এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফতোয়া ফতোয়া

    dd
    অন্যান্য | ০৮ অক্টোবর ২০১৪ | ৭৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৬:৩০650778
  • ফতোয়া মানে নোটিস। এখানে নোটিস টাঙানো হবে বোধহয়।
  • de | 190.149.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৬:৩৩650789
  • ফতুয়া পড়ে ফতোয়া টাঙিয়ে ফতুর হয়ে যাওয়া হবে!
  • dd | 132.172.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৬:৩৬650797
  • এই ত্তো এইত্তো। আমার পাল্টা কলরব।

    জানুন। ফতোয়া কি। একটা ঘটনারও লিং দিবো না। সিরিয়াস পাঠক হলে নিজেই খুঁজে নিবেন। আমার মতম আই টি অজ্ঞরাও পেয়েছে।

    ফতোয়া, জানেন তো। একটি নির্দেশ। আদেশ নয়। বেসিকেলি ধর্মগুরুরা দ্যান। অ্যাখন ধর্মগুরু কারা? সেটা বলা মুষ্কিল। উলেমারা।

    তবে ইসলম ধর্মে কিছু বড়ো সংঘটন আছে। সব দেশেই। যাদের মান্যতা অন্য দের থেকে বেশী। বড়ো মসজিদ। দিল্লীর জামা নসজিদ ইজ গ্রেটার দ্যান মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের মসজিদ। ও তার ইমাম। যেমতি রয়েছে , ধরুন হিন্দু ধর্মে। চতুর্পীঠের শংকরাচার্য্যদের। বাঁকরোর কোনো শিব মন্দিরের পুরোহিতের থেকে তাদের মান্যতা বেশী।

    খুব লুজ ডেফিনিশন। কিন্তু ক্ষি করবো?
  • dd | 132.172.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৬:৩৮650798
  • তো, আমার উল্লিখোতো সব ফতোয়াই অ্যাট্লিস্ট ২০১০ বা তার পরের। আর যারা সেগুলো জারী করেছেন তারা ইসলামী জগতের এক্কেবারে মাথা। মেজর। পাইব স্টার উলেমা।

    বুঝুন ধর্মোটা কোন স্টেজে গ্যাছে।
  • dd | 132.172.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৬:৫৯650799
  • দারুল ইফটা। দেওবন্দ। ইন্ডিয়ার সব সে টপ ইস্লামী স্কুল। তার একটি ফতোয়া পড়ুন।

    তাং ২৮শে জুলাই,২০১০। ফতোয়া নং 1118/L=306tl=1431। এটাই লাস রেফারেন্স দিচ্ছি। আর দিবো না।

    এক জন জিগাইলেন (ভাষা সম্পুর্ন আমার) "জানেন, আমি একটা গল্পো শুনেছি।সৈয়দ আহমেদ রিফায়ী ,এক হাজী, মরে টরে গিয়ে গিয়ে কবরে একটি ভক্তিপদ্য কয়েন। এতে রসুসুল্লার পবিত্র হাত অলৌকিক ভাবে আবির্ভুত হয় এবং হাজী সেটিকে ভক্তিভরে চুম্বন করেন। এটি নব্বই হাজার লোক দর্শন করে, তো এটা কি আমি বিশ্বাস করবো?"

    দেওবন্দ ইশকুলের উত্তোর "অবকোর্স। এটা তো সুফীদের মতম মিস্টিসিজম নয়। নব্বই হাজার লোখ চাক্ষুষ দেখেছে। আর আল্লা চাইলে তো মৃত মানুষ আলবাৎ বেঁচে উঠতে পারে।" এর পর ওনারা শাস্ত্রের উল্লেখ করেছেন। (আমি আর অতো টাইপ কত্তে পারি না।) যাতে পষ্টো প্রমান করা আছে মৃতেরা হুল্লাট জীবিতদের সাথে কথা কইতে পারে।

    আরো চান? আমি দিবো। পৃথিবীটা ফেলাট। জানতেন ? এবার জানুন।

    তবে অখন না।
  • PT | 213.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ১৭:৪৪650800
  • অদ্দুর যাওয়ার দরকার কি। পিথিবি যে স্থির আর সুজ্জি তার চারপাশে ঘুরে মর্ছে সেই ফতোয়া তো আমাদের হাওড়ার পালমশাই কব্বে থেকে দিচ্ছেন - কেউ শুনলে তো!!
  • rabaahuta | 172.136.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২০:১৬650801
  • কেসি পাল তো ফতোয়া দেননা, নিজের মত প্রচার করেন।
  • PT | 213.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২০:৪১650802
  • ঐযে পিথিবিটা ফেলাট যদি ফতোয়া হয় তাহলে এটাও-পাল্মশাইএর পেচনে চার্চ কিংবা মস্জিদ নেই বলে কি তিনি ফতোয়া দিতে পারেন না?
  • aranya | 154.16.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২১:০৪650803
  • ফতোয়া মানে কিছু একটা করার জন্য হুকুম দেওয়া না?

    পৃথিবী ফ্ল্যাট / আল্লা চাইলে মৃত মানুষ বেঁচে ওঠে/ ৭ দিনে ঈশ্বর কর্তৃক দুনিয়া সৃষ্টি - এ গুলো তো সব অভিমত। কোন কাজ করার আদেশ নয়
  • সিকি | ০৮ অক্টোবর ২০১৪ ২১:২৩650780
  • কেসি পালের সঙ্গে আমার দিব্য কথাবার্তা হয়েছে। হুমেরু ছিল সঙ্গে। উনি ফতোয়া দেন না। জাস প্রচার করেন। লোকে ওনার মুখের ওপরে হাসে। টিটকিরি মারে। বাচ্চা ছেলেমেরাও। উনি কিচ্ছু মনে করেন না।
  • b | 24.139.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২২:১১650781
  • এতো কিছুটা সেই আম্রিকান গ-অ-ড (সব বড় হাতের) চ্যানেলগুলোর মতো শোনালো।
  • dd | 132.172.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২৩:১৮650782
  • না,নিজেই আইন ভাঙ্লাম। এটা ২০১০ সাল বা তার পরের ঘটনা নয়। ২০০০ সালের।

    ফতোয়া জারী করেছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতী Sheikh Ibn Baaz । ব্যাপারটা সেরম কিছু নয়। উনি জানিয়েছিলেন পৃথিবীটা আদতে প্ফ্ল্যাট, একটা চ্যাপটা থালার মতন।এবং স্থির। সুজ্জি প্রদক্ষিন করে ঘুড়ছে চাদ্দিকে।
  • dd | 132.172.***.*** | ০৮ অক্টোবর ২০১৪ ২৩:২৪650783
  • ইমটিকন ও বারন।

    ঐ যে স্মাইলি টাইলি ঠুকে দ্যান। ওতে ধর্মের সেন্টিমেন্টে আঘাত লাগে। উটি হারাম।

    ইসপেসালি মেমানুষেরা ইন্টারনেতে চ্যাট করতে গিয়ে পরপুরুষ্দের সাথে একেবারেই ব্য়্বহার করবেন না।
  • kiki | 125.124.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:১৬650784
  • চ্যাট নিয়ে একটা গল্প মনে পরলো। তখন সবে নেটে ঢুকেছি, আর বেশ ভাবনারাও কেমন কেমন ছিলো, কাজেই আমি আরো স্বচ্ছন্দ ছিলাম, কারন অন্য কে কিভাবে আমায় ভাববে সেটা তত গুরুত্বপুর্ন ছিলো না। তো কোন একটা চ্যাট রুম থেকে না কোথা থেকে ইয়াহুতে একটা বন্ধু জুটলো ঐ আরবে বা কোথাও কাজ করেন আর কোন মুসলিম দেশের ই মানুষ। বেশ আলাপ জমে গেলো।আর আমি যেরকম হ্যা হ্যা ল্যা ল্যা টাইপস ছিলাম তাতে বন্ধু জোটা খুব কঠিন কাজ ছিলো না। তারপর কদিন চ্যাট ট্যাট হবার পর ই দেখি কথাবার্তা একটু বেশি মিঠে মিঠে টাইপ হয়ে যাচ্ছে আর আমারো বিরক্ত লাগছে অথচ ভদ্রতার খাতিরে কিছুই কইতে পারছি না। তখন একদিন বললো তার বউ খুব ভালো মেয়ে, সে নেটে আসে না।( এটা অবশ্য মুসলিম বলে নয়, হিন্দুদের ও , মনে হয় এই সাবকন্টিনেন্টের ই মনোভাব ছিলো সেই সময়ে, বেশ কিছু পশ্চিমবঙ্গের বেশ শিক্ষিত এবং সমাজে ভদ্র বলে পরিচিতদের ও দেখেছি এভাবে ভাবতে,আর মুস্কিল হলো নেটে খারাপ মেয়েরাই আসে ভেবেও তারা তাদের সাথে কথা বলতে আসে। আর পরে বুঝেছি খুব স্বচ্ছন্দভাবে কথা বলার অর্থ এই গাধারা এভাবে বোঝে মেয়েটার বহুত চুলকানি আছে নইলে পরপুরুষের সাথে গপ্প করে কেন, ভাবনাটা চুলকানির বাইরে বের হয় না তাদের আসলে) তো আমি জিগালাম, তাহলে নেটে যারা আসে তারা বাজে মেয়ে, এবং আমিও তাহলে হিসেবমত বাজে মেয়ে। আমার সঙ্গে কথা বলছেন কেন? কি উত্তর দিয়েছিলো আর মনে নেই। তো একটা লাল গোলাপ আর হার্ট পাঠিয়ে দিলো। এবং আমিও একটা হলুদ গোলাপ পাঠিয়ে দিলাম। তো কি খচে গেলো। আমায় গে বলে গালি দিলো। ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি গে বলেই মেয়ে সেজে ছেলেদের সাথে চ্যাটাই নাহলে ঐ লাল গোলাপ আর হার্টের মর্যাদা ঠিক বুঝতাম।:P
  • Ekak | 24.99.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:২৯650785
  • উফ সেই চ্যাটিং এর প্রথম জামানা :( লোকে লাফিয়ে পড়ে জিগাত এএসেল পীলিজ আর উত্তর দিতুম ইনফিনিটি কন্ফিউস্দ সি প্লাস প্লাস । রেডিফ আর ইয়াহুর যুগ নিয়ে আলদা toi হতে পারে কিন্তু ।সবার ঝুলিতেই গপ্প থাকবে :))
  • Arpan | 125.118.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:৩১650786
  • এএসেল জিগ্গ্যেস করলেই বলতুম ডেনিম নয় ওল্ড স্পাইস।
  • তাপস | 233.29.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:৩৭650787
  • আর ইয়াহু যুগে বট? উফ ফ
  • Ekak | 24.99.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:৫০650788
  • এর আগেও একটা চ্যাটিং জামানা ছিল । সেটা অবশ্য নিজেদের মধ্যে কালো স্ক্রিনে নিজেরাই লিখে বানিয়ে :) তাতে অচেনা পাবলিকের সঙ্গে আলাপের ব্যাপার ছিল না ।
  • তাপস | 233.29.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১১:৫৩650790
  • ফতোয়া টই দিগভ্রান্ত হয়ে যাচ্ছে । ডিডিদা এসে বকবেন । আমি নাই ।
  • dd | 132.172.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১৩:১১650791
  • বগবো ক্ষি? আমি তো দিগভ্রান্তো।

    অ্যাতোটা বয়স হোলো এখনো এ এ এস এল এর অর্থো ক্ষি জানি না। বা লা'র চ্যাট রুমে অল্পো কিছুদিন তে চ্যাট কত্তেম, সে ও চেনা লোকের লগে। আর জানি না।

    একটা আস্তো ই-রেভোলিউশন এসে দুনিয়াটা উল্টে পাল্টে দিলো। আমি পুরো ফ্যাল ফ্যাল করে দেখে গ্যালাম। এই দারুন ই-যুগে বেঁচে থেকে ,বলুন, ক্ষি লাভ হোলো আমার?

    আর এই টইতে আর এগজাম্পোল দিবো না। নেট খুঁজে দেখলাম ফতোয়ার নামে অ্যাতো বিস্তর হাঁদামী হয়েছে/আছে আর নতুন কিছু বলার নেই।

    সে যে লিংটা দিলো,(সেকেন'টা) পড়ে আমি আদ্যোপান্তো আমোদিতো হলাম। ঐ ব্লগ বাবুদের সামনা সামনি পেলে রাম টাম সহ বেজায় মজাদার আড্ডা হোতো।

    ধর্ম শুনলেই (আমার আর অন্যদের) চিড়বিড়িয়ে ওঠে এমন লোকো তাইলে আরো আছে? বেশ,বেশ। এটা খুশ খপোর।
  • সে | 203.108.***.*** | ০৯ অক্টোবর ২০১৪ ১৩:২২650792
  • a =age
    s=sex
    l=location
  • ranjan roy | 24.97.***.*** | ১০ অক্টোবর ২০১৪ ১৬:৫১650793
  • এঃ এসব আগে কেন জানতাম না?

    পিটি,
    কেসিপাল অন্য জিনিস। উনি রাসবেহারির মোড়ে ফুটপাথে ঝুপড়ি বানিয়ে বেঁচে আছেন। আমি গিয়ে আলাপ করেছিলাম। ঝুপড়ির গায়ে নিজের সূর্য ঘোরে ইত্যাদি লেখা বোর্ড লাগানো। আর আছে ওঁর লেখা বই।নিজে স্বপাকে একবেলা খান।
    উনি নিজের বিশ্বাসের জন্যে ঘর-বাড়ি-চাকরি-সমসার সব ছেড়েছেন। আগে পুলিশ বিরক্ত করত, এখন ওরাও হাল ছেড়ে দিয়েছে। জানিনা এভাবে কতদিন বাঁচবেন, উনি বিশ্বাসে অটল। একদিন দুনিয়া বুঝবেই। এর চেয়ে কমে ভগবানের দেখা পায় লোকে।ঃ))

    ,Dঃ
    কিছু টই পড়ে মনে ভয় ঢুকেছে। আমি আর কল্লোল অদূর ভবিষ্যতে গোলপার্কের ফুটপাথে অমন ঝুপড়ি বানিয়ে থাকবো না তো? তাতে পাশের বোর্ডে বড় বড় করে লেখা থাকবে--- একদিন মানুষ রাষ্ট্র ও পুঁজির নিয়ন্ত্রণের বাইরে আসবেই।ঃ))))))))
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ২১:৪১650794
  • উফফ, সেই এএসএল যুগ। ইয়াহু, রেডিফ পেরিয়ে আমি থিতু হয়েছিলাম ওয়ানটুথ্রিইন্ডিয়া ডটকমের চ্যাটে। তারপরে ইন্ডিয়াটাইমসের চ্যাটে। তারপরে আমাদের তো একটা গেট টুগেদার হল, সব নিকেদের প্রথম চোখে দেখলাম পার্ক স্ট্রিটের এক রেস্টুরেন্টে, আমি কিনা তখনও ছাত্র, তাই চাঁদা তুলে সবাই আমাকে খাইয়েছিল, আমি বোধ হয় একশো টাকা দিয়েছিলাম জাস্ট।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ২১:৪২650795
  • কেসিপালের অন্য খাতির। মিলনমেলার বইমেলায় গুরুচন্ডালির পোস্টার কে বা কারা যেন ছিঁড়ে দেয়, কিন্তু কেসি পালের পোস্টার সারা বইমেলাময় ইনট্যাক্ট থাকে। কেউ ছেঁড়ে না।
  • - | 109.133.***.*** | ১০ অক্টোবর ২০১৪ ২২:৫২650796
  • রঞ্জন 04:51 PM-এর সেকেন প্যারাঃ অ্যাত্ত অ্যাকুরেট সেল্ফ রিয়েলাইজেশন খুব, খুব কম দেখেছি। ভালো লাগল ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন