এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যাদবপুর: কাঙালিদের হাতেও‌ রক্তের দাগ 

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ২০ আগস্ট ২০২৩ | ৩৪৪৮ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • শিবপুর প্রেসিডেন্সি ধ্বংস প্রাতিষ্ঠানিক। তাতেও কাঙালিদের সায় । 
    শিবপুর কেন্দ্রীয় সরকারের হাতে গেলে নাকি ভালো হবে।
    দেশের আইআইটিগুলো থাকা সত্ত্বেও শিবপুরের নাম ছিল দেশে সর্বোচ্চমানের।‌ দেশের দ্বিতীয় ভালো প্রতিষ্ঠান ছিল।
    এখন?
    প্রেসিডেন্সি কলেজ ছিল মানবিক বিদ্যায় দেশের সেরা প্রতিষ্ঠান।
    বিজ্ঞানে দ্বিতীয়।
    কোনওবার সেন্ট জেভিয়ার্স কোনওবার সেন্ট স্টিফেন্স হতো প্রথম বা দ্বিতীয়।
    লোকে, বললো, বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত হলে ভাল্লো হবে।
    এখন ১৫০-র মধ্যেও আসে না।
    বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর এখনও দেশের চার নম্বর প্রতিষ্ঠান।
     
    কিন্তু ragging বিরোধিতার নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই Ragging করে সংঘ পরিবারকে যাদবপুরের দখল নিতে বহু প্রগতিশীল, বহু তৃণমূল, কিছু বাম যেভাবে সহায়তা করলেন তা লজ্জার। যাদবপুর বাঙালির গর্ব। সারা দেশে বাঙালির গর্ব করার মতো আর শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? যাদবপুরকে বিশ্বভারতী বানানোর চেষ্টা হচ্ছে।
    তাতে আমার চেনা অচেনা বহু মানুষের হাতে রক্তের দাগ থাকছে।
    যাদবপুরে কিছু ছাত্রের অন্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সহায়ক কর্মীদের দায়ী করা কোন ধরনের শিক্ষাপ্রেম?
    বেসরকারি প্রতিষ্ঠানে Ragging হয় না?
    দেশের আইআইটিগুলোতে আংশিক বেসরকারিকরণ হয়েছে।
    গরিবের ছেলেমেয়েরা আর পড়তে পারেন না। ৮-১২ লাখ টাকা লাগে।
    যাদবপুরে চার বছরে ইঞ্জিনিয়ারিং পড়তে লাগে ১৮৪০০ টাকা।
    যাদবপুর বেসরকারিকরণে রাজি হয় নি।
    তাই তার বছরে মাত্র ৫ হাজার টাকায় একজন ছাত্র এম এ পাস করতে পারবেন।
    ওটাই অশোকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ১০ লাখের বেশি লাগবে। শুধু টিউশন ফি।
    বাইরের লোক গিয়ে মদের বোতল, কন্ডোম ফেলে আসবে?
    আর ছবি তুলে বলা হবে, যাদবপুরের সবাই এমন?
    বলা হয়েছে, যাদবগাছি!
    জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা করা হয়েছে, এখানেও তাই ।
    শুধুমাত্র তফাৎ এই, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচার করেছিল সংঘ পরিবার।
    এখানে বাঙালি নামক কাঙালি সমাজ।
    তাদের অতৃপ্ত বাসনা, অসূয়া, ঈর্ষা আর দলাদলির প্রবণতা থেকে বাঙালির সবচেয়ে গর্বের এবং গরিবের শেষ শিক্ষা প্রতিষ্ঠানটি সংঘ পরিবারের হাতে তুলে দিয়ে নিজেদের সাফাই গাইছেন।

    একজন ছাত্র মারা গেছেন।
    খুব অন্যায়।
    আর একটা গর্বের শিক্ষা প্রতিষ্ঠানকে বহুজন  মিলে জেনে বুঝে ফাঁসিকাঠে চড়ানোও ক্ষমাহীন অপরাধ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৩০522677
  • ঠিক ঠিক, বিদেশের উদাহরণ না দেওয়া ভাল। বিদেশের অভিজ্ঞতাও না টানা ভাল।
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৩১522678
  • বিদেশে প্রাইভেট আর পাবলিক এরিয়া ওয়েল ডিফাইন্ড। প্রাইভেট এরিয়াতে যে যা ইচ্ছে করতে পারে। কেউ মাথা ঘামায় না।পাবলিক এরিয়াতে সেসব করতে গেলে পুলিশ ধরে গাদন দেয়। 
     
    ইন্ডিয়াতে সমস্যা হলো বেশির ভাগ লোক ইনক্লুডিং আলোকপ্রাপ্তরাও প্রাইভেট আর পাবলিক এরিয়া - দুটোর তফাৎ বোঝেন না বা  বুঝেও ফালতু হ্যাজ নামাতে থাকেন। 
  • ওব্বাওয়া | 2405:8100:8000:5ca1::7c:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৩১522679
  • বেলেল্লাপনাও এসে গেছে। খ্যাক খ্যাক
    ২০ বছর ক্যান্সার সার্ভাইবার মানে ত বিশাল আয়ু। মানুষে ৪ -৬ মাস সার্ভাইব করলেও অনেক ভাবে কাছের লোকেরা। ২০ বছরেও  কাঁদুনি!
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৩২522680
  • সিসিটিভি বসিয়ে তো দাও, ডেটা প্রোটেকশান, ডেটা ইন্টেগ্রিটি, প্রাইভেসি নিয়ে পরে ভাবলেও হবে। 
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৪৬522681
  • ডেটা প্রাইভেসি নিয়ে প্রবন্ধ নামান না কে বারণ  করেছে?
    যখন সুবিধে তখন বিদেশের উদাহরণ দেওয়া যেতে পারে। ওখানে ডেটা প্রাইভেসি নিয়ে কতো নাকি নিয়ম কানুন! ব্যক্তি  স্বাধীনতার হদ্দমুদ্দ!
    ইদিকে  ক্যাম্পাসের ভিতরে পুরো স্মোক ফ্রি! ফুঁকতে গেলে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রাস্তায় যাও।
    হোস্টেলের  রুমেও স্মোক করা যাবে না। আগুন লাগতে পারে। যদিও সর্বত্র স্মোক এলার্ম লাগানো থাকে।
    আবার যুক্তির অভাব হলে বিদেশ কাটিয়ে দাও।
    স্বদেশে ফিরে এসো বাওয়া।
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৪৯522682
  • ওয়্যারের এই আর্টিকেলটা পড়ে দেখতে পারেনঃ 
     
     
    এগুলো নিয়ে আমাদের স্কুল বা ইউনি কর্তৃপক্ষদের কোন ধারনে আছে কি? কোন হোয়াইট পেপার বার হয়েছে কি? 
     
    In times of late-modernity, CCTV technology has extended into a vast Orwellian mechanism with complicated surveillance tools, such as facial recognition technology (FRT), advanced drone system (ADS), data mining and profiling, social media monitoring and so on.
     
    বিশেষ করে, ডেটা মাইনিং আর প্রোফাইলিং আটকাতে কি পদক্ষেপ নেওয়া হবে বা হয়েছে সে নিয়ে কোন ইউনি কর্তৃপক্ষ আজ অবধি কোন কিছু জানিয়েছে কি? 
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৫২522683
  • না, যাদবপুরে তো সিসিটিভি লাগানোর কথা হচ্ছে, তো যাদবপুর কর্তৃপক্ষ কি ডেটা প্রাইভেসি নিয়ে কোন প্রবন্ধ নামিয়েছে? বা কোন স্টেটমেন্ট দিয়েছে? কোন পলিসি পাবলিশ করেছে? জাস্ট আস্কিং :-)
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৪:৫৪522684
  • কিন্তু দ্যাখেন, আজ হলো রোববারের দুপুর, এখন একটু শুয়ে শুয়ে কয়েকটা টিভি সিরিয়াল দেখে ফেলতে হবে। কাজেই আজকের মতো আমার কনট্রিবিউশান এখানেই শেষ :-)
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:০১522685
  • যুক্তি তো উড়ে উড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। বিদেশের ক্যামেরা ব্যবহার নিয়ে পেপারের কথা বলা হলে বলা হল যে বিদেশ নিয়ে ঢপ দেবেন না, ওখানে কেউ সিগারেটও খায় না।

    তো, তারপর বিদেশের কথা বলতে বারণ করলে বলা হচ্ছে যে যুক্তির নাকি অভাব দেখা গেছে।

    বোঝা কী যায় না বাওয়া, ইনি কিনি কিংবা এগিয়ে বাংলা লাইন কিনা।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:০৩522686
  • ডিসি এবার উল্টোপাল্টা বলছে। এক্ষুনি বলছিলো,আমাদের দেশে প্রাইভেসি নিয়ে নাকি কুনো কনসেপ্ট নেই। ইদিকে বিদেশে হোস্টেল এর ভেতরেও স্মোক করা যাবে না। ক্যাম্পাস তো দূর অস্ত! 
    ডেটা প্রাইভেসি নিয়ে যত খুশি হ্যাজ নামান না, কে বারণ করেছে।
    মোটামুটি ভাবে দেখা গেছে অপরাধী শনাক্ত করন করার ক্ষেত্রে সিসিটিভি ফিঙ্গার প্রিন্ট এর মতই দরকারী।
    সুতরাং না বসানোর পিছনে তো কোনো স্ট্রং যুক্তি নেই।
    অপরাধ দমনেও সাহায্য করে। এটাও পড়াশোনা করলেই পাবেন।
  • সিএস | 2405:201:802c:7838:9813:2cbe:ba01:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:০৬522687
  • ডেটা প্রাইভেসী নিয়ে প্রবন্ধ তো সবে সরকার নামাল, নতুন আইন আনছে।

    কিন্তু কু লোকেরা বলছে ডেট প্রাইভেসী দেখিয়ে আরটিআই - কে ঠুঁটো করে দেবে।

    এই তো এ ব্যাপার, কর্তৃপক্ষরা উঁচিয়ে আছে কীভাবে দায়িত্ব এড়ানো যায়, জালি প্রবন্ধ লিখে বা কিছুই না লিখে।

    আর এখন আর এক উৎপাত হয়েছে, সর্বত্র যুক্তি দেওয়ার নামে পয়সা খাওয়া ট্রোলেদের ঘুরে বেড়ানো।
  • সিএস | 49.37.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:১১522688
  • পড়ে টড়ে দেখতে পারেন, ভারতের কথা, বিদেশের কথা, সার্ভের কথা সব লেখা আছে। যুক্তি না কুযুক্তি না ট্রোল, তার বিচার করতে পারেন।

    https://www.google.com/amp/s/m.thewire.in/article/rights/india-surveillance-rights-opinions/amp
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:২২522689
  • ধুর আবার কু যুক্তি! সিসিটিভি নিয়ে যুক্তি হলো এটা অপরাধী শনাক্ত করনে সাহায্য করে।
    এটা ক্রাইম রেট সার্বিক ভাবে কমায়।
    ক্যামেরা মনিটরিং একটা বড় ব্যাপার। যতো বেশি ট্রেইন্ড লোক মনিটরিং এ যুক্ত হবে ততো সফলতা।
    Surveys show that video monitoring can reduce certain types of crime. The College of Policing’s Crime Reduction Toolkit suggests that CCTV is "associated with a statistically significant decrease in crime". According to one study, crime decreased by 13% in places with CCTV, compared to places without it. It also revealed that certain types of crime are affected by the presence of CCTV: drug-related crime decreased by 20%, and vehicle and property crime by 14%.
  • dc | 2401:4900:1cd1:121e:f8af:ee8c:f571:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:২৫522690
  • স্মোকিং এর সাথে প্রাইভেসি ইকুয়েট করতে হলে ইউকেতে ডাক্তারি করতে হয় নাকি? এও কি ​​​​​​​জোতদারি ​​​​​​​হারানোর ​​​​​​​ফল? ​​​​​​​laugh
  • dc | 2401:4900:1cd1:121e:21d6:3e75:e062:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩১522691
  • তাও তো যাদবপুরের ক্যাম্পাসে পানু নিয়ে এখনো আলোচনাই হয়নি। জোতদারি হারানো ডাক্তারের কিন্তু পানু নিয়ে ফোবিয়া আছে laughlaugh
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৫522692
  • যা ভাই ,গিয়ে ভিটামিন জি টান। ভালো করে বাংলা লেখা প্র্যাকটিস কর গিয়ে।
  • সিএস | 49.37.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৫522693
  • একটা লিঙ্কের কোম্পানি, সার্ভিলিয়েন্স প্রোডাক্ট বানায়।

    আর একটা কলেজ না কি, তারা ব্রিটিশ হোম অফিসের সাথে যুক্ত। অর্থাত ব্রিটিশ পুলিশের সাথে, সরাসরি নয় যদিও।

    এদের রিসার্চ দিয়ে কী প্রমাণ হবে ?

    হোয়াতে ছড়ানোর মত জিনিস আর কী। তথ্যও হল, বায়সও হল। অভ্যেস আর যাবে কোথায়।
  • | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৬522694
  • আচ্ছা কোরপান শাহকে পিটিয়ে মেরেছিল ডাক্তারি ছাত্রেরা, তাদের কিছু হয় নি না? পাশ টাশ করে শাঁসালো ডাক্তার হয়ে বসেছে তাই না?  চত্বরে থানা ছিল। সিসিটিভিও ছিল কি?
  • | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৮522695
  • laugh সেই অ্যাম্বাসাদারের লিঙ্ক মনে আছে।
  • dc | 2401:4900:1cd1:121e:21d6:3e75:e062:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৯522696
  • যাতা ব্যাপার laugh
  • kc | 188.236.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৪০522697
  • যদুপুর ও হোস্টেলের প্রাক্তনী হয়ে আমার দুপয়সা,
    সিসিটিভি বসাতে চাইলে বসিয়ে দিক, দুদিনেইতো খারাপ হয়ে যাবে। তখন কর্তৃপক্ষ আরেকদফা গাল খাবেন। এমনিতেও খায়, আরেকটু বেশি খাবে। এসব ভেবেই বোধহয় নতুন টেম্পোরারি ভিসি বলেছেন সিসিটিভি নিয়ে ভাবছেন না। এমনিতেতো ভাঁড়ে মা ভবাণী' অবস্থা। অ্যালামনির কাছে সাহায্যের আবেদন করতে করতে হয়, সেখানে চালাবে সিসিটিভি নেটওয়ার্ক? 
     
    সিসিটিভি বসাতে চাইলে বসিয়ে দিক।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৪৫522698
  • সিসিটিভি বসালে গুরুর কিছু পাকা আঁটি দের অসুবিধে হচ্ছে দেখছি।
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৪৭522699
  • সি এস,, আরো পড়াশোনা করুন।
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৫৬522700
  • অ্যালামনির কাছে সাহায্যের আবেদন ? কবে ? কোথায় করা হয়েছে ? সিরিয়াসলি ? আমরা গত পাঁচ বছরে দুতিনবার যাদবপুরের অ্যাডমিন কে ডিরেক্ট কন্টাক্ট করেছি কিছু ছোটোখাটো লেভেলে স্টুডেন্টস স্কলারশিপ স্পনসর করার জন্যে। উত্তর এসেছে আজকাল এসব নিয়ে তেনারা ভাবেন না। প্রচুর ফান্ডিং এমনি পড়ে আছে। গোটা নতুন ল্যাব ধরণের কিছু থাকলে তেনারা ভেবে দেখতে পারেন। 
  • panugopal | 2405:8100:8000:5ca1::2d3:***:*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৫৬522701
  • অ dc, যদুপুরে পানুর শুটিংও কি ব্যান করতে বলছে নাকি গা?
  • Amit | 163.116.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৫:৫৯522702
  • আরে যথারীতি কোরপান শাহ কে নিয়ে হোয়াটএবাউট্যারি ও এসে গেছে। ওটা হয়নি সুতরাং এইটা কেন হবে ইত্যাদি প্রভৃতি ---
  • যুক্তি | 116.193.***.*** | ২০ আগস্ট ২০২৩ ১৬:০৮522704
  • হোস্টেল এর চত্বরে সিসিটিভি থাকলে হয়তো হত্যা কান্ড ঘটতোই না। এট লিস্ট অপরাধীরা ভালোভাবে শনাক্ত হতো। কিন্তু পাকা আঁটিরা নিজেদের  দু পয়সার যুক্তি সাজিয়ে ইগো ম্যাসাজ চালিয়েই যাবে।
    ধীরে ধীরে এদের মুখোশ খুলছে ।
  • | ২০ আগস্ট ২০২৩ ১৬:২৫522706
  • হোয়াটাবাউটারি হোয়াটাবাউটারি তোমার বাংলাদেশ নাই? মানে সেই যে সেই বাংলাদেশের হিন্দুদের জন্য অস্ট্রেলিয়ার অমিতের সেই হুলাবিলা! laugh ও হ্যাঁ আরেকবার ওয়্যারের লিংক দিলাম ত অমিত দাঁতমুখ খিঁচিয়ে তেড়ে এলেন ওয়য়্যার নাকি কংগ্রেসের কাগজ! laugh
    হোয়াবাউটারি হোয়াটাবাউটারি।
     
    আর এসেমের জন্য #ঝুড়িকোদাল সিসিটিভি মিরাকিউরল নয়। বসালেই খুন র‍্যাগিং কিস্যু ঠ্যাকে না। তাহলে ফয়জান আহমেদের মৃত্যুর কথা নারা হতে  এতদিন ঝুলে থাক্ত না। আরো #ঝুড়িকোদাল যাদবপুরের ৪ নং গেটের সিসিটিভি আছে কিন্তু খারাপ দীর্ঘদিন। সেটা ছাত্ররা খারাপ করে নি। 
  • | ২০ আগস্ট ২০২৩ ১৬:২৭522707
  • *মৃত্যুর  কিনারা হতে। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন