এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৫৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৪ আগস্ট ২০২৫ ২০:৫১733616
  • পর্বে পর্বে কবিতা: ৪৪
    সমাধান
     
    ঢাকে পড়ল কাঠি,
    শাড়ির আঁচল ধরতে হবে
    সামনে আসছে যা দিন। 

    বুকে খুলছে ঢেউ,
    চ্যাংড়া মেয়েও ফুটতে শিখছে
    উড়ছে খিস্তি খেউড়। 

    নগদ নয়তো ধার, 
    চিবিয়ে এবার হজম করছি
    গোটা দুনিয়া!
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ আগস্ট ২০২৫ ২৩:০৭733621
  • পর্বে পর্বে কবিতা: ৪৫
    এরপরেও
     
    আপনছন্দে   
    আপনমন্দে
    মেতেছি আজ অনুবাদে।

    বাতাসপাখিরাস্তানদীর—
    ভাষা খুঁজতে মন ওড়ালাম।

    অ এ অন্য
    আ এ আরশি
    দ এ দুঃখ জড়িয়ে ধরে।

    যে যার মতো আমরা সুখী—
    এরপরেও ‘নেই’ ব’লে যাই... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ আগস্ট ২০২৫ ১৪:৫৫733630
  • পর্বে পর্বে কবিতা: ৪৬ 
     
    অহংকার
    অনন্যদিন হাঁটুকে ছোঁয়—
    চোখ থেকে রোদ মুছলে না।
    পোশাক ছাড়া ভালই মানায়,

    সদ্য ফোটা অহংকার 

    ভয়
    জ্বলছে আলো
    নিভছে আলো
    লাগছে ভাল সবকিছুই।

    আকাশে মেঘ ডাকলে জোরে,

    মা-কে আমার জড়িয়ে শুই

    অবসর
    হয়েই এল এই মুহূর্তে
    পিছিয়ে এল সভ্যতায়

    কাজের মাসি বাসন মেজে,
    পাড়ার খবর তুলতে যায়

    ইতিহাস
    গভীর আকাশ বিমান চলে
    নেই অনুমান আর কারও
    সারাজীবন কষ্ট করেও

    দাম পেল না মুখগুলো! 

    ট্র্যাডিশন 
    আসবে যাবে ছুটবে খাবে—
    এটাই এখন ট্র্যাডিশন।
    এর চে’ বেশি জানতে চাইনি,

    এর চেয়ে কম জানি না।
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ আগস্ট ২০২৫ ২০:২৪733636
  • পর্বে পর্বে কবিতা: ৪৭
    এমন একটা মানুষ
     
    পড়ছে মানুষ
    মরছে মানুষ
    ভুলছে মানুষ কথাকে।

    কথার পিঠে উঠছে কথা—
    মানুষ ছুটছে জবাবে। 

    কথা, কথা, কেবল কথা—
    কথাই উঠছে কথাতে।
    এমন একটা মানুষ দেখাও–

    যে সারাটাদিন চুপ ক’রে... 
     
  • kk | 2607:fb91:17ad:4ed7:24d1:fcd8:4224:***:*** | ২৫ আগস্ট ২০২৫ ২০:৪২733637
  • এই শেষ কবিতার শেষ লাইনটা পড়ে আমার সেই সব সাইলেন্ট রিট্রিটের কথা মনে পড়ে গেলো (অরিনবাবুও লিখেছিলেন এই নিয়ে)। খুবই গভীর অভিজ্ঞতা।
  • শ্রীমল্লার বলছি | ২৫ আগস্ট ২০২৫ ২২:৫৭733638
  • পর্বে পর্বে কবিতা: ৪৮ 
    বিচার
     
    ‘কোমল বাতাস এলে ভাবি, কাছেই সমুদ্র’ 
    আগে নিজের দোষকে দেখি,
    পরে তোমার দোষ। 

    আঙুল তুলি নিজের দিকে
    আমিই দোষী নিজের দোষে। 

    তাই তো আগে নিজের দিকে নিজেই আঙুল তুলি... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ আগস্ট ২০২৫ ১১:০৯733647
  • পর্বে পর্বে কবিতা: ৪৯
    এ পাড়া ও পাড়ার কবিতা
     
    স্বপ্ন কত নির্মম!
    এখন ঘুম ভেঙেছে। এরপর,

    দেখি স্বপ্ন ছিল ভৌতিক...

    আজ সকালছিলদুর্দিন—
    দেখি আস্তে আস্তে বাড়ছে বেলা,
    বিমান ছুঁচ্ছে ফড়িং...

    কিছু এমনি একটা বলা—

    উড়ি প্রজাপতির মতোই এখন

    এ পাড়া ও পাড়া
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ আগস্ট ২০২৫ ১৬:০৪733650
  • পর্বে পর্বে কবিতা: ৫০
    দুপুরলেখা
     
    মরাপূর্ণিমা নিয়ে মরেছি এমনই
    বেরোতে পারছি না।

    এই মার খেয়ে খেয়ে আয়না ভেঙেও
    নিজেকে চিনছি না।

    শেষে বই খোলা থাক
    হাওয়া এসে যাক—

    আমিও চাইছি না...
     
  • শ্রীমল্লার বলছি | ২৬ আগস্ট ২০২৫ ২২:২৮733658
  • পর্বে পর্বে কবিতা: ৫১
    ম্যাজিক
     
    দূরবীন বোকামোয় উচ্ছ্বাস—
    এক ঝাঁপ
    দুই ঝাঁপ 
    তিন ঝাঁপ

    মোছাচিঠি ঘাড়ে এসে গান গায়—
    আয় কাল
    নয় আজ 
    ভাব যা 

    ম্যাজিক আমিও কিছু জানতাম—

    হাততালি মুশকিল বারবার! 
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ আগস্ট ২০২৫ ০১:১৪733665
  • পর্বে পর্বে কবিতা: ৫২
    হিংসা
     
    বাড়ি আমার কৃষ্ণনগর
    বাড়ি আমার কলকাতা
    দু’টো শহর নিয়ে আমি
    লেখায় একটু খেলব না? 

    মনটা আমার গ্রামীণ মাটির
    মনটা আমার শহুরে
    গ্রামকে কাঁধে বসিয়ে নিয়ে,
    ঘুরতে আসব শহরে 

    চোখও তেমনি বিশ্বজনীন
    চোখও তেমনি বখাটে
    শহর এবং গ্রামের তফাত
    কথায় আর ভাবাতে

    আকাশ কিন্তু প্রথম থেকেই
    ঈর্ষা ছাড়া সব বোঝে
    মানুষ কেবল নিজের হাতেই
    মারছে আরেক মানুষকে
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ আগস্ট ২০২৫ ০৮:৫০733669
  • পর্বে পর্বে কবিতা: ৫৩ 
    পাঠক
     
    কিছু আমার ভোরের পাঠক
    কিছু পাঠক সকালবেলার
    কিছু পাঠক দুপুর হ’য়ে,
    কিছু পাঠক বিকেলবেলার

    কিছু পাঠক সন্ধে শেষে
    যাবে হেঁটে রাতের দিকে,
    কিছু পাঠক ভোরের বেলায়

    আমার লেখায় উঠবে জেগে! 
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ আগস্ট ২০২৫ ১৪:৪৫733674
  • পর্বে পর্বে কবিতা: ৫৪
    বোন, তোমাকে
     
    মায়ের চোখে জল। হারিয়ে 
    গেল মেয়ে। 
    মায়ের চোখে জল। 
     
    বাবাও আজ চুপ। মেয়ে যে
    আর নেই।
    বাবাও আজ চুপ। 
     
     
    যাচ্ছে শ্মশান মেয়ে—
     
    পাড়ার চোখে জল, 
    বাবার চোখে জল, 
    মায়ের চোখে জল,–
     
    ও মেয়ে! তুমি আমারই বোন হও... 
  • শ্রীমল্লার বলছি | ২৭ আগস্ট ২০২৫ ২০:৩৫733680
  • পর্বে পর্বে কবিতা: ৫৫
    নিরীহলিখন
     
    ব্যবস্থা ঘোরে,
    আর অবস্থায় সবকিছু তারা ফুটে যায়।

    ভাষণেই খুঁত,
    তাও মাথা কেটে অর্ধেক চাঁদে ঝুলে যায়।

    প্রকাশ্যে লজ্জিত,
    মধু মুখে পায় আনাগোনা নিরীহলিখন—

    চেতনা নাবালক,

    তবু সত্যের পাশে এসে ব’সে থাকে জয়
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ আগস্ট ২০২৫ ২২:৫৭733684
  • পর্বে পর্বে কবিতা: ৫৬ 
    অন্তরঙ্গ
     
    নিরক্ষর প্রজাপতি—
    বাসনা দেয় উঁকিহুজুগ। 

    দুলছে পায়ের তালে বালিশ—
    খেলতে খেলতে খেলনা পুতুল। 

    জটিলতাস্নিগ্ধ চাবির—
    কামুকখোলস নৈশভীতু। 

    দীক্ষাউড়িযৌনতাভুল—

    বিষ ছুঁড়ে দিক, জড়িয়ে ধরুক!
  • শ্রীমল্লার বলছি | ২৮ আগস্ট ২০২৫ ১৬:১৮733692
  • পর্বে পর্বে কবিতা: ৫৭ 
    এই সময়
     
    শাসকের চাবুকে, জৌলুস পিছলে যায়। 

    মৃতেরা জ্যান্ত হ’য়ে ভোট দিয়ে যায়। 

    শাসক রংবাজ।

    আমরা চুতিয়া,
    নিজেদের বাল ছিঁড়ে গোপন বাক্সে জমাই। 
     
  • মতামত   | 165.225.***.*** | ২৮ আগস্ট ২০২৫ ১৮:৪১733695
  • কেউ মন্তব্য করছে না বলে আপনি যে হাল ছেড়ে দেননি, এইটি ভাল লাগল। হয়তঃ ধরতে পেরেছেন, আসলে পাঠক নজর রাখছে। সময়মত কিছু ​​​​​​​বলবে। ​​​​​​​
     
  • শ্রীমল্লার বলছি | ২৮ আগস্ট ২০২৫ ১৯:১৩733696
  • পর্বে পর্বে কবিতা: ৫৮ 
    যুদ্ধ
     
    মানুষ কত সম্ভাবনাময়
    মানুষ কত জটিলতায় মানুষ
    ফাঁকা মাঠে গোল তো সবাই দেয়,
    এবার মানুষ অন্য কিছু করুক।

    হাসিমুখের প্রতিক্রিয়াতেই
    ভুলে যাচ্ছে অবসাদের কথা৷ 
    এমন কোনও প্রতিক্রিয়াই নেই,
    খালি চোখে সহজে যায় দেখা।

    রক্ত নিয়ে খেলা হচ্ছে কত...
    বদলা মানেই টুকরো ক’রে ফেলা।
    অন্ধকারে পিছিয়ে আসছি তত,
    ভরসা বলতে আকাশভরা তারা।

    আকাশ থেকেই বৃষ্টি পড়ছে আবার
    আকাশ দিয়েই উড়ে যাচ্ছে পাখি৷
    এই শহরে এইটুকুই তো চাওয়া—
    বিপদ এলে হাত বাড়াতে পারি। 

    জ্বলতে জ্বলতে আগুন ধুন্ধুমার
    পোড়া গন্ধে সভ্যতা আজ ছাই।
    ভালবাসা এখন আরও সহজ,

    নিজের ঘরেই যুদ্ধ লেগে যায়
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ আগস্ট ২০২৫ ১৫:২৬733725
  • পর্বে পর্বে কবিতা: ৫৯
    নাআআআ
     
    নিশ্চিন্ত সহানুভূতি। 

    এই যাই  এই যাচ্ছি  এই যাব  এই এলাম— 

    এ ক’রেই এক পা
    এ ক’রেই দুই পা 
    এ ক’রেই আরও পা 
    সামনে পিছনে আরও, আরও আরও 
    আরও পা। 

    এই যাই
    এই যাচ্ছি
    এই যাব,
    এই........... ফিরব না! 

    নাআআআ
    নাআআ
    নাআ
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ আগস্ট ২০২৫ ২০:৩৭733731
  • পর্বে পর্বে কবিতা: ৬০
    সমাজ
     
    মারতে মারতে মারতে মারতে
    ভুলিয়ে দেব বাপের নাম।
    থেঁতলে সালা শুইয়ে দেব,
    কোনও প্রমাণ রাখব না।

    লোকে বলে বেজন্মা, আমার
    নিজের কোনও বাপ মা নেই। 
    জীবন তোমায় বুঝিয়ে দেব,
    অন্ধকারে ফাঁক পেলেই...

    দেশের আইন বলছে আজকে
    আমিই সমাজ-বিরোধী।
    ভালো মানুষ হতে চেয়েও
    জায়গা করতে পারিনি। 

    নামের আগে রেপিস্ট এখন
    নামের পরে অন্ধকার
    খারাপ মানুষ কেন হলাম,
    সেকথা কেউ জানলো না... 
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ আগস্ট ২০২৫ ২৩:১৭733742
  • পর্বে পর্বে কবিতা: ৬১
    খেলা
     
    সাতমাসে শিক্ষিত,
    আটমাসে হাহাকার।
    আয়নাকে টিপ দিত,
    বারোমাস উপহার।

    দশদিনে চেনাশোনা,
    দশমাসে বিবাহ।
    বারোমাসে ছেড়ে যাওয়া,
    বিচ্ছেদ শেখালো।

    মুহূর্ত স’রে যায়,
    ঘটনাকে ভুলি না। 
    কাছে যাকে পেতে চাই,

    সে আমাকে চায় না... 
     
  • শ্রীমল্লার বলছি | ৩০ আগস্ট ২০২৫ ০৯:২৬733754
  • পর্বে পর্বে কবিতা: ৬২
    খোঁজ
     
    একটিবার জানার পরে
    দ্বিতীয়বার জানবে না।
    বেফাঁস কথা বলার আগে,
    নিজের মুখকে সামলে নাও।

    ভেবেচিন্তে দিনকে দ্যাখো
    সাবধানে ঐ রাতকে।
    নিয়তি ফের ডাকতে পারে,
    তৈরি থেকো আজকে।

    কে গিয়েছে... কে যায়নি...
    কে বা এবার যাবে...
    হঠাৎ যারা হারিয়ে গেল,
    খোঁজ নেবে না তাদের? 
     
  • শ্রীমল্লার বলছি | ৩০ আগস্ট ২০২৫ ১৫:৪০733771
  • পাঠকের উদ্দেশে: পর্বে পর্বে কবিতা: ৬০ এর শেষ দু'টো লাইন এইভাবে পড়ুন: 
    খারাপ মানুষ কেন হলাম? 
    সে প্রশ্ন কেউ করলো না... 
     
     
    পর্বে পর্বে কবিতা: ৬৩
    অসম্পূর্ণ, কবিতা
     
    যার যা করার ছিল, তা আর করা হল না।

    যার যা শেখার ছিল, তা আর শেখা হল না। 

    যার যা হওয়ার ছিল, তা আর হওয়া হল না।

    কেউ করল না, 
    কেউ শিখল না,
    কেউ হতে পারল না। 

    কবিতা তাই অসম্পূর্ণ। 
    সম্পূর্ণ হওয়ার, আর কোনও পথ নেই। 
     
  • শ্রীমল্লার বলছি | ৩১ আগস্ট ২০২৫ ০০:৩৮733780
  • পর্বে পর্বে কবিতা: ৬৪ 
    উৎসব 
     
    মন্দে মিশি 
    ভালয় মিশি
    মিশি দ্বন্দ্ব দ্বিধায়। 
     
    ঢাকের সঙ্গে 
    কাঠির পিরিত,
     
    পুজো আসছে আবার! 
  • শ্রীমল্লার বলছি | ৩১ আগস্ট ২০২৫ ১১:২১733787
  • পর্বে পর্বে কবিতা: ৬৫ 
    রোববার তায়
     
    এই দেখাচ্ছি এক্ষুনিআজ 
    এই শোনাচ্ছি যাওথামো। 
    রোববার তায় সারাবাজার—
    ভিড় কীরকম... লোক দ্যাখো... 
     
    'আমার দাদা একশো পনির... 
    'গোটা জিরের পরে কিন্তু
    কিছুই আর পেলাম না... 
    'আমায় দেড়শো মুগডাল দিন,
    গণেশ আটা তিন প্যাকেট... 
     
    এই একে দাও... 
    ওই ওকে দাও... 
     
    দিতেই থাকো ততক্ষণ—
    যতক্ষণ লোক এসে যায়, 
     
    যতক্ষণ চাইছে মন! 
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ৩১ আগস্ট ২০২৫ ১৪:৩৫733792
  • পর্বে পর্বে কবিতা: ৬৬
    চুমু
     
    কেলিয়ে তোমায় দেখিয়ে দেব মহাকাশ
    ঝুলিয়ে তোমায় বুঝিয়ে দেব মৌমাছি
    আমার ওপর যত করবে অত্যাচার—
    ততই আরও হ’য়ে উঠব মাংসাশী।

    ল্যাঙটো ক’রে জোছনা তোমায় শোনাব
    যৌনতৃপ্তি মিটিয়ে নিয়ে ভুলব আজ—
    একটা ফুঁয়েই বিছানাতে ওঠাব,
    যতক্ষণ না ঘামছি তোমায় ছাড়ব না। 

    আমার পিঠে ছড়িয়ে দেবে নখের দাগ
    আমিও তোমার বুকে আগুন জ্বালাব। 
    আমায় শুধু সময় দাও একটা রাত,

    চুমু খেতে তোমার ঠোঁটকে শেখাব। 
     
  • শ্রীমল্লার বলছি | ৩১ আগস্ট ২০২৫ ২০:২৩733799
  • পর্বে পর্বে কবিতা: ৬৭
    পুরস্কার
     
    এই যে মেয়েটা—
    একে ফুলের সঙ্গে মিলিয়ে দিলে,
    কমই বলা হয়। 

    ঐ ছেলেটা—
    ওকে বেকার ব'লে লজ্জা দিলে, 
    নিজেই ছোট হই। 

    আর এই যে ইনি— 
    আপনমনে দুলতে দুলতে
    কথার সঙ্গে খেলে যাচ্ছে–
    সবাই ওকে পাগল বলেই,
    ডেকে আসছে প্রথম থেকেই। 

    আমার কাছে এখনও ও— 

    বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি!
  • শ্রীমল্লার বলছি | ০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৩733806
  • পর্বে পর্বে কবিতা: ৬৮ 
    হরিণদৌড় 
     
    ফড়িংচরিত্র—
    তার অসহায়লাফ নেই, সোজা ঝাঁপ। 
    খননঅপেক্ষা—
    যার আহতঅবেলা চায়, ছোঁয়াদূর। 
    জাহাজবিসর্জন—

    আনন্দবাষ্পে ডিঙিয়ে হরিণ যায় এক দৌড়
     
  • শ্রীমল্লার বলছি | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৪733819
  • পর্বে পর্বে কবিতা: ৬৯
    তোমাকেই দিলাম, দুষ্টু! 
     
    আজ ঠিক এইভাবে চাইলাম
    কাল ঠিক সেইভাবে চাইব
    এতদিনে তোমাকে যা চিনলাম–
    সেইকথা আজ খুলে বলব। 

    হেঁটে যাও তড়িঘড়ি, দৌড়োও–
    আমাকে যে দেখলেই ভয় পাও,
    আমি কি তোমার চিরশত্রু?
    খেলা শেষে একা ছেড়ে চলে যাও...

    ফুচকায় মন খুব, পায়েসেও...
    পাত্তা তো চাইলেই দেওয়া যায়। 
    এসেছি আবার আমি ফেসবুক,
    আসলে ছাড়ব ব’লে ফিরলাম। 

    চড় তুমি খেয়েছ কি ধুমধাম? 
    খাওনি দেখেই সেটা বোঝা যায়।
    তোমাকে যে কেন ভালবাসলাম...
    কেন যে আপন ভেবে বসলাম...

    আজ আমি সামনেই বাইশে—
    তবুও তোমায় লিখে যাচ্ছি। 
    হয়তো এ ভালবাসা জানবেই,

    কী জবাব দিতে পারো, ভাবিনি। 
     
     
  • শ্রীমল্লার বলছি | ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪০733824
  • পর্বে পর্বে কবিতা: ৭০
    নন্দিনী
     
    শিউলি ফুলের গন্ধে আমি জ্ঞান হারালাম,
    জ্ঞান হারালাম বিশ্বনবীন অহংকারে।
    ওই কারণেই অনেক আগেই আমার জন্য–
    রবি ঠাকুর লিখে গেছেন নন্দিনীকে। 

    বর্ষা গিয়ে শরৎ এল, আকাশে মেঘ–
    ভাঙতে ভাঙতে যুদ্ধ কখন আসলো নিভে। 
    এই শরতে আমিই হব বিশুপাগল,
    যখন ইচ্ছে গান শোনাব নন্দিনীকে। 

    এইভাবে এক জীবন বেঁচে, অন্যজীবন
    খুঁজতে খুঁজতে ভিড়গুলোকে জড়িয়ে ছুঁয়ে—
    দেখব কখন হ’য়ে এল ঋতুবদল,

    শরৎ আবার ফিরিয়ে দেবে নন্দিনীকে! 
     
  • শ্রীমল্লার বলছি | ০২ সেপ্টেম্বর ২০২৫ ০১:২০733832
  • পর্বে পর্বে কবিতা: ৭১
     
     
    যে বন্ধুকে কয়েক লক্ষ বার ফোন করেছি— 
     
     
    সে একদিন থাকবে না।
     
     
     
    যে বন্ধু আমাকে কয়েক লক্ষ বার ফোন করেছে— 
     
     
     
    সে একদিন আমাকে ফোনে পাবে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন