এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিষয় : বাংলা ভাষায় অনুগল্প

    Indranil
    অন্যান্য | ১৮ জুলাই ২০১৩ | ১৫৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Indranil | 24.139.***.*** | ১৮ জুলাই ২০১৩ ২৩:৫৬617387
  • লেদু, কাদু, ও তিন নম্বর পাগল

    লেদুঃ ডাক নাম। কেউ কেউ ব্যাঙ্গ করে আর কেউ কেউ ভালোবাসে দিয়েছে। ভালো নাম লেনিন। বাবা শ্যামল কম্যুনিস্ট পার্টির সাথে বহুকাল যুক্ত ছিল। তাই ছেলের নামে বিপ্লবের সূত্রপাত। ছেলেও বাবার যোগ্য সন্তান। পার্টির পতাকা নিয়ে বাইক চালায়। বস্তির এ ঘরে ও ঘরে গিয়ে ভাত খায়, গল্প করে। লোক সেটাকে যতই সেটাকে নাটক বলুক, লেদুর কিছু যায় আসেনা।

    কাদুঃ ভালো নাম কাদম্বিনী। বাবা সাত্ত্বিক ব্রাহ্মণ। মা রবীন্দ্র অনুরাগী। তাই না হলে কেউ সাধ করে মেয়ের নাম রবীন্দ্রনাথের অকালে মরে যাওয়া বউদির নামে রাখে। মা অল্প বয়সে মারা যাবার পর, বাবা মেয়ের ছোট সংসার।

    তিন নম্বর পাগল: লোকটার নাম কেউ সঠিক জানে না। কেউ বলে হরি আবার কেউ বলে হারাধন। লোকটা নকশাল ছিল। পুলিশ এমন পেদিয়েছে এককালে, যে লোকটার স্মৃতি অনেকটাই হারিয়ে গেছে। এখন শুধু পাড়ার মোরে বসে থাকে, এটা ওটা খায়। কাউকে দেখলে এগিয়ে এসে শুধু বলবে, ‘দাদা, বিপ্লব টা কি শুরু হয়ে গেছে’।
    আমদের প্রধান দুটি চরিত্র লেদু ও কাদু গতানুগতিক ভাবে একে অপরকে ভালোবাসে। তারা পাড়ায় রাত্রিবেলা যখন ফেরে পথে তিন নম্বর পাগলের সাথে দেখা হয়। সে যথারীতি জিজ্ঞেস করে,‘দাদা, বিপ্লব টা কি শুরু হয়ে গেছে’।ওরা এড়িয়ে যায়। লেদু বলতে থাকে, ‘বুঝলি, ওদের এই পদ্ধতিটা ভুল, আজ কি অবস্থা ভাব।’ কাদু হেসে বলে, ‘ তোরাই তো পুলিশকে দেখিয়ে দিয়েছিলিস, এই ব্যাটা নকশাল’। লেদু বিরক্ত হয়ে বলে, ‘যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো কাদু’। এই ভাবে ওদের রোজকার কথাবার্তা এগোতে থাকে। সব ঠিক ঠাক চলছিল, কিন্তু বাধ সাধল বস্তি উচ্ছেদ ও কাদুর বাবা। লোকাল প্রমটার রুলিং পার্টির মদতে বস্তি উচ্ছেদ শুরু করেছিল। এতে লেদু গেল বেজায় চটে। মানুষগুলো কোথায় যাবে ঠিক ঠিকানা নেই

    সেখানে নাকি ফ্ল্যাট হবে। আদর্শ গত ভাবে কিনা জানা না থাকলেও, অন্তত লোকগুলোর সাথে এক সাথে খাওয়া দাওয়া, চায়ের ঠেকে বিড়ি টানা, এইসব নানা কারণে প্রতিবাদের ভুত টা লেদুর মাথায় চেপে বসল। আর ওদিকে কাদু র বাবা বেকে বসল লেদুর সাথে মেয়ের বিয়ের ব্যাপারে। অসবর্ণ ব্যাপার টা ভিতরে থাকলেও সেটা তো আর প্রকাশ্য নয়। লেদুর অনিশ্চিত জীবনটাই মুখ্য কারণ হিসেবে দেখানো হল।
    এই দুটো ঘটনার জল অনেকদূর গড়াতে লাগল। হ্যাপি এন্ডইং এর মতন কাদুর বাবাও শেষ মেষ রাজি হল না আর প্রমটার বা রুলিং পার্টি কেউই বেআইনিদের প্রতিবাদ মেনে নিলো না।এই গল্পের শেষটা বড়ই বিয়োগান্তক। এরকমই একদিন ভাড়াটে গুণ্ডা আর প্রতিবাদীদের মধ্যে লড়াই হয়। সেদিন লেদুর মাথায় চোট লাগে। সেদিন রাতে লেদুর চোট আর বাড়ির অপমান ভুলতে কাদু হ্যামলিন এর বাঁশির শব্দ শুনতে যায়। আর তারপরেই ঝাঁপ দেয়। লেদু অবশ্য আরও কয়েক ঘণ্টা বেশি ছিল। দুজনের মৃত দেহ টা যখন পাড়া থেকে বেরোছিল ঠিক তখনও তিন নম্বর পাগল টা যথারীতি এসে বলে,
    ‘দাদা, বিপ্লব টা কি শুরু হয়ে গেছে’।
    ওরা এবারো ওকে এড়িয়ে যায়। তারপর হটাতই তিন নম্বর পাগল টা নাচতে শুরু করে দেয়। সেকি নাচ। অনেক কষ্টে থামানো হয় পরে।
  • nina | 78.34.***.*** | ১৯ জুলাই ২০১৩ ০৫:২৮617398
  • কি সুন্দর লিখেছিস ছোটাই! বিষাদ মধুর।
  • টাঙন | 80.39.***.*** | ১৯ জুলাই ২০১৩ ০৬:৩১617403
  • চার দশক পেরিয়েও ট্রমা কাটলোনা, নক্সাল চরিত্র মানেই প্যাদানি খেয়ে হয়ে যাওয়া পাগল!!
  • siki | 132.177.***.*** | ১৯ জুলাই ২০১৩ ০৬:৫৫617404
  • ইটা ছোটাই নয় নীনাদি।
  • শ্রী সদা | 132.176.***.*** | ১৯ জুলাই ২০১৩ ০৯:৪৯617405
  • বাঃ বেশ মজার গল্প। আরো লিখুন।
  • nina | 22.149.***.*** | ১৯ জুলাই ২০১৩ ১৭:৩৩617406
  • ইটো তবে কে রে সিকি--
    হাতটি তেমনই মিঠে!
  • Indranil | 24.139.***.*** | ২০ জুলাই ২০১৩ ১৬:২৯617407
  • আমি লিখেছি, আমার নাম ইন্দ্রনীল চক্রবর্তী। অনেক ধ্যনবাদ সবাইকে |
  • Rangeet Mitra | 69.93.***.*** | ২০ জুলাই ২০১৩ ২১:৫০617408
  • খুব ভালো লেখা।স্যার।
  • dd | 132.167.***.*** | ২০ জুলাই ২০১৩ ২২:৪২617409
  • ইন্দ্রোনীলের ল্যাখা তো ভালো লাগলো।

    তো,একটা ইন্স্পায়ার্ড অনুগল্পো। ভেরী করুণ। পড়বার আগে রুমাল নিয়ে বসবেন।

    শোনেন। শোনেন মশায়েরা। আমি অ্যাকটা কাঠবিড়ালি। ইংরেজীতে কয় উডপুসী। লাতিনে নাম স্কুইরেল। মেড়োরা কয় গিলহেরী। বুইলেন? কিচ কিচ কিচ কিচ। খট খট্টস (শেষেরটা বাদাম খাওয়ার শব্দো। আর কোথাও বুঝতে না পারলে স্বচ্ছন্দে জিজ্ঞেস করবেন)।

    সেই যে সেক্ষপীওর কইলেন , নামে ক্ষী এসে যায়? হি ওয়াস এ বিগ ফুল। নামেই কেবলম। এটা বালোকদা থেকে সবাই জানেন। নেম ইজ অল। নেম রকস,নেম রুলস।

    আর আমিও বুদ্ধু বনে গ্যালাম। বিড়ালী, কাটবিড়ালী কিনা ক্যাট বিড়ালী। টূ মাচ অব ম্যাও পুসী। (হিনী দিয়েন্না)। আমি নিজেকে একটি আদ্যন্তো ব্যাড়াল ভাবতে শুরু করলেম।

    অসুবিদে তো ছিলই। আমি কিনা পুং। অপিচ নাম বিড়ালী, কাঠ বিড়ালী, যেরম হয় কাঠ বাঙাল বা পাঁড় সিপিএম। এ তে আমি ভারী কনফুজড হয়ে যেতাম, মানে অ্যাজ অ স্কুইরেল আমি পুং কিন্তু অনুবাদ করলেই বিড়ালী মানে পুসী?

    ইন স্পাইট অব দিস আনোমালী, জানেন। আমি এক হুলো ব্যাড়ালের প্রেমে পরলাম। ভাবলাম , আররে আমি ও বেড়ালী(কাট অর হোয়াট এভার) সে ও ব্যাড়াল। তব্বে? মিলবেন ,তিনি মিলবেন।

    আমি সলজ্জো ভাবে গেলেম তারি অভিসারে। ট্যাঁকে ছিলো সুগন্ধী বাদাম। ন্যাজ ছিলো উৎপুলিতো। কান দিটো টানটান। মিঠে রোদে বাগান ছিলো উদ্ভাসিতো।মলয় বাতাসও ছিলো পুরোদমে।

    আর,আর,আর ,সালা হারামী হুলোটা কিনে স্রেফ আমাকে খচোর মচোর করে খে' ফেল্লো, ন্যাজ ট্যাজ সুদ্দু?

    ********************************** সেষ*********************
  • kumu | 94.7.***.*** | ২০ জুলাই ২০১৩ ২২:৫৭617388
  • বাহ, বেশ
  • nina | 78.34.***.*** | ২১ জুলাই ২০১৩ ০১:০৬617389
  • @DD ডিলা গ্র্যান্ডি ঃ-))))))
  • indranil | 24.139.***.*** | ২১ জুলাই ২০১৩ ০৭:১৭617390
  • বাঃ দারুন ..................।
  • indranil | 24.139.***.*** | ২২ জুলাই ২০১৩ ২২:৫৭617391
  • * গল্প

    লেদু, কাদু, ও তিন নম্বর পাগল

    সংশোধন: কাদম্বিনী নয় কাদম্বরী
  • কৃশানু | 213.147.***.*** | ২২ জুলাই ২০১৩ ২৩:০৯617392
  • ডিডিদা!! ঃ-)
  • সায়ন | 59.2.***.*** | ২৩ জুলাই ২০১৩ ১৩:৫৩617393
  • ডিডিদা, উডপুসী মানে স্কাঙ্ক নয়?
  • dd | 69.92.***.*** | ২৩ জুলাই ২০১৩ ১৪:১৯617394
  • উড= কাট
    পুসী= বিড়ালী

    তাইলে হোলো উডপুসী ইস ইকোয়াল টু কাটবিড়ালী। এ তো সোজা হিসেব।

    এর মধ্যে স্কান্ক এনে সব নোংরা করছো ক্যানো শুনি?
  • সায়ন | 59.2.***.*** | ২৩ জুলাই ২০১৩ ১৪:৩১617395
  • :-))) খুব বাকরি করলে এই হয়।
  • aka | 81.9.***.*** | ২৩ জুলাই ২০১৩ ২৩:৪৮617396
  • ম্যাজিক
    --------------------------

    পুরুষ ১ঃ 'ম্যাজিক দেখবে'?
    পুরুষ ২(চোখ কুঁচকে)ঃ 'কিসের'?

    প্রথম পুরুষ চুমুক দিল হাতের রামে। হাতছানি দিয়ে ডাকল নারীকে।

    পুরুষ ১ঃ 'নারী, বিশ্বাস করো আমায়'?
    নারী ঃ 'ন্যাকা'
    পুরুষ ১ঃ 'নাও তাহলে পেসাদ নাও, এনজয়'

    নারী চুমুক দেয় রামে, আধখোলা চোখে রঙ লাগে, আলতো হাওয়া ছুঁয়ে যায় শরীর। শুরু হয় ম্যাজিক - নিঃশব্দে পুড়তে থাকে মেয়েটি। জ্বলতে থাকে অগাধ বিশ্বাস নিয়ে, রামের বোতল হাতে। পুরুষ দুজন চেয়ে চেয়ে দেখে পুড়ছে কেমন মন, শরীর তো পুড়ে ছাই।

    পুরুষ ১ঃ 'কেমন লাগল ম্যাজিক'?
  • siki | 212.62.***.*** | ২৪ জুলাই ২০১৩ ০০:২৫617397
  • ডিডিদাকে ফেলে চুমু। হাতে এট্টু সময় থাগলে গিয়েই চুমুট দিয়ে আসতাম। কিন্তু কাল বিকেলেই ফেরত আসছি।
  • dd | 132.167.***.*** | ০১ আগস্ট ২০১৩ ০৮:৩৭617399
  • এটি লিখেছেন ইন্দোদা। এটিকে উনার বিনা অনুমতিতে এই টইতে ছাবিয়েছেন আমি।

    "কেউ হাসবেন না, হ্যাঁ, আমি না কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি অপর্ণা সেনকে নিয়ে। যে অপর্ণা সেন বেশ সাজুগুজু করে কিন্তু খুব বিধ্বস্ত হয়ে আমাদের বাড়িতে এসেছেন। আমি আর রাত্রি জিগ্গেস করছি- কী হল? স্বপ্নের্মধ্যে উনি যেন আমাদের খুব চেনা, আমরা এক সঙ্গে আগে বেড়াতেও গেছি। উনি হাউমাউ করে বলছেন- আমি মারা গেছি। তাতে বেশ দুঃ খিত দেখলাম। আমি আবার জিগ্গেস করলাম,আপনি এখন চারপাশে কী দেখছেন? উনি বললেন - শুধু অন্ধকার। আমি বল্লাম- তাতে মাথা ঘোরাচ্ছে না? উনি বললেন- না। তাই শুনে আমি আমি আশ্বস্ত হলাম। মরে যাওয়াটা তাহলে ততটা খারাপ কিছু নয়। দিব্যি লোকের সঙ্গে ইন্টার অ্যাক্ট করতে পারা যায়। কিন্তু ওঁর খালি এক দুঃখ- আমার যে শরীর নেই। আমি আবার ছুঁয়ে দেখলাম, দিব্যি শরীর আছে। তবে বলছেন যখন, নেই নিশ্চয়।

    এসেছিলেন যখন, তখন ভোরবেলা। এখন বেলা গড়িয়ে আসছে। লোকজন আসতে শুরুকরে হ্হে। পেত্নী অবস্থায় ওঁকে দেখে ফেললে ওঁর পক্ষে একট স্ক্যাণ্ডালাস ব্যাপাড়বে। সেকথা বলায় উনি বললেন, হ্যাঁ যাই। কিন্তু কোথায় বা যাবো! এই বলে শাড়ির আঁচল দিয়ে মাটি ঝাঁটাতে ২ আলুথালু ভাবে চলে গেলেন।

    এরই মধ্যে আমাদের চেনা এক মহিলা ( তাঁকে আবার স্বপ্নের বাইরে চিনি না) কিন্তু ওঁকে দেখে ফেলেছেন। আমাদের বললেন- মেয়েটা পাগল তো! প্রতি বছরই একবার করে মারা যায়। বরের সঙ্গে বনেনা। দ্যাখো নি, স্কিন কত খারাপ !

    আমি একটু হতাশই হলাম। মৃত্যু রহস্যের এমন একটা সমাধান হাত ফসকে বেরিয়ে গেল। মরার পরের বন্দোবস্তটা জেনে ফেলেছিলাম, ঐ মহিলা এসে সেসব কেঁচিয়ে দিলেন।"
  • siki | 132.177.***.*** | ০১ আগস্ট ২০১৩ ১০:৩৮617400
  • ইন ফ্যাক্ট ইন্দোদাদাকে হুল্লাট হিংসে দিলাম, স্বপ্নের মধ্যে হলেও, এইভাবে সামনাসামনি অপর্ণা সেনকে দেখতে পাওয়ায় এবং কথা বলায়।
  • ফাজিল | 127.194.***.*** | ০২ আগস্ট ২০১৩ ০৬:৫৩617401
  • দারুণ সব গল্পগুলো! আরও চাই।
  • Indranil | 24.139.***.*** | ০৯ আগস্ট ২০১৩ ০১:০০617402
  • অনাথবাবু ও হাওয়াবাড়ি

    পাড়ার পূব দিকে অনাথবাবুর বাড়ি। আমরা আড়ালে বলি হাওয়াবাড়ি। বিশাল বিশাল ঘর আর জানলা। আসবাব পত্র খুবি কম। একাই থাকেন হাওয়ার সাথে। ছেলে মেয়ে আমেরিকায় বহুকাল। ভদ্রলোক সারাদিন কি করেন, কোথায় যান, বলা খুব মুশকিল। মাঝে মাঝে নিতাইয়ের দোকানে চা খেতে দেখা যায়। সেখানে তিনি সবার সাথে অদৃশ্য ছেলে মেয়ের গল্প করেন।গত কয়েক দিন উনাকে আর দেখা যায়নি নিতাইয়ের দোকানে। কাল বাড়ি ফেরার পথে উনি দেখি ঘর থেকে বেরিয়ে সটান আমার হাত ধরলেন,
    ‘এই যে, একবারটি ভিতরে এসো’।
    আমিও সত্যজিৎ ভুলে গুটি গুটি পায়ে উনার সাথে ভিতরে গেলাম।ভিতরে গিয়ে চক্ষুঃ চড়কগাছ, দেখি উনার শরীর টা চোখ তুলে বিছানায় পরে আছে। পেছন থেকে উনি বললেন,
    ‘ এবার কিছু একটা সৎকারের ব্যাবস্থা করো, আর কতদিন এভাবে পরে থাকা যায় বল।’
    সৎকার! আমি তখন ছুটছি। নেড়ার মাঠ, পঞ্চাননের মন্দির সব পেরিয়ে ছুটছি।
    কাকে বলব সৎকারের কথা। অদৃশ্য ছেলেমেয়েকে, অদৃশ্য চায়ের দোকানকে, নাকি অদৃশ্য পাড়ার লোককে ? পিছিয়ে যাওয়া হাওয়া কানে প্রশ্ন গুলো ঢালতে ঢালতে যাচ্ছে। আমি পাগলের মত ছুটছি আর এগিয়ে যাচ্ছি, অদৃশ্যদের সঙ্গে নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন