এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anindya sur | 117.2.***.*** | ০৫ মার্চ ২০১২ ২৩:৫৩536323
  • shurukarajak

  • achintyarup | 115.***.*** | ০৬ মার্চ ২০১২ ০০:০৪536334
  • 'এই বিষয়ে আপনার মতামত দিন' ব্যবহার করে বাংলা লেখার চেষ্টা করতে পারিস
  • Anindya Sur | 117.2.***.*** | ০৬ মার্চ ২০১২ ০০:৫৫536345
  • চা-র দোকানে দাঁড়িয়ে ডান হাতটা দিয়ে পকেটের খুচরোগুলো গুনে দেখলাম - আজকের budget এক কাপ চা বা কফির অনুমতি দিতে পারে। কফি শব্দটা ভারতের প্রায় সব জায়গাতেই এক রকম, তাই এক আঙ্গুল দেখিয়ে 'কাপি' বলে দিলাম। এতো বছর হয়ে গেলো - এখনো এখানের ভাষা বলতে শেখা হলোনা। আসলে হিন্দিটা চলে যায় বলেই বোধ হয় ----
    দোকানি ফুটন্ত দুধটা গেলাসে ঢালছে, হঠাৎ প্যান্টের পায়ের কাছে একটা টান অনুভব করলাম -- পর পর দুবার।
    মুখ নিচু করে দেখি একটা বছর তিন চারের বাচ্চা মেয়ে -- জামাটা ছেঁড়া, মাথার চুল ফ্যাকাসে লাল, নাক থেকে সর্দি গড়াচ্ছে। এ ছবি অমার খুব চেনা, ছোটো বেলায় গ্রামে থেকে গরীবি খুব কাছ থেকে বলেই শুধু নয়, পরবর্তী কালে ঠিক এইরকম কিছু ছবি যে আমাকে শুধু বছরের পর বছর অস্থির করে রেখেছে তাই নয়, গত প্রায় মাস দেড়েক ধরে ৫৫ বছর বয়সে রাস্তায় রাস্তায় ঘোরাটাও একই কারণে। এ ছবি কি আমার পিছু ছাড়বে না? গলার কাছের দলাটা গিলে ঝুঁকে ওকে কোলে তুলে নিতেই দোকানি হাঁ হাঁ করে উঠলো - কি বললো না বুঝলেও toneটা বুঝতে অসুবিধা হলো না।
  • d | 14.99.***.*** | ০৬ মার্চ ২০১২ ১২:২৮536346
  • তারপর?
  • kumu | 122.16.***.*** | ০৬ মার্চ ২০১২ ১২:৪৫536347
  • তারপর?
    ও অনিন্দ্য বাবু!!
  • Nina | 12.149.***.*** | ০৭ মার্চ ২০১২ ০২:৩৯536348
  • আপনি এখনও কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন---নাকি একট বসার জায়গা কিছু পেয়েছেন? কি করছেন এখন??? মেয়েটাই বা কি করছে? আর কফি? ঠান্ডা না গরম--ভাল না খারাপ? ও অনিন্দ্যববু? শুনছেন----
  • kumu | 122.16.***.*** | ০৭ মার্চ ২০১২ ১১:৫৮536349
  • অনিন্দ্যকে কি চিন্টুর রোগে ধরল?সেই নটবর তো এখনো দাঁইড়ে আছে,কত টই এল এবং গেল,নটবরের হেলদোল নাই।
  • Anindya Sur | 117.2.***.*** | ০৮ মার্চ ২০১২ ০২:৫৯536350
  • কফির পয়সাটা চুকিয়ে দিয়ে (অবশ্যই প্লাস্টিকের গেলাস্টা নিয়ে) বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগালাম। জানি কেউ ঐ বাচ্চার খোঁজ করবে না, কারুর রাতের ঘুম নষ্ট হবে না। কিন্তু যে জন্য আজ আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি - - -

    তিন মাস আগে যখন বড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তখন ভাবিনি কোথায় যাবো। বৌ আর মেয়ের জন্য পয়সা কড়ির ব্যবস্থা করে মোবাইল থেকে সিম্‌টা বের করে দিয়ে খানসাহেবের গোট দশেক গান ভরে নিয়ে আমার একান্ত নিজস্ব এটিএম কার্ডটা ছাড়া আর সব ফেলে ভোর বেলা বেরিয়ে পড়েছিলাম। এই কার্ডটার কথা কাউকে কখোনো বলিনি, মাসে হাজার পাঁচেক এতে জমা হয়, মানে দিনে একশ টাকা। বছর পাঁচেক আগে কিছু meaningful না করতে পারার যন্ত্রনায় এক রাতে গোটা ছয়েক ঘুমের বড়ি গিলেছিলাম, কিন্তু শক্ত জান, ঘন্টা বারো চোদ্দ পরেই জেগে গিয়েছিলাম আর বৌ গম্ভীর ভাবে বলেছিলো "কিছু করার আগে মেয়ের কথা ভাববে"। তারপরই ঠিক করি আর নয়। আর পারছিলাম না, কলেজে পড়ার সময় বাবার পছন্দের বিষয়, চাকরির সময় পরিবারের সবার পছন্দ, আমার কোনো আলাদা চিন্তার জায়গা ছিলো না। বিয়েটা অবশ্য নিজের পছন্দে করেছিলাম, কিন্তু ও কখোনো আমার ছোটো ছোটো খুশির জায়গাগুলো দেখতে চেষ্টা করেনি। দোষটা আমারই, আমিই ওর মতন ভাবতে পারতাম না।

    যেটুকু বাকি ছিলো সেটা শেষ করলো সোনিয়া, আমার প্রিয় ছাত্রী। ব্যাংকের চাকরিটা করার আগে যখন স্কুলে পড়াতাম ও ইংরিজিতে সেরা ছাত্রী ছিলো। বড়োলোক বাপের এক মেয়ে, পরে এম এ-তে বিশ্ববিদ্যালয়ে প্রথম। নিয়মিত যোগাযোগ ছিল, হঠাৎ সব ছেড়ে দক্ষিণ ভারতের এক স্কুলে চলে গেলো - রাস্তার বাচ্চাদের নিয়ে থাকতে। যাওয়ার আগে আমাকে বলেছিলো "স্যার, আপনি বলতেন না আমরা ভালো মানুষ হলে আপনি খুশি হবেন, আপনাকে গুরুদক্ষিণা দিতে যাচ্ছি।" আমার চোখে জল এসেছিলো আর বৌ বলেছিলো 'মেয়েটা কি পাগল?' মনের মতন কাজে খুব খুশি ছিলো ও।

    বাড়ি থেকে পালানোর সময় অমার মেয়ের কথাটা ভেবে একটু কষ্ট হয়েছিলো, ফার্ষ্ট ইয়ারে ভর্তি হলো কিন্তু এখনো আমার হাতে মাথা না রেখে শুলে ওর ঘুম আসে না। আমারো হয় না। কিন্তু কি করা যাবে! পিঠের ব্যাগে একটা করে জামা আর প্যান্ট, একটা গামছা, একটা চাদর,ব্যাস। বাই বাই সফল জীবন।

    -----
    বাচ্চাটাকে কোলে নিয়ে জিগ্গাসা করলাম, এন্না পের আম্মা? এটা এখানের ভাষা নয়, তবু পের শব্দটা চেনা হতে পারে ভেবে করে ফেল্লাম। উত্তর এল
  • Anindya Sur | 117.2.***.*** | ০৮ মার্চ ২০১২ ০৩:২১536351
  • nina কে ----আমাকেও চিন্টুর রোগে ধর্তে অসুবিধে নেই , আম্রা মাস্তুতো ভাই-ই
  • aranya | 68.38.***.*** | ০৮ মার্চ ২০১২ ০৭:০৭536324
  • অনিন্দ্য, আপনার এই দিনযাপন-টা আমার অচেনা, কিন্তু কোথায় যেন একটু আইডেন্টিফাই করতে পারছি - অনুভূতিগুলোর সাথে, বড় ভাল লাগছে পড়তে।
  • ranjan roy | 14.97.***.*** | ০৮ মার্চ ২০১২ ২১:৩৬536325
  • অনিন্দ্য,
    ইয়ার্কি না; এটা অন্যরকমের লেখা। এই লেখা নিয়ে নটবরের মত দীর্ঘ বিলম্বিত আলাপ করার অধিকার নেই। শীগ্গির বাকিটা লিখুন।
  • aranya | 144.16.***.*** | ০৮ মার্চ ২০১২ ২২:০২536326
  • এই অন্যরকম লেখাটা একটা বড় প্রাপ্তি, আমার কাছে। অনেক মানুষ, বহু বিচিত্র জীবনযাপন, নানাধরণের অভিজ্ঞতা - গুরুতে হরেক কিসিমের লেখক এলে ভাল লাগে।
  • siki | 122.177.***.*** | ০৮ মার্চ ২০১২ ২২:১৫536327
  • বসে আছি। আটকে গেছি।

    খুব খুব ভালো লাগছে। আর কিছু বলব না এখন।
  • siki | 155.136.***.*** | ০৯ মার্চ ২০১২ ১০:১৮536328
  • তুলে দিলাম।
  • Nina | 12.149.***.*** | ০৯ মার্চ ২০১২ ২৩:২৮536329
  • একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর :-(

    চিন্টুবাবু x2

    বাবাগো মাগো

    নেহাৎ দুজনেই বড্ড ভাল লেখে তাই---
  • siki | 122.177.***.*** | ০৯ মার্চ ২০১২ ২৩:৫৯536330
  • আরেকবার তুলে দিলাম।

    হেঁইয়ো --
  • deshi | 67.2.***.*** | ১০ মার্চ ২০১২ ০২:৪৪536331
  • কাল স্বপ্নে নিজেকে কোশ্নো করলাম, আশি বছর বয়েসে আমার কি হবে? একটা শিহরণ হল প্রাণে।
  • siki | 122.177.***.*** | ১১ মার্চ ২০১২ ১২:২৮536332
  • শেষবারের মত তুললাম। এইবার অনিন্দ্য না লিখলে আর ফলোআপ করব না।
  • achintyarup | 59.93.***.*** | ১২ মার্চ ২০১২ ০৩:৩৯536333
  • আমিও তুললাম। কই রে?
  • Nina | 12.149.***.*** | ১২ মার্চ ২০১২ ২০:১১536335
  • @ চিন্টুবাবু
    নটবরের সঙ্গে কফি খাচ্ছেন
    কই কই করে লাভ নাই হে মাসতুতো ভাই!!
    (বাত করতা হ্যায় :-x )
  • ranjan roy | 59.16.***.*** | ১২ মার্চ ২০১২ ২২:৫৯536336
  • @Nina,:)))))))))

  • achintyarup | 115.***.*** | ১৩ মার্চ ২০১২ ১৭:১৮536337
  • লেখকের সঙ্গে কথা হল। বছর শেষে কৃষি ঋণ নিয়ে জেরবার। নতুন ফিস্ক্যালে আবার শুরু করবে।
  • Nina | 12.149.***.*** | ১৩ মার্চ ২০১২ ২১:৫৮536338
  • ঠিক জান্তাম :-x
  • ranjan roy | 14.97.***.*** | ১৩ মার্চ ২০১২ ২৩:৩৮536339
  • না, না।ভূতপূর্ব ব্যাংকার হিসেবে পূর্ণ সহানুভূতি। মার্চ মাসে কোন ব্যাংকার আর কিছু করতে পারে না। একেবারে হাতে হ্যারিকেন! তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে কোন অজুহাত --।
    নীনা অবশ্যি বলতে পারেন-চোরে চোরে!
  • kumu | 122.16.***.*** | ১৪ মার্চ ২০১২ ১১:১৬536340
  • হুঁ:!
    মার্চ মাসেই তো শুরু হয়েছিল,তবে শেষ হবে না ক্যানো!
  • Anindya | 117.2.***.*** | ১৫ মার্চ ২০১২ ০১:৪০536341
  • "নূর"
    সুন্দর নাম,মনে হল আমাকে রাস্তা দেখানোর জন্যই এই আলোর আবির্ভাব। বাড়ি থেকে বেরুনোর সময় যে চিন্তা নিয়ে বেরিয়েছিলাম তার থেকে অনেকটা দুরে চলে এসেছিলাম বলে মনে হচ্ছিলো, ভালো-ই তো।

    দোকানদার তার কর্ত্রত্ব দেখাতে সচেষ্ট হল - 'মতলবটা কি বলুন তো? কোথায় নিয়ে যেতে চাচ্ছেন?' খুব গম্ভিরভাবে বললাম থানাটা কোন দিকে বলোতো ভাই? আমিই থানার কথাটা তোলায় এক্টু ঘাবড়েই গেলো মনে হল। আমি আবার বললাম, কেউ একজন একটু সঙ্গে চলুনতো, একটা বাচ্চা, মনে তো হচ্ছে হারানো বাচ্চাই,তা থানায় একটা রিপোর্ট তো লেখাতেই হয়।

    একজন আম্‌তা আম্‌তা করে রাস্তাটা বললো। তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে ঠিক করে নিলাম কি বলবো। এই অঞ্চলের কাছাকাছি অনেকদিন থাকার সুবাদে থানাগুলোর মোটামুটি হাবভাব সম্পর্কে একটা আন্দাজ ছিলো - নিজের ঘ্যাম রেখে একটু ভালো ইংরিজিটা বলতে পারলে অনেক কাজ হয়। এবং দেখলাম তার বিশেষ পরিবর্তন হয়নি। বললাম, দেখুন অফিসার ব্যাংকের কাজে এদিকে আসতে হয়েছিলো - এই যে আমার আই কার্ড । আমার টিমের বাকিরা সকালেই বেরিয়ে গেছে, আমি একটু এদিকের এই স্মারকগুলো ঘুরে দেখছিলাম। বৈজনাথের চাএর দোকানের কাছে এই বাচ্চাটা ঘুরছিলো, দেখে বোঝাই যাচ্ছে হারানো বাচ্চা।
    দারোগা উল্টে আমাকেই জিগ্যেস কর্লো- তা আমাকে কি করতে বলেন?
    আমি বললাম, কিছুই না, আমার নাম ঠিকানা ফোন নম্বর লিখে নিন, আই কার্ডের একটা কপি রেখে দিন। আমি বাচ্চাটাকে শহরে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। একটা রিপোর্ট লিখে আমাকে একটা কপি দিয়ে দিন, নাহলে আমায় রাস্তায় কেউ ছেলেধরা বলে পেটাতে শুরু করে দেবে।
    যেন খুব মজার কথা শুনেছেন, এরকম্ভাবে হ্যা হ্যা করে হাসতে হাসতে তিনি আমাকে ধন্য করলেন, আর আমিও বেরিয়ে পড়লাম।

    কিন্তু এবার?
    আমার সমস্ত হিসাবকিতাবের তো বারোটা। এতদিন যদি রাস্তায় বেশি খরচা হতো তাহলে রাতের খাবারের উপর দিয়ে সেটাকে adjust করে নিতাম, কিন্তু নূরকে নিয়ে সেটা সম্ভব নয়। তা ছাড়া ওর জন্যে অন্তত দুটো জামাও কিনতে হবে। অর্থাৎ আমার দুদিনের খরচা, আমি একা হলে না খেয়ে চালিয়ে নেওয়া যেতো কিন্তু নূর বা আলোকে তো সে কষ্ট দেওয়া যায় না!
    যাক, আগে তো শহরে যাই, বাস ষ্ট্যান্ডের কাছে bed lodge পাওয়া যাবে। রাতে পরিকল্পনা করা যাবে।
  • Anindya | 117.2.***.*** | ১৫ মার্চ ২০১২ ০২:৪৮536342
  • যখন শহরে পৌঁছোলাম, তখন প্রায় সন্ধে। এখানে আসার কোনো পরিকল্পনা ছিলো না। পাঁচ-ছয় বছর এখানে কাটিয়ে গেছি, প্রচুর চেনা লোকজন, তাদের সামনে আসতে চাই না। তাই সাম্নে যে দোকানটা পেলাম সেখানে দরদস্তুর না করেই দুটো জামা নিয়ে নিলাম। তার পর কুড়ি টাকায় বিছানা ভাড়া নিয়ে আলোকে খাইয়ে শুয়ে পড়লাম, আমার পেটটাকে দু বোতোল জলেই শান্ত করতে হল।

    শুয়ে শুয়ে খুব হাসি পাচ্ছিলো। এখন আমার যা মাসের হিসাব, মাত্র মাস দুয়েক আগেই সে টাকার দেড় গুণ ব্যাংক আমাকে পেট্রলের খরচা দিতো। কিন্তু এইভাবে আমি আবার আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। কি ভালো যে দিনগুলো ছিলো! পয়সা ছিলোনা ঠিকই, কিন্তু চিন্তাও ছিলো না। মাকে তো মনেই পড়ে না, বাবাই সব। শুনেছিলাম আমকে জন্ম দেওয়ার সময় অত্যধিক রক্তপাতে মা আমায় ছেড়ে গিয়েছিলেন। খুব রাগ হতো মায়ের উপর। সবার উপর। যেদিন matriculation পরীক্ষা শেষ হলো, বন্ধুদের সঙ্গে তাড়ি খেয়েছিলাম। বাবা শুধু বললেন, ' মা কিন্তু উপর থেকে দেখছেন'। খুব কেঁদেছিলাম সারা রাত। আর বমিও। বাবা সারা রাত জেগে বসে - - - - সেই বাবাও কতোদিন হলো - - -
    দিন দশেক আগেই রাত্রে হাঁটছিলাম। সেদিন সন্ধ্যায় বাস থেকে নেমে আবিষ্কার করলাম রাত্রে আর কোনো বাস নেই। চাঁদের আলো ছিলো, অনেকক্ষণ হাঁটলাম, সোজা রাস্তা চলে গেছে, দুদিকে ফাঁকা মাঠ। ভালো-ই লাগছিলো। হঠাৎ শুনি গরুর গাড়ির আওয়াজ, ঘন্টার টুং টাং। দেখি আখ বোঝাই গাড়ি চলেছে চিনি কলের দিকে। ডেকে নিলো ওরা আমায়। সেদিন হঠাৎ মনে পড়ে গেলো বারো ক্লাসে পড়ার সময় পাশের গ্রাম থেকে সার্কাস দেখে ফেরার সময় সাইকেল ভ্যানে কোমলের কোলে মাথা রেখে শুয়েছিলাম, সবে সন্ধ্যা, হঠাৎ ও ঝুঁকে - - - লোকে বলে প্রথম চুমুর কথা কেউ ভোলে না। আমারতো প্রায় তিরিশ বছর ওর কথা মনেই ছিলো না।

    সাইকেল ভ্যানের কথা মনে পড়তেই মনে মনে কোমল কে একটা ধন্যবাদ দিয়ে দিলাম - - - সাইকেল! প্রথমে একটু বেশি পয়সা লাগলেও বাসের খরচাটার হাত থেকে মুক্তি! যাক, কাল সকালে ওটার কথা ভাবা যবে।
  • aranya | 144.16.***.*** | ১৫ মার্চ ২০১২ ০৩:১২536343
  • অসম্ভব ভাল। অনিন্দ্য, সঙ্গে আছি।
  • aka | 75.76.***.*** | ১৫ মার্চ ২০১২ ০৪:১৫536344
  • একটা প্রশ্ন আছে, এটা গল্প না এক্সপেরিয়েন্স?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন