এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • শনিবারের চিঠি : ব্যঙ্গ সংকলন

    indo
    বইপত্তর | ১৭ মার্চ ২০০৬ | ১১৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • indo | 59.93.***.*** | ১৭ মার্চ ২০০৬ ২০:২১497439
  • বৌ দিয়েছিল। তখনো বিয়ে হয় নি, টুকটাক প্রেমাচ্ছি মাত্র। আমি ভীমসেন যোশী দিলাম, তো আমায় শনিবারের চিঠি ধরালো। স্বভাবতই সঙ্গত ও কুটিল প্রশ্ন আসে : কেন?
    যে, আর কিছু না, শনিবারের চিঠিই কেন?খুব আমোদ পেয়েছিলাম যদিও।

    ম্যাক্সিমাম লেখাই কিন্তু দেখলাম ঢপের; কিন্তু কয়েকপিস আছে তুমুল। পড়ে গা রি রি করবে, জুতিয়ে লম্বা করে দিতে ইচ্ছে হবে, তবু বলবে-দাঁড়া বাপ, আগে পেট খুলে হেসে নি।
    এছাড়াও ঐ পিরিয়ড পিস ব্যাপারখানা আছে।

    সম্পাদনা অগা। কিসুই করে নি, ধরে ছাপিয়ে দিয়েছে, আগাপাছা নাই। যেন সবাই বিজ্ঞ। তবে এটুকুই বা কে করে?
  • indo | 59.93.***.*** | ১৭ মার্চ ২০০৬ ২০:৫৮497443
  • উর্দোস্কৃত প্রচারিণী সভা : হলধর ভড়

    -----------------------
    ...... মিঞা সাহেব ব্যাগ হইতে হাতপাখা বাহির করিয়া বলিলেন, ""বিসমিল্লা, কি গরম!""
    মামা-হ্যা, সামান্য গরম পড়েছে বটে, তবে বোগদাদের তুলনায় এ কিছু নয়।
    মি- বোগদাদে কি খুব গরম?
    মা-গরম তা আর বলতে? সেবার তিনটে উট আমার চোখের সামনে হার্ট ফেল করে মারা গেল। আবার মরে পড়ে রইল আমার তাঁবুর সামনে। তখন ভয়ানক যুদ্ধ চলছে, ঘন্টায় কুড়ি-পঁচিশটা হাত-পা -মাথা amputate কর্ছি, উটগুলোকে যে টাইগ্রিসে ফেলে দেব সে সময় নাই। দুদিন বাদে হাসপাতাল থেকে বেরুবার সময় পেলুম। বেরিয়ে দেখি উটগুলো পচে নি। তিন দিন দিনষামিন্যৌসায়ংপ্রাত: রৌদ্র লেগে একেবারে আমসত্তের মতন হয়ে গেছে।
    মি-কি তাজ্জব বাত !
    মা- এ আর তাজ্জব কি ! নানকিনে এর সাড়ে তিন গুণ গরম। তখন চীন দেশে ডাক্তারী করি। বুদ্ধদেবের wisdom tooth উদ্‌গম উপলক্ষে আমাদের ২১ দিন ছুটি। সঙ্গে একটি হাবসী চাকর নিয়ে চীনের পাঁচিল দেখতে বেরুলুম। গিয়ে দেখি চীনারা কাঁচা পাঁপরে জলের ছিটে দিয়ে পাঁচিলের ওপর রাখছে আর খানিক বাদেই পাঁপর মুচমুচে ভাজা হয়ে উঠছে।
    মি-বিসমিল্লা, এমন কান্ড তো আগে কখনো শুনি নি !
    মা- শুনবেন কোত্থেকে? আগে ত আর ধনপতি বোসের দেখা পান নি। আমি 'চীনময় ভারত' বলে একখানা বই লিখেছি, তাতে এই সব কথা থাকবে। গরমে পাঁচিলের পাথরগুলো ফটাফট ফাটছিল, তার এক টুকরো ছিটকে লেগে হাবসীটা মরে গেল।
    মি-একদম মরে গেল?
    মা- একদম আপাদমস্তক মরে গেল। একেবারে চীনের পাঁচিলে মরে বুদ্ধলোক প্রাপ্তি। চীন দেশে প্রতি বৎসর পাঁচিলের কাছে ৩৭ হাজার লোক গরমে গলে মারা যায়, এই জন্যেই ত ওরা রেগে দেশটাকে republic করে ফেলল।
    মি- কি বিশ্রি মুল্লুক ! আপনি বহু জায়গায় ঢুঁড়েছেন দেখছি। লোকগুলো কি পাঁচিলের ধারেই পচে, না তাদের কলসীতে পুরে গোর দেওয়া হয়?
    মা-পচেও না, গোরও দেওয়া হয় না। গরমে গলে শিলাজতু হয়ে হিমালয়ের গা বেয়ে তিব্বতে এসে পড়ে আর কবিরাজরা তই কুড়িয়ে নিয়ে ওষুধ করেন। এ শিলাজতু কলকাতায় কুমারটুলীর বনেদী কবিরাজদের ও হরিণবাড়ি লেনের সেরা সেরা হাকিমদের কাছে পাওয়া যায়।
  • indo | 59.93.***.*** | ১৭ মার্চ ২০০৬ ২১:৩৭497444
  • attache case এর ভিতর হইতে মামা একটি ছোট হুঁকা বাহির করিয়া তামাক খাইতে খাইতে বলিলেন-""তাইত মিঞা সাহেব, এতক্ষণ আলাপ হল, আপনার নামটা জানা হল না। "
    মি-আমার নাম গাজী বিটকেল-উদ্দীন, ঢাকা জিলার মক্তব হতে বাংলা বাত improve করবার জন্য কলকাতায় এসেছি।
    মা- আহাহা, আপনিও বাতে ভোগেন নাকি? ও অতি সাংঘাতিক ব্যায়রাম, কিছুতেই সারেনা।
    মি-আমি বাংলা বাতের কথা বলছি, হাত-পায়ের বাত নয়।
    মা- হাঁ, আমিও তাই বলছি।রাস্তায় অনেক ভিখারী দেখা যায়, বেশ স্যান্ডো করা চেহারা অথচ হাতে লাঠি নিয়ে এক পা খোঁড়াচ্ছে। জিজ্ঞাসা করলে বলে," রামজীর কৃপায় পায়ে বাত হয়েছে, একটি পয়সা দিন।" এ বাত হিন্দুস্তানী বাত, মেড়ো ছাড়া আর কোন জাতের এ বাত হয় না। আমি ও বাতের কথা বলছি না। আমার একেবারে বাংলাদেশের শ্রীপাট শান্তিপুরের গেঁটে বাত, একদিন কেরাসিন তেল মালিস কর্তে ভুলে গেছেন কি জয়েনে মর্চে ধরে গ্যাছে।
    মি-আপনি মোটেই সমঝাচ্ছেন না, এ বাত সে বাত নয়।
    মা-গেঁটেবাত নয়, তবে কি কটকটে বাত? তার ভাবনা কি? কালো ভাল্লুকের নখ কোমরে লাল সুতো দিয়ে বেঁধে রাখলেই সেরে যাবে, তবে দেখবেন ভাল্লুকটির যেন একটিও সাদা লোম না থাকে।

  • dd | 202.122.***.*** | ১৭ মার্চ ২০০৬ ২২:১৭497445
  • ব্রেশ !
  • r | 59.92.***.*** | ১৮ মার্চ ২০০৬ ০০:৩৬497446
  • তাইলে আমিও একখান ছাড়ি:

    মূল রচনা:

    সম্মুখ সমরে পড়ি, বীরচূড়ামণি
    বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
    অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি!
    কোন বীরবরে বরি সেনাপ্তি পদে,
    পাঠাইলা রণে পুন: রক্ষ:কুলনিধি
    রাঘবারি?

    এবার এর ময়মানসিংহ গীতিকার ভার্শন:

    অকালে মরিল বন্ধু, মইরা হইল ভূত।
    সুন্দর বীরবাহু বন্ধু রাবণ রাজার পুত।।
    রাবণ রাজার নারী শুনিয়া ধীরে ধীরে বলে।
    আগে আমি যাইবাম মইর‌্যা মুরতেক না দেখিলে।।
    তোমার পাপে সোয়ামী আমি অইবাম দেশান্তরী।
    বিষ খাইয়া মরবাম কিম্বা গলায় দিবাম দড়ি।।
    তুমি নওরে বনের পাংখী ব্রহ্মার বেটি বাণী।
    কি জানিতে পন্থেতে তোমার সকল জানাজানি।।
    সেই জাননে কও রে মাইয়া রাবণ কি করিল।
    কাহারে সরদার করি তানি ফিইরা হানা দিল।।
    হেন্দুর শাস্ত্র মহাশাস্ত্র এই কতা কি খাতি।
    বেবাক ঋণ শুইজা গেল দিয়া এন্দুর মাটি।।

    এবার মন্দাক্রান্তা ছন্দে:

    যুদ্ধক্ষেত্রে বরিল মরণে বীর সে বীরবাহু
    শূরীচূড়ামণি পড়ি যবে আত্মদানে অকালে।
    ওগো মাতা অমৃতবচনা দেহ সন্ধান দাসে
    কারে রক্ষ:কুলনিধি পুন: নায়কত্বে নিয়োগে?
  • r | 59.92.***.*** | ১৮ মার্চ ২০০৬ ০০:৪৯497447
  • আর একখানা এক-লাইন পরশুরামের লেখা থেকে:

    মানুষ ও জন্তুর মধ্যে প্রধান প্রভেদ এই, যে মানুষ নেশা করিতে শিখিয়াছে, জন্তু শেখে নাই।
  • tan | 131.95.***.*** | ১৮ মার্চ ২০০৬ ০২:৫১497448
  • কে বলেছে শেখে নাই? হাতী প্রচুর নেশা করে।ভালুকে মহুয়া খায়।
    বান্দরেও করে বলেই মনে হয়।:-)))
  • dam | 61.246.***.*** | ১৯ মার্চ ২০০৬ ১০:৩১497449
  • নেড়ী কুকুরকে বাংলা মাল খেয়ে ভাঙ্গা দইয়ের হাঁড়ি নিয়ে বাওয়ালী করতে দেখেছি।

    অবশ্যি কুকুর বলে কি মানুষ নয়? আর তাকে কি আর ঠিক জন্তু বলা যায়?
  • indo | 59.93.***.*** | ১৯ মার্চ ২০০৬ ২০:৪৩497450
  • ঐটের নাম মাইকেলবধ কাব্য।
    এবার এখানা শোনো।
    এরা আর ওরা এবং আরো অনেকে: বুঝ লোক যে জান সন্ধান
    -----------------------
    ভারত সমুদ্রের তীরে
    কিংবা ভূমধ্যসাগরের কিনারে
    অথবা টায়ার সিন্ধুর পারে
    আজ নেই, কোন এক দ্বীপ ছিল একদিন-
    নীলাভ নোনার বুকে
    নির্জন নীলাভ দ্বীপ-
    লঙ্কা তার নাম।

    আর এক প্রাসাদ ছিল,
    আর ছিল নারী-
    স্থূল হাতে ব্যবহৃত হয়ে-ব্যবহৃত-ব্যবহৃত-ব্যবহৃত হয়ে
    মচকা ফুলের পাপড়ির মত লাল দেহ
    ব্যবহৃত -ব্যবহৃত হয়ে
    শূয়ারের মাংস হয়ে যায়-
    চড়ুয়ের ডিমের মত শক্ত ঠান্ডা-কড়কড়।

    ছিল রাবণ, আর ছিল বীরবাহু।
    বীরবাহু ঘাই হরিণ,
    রামচন্দ্র চিতাবাঘিনী-
    সারারাত চিতা-বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে
    খল খল অন্ধকার ভোরে
    বীরবাহু বাদামী হরিণ
    চিতা-বাঘিনীর কামড়ে ঘুরে পড়ল ঘাসের উপরে
    শিশির-ভেজা ঘাস।
    হল দেহের রং ঘাস-ফড়িংএর দেহের মত কোমল-নীল
    রোগা শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মত।

    তারপর মেঘের দুপুর-
    তারোপরে হেমন্তের সন্ধ্যায় জাফরান রঙের সূর্যের নরম শরীর;
    সিন্ধুসারস আর সিন্ধু শকুন-
    হিজল বনের মত কালো
    পাহাড়ের শিঙে শিঙে গৃধিনীর গান।
    অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে
    তুমি এস সরস্বতী।
    শিশির-ভেজা গল্প করে দাও বলে
    রাবণ কাকে যুদ্ধে পাঠাল এরপর।
  • samik | 221.134.***.*** | ২০ মার্চ ২০০৬ ০০:০৫497440
  • টিয়াপাখি নেশা করে সূর্যমুখীর বীজ খেয়ে। বাড়িতে সূর্যমুখীর গাছ থাকলে টিয়াপাখি ধরা খুব সহজ। ধুন করে পড়ে থাকে, গিয়ে ধরলেই হল, ওড়বার ক্ষমতাও থাকে না।
  • tan | 131.95.***.*** | ২০ মার্চ ২০০৬ ০০:১৫497441
  • সূর্যমুখীর বীজে নেশা হয় নাকি?
    শুনতাম তো ও থেকে নাকি ভালো তেল হয়।সেই তেলে লঙ্কালুচি ভেজে খেতে হয়।:-)))

  • Somnath | 210.212.***.*** | ০৩ এপ্রিল ২০০৬ ১৫:৩২497442
  • রাঙা দা, মন্দাক্রান্তা ব্যপারটা আবার রিভাইজ দেবে, নাকি একটু বুঝিয়ে দেবে? মানে ১৮ তারিখের শেষটুকু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন