ইঞ্জিনেরই আগুনের কল, গাড়ির কতো বল!
সিনেমা হলে গেলেছে যেন অন্তীম তালা
*সিনেমা হলে লেগেছে যেন অন্তীম তালা
#P2BI শুভ আন্তর্জাতিক আদিবাসী দিবস
৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ উপলক্ষে দিবসের সকল অনুষ্ঠানমালা সরাসরি আইপিনিউজ ফেসবুক পেজ থেকে (ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় উদবোধন) সম্প্রচার করা হবে । অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আইপিনিউজ ফেসবুক পেজের লিংক:
ভাবীজি পাঁপড় খেলে,আর করোনা হবে না। সেই অর্জুন মেঘোয়াল এর করোনা রিপোর্ট পজিটিভ এলো!
রাশিয়ার এই ভ্যাকসিন মেনে নেওয়া যায় না!...
ভারতের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ
সাড়ে ৩ কোটি চীনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ
ভাই আপনার সমস্যাটা কি? এখানে চাট্টি হাবিজাবি লিংক না দিলে আপনার কি ঘুম হয়না? একটা বেসিক সেন্স নেই! আজব গাধাটেপনা!
আপনি ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ :D
মোক্ষম মুগুর
"তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা"
সদ্য প্রয়াত কবি অপরাজিতা স্মরণে
~~
"আগে পরে শক্ত শেকলটা ছিঁড়তে
আগে পরে অনেক রক্ত লেগেছিল
আগের যারা ,তারা উপাধি পেল শহীদ ,
সৌধ তৈরি হল তাদের নামে
গান বাঁধা হল, আরও অনেক কিছুই ।
পুরোনো ভারি শিকলটা ভাঙল অবশেষে ।
খোলা হাওয়ার ঝাপটায়
উড়ে গেল সব ধুলো ময়লা,
উত্সব মুক্তি, আনন্দ ।
তারপর শুরু হল আরেক ধরনের রক্তদান,
শিকারীর তাড়ায় পালানো দৌড়।
বাচ্চা বুকে মায়ের এলোমেলো ছুট ।
শবদেহ গুলো ছড়িয়ে ছিটিয়ে
পড়ে রইল স্বাধীন দেশের মাটিতে ।
তারা কেউ শহীদ হল না ।
আমাদের হারিয়ে যাওয়া স্বরাজ
সেই সব মড়া মাড়িয়েই ঘরে ফিরল ।"
(দ্বিতীয় শরীর/ অপরাজিতা রায় ।)
যদি আমি মেকার পাইতাম, ঘড়ির জুয়েল পালটাইতাম...
"আমার এই পেটের চিন্তে
এমন আর চিন্তে কিছু নাই--
চাউল ফুরাল ডাইল ফুরাল
সদাই গিন্নি বলে তাই।
যখন আমি নামাজ পড়ি
তখন চিন্তা ওঠে ভারী
কীসে চলবে দিনগুজারি
সেজদা দিয়ে ভাবি তাই--
ও সদা পেটের জ্বালা জপমালা
আমি তসবি মালায় জপি তাই। "
ভগবানের মতো বাজাচ্ছেন .... পান্নালাল ঘোষ
এতদিন মনোযোগ দিই নি , কি লজ্জার কথা
মনটা একটু খারাপ ভরা পেটে মন খারাপ লাগলে একটু কেমন কেমন
এখানে কিছু কমেন্ট পড়ে খুব হাসলাম থ্যাংকু
সিপিয়েমের ভোট ৭%-এ নেবে গেছে!!! তারা সবাই কি গুরুতে লেখে?
"টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই | "
মানলাম। খেরোখাতার দ্বায়িত্ব কিন্তু তোমার, এড়াইতে পারবা না, হি হি হি :))
। একটা ভালো কবি।
শবযাত্রাতে গিয়েছে কয়েকজনই,
শোকের মিছিল নামবেনা আজ পথে
কলমের কাছে যেসব কলম ঋণী,
ভাইরাস নুন ঘষেছে তাদের ক্ষতে।
বাইরে সূর্য পুড়িয়ে দিচ্ছে সব,
উস্কে দিচ্ছে পোড়া বটটার স্মৃতি
অন্তিমে এসে ভীষণ একাকী শব,
জীবনেও যার গতি ছিলো বিপরীতই ।
একটা ভালো কবির মৃত্যু হলো,
অপাঠক লোকে অশ্রাব্য শোকে মাতে,
আহা বেচারিকে কেউ একটা গিয়ে বলো,
তেমন ক্ষমতা নেই মরণের হাতে।
অমরকে আর কিভাবে মারবে কে রে?
পার্থিব গেলে কথা মরে যায় বুঝি?
কান পেতে শোনো , আওয়াজ উঠছে বেড়ে,
শঙ্খধ্বনিতে কাঁপে সব গলিঘুঁজি।
যবনিকা নয়, বিরতি ধরতে পারো,
যোদ্ধারা দ্রুত ঝালিয়ে নিচ্ছে পাঠ,
শিবিরে শিবিরে কুশীলব জোটে আরো,
জাগছে আবার কুরুক্ষেত্র মাঠ।
শঙ্খ পড়লে শিরদাঁড়া ওঠে জেগে,
হামাগুড়ি দেওয়া মানুষও দাঁড়ায় সিধে,
মৃত বলে যাকে সমকাল দিলো দেগে,
আবার সে বাঁচে শেষ লড়াইয়ের জিদে।
শঙ্খের ঘোষ ওই শোনো নানাদিকে,
চিত্তের প্রিয় কবিতারা পায় স্বর,
বেচারি সূর্য বোঝে আজ সেও ফিকে ,
শঙ্খের তেজ তার চেয়ে ভাস্বর।
কত ভালো কবি নিক অপাঠক শিখে,
শঙ্খ বাজছে এখন সবার ঘর।
আর্যতীর্থ
অনেকগুলো ঠেলাগাড়ি একটা মালগাড়িতে ভরে এরকম অনেকগুলো মালগাড়ি একটা কন্টেনার শিপ এ লোড করে ওরকম বেশ কয়েকটা কন্টেনার শিপ একটা ঠেলাগাড়ির ওপর চাপালে বেশ সুন্দর একটা সেল্ফ-রেফারেন্সিয়াল লুপ পাওয়া যায়। কিন্তু কার এতো ঠেলা পড়েছে?
থম
থম মেরে বসে থাকি আজকাল... চোনা-অভ্যস্ত চৈতন্যে হ্যালুসিনেট করি: ঈষৎ পীতবর্ণ তরলে মহার্ঘ ধাতুর অন্বেষণে ডুবে যাচ্ছি আমি এক ব্যাঘ্রশাবক... শৈলশহরে কুয়াশার আস্তরণ ভেদ করে প্রতীয়মান হয় প্রমিলাবাহিনী যার মধ্যমনি হুইলচেয়ারে উপবেষ্টিত বারমুডা পরিহিত 'প্রশান্ত'বদনের এক প্রৌঢ়া! তারা সমবেত জয়ধ্বনি দিয়ে ওঠে: 'রগড়ে দেব'...
মহাজাগতিক পার্লারে সাইকেডেলিক বর্ণালী
স্ব-শিশ্নে ট্যাটুরত সালভাদোর দালি
গলন্ত সময়ের আর্তনাদে বোনা
আমার ক্রমপলায়নবিক নির্বাণের বাসনা
এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন!
বৃষ্টি পড়েছে সারা রাত। চোখকুনি মাছগুলি জল পেয়ে অনাহূত কোথা থেকে আসে - ডাকপাখি একমনে অবিরাম আপাত কাতর। আন্ধারে ডুবুডুবু এ যুগের তামাম প্রয়াস - কী বেদনা নিয়ে ফেরে তারকাঁটা পার হওয়া ভিখিরির গানে। এ দুনিয়া গোল আর মহাকাল পিতলের মত - এখনো মক্স করে, ছিঁড়ে ফেলে বেঠিক জীবন। কতটা অন্ধকার দালানের মাঝখানে একটুকু আলো, এখনো এ আলোখানি পায়ে পায়ে সুকতলা ঘষা
শুন বরনারীর সুপ্রিয়া র জন্য মানুষ খুন করা যায়