের টব ঝোলে। খোলা দোকানে পৃথিবীর সব রকম মাংস বিক্কিরি হয়। ভারি সেজেগুজে মেয়েরা ঘরে ফেরে, কি লম্বা চুল।
    ভিক্কি সিং, গোলাপী পাগড়ি ভিক্কি সিং সখেদে জানায়-- সেও একদা নেহুতে কাজ করত। বাস চালত, ক্যাম্পাস বাস।
    তারপর? ছেড়ে কেন দিলে?
    -- আমাদের তাড়িয়ে দিল। সব চাকরি লোকালদের, ওরা নন-ট্রাইবালদের থাকতে দেয় না।
    একটু ভেবে দেখি, সত্যি প্রচুর উপজাতি নেহুতে। কিন্তু ওরা তো ভূমিপুত্র, তাই কিছু মনে হয় না। শিখেরা তো এখানে বহিরাগত।
    ভারি রেগে যায় ভিক্কি সিং। পঞ্চাশ বছর এখানে আছে তারা। বাবও নেহুতে চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। তবে তারা ভূমিপুত্র নয় কেন?
    -- কোই নোকরি নেহি হ্যায় ম্যাডাম ইঁহা। ম্যাট্রিক পাশ করো, বিএ পাশ করলো, ফিরভি আপকো নোকরি নেহি মিলেগা, আপ আগর ইনলোগোমে সে নেহি হো। গভর্মেন্ট কার্ড নেহি বনা দেতে। জমিন খরিদ নেহি সকতে শিলংমে আপ আগর ট্রাইবাল নেহি হো তো। বহৎ পরেশানি ম্যাডাম। পর ফিরভি এঁহিপে হ্যায়, কাঁহা যায়ে?
    কত শিখ থাকে এখানে?
    বহৎ। গুরদোয়ারা হ্যায়, শিখ লোকালিটি হ্যায়। পুরানাসা গুরদোয়ারা হ্যায় ম্যাডাম, শাদি-বিহা ভি কমিউনিটি মে ভি হো যাতা হ্যায়, ফিরভি স্টেট হামলোগোকো কুছ নেহি দেতা। ঘর ভি রেন্ট নেহি করনে দেতা হ্যায় ইয়েলোগ।
    খুব মুশকিল ভিক্কি সিং-এর। আমি শুধাই, কোন পার্টি এখানে? দাড়ি চুমড়ে ভিক্কি সিং জানায়, কংরেস-ই হবে। হামলোগোকা তো ভোটহি নেহি হ্যায়।
    ঢিলের বদলে পাটকেল। পাহাড়ের মাথায় সন্ধে গড়ায়, গেস্টহাউসে নেমে ভিক্কি সিংকে দুশো টাকাই দিলাম।
    দেশহারা ভিক্কি সিং খুব খুশি হয়ে নমস্তে করে। তারপর কালো ট্যাক্সি করে কালো জঙ্গলের মধ্যে হারিয়ে যায়।
  • dc | 132.164.***.*** | ২৮ মার্চ ২০১৫ ১৯:২৯675056
  • এই ট্যাক্সি চালিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর ভিক্কির কি বক্তব্য ছিল, আমরা জানব না, তার ভয়েস আমাদের কাছে পৌঁছবে না, আমরা আমাদের ইন্টারপ্রিটেশন তার ঘাড়ে চাপাব, তাকে ডিসেক্ট করব শিখ ড্রাইভারের প্রতিভূ হিসেবে, অথবা জাস্ট ভুলে যাব দুদিন বাদে। সব ছক যেমন মিলে যায়, সব নদী যেমন ভাবে জীবনের সব লেনদেন মিটিয়ে ফেলে। শুধু দুদিন বাদে, আবার নিঃসব্দে অন্য কোনো ভিক্কি সিং ট্যাক্সি চালানো শুরু করে দেবে কোনো পাহাড়ী রাস্তায়।

    নাহ। ভিক্কি সিংকে আমি চিনতাম না। তার আগের ড্রাইভারকেও নয়। ভিক্কিদের চেনা অত মুখের কথা নয়।
  • নির | 11.39.***.*** | ২৮ মার্চ ২০১৫ ২০:৪২675057
  • নামটা খেয়াল কচ্চেন? ভিক্কি। বিক্রম নয়, ভিক্রান্ত নয়, ভিক্কি। বলি সাম্রাজ্যবাদী চক্রান্তটা কি দিনের অালোর মত পষ্ট হল, নাকি চোকে অাঙুল দিয়ে দ্যাকাতে হবে এখনো?

    অন অা লেস লাইটার নোট, "বহৎ পরেশানি ম্যাডাম। পর ফিরভি এঁহিপে হ্যায়, কাঁহা যায়ে?"-- এই ভয়েস টা পৌঁছাল অামার কাছে। কিছুটা যেন নিজের সাথে রিলেটও করতে পারলাম। অামাদের মধ্যে এরকম অনেক ভিক্কি ( জে সুইস ভিক্কি? না:, এটা বাড়াবাড়ি হয়ে যাবে) থাকে, যারা জন্ম থেকে যেখানে বড় হয়েছে একটা সময় পর বোঝে সেটা ঠিক তার জায়গা নয়, কিন্তু যে অচেনা/ অাধাচেনা জায়গাকে সে বেটার ভাবছে, সেখানে চলে যেতেও পারে না, কারণ সেটাই বা কি তার জায়গা? কোন জায়গাই তার পুরোপুরি নয়; কোনখানে গেলে কম খারাপ হত সেই হিসাব করতে করতেই জীবনটা কেটে যায়।
  • ranjan roy | 24.96.***.*** | ২৯ মার্চ ২০১৫ ০১:৫৭675058
  • সোসেন কি এখন নেহুতে?
    ফিজিক্সে মনন সেন আছেন, নাকতলার। আমার ছোটভাইয়ের মত। দেখা হলে আমার নমস্কার জানাবেন, প্লীজ!
  • sosen | 212.142.***.*** | ২৯ মার্চ ২০১৫ ০৬:৫৩675059
  • রঞ্জনদা, কালকে ফিরে এলাম তো ঃ)
  • b | 24.139.***.*** | ২৯ মার্চ ২০১৫ ০৮:৩০675060
  • তবে মেঘালয় গবর্মেন্টের নানা পজিশনে (বিশেষতঃ গ্রুপ বি/সি) এখনো বাঙালীদের (পড়ুন সিলেটি) রমরমা আছে।
  • Nina | 80.215.***.*** | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৩675061
  • খুব ভাল লাগল
  • | ***:*** | ১৭ জুন ২০১৮ ১০:৩৪675062
  • এইটা তখন মন দিয়ে পড়া হয় নি। আজ আবার পড়লাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন