এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু (আদি) | 2405:201:8008:c019:145a:a036:2af1:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২544598
  • *বোদাগু (আদি)
  • বোদাগু | 2405:201:8008:c019:145a:a036:2af1:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯544597
  • বোতীন, আরো অন্তত সাত টা পয়েন ছিল। আগের বার সেটা বলেছিলি, তোর ভারিয়ান্স বেড়ে গেল;-) 
    ডিঃ মঃ
     
    কবিতা নিয়ে আমার কিছু বলার নেই বলে ছেলেবেলায় জাস্ট দুটো পোবোন্দো লিখেছিলাম, তার মূল ধরতাই ছিল, কবিতা নিয়ে কারোরই কিছু বলার থাকতে পারে না, কিন্তু এটা বলতে খুব স্বাভাবিক ভাবেই হাজার বারো শব্দ লেগেছিল। কারণ সংক্ষেপ ব্যাপারটি শান্তিনিকেতনের দিকে একটু লম্বা মত। ছোটো থেকে যারা ওখানকার আদি তাঁএটা রা জানবেন, এবং বোল্পুরের লোকেরা এটা জানে না।  ইত্যাদি। 
     
    পত্রিকার সম্পাদক ছিল, শুভংকরদা, উনি মলয় বাবু এবং একই সংগে জীবনানন্দের ভক্ত ছিলেন। ওনার কবিতা পড়েই বোঝা যেত, বড় বড় কবিরা সব পোস্ট কোডেই কিছু অপ্রকাশিত কবিতা রেখে গেছেন। 
    আমাদের পাড়ার বিজয়বাবুর ছেলে শুভংকর দা মা র কাছে ফোন করে আমার বরোদার ঠিকানা চেয়েছিল, তার ঠিক পরেই, ১৯৯২ এর একটি খ্রীঃ দিনে, আমি সেখান থেকে রাতের দিকের বাস ধরে বম্বে চলে যাই। বাকিটা ইতিহাস। 
     
    @মানালি, @নবীন @শ্রীমল্লার, নিজেদের লেখা নিয়ে চাপ নেবেন না, আমরা অনেকেই, প্রায় প্রত্যেকেই নানা বিষয়ে ঢ্যাঁড়শ, এই গোপন কথাটি  জানবেন, এবং পাড়ায় বলবেন না। আমেন। 
  • শ্রীমল্লার বলছি | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০০544596
  • নিননিছা | 103.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫544594
     
    চেষ্টা করব! heart
  • অপু | 2409:40e0:105a:e652:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪544595
  •  কবিতা টা আমি অন্যান্য  শাখার তুলনায় কম পড়েছি। আমার বক্তব্য হল: 
     
    যেকোন  কবি তার কবিতায়  যা বলেন তার মধ্যে ১০০% ব্ল্যাক আন্ড হোয়াইট  নয় ( মানে যার মানে একদম একরকম). ্ ১০%- ২০-৩০% গ্রে এরিয় থেকে যায়। কবি এবং কবিতা নির্বিশেষে।  এখন এই ১০-৩০% গ্রে এরিয়ায়  ব্যাখ্যা পাঠক তার নিজের মতো করে। যদি পুরোটাই কবি যা নোঝাতে চেয়েছিন তার সাথে  মিলে যায়, নাথিং  লাইক দ্যাট। কিন্তু  সচারচর সেটা হয় না।
     
    আরেকটা  পয়েন্ট হল কবিতা পড়ার অভ্যেস।  একবছর ধরে কবিতা পড়া একজন মানুষের সাথে  ৫ বছর ধরে কবিতা পড়ার  মানুষের অনেক টা তফাত।  দ্বিতীয় জন কবি র কাছাকাছি  ভাবনার যাওয়ার সম্ভাবনা বেশি।
     
    মিলে গেলে "সোনায় সোহাগা"। না মিললেও " ক্ষি কী, আরেক টা ইন্টারপ্রেটেনশন পাওয়া গেল।
  • নিননিছা | 103.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫544594
  • Ranjan Roy। ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:১২
     
    কবিতাকে পাঠ্যপুস্তকের মত বেশি ব্যাখ্যা করলে ...
     
    সম্পূর্ণ একমত |
     
    শ্রীমল্লার বলছি। ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩
     
    ভালো থাকুন, আর আরো লিখুন। এরকম প্রিয় কবিতাগুলো নিয়েও লিখতে পারেন কোনো সময় সুযোগ হলে। মানুষের সত্যি মিথ্যে, অথেন্টিক পারসোনা নন অথেন্টিক পারসোনা .... এসব নিয়ে অত মন খারাপ নাই বা করলেন। মানুষ বিভিন্ন রকম হয়।
  • নবীন | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২544593
  • = | 23.162.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:১৭
     
    দুটো পয়েন্ট : 
     
    ১। সার্ভ দেখেই টেনিসের ট জানেনা সেটা বোঝা হয়তো যায় কিন্তু উপযুক্ত সুযোগ পেলে শিখতেও পারবে না, এটা পেসিমিজমের চূড়ান্ত | এর বিরুদ্ধে কাউন্টার আর্গুমেন্ট দেওয়াও খুব সহজ, আমাদের দেশের কালিদাসের গল্প শুনেছি ছোটবেলায় বা Wilma Rudolph এর কথা বলা যায় |
     
    কিন্তু জটিল যেটা সেটা হলো এই পেসিমিজমের উৎস বুঝতে পারা | পল্টুর সার্ভ নাকি তার বাপের দোকান কোনটা আপনার ডিসিশন মেকিংয়ে বেশি কনট্রিবিউট  করে ? বিভূতি আমার খুব প্রিয় লেখক | তা বিভূতির লেখায় একাধিকবার বিভিন্ন চরিত্রের ভাবনা চিন্তায় একটা প্যাটার্ন দেখেছি : "আমাদের টুলো পন্ডিতের বংশ  আমার ছেলে ভালো পড়াশোনা করবে না তো কি করবে অমুক তেলির ব্যাটা ?" এখানে অনুপ্রেরণা খেরোর খাতার কবি আর গেঁয়ো যোগি; সেরকম কিছু নয়ত ? 
     
    ২। শ্রীমল্লার বছর ২০ পরে বাংলার বুকোওস্কি হবেন কি ? আমার তো তা মনে হয়না, কিন্তু মুশকিল হচ্ছে আমি সেটা প্রেডিক্ট করার কে ? আমি কি রবীন্দ্রনাথ , জীবনান্দ নাকি শক্তি চাটুজ্জে ? তা তো নয় | সম্ভবত আপনিও তা নন |
     
    আপনিও যদি সাহিত্যক্ষেত্রে নিজের কাজের জন্য প্রতিষ্ঠিত না হয়ে থাকেন অন্তত এটুকু ভেবে দেখা দরকার কতটা সময় আর ডেডিকেশন আপনি সাহিত্যকে বা আরো স্পেসিফিক্যালী কবিতাকে  দিয়েছেন | এখানে বেশির ভাগই নিজের নিজের কাজের ক্ষেত্রে সিংহভাগ সময় দেওয়ার পর অবসর সময়টুকু দিয়ে, ক্যালকুলেটিভ এবং সেফ সাহিত্যচর্চা করেন | তাতে অন্যায় কিছু নেই আমিও তাই করি , কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড থেকে আরেকজনের সাহিত্যিক হওয়ার সম্ভবনা সমূলে নাকচ করে দিতে পারাটা একটু বাড়াবাড়ি রকমের ওভার ক্যালকুলেশন বা প্রজেকশন নয় কি ?
     
    তার থেকে ঢের ভাল হয় যেটুকু খারাপ লাগল সেটুকু নিয়ে যদি বলেন |
  • %% | 2401:4900:c912:1a75:d5c0:df53:adb8:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২544592
  • অপু | 2409:40e0:1025:3406:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৯544591
  • রঞ্জন  দা,কেমন আছো? 
  • = | 23.162.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:১৭544590
  • নবীন বাবুর বক্তব্য ভালোই, কবিতা লেখায় উন্নতি ইত্যাদি। তবে কিনা ধরুন শারাপোভা কসরত করলে হয়তো একদিন স্টেফি গ্রাফের মতো খেলতে পারবে। কিন্তু পাড়ার পল্টুর সার্ভ দেখেই বোঝা যায় টেনিসের ট জানেনা। পল্টুর উচিত ইস্কুল পাশ করে বাপের দোকানে গিয়ে বসা। যার যা কাজ।
  • শ্রীমল্লার বলছি | ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩544589
  • নিননিছা | 103.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩২
     
    সকাল সকাল এ কী কবিতা পড়ালেন! এই কবিতা আমারও বিশেষ বিশেষ প্রিয়... 
     
    বড়দিনের শুভেচ্ছা আপনাকেও! 
  • Ranjan Roy | ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:১২544588
  • বাঃ নিননিছা!
     
    ওই কবিতাটি আপনার মত আমার এবং আরও অনেকের বিশেষ প্রিয়। 
    শুধু একটা কথা। কবিতাকে পাঠ্যপুস্তকের মত বেশি ব্যাখ্যা করলে তার রস বেরিয়ে ছিবড়ে পড়ে থাকে। 
     
    সম্ভবত অধ্যাপক বিভুতি চৌধুরীর  কোন লেখায় পড়েছিলাম--'কবিতা বুঝবার জন্য নয়, বাজবার জন্যে'।
    কাজেই কবি যাই ভেবে কোন চিত্রকল্প বা শব্দপ্রতিমা নির্মাণ করে থাকুন, ব্যক্তি পাঠকের মনে সেটা যদি বেজে ওঠে, ঢেউ তোলে--তাই যথেষ্ট।
    অর্থাৎ কবিতা পাঠের পর বিভিন্ন পাঠকের কাছে নানা রূপে ধরা দিতে পারে। একজনের সঙ্গে  আর একজনের নাই মিলুক, ক্ষতি কি?
     
    নতুন কিছু বলি নি। তবে এই দৃষ্টিকোণ আমার পছন্দের, এই ার কি।
  • নিননিছা | 103.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৬544587
  • ? | 167.17.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮
     
    বুড়ো তো নেই ফলে নিশ্চিত করে বলা মুশকিল। তবে সম্ভবত শিল্প সৃষ্টির কথাই বুড়ো বলতে চেয়েছেন । সৃষ্টি ইন জেনারেলও হতে পারে ।
     
     বুড়ো এইধরনের আলো আঁধারির, ধাঁধা-খেলায় বেশ পুরাতন, এর থেকে বেশী নিশ্চিত করে কিছু বলা যাবে, মনে হয় না ।
  • ? | 167.17.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮544586
  • এই কবিতাটা এক্সপ্লেন করুন কাইন্ডলি। হু ইজ ছলনাময়ী? নেচার? দা ইউনিভার্স? 
  • %% | 2406:7400:10c:6dda:61c0:43a:dfdc:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪০544585
  • তারেক রহমান এতদিনে বাংলাদেশে ফিরল। এতদিন সময় লাগল কেন ?
  • নিননিছা | 103.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩২544584
  • শ্রীমল্লার বলছি | ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৯
     
    অনেকে অনেক মিথ্যা বলবে । একবার মিথ্যা বললে সেটা ঢাকতে আরো অনেক মিথ্যে বলতে হয় । তবুও সবসময়ই সেটা যে এই মিথ্যের জালটা বুনছে তাকেই ডিস্টার্ব করে সবচে বেশি । 
     
    আপনি নিজে পুরোপুরি অকপট, সৎ থেকেছেন, যে কোনো ভালোবাসার বা এমনকি বন্ধুত্বের সম্পর্কে এর থেকে বড় স্বস্তির জায়গা আর কিছুই নেই ।  
     
    আপনি কবিতার প্রেমে মগ্ন থাকতে চান , কবিতার বা যে কোনো আর্টিস্টিক কাজকে ভালবাসার পর মাঝে মধ্যে এই রকমের অনুভূতি এমনিতেই অস্বাভাবিক নয় ! বুড়োর শেষ বয়সে, মৃত্যুর দিন কয়েক আগে একটা লেখা আছে, আমার বেশ প্রিয় : 
     
    " তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
    বিচিত্র ছলনাজালে,
    হে ছলনাময়ী।
    মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
    সরল জীবনে।
     
    এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
    তার তরে রাখ নি গোপন রাত্রি।
     
    তোমার জ্যোতিষ্ক তা'রে
    যে-পথ দেখায়
    সে যে তার অন্তরের পথ,
    সে যে চিরস্বচ্ছ,
    সহজ বিশ্বাসে সে যে
    করে তা'রে চিরসমুজ্জল।
    বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু 
    এই নিয়ে তাহার গৌরব।
     
    লোকে তা'রে বলে বিড়ম্বিত।
    সত্যেরে সে পায়
    আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। "
     
     
    বড়দিনের শুভেচ্ছা জানবেন ।
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৪২544583
  • :/, dc র পয়েন্টগুলো দেখলেন নিশ্চয়ই, তার সঙ্গে আরো কতগুলো বিষয় ভেবে দেখত পারেন। আপনি যদি ধরেই নেন যে এনার্জি মাত্রেই তেল কয়লা পুড়িয়ে  হচ্ছে, সে একরকম যুক্তি, বাস্তবে তা তো হয়না। দুই, ১০০০ ইমেজ পিছু ৩ কিলোওয়াট-ঘন্টা  খরচা হয়, তাতে বড়জোর আপনার মোবাইল ২৫% চার্জ হতে পারে, এবং এই ধরণের ইমেজ আপনি চাইলে  অনায়াসে আপনার কম্পিউটারেই পাইথন/জুলিয়া দিয়ে কোড লিখে বানিয়ে নিতে পারবেন। তিন, একটা একদিন দুদিনের হুজুগকে যদি "ট্রেন্ড" বলেন, :-) 
     
    সে যাই হোক, তাই বলে আপনার কথাও মানতে হবে  এনার্জি কি আর খরচা হয় না, আলবাত হয়। হয়ত অনেকটাই হয়। 
     
  • dc | 2402:e280:2141:1e8:9068:d3a1:2dc4:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৬544582
  • আসলে এটা ক্লাইমেট ডিনায়ারদের একটা পুরনো আর্গুমেন্টঃ গ্রেটা থুনবার্গ যদি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ নিয়ে এতোই উদ্বিগ্ন তাহলে গ্রেটা থুনবার্গ প্লেনে করে যাতায়াত করে কেন? 
     
    (গ্রেটা থুনবার্গ এখানে প্লেসহোল্ডার, ডিসক্লেমার দিয়ে রাখলাম)
  • :/ | 38.9.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৪544581
  • আপনি একটা ট্রেন্ড চালু করছেন। সেইটে বিপজ্জনক। পাহাড়ে বেড়াতে গিয়ে শুনেছেন নিশ্চয়ই ওখানকার লোকাল লোকজন পাথর নাড়াতে বারণ করে? আপনি সেরকম সোশ্যাল মিডিয়ায় এসে দায়িত্বজ্ঞানহীনভাবে সাঁকো নাড়াচ্ছেন। ঘিবলি ট্রেন্ডের ফলে কত ওয়াট এনার্জি পুড়েছিল সেটা নিজেই খুঁজে নিন। পিয়ার রিভিউ অর নো পিয়ার রিভিউ।
  • dc | 2402:e280:2141:1e8:9068:d3a1:2dc4:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৩544580
  • ওহ অরিনবাবু অলরেডি উত্তর দিয়েছেন। 
  • dc | 2402:e280:2141:1e8:9068:d3a1:2dc4:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১২544579
  • "এই যে ওরিনবাবু আরাবল্লীর প্রকৃতিধ্বংসে দারুণ চিন্তিত, আবার অকারণে এআইয়ের তেল পুড়িয়ে সান্তাক্লজের থোবড়া সাঁটাতে তিনিই দুবার ভাবেননা"
     
    এখানে বোধায় একটা ফ্যালাসি আছে। ধরুন একজন আরাবল্লির ইকোসিস্টেম ধ্বংস করার বিরুদ্ধে। এখানে তিনি একটা বিরাট বড়ো সিস্টেমের কথা বলছেন, যার ইমপ্যাক্ট বহু লোকের ওপর, পরিবেশের ওপর, অনেকটা সময় জুড়ে। অন্যদিকে, তিনি যদি একটা এলএলএম দিয়ে একটা ছবি বানান, তার পেছনে কতোটুকু কম্পিউট পাওয়ার খরচ হয় আর তার জন্য কতোজন ইমপ্যাকটেড হয়। এমনকি আরাবাল্লি নিয়ে যারা চিন্তিত তারা সবাই যদি এলেলেম ব্যবহার করেন তাতেই বা কতোটুকু ইম্প্যাক্ট হয়? আরাবল্লি ধ্বং্সের সাথে তুলনা করা যায় কি?  
  • অপু | 2409:40e0:103f:ef23:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১০544578
  • প্রকৃতি কে আমরা নষ্ট করছি। ছলে বলে কৌশলে। প্রকৃতি ও প্রতিশোধ নিচ্ছে। সেই বড়ই ভয়াবহ 
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০৫544577
  • :/, ইয়ে, কত এনার্জি খরচা হচ্ছে বলে মনে হয়? হিসেব করেছেন নিশ্চয়ই। 
  • :/ | 38.***.*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৯544576
  • এই যে ওরিনবাবু আরাবল্লীর প্রকৃতিধ্বংসে দারুণ চিন্তিত, আবার অকারণে এআইয়ের তেল পুড়িয়ে সান্তাক্লজের থোবড়া সাঁটাতে তিনিই দুবার ভাবেননা, এই ফার্স্ট ওয়ার্ল্ড হিপোক্রিসি লাজবাব।
  • অপু | 2409:40e0:103f:ef23:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৩544575
  • ব, এর মধ্যে  কদিন সেদ্ধ  পিঠে খেলাম। তবে দুধ পুলি আর ভাজা পিঠে এখনো হয় নি। সেদ্ধ পিঠে আমার হট ফেভারিট।  
     
    একটা  মাঝারি সাইজের নারকেলের দাম ৫০ টাকা। গুঁড়ি গুলবে কীকরে?sad
  • অপু | 2409:40e0:103f:ef23:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩১544574
  • আরে অরিন দা,জ্জিও তো heart
  • b | 2402:3a80:1c71:5ccf:378:5634:1232:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫544573
  • যিশুদিবসে কেক  খান । 
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:১৬544572
  • সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা!
  • অরিন | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:১৫544571
  • অপু/ব্রতীন, তুমি নীচের প্রম্পট টা যে কোন এআই তে দিয়ে আর নিজের মুখের ছবি দিয়ে সান্টা ক্লসের বাণী বিতরণ করে দেখতে পার, 
    "Persona: You are a professional vintage portrait photographer. Intent: Transform the uploaded headshot into a realistic Santa Claus portrait. Layout: A waist-up studio portrait. Limits: Keep the subject’s facial features clearly recognizable, no exaggeration or cartoon style. Audience: Viewers who appreciate classic, nostalgic holiday imagery. Requirements:Replace clothing with a traditional Santa Claus outfit, include a large sack of gifts slung naturally over one shoulder, and maintain accurate skin tone and facial structure from the original headshot. Style: Authentic 1950s photography aesthetic—soft studio lighting, subtle film grain, slightly muted warm colors, shallow depth of field, classic Hollywood portrait composition, timeless and wholesome mood."
     
  • dc | 2402:e280:2141:1e8:9068:d3a1:2dc4:***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬544570
  • সব্বাইকে মেরি ক্রিসমাস! 
  • অপু | 2409:40e0:103f:ef23:8000::***:*** | ২৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৬544569
  • সবাই হাতে কেক নিন। 
    এবার একসাথে বলুন,

    জয় জয় সান্তা 
    চরাচর সারে 
    শ্বেতদাড়ি শোভিত
    পেটিকা ঘাড়ে।
    লালজামারঞ্জিত
    উপহার হস্তে
    স্লেজগাড়ি বাহিত
    সান্তা নমস্তে। 

    সবাইকে জানাই প্রাক-বড়দিন শীতপঞ্চমীর শুভেচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত