এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় উপমহাদেশের বাইরের কোন স্থানের বর্ণনা, ঋগ্বেদে নেই কেন?

    m_s
    অন্যান্য | ০৮ সেপ্টেম্বর ২০০৬ | ৫০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dd | 202.122.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১০:৪৭671774
  • না। এটাই ঠিক পোস্টিং। গায়ের জোরে।

    ঐ টইটা কুস্তীর আখড়া হয়ে গেছে। তাই হেথায় লিখবো।
  • dd | 202.122.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫১671775
  • ওমনাথ
    " কেউ কেউ" আবার কি কথা ? আর্য্যরা যে আদতে উত্তর মেরু বা তার কাছাকাছি অঞ্চলের বাসিন্দা সেই থিওরী ভারতে প্রথম শুরু করেন বাল গংগাধর তিলক।

    আর গান্ধার বিদেহ বা কম্পিল্য এইসবের উল্লেখ থাকলেই নগর সভ্যতা বোঝায় না। ও গুলি দেশের নাম। তবে সব থিওরীই অকাট্য কিছু নয়। সেতো সবাই জানে। ইরফান হাবিবও।
  • dri | 75.18.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫৫671776
  • আরেকটু ক্ল্যারিফিকেশান চাই।

    বিষুবগতিটা যে কি ধরণের গতি সেটা ঠিক বোঝা গেল না। মানে ফিজিকালি।

    এর চেয়ে এই ছোট্ট ভুলটা বছর ক্যালকুলেশনে ভুল বললে বরং বুঝতে সুবিধে হত।

    আচ্ছা, বাংলা ক্যালেন্ডার কি সোলার ক্যালেন্ডার? প্রতি বছর কি ৩৬৫ দিন আছে? লিপ ইয়ার আছে? এখেনে আমার ফান্ডা গোল আছে।
  • d | 192.85.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫৭671777
  • না দীপ্তেনদা। এটাকে মেরুজ্যোতি বলব না।

    দ্রি,

    বাংলাদেশ যে ক্যালেন্ডার ফলো করে তাতে দিন সংখ্যা হেরফের হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সেইটা ফলো করে না বলে গড়বড় আছে।
  • dri | 75.18.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১১:০৪671778
  • প্রতি বছরে ৩৬৫ দিন না থাকলে কিন্তু খেলা ঘুরে যাবে। এ বছরের পয়লা মাঘ আর পরের বছরের পয়লা মাঘে আকাশের একই 'কোণ' দেখা যাবে না।
  • d | 192.85.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১১:০৭671779
  • এগজ্যাক্টলি। এইটে দেখুন, রিভাইসড আর নন-রিভাইসড ভার্সান পাবেন।

    http://en.wikipedia.org/wiki/Bengali_calendar
  • dri | 75.18.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১১:৩৮671780
  • হম। নন-রিভাইজড ভার্সানের যথেষ্ট ডিটেল নেই। এনিওয়ে বাকিটা কাল দেখা যাবে।
  • dd | 202.122.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ১৪:১৯671781
  • দ্রি
    মনে হয় চান্দ্র মাস আর ৩৬০ দিনে বছর ছিলো। Direct কিছু লেখা নেই। Circumstantial evidence আছে।
    শুক্ল যজুর্বেদের ১৪ আর ১৫ অধ্যায়।

    যেমন ধরুন - ঋতু নির্নয়।
    জৈষ্ঠ্য আর আষাঢ় ছিলো গ্রীষ্ম (১৪/৬),শ্রাবন আর ভাদ্র ছিলো বর্ষা কাল (১৪/১৪)আশ্বিন আর কার্ত্তিক ছিলো শারদ ঋতু (১৪/১৬)। বৎসর ছিলো বারো মাস আর পাঁচ ঋতু। পনের দিনে পক্ষ। দুই পক্ষে এক মাস। (১৪/২৩/১৮)।

    আবার মাঘ ও ফাল্গুন মাস শিশির ঋতু। (১৫/৫৭/১)।

    অনেক contradiction আছে। সব যায়গায় একই লজিক ফলো করা হয় নি।
  • Suvajit | 121.216.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ২০:৩৬671782
  • m-s এর লেখাটা ভালো লাগলো। এইখানে একটা পয়েন্ট যোগ করি যে বিষুবগতি, নক্ষত্রের অবস্থানের সঙ্গে ধুমকেতুর আবির্ভাবও নিশ্চয় এই সময়গননায় ধরা হয়। এই বিষয়ে কেউ কিছু জানালে বেশ হয়। এই লিন্‌কটা পেলাম, দেখা যেতে পারে, যদিও আমি বিশেষ কিছু বুঝলাম না।
    http://www.barry.warmkessel.com/barry/SynopsisComet.html

    আরও একটা লিন্‌ক, যাতে সময়ের হিসাবনিকাশ ও ক্যালেন্ডার নিয়ে অনেক কথা http://www.greatdreams.com/lostland/string-pearls.htm
  • tan | 131.95.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ২১:২১671784
  • প্রেসেশন অব ইকুইনক্স নিয়ে লিংক:
    http://www.crystalinks.com/precession.html
  • tan | 131.95.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ২১:২২671785
  • ঘুরন্ত ছবি দেয়া আরেক লিংক, প্রেসেশন জিনিসটা কি তাই নিয়ে:
    http://en.wikipedia.org/wiki/Precession

  • dri | 129.46.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০০:২৯671786
  • চান্দ্রমাসই যদি হবে তবে কিন্তু এমনিই বাসন্তীবিষুব পিছিয়ে যাওয়া উচিত। যদি বিষুবগতি আদৌ না হত, তবেও এটা হত। নয়? এবং এই পিছিয়ে যাবার রেট ভালোই হওয়া উচিত ছিল।

    উইকি বলছে সৌরমাস। কিন্তু সৌরমাস হলেও কতগুলো খটকা আমার লাগছে। ধরা যাক দুই ক্যালেন্ডারেই বছরে ৩৬৫ দিন। তাহলে ধরুন যখন জন্মদিন আমরা পালন করি ইংরিজি ক্যালেন্ডার ধরে, তার করেসপন্ডিং বাংলা তারিখ প্রতি বছর বদলে যায় কেন?

    এছাড়া দুটো বক্তব্য। গননা আরো নিখুঁত করা সম্ভব যদি দুটো ফ্যাক্টর আরো অ্যাকিউরেটলি করা হয়। পৃথিবী পথ এলিপ্টিকাল, তাই ৩৬০ ডিগ্রি চলার প্রতি ডিগ্রি এক গতিতে হয় না। এবং দুই, প্রত্যেকটা নক্ষত্রর মধ্যে অ্যাঙ্গল আলাদা আলাদা ভাবে মেপে নিলে গড়ে ১৩ ডিগ্রি ধরতে হয় না। তবে এই দুটো ফাইন টিউনিং করলে উত্তরের অর্ডার অব ম্যাগনিচিউডের পরিবর্তন হবে বলে মনে হয় না। চান্দ্রমাস ধরলে কিন্তু অর্ডার অব ম্যাগনিচিউড পরিবর্তন হতে পারে।

    এবং ফাইনালি রিকোয়েস্ট, 'বেদ রচনাকারগণ কৃত্তিকা নক্ষত্রস্থিত বাসন্তীবিষুবের উল্লেখ করেছেন' -- এর রেফারেন্স? আমার কাছে বেদ নেই, কিন্তু যাদের কাছে আছে তারা অন্তত ভেরিফাই করুক।
  • Arpan | 79.65.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০১:৩১671787
  • দ্রির জন্য। পরিমার্জিত যে সৌরমাসের বাংলা ক্যালেন্ডার আছে তা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রতিতুল্য। বাংলাদেশে ওটাই চলে। সেটা মানলে বাংলা তারিখ আর পাল্টায় না। বিশদে জানতে গেলে উইকি পড়তে পারেন।

    আর ঋগবেদের ট্র্যান্সলেটেড ভার্সন আছে নিচের লিংকে। কবিতা হিসাবে পড়তে খারাপ লাগে না।

    http://www.sacred-texts.com/hin/rigveda/index.htm

  • Arpan | 79.65.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০১:৩৯671788
  • আর হ্যাঁ, ঐ সাইটের কনটেন্টের দায়িত্ব আপনার যতখানি আমারো তার বেশি কিছু নয়। ডিসক্লেমার লাগিয়ে দিলাম। :-)
  • Samik | 88.224.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০১:৪২671789
  • বঙ্গাব্দ সৌরমাস। একতু এদিক ওদিক হলেও তাই প্রতি বছরেই পয়লা বৈশাখ একই দিনে পড়ে। চোদ্দ কি পনেরোই এপ্রিল। পঁচিশে বৈশাখ সাত কি আটই মে। কখনও ছয়ই মে হয় না, নয়ই মে-ও নয় না।

    ইন্ডিয়ান ক্যালেন্ডার, দ্যাট ইস শকাব্দ, সৌরমাস। একই লজিকে চলে। বঙ্গাব্দের থেকে কয়েকদিন এগিয়ে থাকে তারিখ।

    এ ছাড়াও ভারতে আরও অনেক রকমের ক্যালেন্ডার চলে, তাদের এনেকেই সৌরমাস। আমার আগের দলপতি কোঙ্কনী, তাঁর মতে শ্রাবণ শুরু হল এ বছর ঊনত্রিশে আগস্ট, যখন বঙ্গাব্দে তো বটেই, শকাব্দেও ভাদ্র মাস শুরু হয়ে গেছে। তিনিই প্রথম জানালেন, তাঁদের ক্যালেন্ডারের মাস ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে প্রতি বছর একই দিনে পড়ে না। সময়ে সময়ে পাল্টে যায়। পাল্টাতেই থাকে। তাদের চান্দ্রমাস।

    মুসলিম ক্যালেন্ডারও তো চান্দ্রমাসের হিসেব, তাই না?
  • dd | 202.122.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০৮:৪৯671790
  • দ্রি
    কৃত্তিকা নক্ষতে বাসন্তী বিষুব - বা রামায়নের মেরুজ্যোতির রেফারেন্স এই টইলেখকদের কাছ থেকে পাবেন না।

    শুধু লিংক আর লিংক। আর নেম ড্রপিং।

    ঐ যে বল্লাম ব্যাদেয় অনেক কথাই আছে - কোনোটাই ১০০% গ্রহন বা বর্জনযোগ্য নয়। তাও দেখুন ঋগ্বেদ ১/১৫৫/৬ "বিষ্ণু গতিবিশেষের দ্বারা বৎসররের চতুর্নবতি দিবস চক্রের ন্যায় বৃত্তাকারে চালিত করছেন"

    চতুর্নবতি অর্থাৎ ৯০ x ৪= ৩৬০ দিন। এক বছরে।
  • m_s | 202.78.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১২:২৩671791
  • বেদাঙ্গ জ্যোতিষ রচনাকারগণ সম্ভবত: (**তথ্যসূত্রের অভাবে, দু:খিত) কর্কট-রাশি ও অশ্লেষা নক্ষত্রে স্থিত কর্কটসংক্রান্তি (উত্তরায়নান্ত) দিবসের (বছরের দীর্ঘতম দিনের) উল্লেখ করেছেন। বর্তমানকালে কর্কটসংক্রান্তি দিবস মিথুন-রাশি ও আর্দ্রা নক্ষত্রে স্থিত (তথ্যসূত্র : পঞ্জিকা ১৪১৪, শ্রী বেণীমাধব শীল)।

    অশ্লেষা নক্ষত্রটি আর্দ্রা নক্ষত্রের পর থেকে শুরু করে তৃতীয় নক্ষত্র (আর্দ্রা,পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা)। আমরা সকলেই জানি যে, বিষুবগতির (precession of equinoxes) ফলস্বরূপ; প্রতি ৯৫১ বছরে (প্রায়) সংক্রান্তি ও বিষুব দিবস একটি করে নক্ষত্র "পিছিয়ে' আসে। অর্থাৎ, বর্তমানকাল থেকে, ২৮৫৩ (৯৫১X৩) বছর পূর্বে, বা আনুমানিক ৮৫০ খ্রিস্টপূর্বাব্দে সম্ভবত: বেদাঙ্গ জ্যোতিষ রচনা হয়েছিল।

  • Samik | 195.212.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১২:৩৮671792
  • চতুর্নবতি মানে চুরানব্বই। নব্বই ইন্টু চার নয়।
  • m_s | 202.78.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৯671793
  • ""sভ্যতা R sংস্কৃতি'' শীর্ষক টইপত্তর-সূত্রের স্থাপক tay ei katha ঐ সূত্রটিতে একটি তথ্যের (উদ্ধৃতির) উল্লেখ করেছেন ...(Date:01 Sep 2007 -- 12:04 PM)....

    "...Such texts as 'Vedanga Jyotish' speak of a time when the vernal equinox was in the middle of the Nakshtra Aslesha...''
    ....David Frawley, American Institute of Vedic Studies,New Mexico

    আমার ধারণা, এই তথ্যটিতে সম্ভবত: কিছু ভুল আছে। এখানে vernal equinox (বাসন্তীবিষুব দিবস) না হয়ে, summer solstice (কর্কটসংক্রান্তি বা উত্তরায়নান্ত দিবস) হওয়া উচিত ব'লে মনে হয়।

  • m_s | 202.78.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪২671795
  • tay ei katha,
    আপনার দেওয়া তথ্যগুলির জন্যে অশেষ ধন্যবাদ।
    এই টইপত্তর-সূত্রে লেখার আমন্ত্রণ রইল।
  • m_s | 202.78.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৩৮671796
  • বিষুবগতি (precession of equinoxes)-এর সাহায্যে বেদাঙ্গ জ্যোতিষের রচনাকাল নির্ণয় :--

    পৃথিবী থেকে দৃশ্যমান সৌরগতিপথের (রবিমার্গের) উপর অবস্থিত আছে ১২ টি রাশি। এই দ্বাদশ রাশিচক্রের অন্তর্গত, ২৭ টি নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রের চারটি (৪টি) কৌণিক-পাদ (এক-চতুর্থাংশ, quadrant) রয়েছে। ১২টি রাশির প্রত্যেকটিতে, এইরকম নয়টি (৯টি) নক্ষত্রপাদ থাকে। এই মোট ১০৮ টি (১২X৯ = ২৭X৪) নক্ষত্রপাদের কৌণিক-বিস্তার নিয়ে, সম্পূর্ণ ৩৬০ ডিগ্রী কোণ দ্বারা গঠিত রবিমার্গ।

    দ্বাদশ (১২টি) রাশিচক্রের অন্তর্গত ২৭ টি নক্ষত্রের মোট ১০৮ টি নক্ষত্রপাদের কৌণিক-বিস্তারের গণনা নীচে দেখানো হ'ল :--

    (১) মেষরাশি : বৈশাখ মাস :--
    অশ্বিনী (এক) : ৪ পাদ
    ভরণী (দুই) : ৪ পাদ
    কৃত্তিকা (তিন) : ১ পাদ
    ---------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    ---------------------------------------------------------
    (২) বৃষরাশি : জ্যৈষ্ঠ মাস :--
    কৃত্তিকা (তিন) : শেষ ৩ পাদ
    রোহিণী (চার) : ৪ পাদ
    মৃগশিরা (পাঁচ) : ২ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৩) মিথুনরাশি : আষাঢ় মাস :--
    মৃগশিরা (পাঁচ) : শেষ ২ পাদ
    আর্দ্রা (ছয়) : ৪ পাদ
    পুনর্বসু (সাত) : ৩ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৪) কর্কটরাশি : শ্রাবণ মাস :--
    পুনর্বসু (সাত) : শেষ ১ পাদ
    পুষ্যা (আট) : ৪ পাদ
    অশ্লেষা (নয়) : ৪ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৫) সিংহরাশি : ভাদ্র মাস :--
    মঘা (দশ) : ৪ পাদ
    পূর্বফাল্গুনী (এগারো) : ৪ পাদ
    উত্তরফাল্গুনী (বারো) : ১ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৬) কন্যারাশি : আশ্বিন মাস :--
    উত্তরফাল্গুনী (বারো) : শেষ ৩ পাদ
    হস্তা (তেরো) : ৪ পাদ
    চিত্রা (চৌদ্দ) : ২ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৭) তুলারাশি : কার্তিক মাস :--
    চিত্রা (চৌদ্দ) : শেষ ২ পাদ
    স্বাতী (পনের) : ৪ পাদ
    বিশাখা (ষোল) : ৩ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৮) বৃশ্চিকরাশি : অগ্রহায়ণ মাস :--
    বিশাখা (ষোল) : শেষ ১ পাদ
    অনুরাধা (সতের) : ৪ পাদ
    জ্যেষ্ঠা (আঠার) : ৪ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (৯) ধনুরাশি : পৌষ মাস :--
    মূলা (উনিশ) : ৪ পাদ
    পূর্বাষাঢ়া (বিশ) : ৪ পাদ
    উত্তরাষাঢ়া (একুশ) : ১ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (১০) মকররাশি : মাঘ মাস :--
    উত্তরাষাঢ়া (একুশ) : শেষ ৩ পাদ
    শ্রবণা (বাইশ) : ৪ পাদ
    ধনিষ্ঠা (তেইশ) : ২ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (১১) কুম্ভরাশি : ফাল্গুন মাস :--
    ধনিষ্ঠা (তেইশ) : শেষ ২ পাদ
    শতভিষা (চব্বিশ) : ৪ পাদ
    পূর্বভাদ্রপদা (পঁচিশ) : ৩ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------
    (১২) মীনরাশি : চৈত্র মাস :--
    পূর্বভাদ্রপদা (পঁচিশ) : শেষ ১ পাদ
    উত্তরভাদ্রপদা (ছাব্বিশ) : ৪ পাদ
    রেবতী (সাতাশ) : ৪ পাদ
    --------------------------------------------------------
    মোট : ৯ পাদ; কৌণিক-বিস্তার = (৯X.৩৩) ডিগ্রী, বা ৩০ ডিগ্রী
    --------------------------------------------------------

    প্রত্যেকটি নক্ষত্রপাদ, রবিমার্গের উপর (৩৬০/১০৮) ডিগ্রী বা ৩.৩৩ ডিগ্রী কৌণিক-বিস্তার অধিকার ক'রে আছে।
    আমরা জানি যে, সূর্যের চারিদিকে, সম্পূর্ণ ৩৬০ ডিগ্রী বার্ষিক পরিক্রমণের সময়, প্রতি ডিগ্রী অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে প্রায় (৩৬৫/৩৬০) দিন, বা ১.০১৪ দিন।
    এই হিসেব মতন, পৃথিবী থেকে দৃশ্যমান রবিমার্গের উপর অবস্থিত প্রত্যেকটি নক্ষত্রপাদের কৌণিক-বিস্তারের (৩.৩৩ ডিগ্রী) মধ্যে, সূর্যের অবস্থানকাল হ'ল (৩.৩৩X.০১৪) দিন, বা ৩.৩৮ (প্রায়) দিন।

    রবিমার্গের উপর অবস্থিত মিথুন-রাশির অন্তর্গত মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদে (শেষ ২ টি'র মধ্যে) যখন সূর্যের আপাত প্রবেশ হয়, তখন আষাঢ় মাসের সূচনা হয়। অনুগ্রহ করে, উপরে দেখানো নক্ষত্রপাদের কৌণিক-বিস্তারের গণনাটি (বিশেষত: মিথুন-রাশি ও আষাঢ় মাস) দেখুন।

    মৃগশিরা নক্ষত্রের শেষ ২ পাদের কৌণিক-বিস্তার অতিক্রম করতে সূর্যের (প্রকৃতপক্ষে, পৃথিবীর) সময় লাগে, প্রায় (২X.৩৮) দিন বা ৬.৭৬ দিন। তারপর, আষাঢ় মাসের প্রায় ৭ তারিখ নাগাদ, মৃগশিরা নক্ষত্র অতিক্রম ক'রে, সূর্য "প্রবেশ' (পৃথিবী থেকে দৃশ্যমান, আপাত প্রবেশ) করে পরবর্তী আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে।

    এই আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদের কৌণিক-বিস্তারের মধ্যে অবস্থানকালেই, ৭ই আষাঢ় (ইংরাজি-তারিখ : ২২শে জুন) বর্তমানে (১৪১৪ বঙ্গাব্দ) কর্কটসংক্রান্তি দিবস (উত্তরায়ণান্ত দিবস, অর্থাৎ বছরের দীর্ঘতম দিন) হয়। বঙ্গাব্দের সূচনালগ্নে কর্কটসংক্রান্তি দিবস হ'ত পয়লা শ্রাবণ। বিগত ১৪১৪ বছরের বিষুবগতির (precession of equinoxes) ফলস্বরূপ কর্কটসংক্রান্তিক্ষণ এই ২৩ দিন (১ লা শ্রাবণ থেকে ৭ই আষাঢ়) "পিছিয়ে' এসেছে।

    বেদাঙ্গ জ্যোতিষ রচনাকারগণ সম্ভবত: (তথ্যসূত্রের অভাবে, দু:খিত) তাঁদের রচনাকালের সময়ে অশ্লেষা নক্ষত্রস্থিত কর্কটসংক্রান্তি দিবসের উল্লেখ করেছেন। বর্তমানকালীন (১৪১৪ বঙ্গাব্দ) কর্কটসংক্রান্তি দিবসে সূর্যের অবস্থান-নক্ষত্র "আর্দ্রা'র পর থেকে শুরু করে...তৃতীয় (৩'য়) নক্ষত্র হ'ল অশ্লেষা (আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা)।

    আমরা সকলেই জানি যে, বিষুবগতির (precession of equinoxes) ফলস্বরূপ; প্রতি ৯৫১ বছরে (প্রায়) সংক্রান্তিদিবস ও বিষুবদিবস একটি করে নক্ষত্র "পিছিয়ে' আসে। অর্থাৎ, বর্তমানকাল থেকে, ২৮৫৩ (৯৫১X৩) বছর পূর্বে, আনুমানিক ৮৫০ খ্রিস্টপূর্বাব্দে (গৌতম বুদ্ধের পুণ্য-আবির্ভাবের প্রায় ৩০০ বছর পূর্বে) সম্ভবত: বেদাঙ্গ জ্যোতিষ রচনা হয়েছিল।

    তথ্য সাহায্য :
    (১) সম্পূর্ণ পঞ্জিকা, শ্রী বেণীমাধব শীল
    (২) "কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হইয়াছিল' , কৃষ্ণচরিত্র : প্রথম খন্ড/পঞ্চম পরিচ্ছেদ,ঁ শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
    (৩) "আকাশের তারায় মহিষাসুরমর্দিনী', ড: বিমান নাথ , জ্যোতি:পদার্থবিদ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, ব্যাঙ্গালোর।
    (৪) বিজ্ঞান অভিধান, ড: জিতেন্দ্র চন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক : পদার্থবিজ্ঞান।

    ** লেখাটিতে কোন ভুল থাকলে, যদি কোন পাঠক/পাঠিকা দয়া করে সংশোধন করে দেন, তবে কৃতজ্ঞ থাকব।

  • m_s | 202.78.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪২671797
  • tay ei katha
    অন্য একটি টইপত্তর সূত্রে দেখলুম, আপনি আমাকে পঞ্জিকার পরিবর্তে NASA'র একটি website (http://liftoff.msfc.nasa.gov/academy/universe/CONSTELLATION.HTML) দেখতে বলেছেন। আমি ঐ siteটি দেখেছি। ওখানে যে'কথা বলা আছে, অর্থাৎ বাসন্তীবিষুব (vernal equinox) বর্তমানে মীনরাশিতে (pisces) হয়, সে কথা আমি আগেই লিখেছি, এই টইপত্তর-সূত্রেই (Date:04 Sep 2007 -- 09:14 AM...
    তৃতীয় অনুচ্ছেদ)।

    আমার যে লেখাটির প্রসঙ্গে, আপনি চিঠি দিয়েছিলেন; সেই লেখাতে আমি কর্কটসংক্রান্তি দিবসের (summer solstice) উল্লেখ করেছি; vernal equinox বা বাসন্তীবিষুবের কথা লিখিনি।

    আমার লেখাটি পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
  • Saibal Ray | 111.92.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪০671798
  • নমষ্কার! এখানে আমি আপনাদের সাথে আমাদের অধুনা তৈরি করা পঞ্চাঙ্গ উইজেটের বিষয়ে জানাতে চাই। এই উইজেটটিকে আপনি আপনার ওয়েবসাইটে কিংব ব্লগেও যোগ করতে পারবেন এবং এখানে জ্যোতিষী মতে বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে নিতে পারবেন। বিস্তারিত জানই আগ্রহ রাখলে নীচের লিঙ্কটিতে যেতে পারেন:

    http://www.indianastrologysoftware.com/astrology-software-widget.php

    ধন্যবাদ।
  • siki | 155.136.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৪৭671799
  • খাইসে!!! জ্যোতিষী আইসে!
  • tatin | 122.252.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫১671800
  • ঋদ্ধি কই?
  • siki | 155.136.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৩:৫৪671801
  • ঘুমিয়ে পড়েছে। :-)
  • pi | 72.83.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৬:০২671802
  • এখানে আবার দেখলুম, লেখার সাথে সাথে ছবি দেওয়ার কথা বলেছে ব্ল্যাঙ্ক। আবার ছবি দিলেও তো অনেকের অসুবিধা।
  • siki | 155.136.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৬:০৪671803
  • খুব দোষ করেছে। ব্ল্যাঙ্ককে পিছমোড়া করে বেঁধে ঐ তিনোমুল কাউন্সিলরের কাছে পাঠিয়ে দেওয়া হোক। উনি ঠেঙিয়ে দেবেন। :-)
  • sinfaut | 121.24.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৬:০৯671804
  • কার অসুবিধা? আর যদি অসুবিধা থাকেও তাতে কী? না থাকলেই বা কী? সবাই গুরু তে কী দেখতে চান, কী চান না জানাচ্ছেন, সেই কন্সেন্সাস নিয়ে ডিসিশন নেওয়া হবে, তর উপর গুরুর সম্পাদকের ডিসিশন ফাইনাল। এমনই তো জানতাম। তো এই বিভিন্ন টই ভাসিয়ে পাই কী প্রমান করতে চাইছ বুঝতে পারছিনা।
  • pi | 72.83.***.*** | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৪671806
  • কিছু প্রমাণ কেন করতে চাইবো। নানা জনের নানা মত ডকুমেন্টেড থাকছে। এই মতটা অন্য টইতে
    লেখা ছিল না। পারলে ওখানে কখনো রেখে দেব। এক জায়গায় থাকলে সুবিধা হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন