এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৮544780
  • অঙ্কিতা ভান্ডারিকে মনে আছে আপনাদের?
    বছর উনিশের কিশোরী, অঙ্কিতা ভান্ডারী ছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বাসিন্দা। পড়াশোনায় ভালো, দারিদ্র্য পীড়িত পরিবারের কিশোরীটি পরিবারের হাল ধরতে চেয়েছিলেন ওই অল্প বয়সেই। তিনি রিসেপশনিস্টের চাকরি পান উত্তরাখন্ডের এক আলিশান হোটেলে। হোটেলের মালিক বিজেপির নেতা। মালিকের তরুণ ছেলে হোটেলের হত্তাকত্তা। এই হোটেলেই এক রাতে আসেন কিছু ভিভিআইপি। অঙ্কিতার ডাক পড়ে তাদের " বিশেষ সার্ভিস " দেওয়ার। বিশেষ সার্ভিস অর্থাৎ ভিভিআইপিদের শয্যাসঙ্গীনি হওয়া। এর আগেও অঙ্কিতার ওপর এমন কাজের চাপ এসেছিল। অঙ্কিতা রাজী হননি। এবারও হলেন না। কিন্তু এবারের ভিভিআইপিরা নাছোড়। হোটেল মালিকের ছেলের জোর জবরদস্তি, টাকার প্রলোভন সত্ত্বেও অঙ্কিতা রইলেন অনড়। ফলত, কয়েকদিন পর অঙ্কিতার দেহ মিললো একটি খালে। খুন করে ফেলে দেওয়া হয়েছিল তাকে। স্বাভাবিক ভাবে দেশ উত্তাল হলো, চ্যাট সামনে এলো এবং বিজেপি নেতা হোটেল মালিক আর তার ছেলে গ্রেপ্তার হলো। উত্তরাখণ্ড বিজেপি সরকার হোটেলটিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো। ধন্য ধন্য পড়লো সুশাসনের। সকলেই ধরে নিলো অঙ্কিতা ন্যায় পেয়েছেন। বিষয়টা মিটে গেলো। যদিও কি এক রহস্যে জানা গেলো না, ওই রাতে কারা ছিলেন সেই ভিভিআইপি, যাদের বিছানায় অঙ্কিতাকে তোলার জন্য এত জোরজার, এত কিছু... কাট টু ২০২৫, ডিসেম্বর। উত্তরাখন্ড বিজেপির নেতা, বিধায়ক সুরেশ রাঠোর এবং তার স্ত্রী উর্মিলা সানাওয়ারের গার্হস্থ্য বিবাদ। সুরেশ রাঠোরের ব্যাভিচার, ধোঁকাবাজিতে অতিষ্ঠ উর্মিলা স্বামীকে এক্সপোজ করতে একটি লাইভ করছিলেন। নতুন কিছুই না, দক্ষিণপন্থী রাজনীতিতে সাধারণ বলে বিবেচিত একটি মজার ঘটনা। কিন্তু ব্যাপারটা সাধারণ থাকলো না কিছুক্ষণ পরেই। উর্মিলা কথার সূত্রে দাবী করলেন তার কাছে প্রমাণ রয়েছে অঙ্কিতা ভান্ডারি হত্যাকান্ড মামলার ভিভিআইপি রহস্যের। তিনি জানেন ওই রাতে কে ছিল সেই ভিভিআইপি। একটি অডিও ক্লিপ এরপর প্লে করেন উর্মিলা। শোনা যায় উর্মিলা এবং তার স্বামী সুরেশের ঝগড়ার সূত্রে বিজেপি নেতা সুরেশ বলছেন ওই রাতে তো গাট্টু ছিল ওই হোটেলে। গাট্টুই জোর করছিল অঙ্কিতাকে বিছানায় তোলার। গাট্টুর বিছানাতেই অঙ্কিতাকে তুলে দিতে মরিয়া ছিল হোটেল মালিকের ছেলে। 
    গাট্টু কে? গাট্টু হলেন, বিজেপির জাতীয় স্তরের শীর্ষ নেতা, রাজ্যসভার সাংসদ, মোদীর কাছের লোক বলে পরিচিত দুষ্মন্ত গৌতম! এই দুষ্মন্ত গৌতমই নাকি সেরাত্রে ছিলেন হোটেলে। দলবল সহ। দুষ্মন্ত গৌতমের বিকৃত কামেরই লক্ষ্য নাকি ছিলেন উনিশ বছরের অঙ্কিতা। সুরেশকে আরও বলতে শোনা যায়, এই ওপেন সিক্রেটটি বিজেপি মহলে সবাই জানে এবং খোদ মুখ্যমন্ত্রী সহ আরও ওপরের হাত মাথায় থাকাতেই তদন্তে চেপে যাওয়া হয়েছে দুষ্মন্ত গৌতমের নাম। গৌতমের নাম যাতে কখনওই না আসে তা নিশ্চিত করেছে বিজেপির সরকার। উর্মিলা এরপর আরও দাবী করেছেন হোটেল বুলডোজ করার যে ব্যাপারটা নিয়ে সুশাসনের বিজ্ঞাপন হয়েছিল, আসলে সেটাও ছিল দুষ্মন্ত গৌতমকে রক্ষা করার কৌশল। কোন প্রমাণ যাতে দুষ্মন্ত গৌতমের বিরুদ্ধে না থাকে সেই কারণে যে ঘরে গৌতম ছিল সেই ঘরটিকে ভেঙে দেওয়া হয়। যাতে ব্যাপারটা সন্দেহ জনক না ঠেকে তাই এরপর পুরো হোটেলটাও ভেঙে দেওয়া হয়। নিঁখুত পরিকল্পনা! কিন্তু ওই যে বলে, সময়। সময় কখন যে কোন দিকে যায় কে বলতে পারে। দুষ্মন্ত গৌতম বা বিজেপি কী দূরতম কল্পনাতেও ভেবেছিল, একটি পারিবারিক কলহে ফেঁসে যাবে তাদের নিখুঁত পরিকল্পনা? শুধু তো তাই নয়, এই একই কলহ সূত্রে সামনে আসছে বিজেপির র‍্যাঙ্গ অ্যান্ড ফাইলে ব্যাভিচার , প্রমিস্কিউটির গা ঘিনঘিনে বাস্তবতা। উর্মিলা সানওয়ার নাম করে করে বলেছেন কিভাবে বিজেপি সরকারের বিধায়করা বিধানসভার ঘরগুলোকেই যৌনপল্লী করে তুলেছে। কিভাবে তারা একে অপরের এবং নীচের স্তরের কর্মীদের স্ত্রী বা প্রেমিকাকে যৌন শোষণ করে থাকে। উর্মিলার সমস্ত প্রমাণ আর অভিযোগের উত্তরে " কংগ্রেসের চক্রান্ত " ছাড়া কোন সাফাই দিতে পারেনি বিজেপি। অঙ্কিতা ভান্ডারির হত্যাকান্ডের পুনরায় তদন্ত এবং দুষ্মন্ত গৌতমকে তদন্তের আওতায় আনার দাবীতে গত কয়েকদিন যাবৎ উত্তাল উত্তরাখণ্ড। মানুষ পথে নামছেন। মেয়েরা কাস্তে হাতে দুষ্মন্ত গৌতমকে খুঁজছে। বিজেপির সুশাসন নগ্ন হচ্ছে উর্মিলা সানওয়ারের প্রতিটি লাইভে। উর্মিলা দাবী করেছেন আরও কিছু হত্যা এবং যৌন কেলেঙ্কারীর কথা তিনি জানেন। প্রয়োজনে সেগুলোও বলবেন। 

    অদ্ভুত ভাবে, এতবড় ঘটনার কোনও খবর বাংলা মিডিয়ায় নেই। কয়েক মাস পরেই বাংলায় নির্বাচন। বাংলায় ক্ষমতায় এসে, মেয়েদের সুরক্ষা আর সুশাসন দিতে মরিয়া বিজেপির নেতাদের নারী সুরক্ষা আর সুশাসনের নমুনা বাংলার জনতাজনার্দনকে জানাতে এগিয়ে থাকা আর সত্য বলা মিডিয়ার অনীহা  কেন  কে জানে!  জবাব চাই বা ঘন্টা খানেক হবে না অঙ্কিতা ভান্ডারি হত্যায় দুষ্মন্ত গৌতমের ভূমিকা নিয়ে? 
     
    রাজদীপ বিশ্বাস রুদ্রের পোস্ট থেকে কপি করলাম এতটা সর্বভারতীয় মিডিতা থেকে অনুবাদ করে লিখতে ল্যাদ লাগছে বলে। 
     
     
  • %% | 49.206.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯544779
  • আরে ওটা সমালোচনার চ্যানেলই না, খিল্লির চ্যানেল। আপনারা এখন রজার ইবার্টকে খুঁজলে মুশকিল laugh
  • b | 117.238.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯544778
  • সিনেমা দেখিনি। সমালোচনাটা অত্যন্ত ধুর লাগলো। 
  • চৈতন্যকথা | 165.225.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩544777
  • সমালোচক কে জানি না, চতুর্দিকে ধন্যিরবের বিপ্রতীপে একটু ঠিকঠাক সমালোচনার আশা নিয়ে শুনতে গিয়ে এতই বিরক্ত হলাম যে ইউটিউবে গিয়ে জীবনে প্রথমবার থাম্বস ডাউন দিয়ে আসতে হল! এখনও পর্যন্ত যে দুটি নেগেটিভ সমালোচনা নজরে এল, দুজনেরই কমন রাজনৈতিক  অ্যাজেন্ডা বোঝা যাচ্ছে!  এসবের বাইরে, একটু সিনেমাটিক ত্রুটিবিচ্যুতির কথা জানার ইচ্ছে ছিল আর কি!  এখানে যেটুকু বলা হয়েছে তাতে বক্তব্য যথেষ্ঠ যুক্তিনিষ্ঠ লাগে ​​​​​​​নি! নন-লিনিয়ার ​​​​​​​টাইমলাইন ​​​​​​​উনি ​​​​​​​খেতে ​​​​​​​পারলেন ​​​​​​​না, ​​​​​​​ইদিকে ​​​​​​​হলভর্তি সাধারণ ​​​​​​​দর্শকে ​​​​​​​দেখে ​​​​​​​খুশী ​​​​​​​হয়ে ​​​​​​​গেল - ঘটলে উল্টোটাই তো ​​​​​​​ঘটার ​​​​​​​কথা! এটি  ডকুমেন্টারি নয় - কার জন্যে একথা বারংবার বলা?  
     
  • শ্রীমল্লার বলছি | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩544776
    • d | 23.157.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৮544775
    • "ওরে ড্যাকরা, বাপের হোটেলে মায়ের হাতের রান্না খেয়ে কোবতেবাজি আর কদ্দিন? চা-টা বানাতে শেখ আর কলেজে গিয়ে পড়গে। নইলে সামনের জীবনে চোখে সর্ষেফুল দেখবি।"
     
    আমি যে কী খুশি হয়েছি, আর হাসতে হাসতে দু'টো গাল ব্যথা ক'রে ফেলেছি! এই মন্তব্যটা পড়ার পরে... ভাল থাকুন, ভাল রাখুন পাশের মানুষকে।  
  • d | 23.157.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৮544775
  • ওরে ড্যাকরা, বাপের হোটেলে মায়ের হাতের রান্না খেয়ে কোবতেবাজি আর কদ্দিন? চা-টা বানাতে শেখ আর কলেজে গিয়ে পড়গে। নইলে সামনের জীবনে চোখে সর্ষেফুল দেখবি।
  • শ্রীমল্লার বলছি | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:২১544774
    • %% | 49.206.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১544773
    • একদিন আপনিও মাকে নিজের হাতে চা করে খাওয়ান। অবশ্যই উনি আরো বেশি খুশি হবেন। 
     
    সে উপায় থাকলে তো হয়েই যেত। রাস্তা বন্ধ। মানে আমি চা বানাতে শিখিনি। 
  • %% | 49.206.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১544773
  • একদিন আপনিও মাকে নিজের হাতে চা করে খাওয়ান। অবশ্যই উনি আরো বেশি খুশি হবেন। 
  • শ্রীমল্লার বলছি | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩544772
  • মায়ের হাতের যে-কোনও রান্না এমনকী চা পর্যন্ত— এত যে দারুণ লাগে! কী আর বলি... 
    এই সন্ধেবেলায় মায়ের হাতের চা খেলাম, যেমন খেয়ে থাকি প্রতিদিন... ব্যাপার হচ্ছে, এটা একটা ঘোর! যেটা ছেড়ে বেরিয়ে আসতে পারি না বেশ কিছুক্ষণের জন্য। একটা কিছু হতে চলেছে ভেতরে, হবে আমি নিশ্চিত— আমি তার আগাম পূর্বাভাস পেয়ে চলেছি, চলেইছি! 
  • Manali Moulik | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫544771
  • যাচ্চলে ! নন্দনে দেখতে যাবো ভাবছিলাম এক্সামের পর....ঘেঁটে গেল!!! crying
  • %% | 49.206.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪544770
  • সিজিদ্দার চৈতন্য হোক -
     
  • kk | 103.218.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯544769
  • ব্রতীন,
    নাঃ, এবারের বইমেলায় হচ্ছেনা।
  • Bratin Das | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬544768
  • আচ্ছা।  ভারতবর্ষে এলে বলো জমাটি আড্ডা হবে
  • অরিন | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:১৩544767
  • বইমেলায় হয়ত হবে না, ব্রতীন। 
  • Bratin Das | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৫২544766
  • কেকে,অরিন  দা এবারে বই মেলার সময় আসছো কি? 
  • অরিন | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০544765
  • না না, আমি ভুল, সতীন্দ্র ভটচায ছিলেন বৈকি। 
    পুরো ছবিটা খুঁজে পেলে ভাল হত। 
     
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪544764
  • অরিনবাবু, ধন্যবাদ।
    অনেক সাইটে সতীন্দ্র ভট্টাচার্য দিচ্ছে, তাই কনফিউজড হয়ে গেছিলাম। 
    হ্যাঁ, অজিত শৈলেন মুখারজি ছিলেন এটা কনফার্ম। 
  • অরিন | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৬544763
  • "১৯৭৪ এ মঞ্জু দে পরিচালিত শজারুর কাঁটা সিনেমায় ব্যোমকেশের ভূমিকায় কে ছিলেন?শ্যামল ঘোষাল না সতীন্দ্র ভট্টাচার্য? "
     
    শ‍্যামল ঘোষাল। 
    সতীন্দ্র ভটচায মনে হয় ছিলেন না, অজিতের ভূমিকায় যতদূর মনে পড়ছে শৈলেন মুখার্জি ছিলেন। 
    অবিশ‍্যি আমার ভুল হতে পারে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১৫544762
  • প্রকাশনীটা খেয়াল করিনি। 
  • kk | 103.218.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৬544761
  • ১২ঃ৪৫,
    সোমনাথ তো খুব ডিটেলেই লিখেছিলো রুশ কল্পবিজ্ঞান অনুবাদ 'জয়ঢাক' থেকে বেরোচ্ছে। আপনি তো কমেন্টও করেছিলেন তাতে। এই যে --
    • sndg | 103.244.***.*** | ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০746366









    •  
      লেখক পরিচিতি ১৫ পাতা নিয়েছে। শেষ পৃষ্ঠা সংখ্যা ৩৬৩
       
      এত অবধি কাজটা একটা পরিণতি পেল। বাদবাকি অনুবাদ্গুলো হয়ে গেলে এরকম আরও কিছু হতে পারে বলে মনে হয়। এই কাজটার সঙ্গে জড়িয়ে থাকা সকলকে শুভেচ্ছা।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০২544760
  • ১৯৭৪ এ মঞ্জু দে পরিচালিত শজারুর কাঁটা সিনেমায় ব্যোমকেশের ভূমিকায় কে ছিলেন?শ্যামল ঘোষাল না সতীন্দ্র ভট্টাচার্য? 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫544759
  • @রঞ্জনবাবু
    জয়ঢাক থেকে আপনার উপন্যাসটা বই হয়ে বেরিয়েছে জানতাম না। অবশ্যই কিনব। 
    রুশি কল্পবিজ্ঞান এর অনুবাদ ওখান থেকেই বেরোচ্ছে? কল্পবিশ্ব থেকে নয়? 
  • নিননিছা | 169.38.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৩544758
  • r2h | 134.238.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪২
    আন্তরিক ধন্যবাদ, ছবিটা মূলত শ্রীমল্লারের লাইন তারপর জেমিনির হাতযশ ।
  • Bratin Das | ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৮544757
  • qw, রাইট আমার লিখতে ভুল হয়েছে।
     
    সৈকত কে মেসেজ করেছি ও এখনো দেখে নি। কল করবো
     
    আচ্ছা কোর কমিটি র লোকজন কে কলাচ্ছি
  • উফ | 2401:4900:314c:8845:e401:ecff:fe34:***:*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৭544756
  • ডটচাড্ডি এবার গুরুতে ব্যবসার বিজ্ঞাপনও শুরু করলেন ?   আইটি সেল হোয়াপ বিশ্ববিদ্যালয় আর হারামবাগ টিভির ফেক নিউজ গুরুতে পোস্টানোর জন্য আর টাকাপহা দিচ্ছে না?  অবশ্য উনি তো বোধহয় স্বয়ংসেবিকা।
     
    উদিকে, ব্যানশহীদের ভূমিকায় উনার অভিনীত লাটকের যবনিকা পতন হয়েছে? 
     
    মানালি,শ্রীমল্লারদের আক্রমণ করা মেসেজমোড থেকে বেরিয়েছেন? 
  • qw | 116.193.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩544755
  • ব্রতীনবাবু, আপনার লেখা গুরুতে প্রকাশিত এটা বলা ঠিক নয়। গুরু ওয়েবসাইটে আপনি পোস্ট করেছেন মাত্র। গুরু সেগুলো এডিট করে নি। আপনার ভাটের পোস্ট তো সবাই দেখেছে, আপনার সঙ্গে তো গুরুর কোর টিম যোগাযোগ করত যদি তারা আপনার বই প্রকাশ করতে চাইত।

    আর অন্য বইটা একে লালমাটি থেকে প্রকাশিত, তায় ইংরেজি। গুরু সেটা পাবলিশ করলে ওদের ইমেজ তো প্রচণ্ড ঝাড় খাবে। আপনি আগে বন্ধুদের সাথে কথা বলে জল মেপে নিন, তারপরে সময় ও অর্থ ব্যয় করার কথা ভাববেন।
  • r2h | 134.238.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪২544754
  • ব্রতীনদা খোঁজ করছিলে, নানান কাজে ছ্যাড়াব্যাড়া, এইতো আছি, সব কুশল তো?

    ক'দিন ভাট দেখে বেশ টক্সিক লাগছে। নানান রকম ব্যক্তিগত আক্রমণ, বুলিইং, পুরনো খার -এইসব।
    যাগ্গে কী আর করা, বরাবরের মতই এসব কেটে গিয়ে মলয় পবন বইবে এমন আশা করি।

    @নিননিছা | ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০০
    ছবিটা দারুন সুন্দর।
  • qw | 116.193.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১544753
  • গুরুচন্ডালি কি ইংরেজি বই বার করে? আর গুরুর বইয়ের অলঙ্করণ তো যদুবাবু বা হুতোবাবুও করতে পারেন। কিন্তু গুরু বোধ হয় আপনার বই প্রকাশ করবে না। অন্ততঃ আমার তাই মনে হয়। আপনি আগে খোঁজ নিন, আগে প্রকাশকের সাথে লিখিত চুক্তি করুন। আপনার তো চেনাশোনা লোকের অভাব নেই, ফোন করুন।
  • . | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৮544752
  •  
    পিকনিক বা গেট টুগেদার এর জন‍্য বাগানবাড়ি
  • | 2401:4900:3be7:75e1:84:50ff:fec1:***:*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬544751
  • আইত্তারা। হেব্বি পৈতৃক সম্পত্তি বোধায়। আর বাঙালি পাঠক সম্প্রদায়ের বুদ্দিসুদ্দির ভুষ্টিনাশ হৈছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত