এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-) | 2a0e:97c0:3e3:460:1337:b04b:1337:***:*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪০541534
  • খিস্তিট্যান ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গসিপ করে চলেছে।  গসিপের যা সুখ না মোশাই। সাতে এরেকটা জুটিয়ে এনেছে অমর্ত্য নিয়ে চুলকাতে।
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৬541533
  • @হুতেন্দ্র, বহু বিতর্কিত ব্যক্তিই তো শুনি ভারতে থাকেন। বঙ্গবন্ধুকন্যা, বিতর্কিত লেখক, বহু বছর অগে থেকে সেই তিব্বতী নেতা ...
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২২541532
  • হুতেন্দ্র, পুলিশে আজকাল সিনেমাহল অবধি পাহারা দিচ্ছে। সুতরাং কার নাম লিখবেন না লিখবেন সে বুঝে দেখুন। ঃ-)
  • ? | 51.15.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০541531
  • তবে ওনার তিনবার বিয়ে। নবনীতা, তারপর এক ইতালিয়ান মাইয়া, তারপরেই রথসচাইল্ড ও নোবেল প্রাপ্তি। উনি সম্ভবত ফ্রিম্যাসন। আপনাদের কি মনে হয়?
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০541530
  • তেমনি অনেকেই রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রয়ে যাচ্ছেন, দীক্ষা নিচ্ছেন। অনেকে আবার রবীন্দ্রনাথের আদর্শ গ্রহণ করছেন। অনেকে শ্রীচৈতন্যের আদর্শ গ্রহণ করছেন। অনেকে আবার এইসবকিছুকেই সন্দেহ করছেন, চাইছেন অন্যরকম কোনো আদর্শ যা আধুনিক যুক্তিবাদীর দৃষ্টিতে দুনিয়াকে দ্যাখে।
    তবে বিরাট সংখ্যক মানুষ সমাজের ট্রেন্ডে ভেসে যান, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। এটা চিরকালই। যখন যে হুজুগ আসে, তাই গ্রহণ করেন ও চর্চা করেন।
  • ? | 51.15.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৩541529
  • আচ্ছা অমর্ত্য বাবু বুড়ো বয়সে ওনার শান্তিনিকেতনের বাড়িতে এসে থাকছেন কেন কেউ জানেন? মানে এইটেই তো আম্রিগায় রথসচাইল্ডের জামাই আদরে থাকবার বয়েস। এদিকে কিছু হলে তো উডবার্ন ক্লিনিক ভরসা, মদন মিত্তিরের পাশের বেড। ব্যাপারটা কি ভাবনার নয় ?
  • r2h | 208.127.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০১541528
    • &/ | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১১
    • বাংলার মাটিতে বাংলার ঐতিহ্য সবাই যার যার মতন করে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে।
     
    সবাই শব্দটায় একমত হলাম না।
    আদৌ কোন বড় দল এটা নিয়ে ভাবিত, সেরকমও দেখতে পাই না। ব্যক্তি মানুষ হলে একরকম, তবে সেও সবাই নয়, অনেকেই নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি বিসর্জন দিয়ে উত্তর ভারতীয় সংস্কৃতি ও মৌলবাদকে জড়িয়ে ধরতে লালায়িত বলেই মনে হয়।
  • r2h | 208.127.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৮541527
  • ওহো, তসলিমা নাসরিন? তাঁর কি আজকাল সরাসরি নাম লেখা বারন? আমি যে লিখে ফেললাম? পুলিশে ধরবে না তো? দেখবেন যেন, বিপদে না পড়ি, দিনকাল খারাপ।
    সে তো বরাবরই, লজ্জা-র পর থেকেই।
    যারা এসব করছে তারা শুধু হিন্দু মুসলমান দেখছ, কিন্তু তসলিমা নিজের দেশের সংখ্যালঘুর ওপর নিপীড়ন নিয়ে লিখেছেন, সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর নিপীড়ন অন্যায়- এই সারবস্তুটা তলিয়ে ভাবলে হয়তো এটা হত না, কিন্তু উপরিতল অতিক্রম করতে কে-ই বা চায়।

    ও, ঐ দুই তিন কিছু একটা হবে, মোটমাট একাধিক বিয়ে নিয়ে আরকি।

    তবে তসলিমার ভারতবাস নিয়ে ব্যাপারটা যেমন ভাবে উপস্থাপন করা হয় তেমনটা আদৌ না মনে হয়। নাগরিকত্ব ইত্যাদি কেন্দ্রের ব্যাপার, এতে রাজ্য সরকারের তেমন কোন বক্তব্য আছে বলে মনে হয় না। তসলিমা নাসরিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিনা কখনও তাও জানি না, নিজের দেশ যদি ছাড়তেই হয় তাহলে ভারত থেকে ইওরোপের দেশ মনে হয় ভালো বাছাই। পাসপোর্ট অনেক বেশি শক্তিশালী। ইওরোপের দেশগুলির মত অ্যাসাইলাম ভারত দেয় কিনা তাও জানি না। আর তাছাড়া ভারতে তো উনি প্রায়ই আসেন, এখনও তো বোধহয় দিল্লিতে?
    একজন বিদেশি নাগরিকের নিরাপত্তা খুব স্পর্শকাতর বিষয়, কার্যকলাপের স্বাধীনতাও দেশের নাগরিকের থেকে একটু আলাদা তো হবেই।
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১১541526
  • বাংলার মাটিতে বাংলার ঐতিহ্য সবাই যার যার মতন করে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। তবে এ দল ও দলকে বলে ' দ্যাখ, বলাটা অনুচিত, তবু না বলেও পারি না, সত্যের পথে তো থাকতে হবে। সেই দায়েই বলছি যে তোরা বড্ড স্টুপিড।' অমনি অন্য দল রে রে করে উঠে বলে, " তোরা একেবারে সমাজসংসার রসাতলে দিয়ে সব জলাঞ্জলি দিয়ে দিবি।" অমনি আরেক দল এসে বলে, "শিক্ষা, কর্ম, জ্ঞান, বিজ্ঞান, কারিগরী ইত্যাদি ছেড়ে তোরা এসব কী করছিস?" আরেক দিক থেকে আরেক দল এসে বলে .....
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৫541525
  • সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তো রীতিমতন খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছিল এক ফেবুগ্রুপে! তুমুল তর্ক, 'কথায় কাটে কথার প্যাঁচ', 'রাম ঘটাঘট ঘ্যাচাং ঘ্যাঁচ'। আবার সেই গ্রুপেই তার কদিন বাদেই দেখলাম বেশ আয়োজন করে সুনীল গঙ্গোর জন্মদিন পালিত হল। তখন আবার শ্রদ্ধার ফোয়ারা চতুর্দিক থেকে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০২541524
  • কিন্তু অমর্ত্যবাবু তো ২ বার নয়, ৩ বার বিয়ে করেছেন। লোকে ২ বার বলে ? তাহলে তো স্কোর কমিয়ে দিচ্ছে!!!
    ( এক চেনা ভদ্রলোক আবার বলতেন ৪ বার। স্কোর বাড়িয়ে দিতেন। ঃ-))
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৮541523
  • সেই বিতর্কিত তিনি বে ফা দেখে এসে কী লিখলেন, সেই লেখা তুলে এনে সাইটে দিয়ে গেছেন তো একজন যিনি খুবই অন্যের লেখা তুলে তুলে আনেন প্রায়ই।
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৭541522
  • আরে হুতেন্দ্র, সেই বিতর্কিত যাকে আগে লেফ্ট লিবেরালরা খুবই উল্লেখ করতেন, বলতেন হ্যাঁ তো দেশে যাতে ফিরতে পারেন ইত্যাদি ইত্যাদি, তারপরে 'দিদি, তুই তো আসছিস, একটু থাকতে দিবি?' এরকম কোনো নামে একটা লেখাই মনে হয় বড় কাগজে বের হয়েছিল। তারপরে দিদি এলেন, রইলেন, শাসনও চালাচ্ছেন, কিন্তু থাকতে তো কই আর কইলেন না? ব্যাপারটা কীরকম যেন ধামাচাপা পড়ে গেল! তাই নয়? এখন দেখি ডাইনে বাঁয়ে চাড্ডিরা তার লেখা তুলে তুলে এনে পোস্ট করে যায়। বেঙ্গল ফাইলস না কী যেন সিনেমা, সেই নিয়েও তো ...
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫২541521
  • দেখুন রেড ভেলভেট কেক যদি আনেন, তাহলে ব্যাপারটা মন্দ হয় না। ঃ-)
  • r2h | 134.238.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫২541520
    • kk | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩০
    • ... "লেখায় প্যালেস্টাইন, ইজরায়েল, মোদী, মমতা নিয়ে আসুন" এইটা আমার কেমন যেন লাগলো। এখন আমি যদি শ্রীমল্লারকে বলি (কিম্বা সনাতনকেও বলতে পারি) যে কবিতায় হোমমেড পাস্তা, জো বাস্তিয়ানিচ, জনি ইউজিনি আর রেড ভেলভেট কেক নিয়ে আসুন, সেটা কি ওঁরা শুনবেন?
     
    এই কথাটা আমিও মনে করি, এর মানে হয় না। এরকম বলা যায় নাকি? এ কী বাণিজ্যসফল সিনেমা বানানো, যে প্রযোজক পরিচালককে বললেন দুটো কার চেজ, হিরৈনের একটা বৃষ্টি ভেজা দুষ্টু গান, আর আরও দুটো ফাইটিং সিন ঢোকান?
    সমালোচনা হতে পারে, অমুকের কবিতা বড় বাস্তববিচ্যুত বা তমুকের কবিতা বড় স্লোগানধর্মী। জীবনানন্দকে নিয়ে যেমন বামপন্থীদের কারো কারো অভিযোগ ছিল বাস্তববিমুখতার, আর রক্ষণশীলদের অভিযোগ ছিল অশ্লীলতার, কিন্তু তা বলে বনের ধারে ক্যাম্প পাতিয়া জোতদার ঠ্যাঙানোর তদারকি করিতেছি - এই কথা জুড়ে দিন, বা নোনা মেয়েমানুষ বদলে করসেবা করে দিন, ওরকম বললে চাপ।
    অবশ্য আবারও, সোশ্যাল মিডিয়ার যুগে এসব হয়, দগ্ধ পর্বে যেমন একজন জয় গোস্বামীকে কবিতায় কি কি জুড়তে হবে সেসব নিয়ে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আসলে ওরকম হয় না।

    যে কোন রচনারই সমালোচনা হয়, কিন্তু ঐটা হয় না।
    অবশ্য কৌতূহলী বোধয় রঙ্গ করে লিখেছেন, সে ঠিক আছে।
  • hmm | 148.113.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৯541519
  • আরে ভাই, ইন্ডিয়ান মেন বলে এক ঠোঙ্গায় বাঙালি-বিহারি-মাড়োয়ারি সব্বাইকে পুরে দিচ্ছে। ওই বিহারি-পাঞ্জাবি জানোয়ারগুলোর কোনো সিভিক সেন্স নেই। এদেশে এসেও যেখানে যাবে, নোংরা ছড়াবে, গাঁকগাঁক করে মিউজিক চালাবে, গায়ে তীব্র দুর্গন্ধ। সাদা মেয়েদের পেছনে লাগবে। এই শুয়োরের বাচ্চাগুলোর সঙ্গে আমরা এক দেশের লোক হয়ে সাফার করছি। সাতচল্লিশের পরে ইমিডিয়েট সেপারেট বঙ্গদেশ দাবি করা উচিত ছিল। চীনা ছেলেমেয়েদের দেখি কি সুন্দর সভ্য হয়ে সাদাদের সঙ্গে মানিয়ে নিয়েছে। আর এই জংলি জানোয়ারগুলোর জন্য ইন্ডিয়ানদের এত বদনাম। আমাদের বাঙালিদের একটা ক্লাস ছিল। সম্মান ছিল। সব এই বলিউডি কুত্তাদের সংহস্পর্শে নষ্ট হয়ে গেল।
  • kk | 2607:fb91:4c1f:77b8:89e5:25ad:59d9:***:*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩০541518
  • হুতোর ৩ঃ৪৪ এর পোস্টে বলা অধ্যবসায় আর পরিশ্রম একটা বিরাট ব্যাপার এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত। গুরুতে কয়েকজনের (শ্রীমল্লার, সোমনাথ মুখোপাধ্যায় ইত্যাদি) লেখার ফ্রিকোয়েন্সী দেখে আমি খুবই ইম্প্রেসড হয়ে যাই। ভেবেই পাইনা কেমন করে এঁরা এত লেখা ভাবতে,ধরতে ও নামাতে পারেন। আমার নিজের কাছে যেহেতু একটা লেখার রূপ দিতেই সাড়ে সতেরো লক্ষ বছর লাগে। তাও সে কবে মঘা অশ্লেষা আর শতভিষা এক তিথিতে, এক রেখায় আসবে তবে হবে! যাই হোক, সেই জন্যই সবাই লেখক হয়না, কেউকেউ লেখক হয়! ঐ টইয়ের প্রসঙ্গ যখন এলোই তখন আরেকটা কথাও মনে হচ্ছে, লিখেই যাই। কৌতূহলী যে বললেন "লেখায় প্যালেস্টাইন, ইজরায়েল, মোদী, মমতা নিয়ে আসুন" এইটা আমার কেমন যেন লাগলো। এখন আমি যদি শ্রীমল্লারকে বলি (কিম্বা সনাতনকেও বলতে পারি) যে কবিতায় হোমমেড পাস্তা, জো বাস্তিয়ানিচ, জনি ইউজিনি আর রেড ভেলভেট কেক নিয়ে আসুন, সেটা কি ওঁরা শুনবেন?
  • r2h | 134.238.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৪541517
  • কৌতূহলী ও শ্রীমল্লারের কথোপকথনের সূত্র ধরে এখানেই বলি, কবিতার টইয়ে তাল কাটলাম না।
    শ্রীমল্লারের সঙ্গে একমত, এলোমেলো তো পড়ে নেই, সব এক জায়গায় আছে।
    এইটা আমার মতে খুবই ভালো ব্যাপার, পাঠকের জন্য শুধু না, কবির নিজের জন্যও, নিজের বিবর্তন পরিবর্তন উত্তরণ বা তার প্রয়োজন ইত্যাদি নিজে বুঝতে পারা যায়।

    আর ছাইপাঁশ ছাপার ব্যাপারে, তা কেন, পাণ্ডুলিপি পাঠিয়ে তো দেখতেই পারেন। গুরু থেকে ক্ষীণতনু কবিতার বই প্রতি বছরই গুটিকয় বেরোয়, এক/দু' ফর্মার হিসেবে পাণ্ডুলিপি পাঠান, ক্ষতি কী? সম্পাদকের পছন্দ হলে ছাপা হবে, না হলে হবে না, এই তো।

    শ্রীমল্লারের অধ্যবসায়ের আমি বিরাট প্রশংসা করি। লেখার পেছনে এরকম নিয়মিত সময় দেওয়া আমার মতে খুবই বড় ব্যাপার। লেখালিখির সঙ্গে লোক প্রতিভা ভাবালুতা ইত্যাদির সম্পর্কে যতটা জোর দেয়, পরিশ্রম ও অধ্যবসায়ের ব্যাপারটা তত মনে রাখে না। ওটা বিরাট ব্যাপার।
  • r2h | 134.238.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৫541516
    • &/  | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৯
    • ...সেই  বিতর্কিত  তিনি  কবে  থেকে  চাড্ডি প্রিয়  হয়ে  গেলেন ? 
     
    কে বিতর্কিত? মানে, কত লোকই তো বিতর্কিত, কিন্তু চাড্ডিদের প্রিয় কে হলেন? মানে সেও অনেকেই হয়েছেন, কিন্তু ইনি কে?

    ওদিকে মিলিটারি পাহারায় ন্যাশনাল লাইব্রেরিতে বেঙ্গল ফাইলস দেখে সেলিব্রিটিরা ইতিউতি, সবই সইত্য কথা, দেখা উচিত - এইসব বলে পোস্ট দিচ্ছেন দেখছি। হয়তো বম্বের ছবিতে কাজ টাজ পাওয়ার আশা, কে জানে। কিন্তু সিনেমাহল, তাও আবার অস্থায়ী, পাহারা দেওয়া যে সেনাবাহিনীর কাজ তা জেনে খুবই পুলক বোধ করছি।
    বঙ্গীয় আঁতেল সমাজের গার্জেনরাও কেউ নেই, যাঁরা একটা হাঁক পাড়লে তেমন ট্যাঁফোঁ আর কেউ করতো না। শঙ্খ ঘোষ নেই, সুনীল নেই - এঁদের মতামতের এমন একটা দাম ছিল যে কেউ তুশ্চু করে দিতে পারতো না একেবারে।
    অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগে সুনীলকেও লোকে হুলিয়ে খিস্তি দেয়। শঙ্খ ঘোষকে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল কেষ্টবাবু ছাড়া আর কেউ তেমন ইয়ে করেনি বোধয়।
    অমর্ত্য সেন তো দু'বেলাই গাল খান, উনি দেশের জন্য কী করেছেন, উনি দু'বার বিয়ে করেছেন, উনি ধনকুবেরের জামাই, উনি উনিজীর চরণে আত্মনিবেদন করেননি- এইসব অভিযোগে।
     
    • &/ | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮
    • এঁচোড় - বিরিয়ানি  বলে  দিলে  কি  রফা  হতে  পারে ?
     
    এইটাই তো ভয়ের, যে বাংলারই মাটিতে বাঙালারই ঐতিহ্য নিয়ে রফা করে পিঠ বাঁচানোর কথা ভাবার প্রয়োজনও নর্মালাইজড হয়ে যাচ্ছে।

    আরও যেন কী সব সুচিন্তিত মতামত ছিলাম, রইব্বার সইন্ধ্যাবেলা কিছু আর মনে পড়ে না। হায়।

    এদিকে আমেরিকায় যা চলছে মনে হচ্ছে ক'দিন পর ভারতীয় বুঝলে লোকজন ইঁট পাটকেল মারবে। অভিবাসনদপ্তর হুলিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে ইন্ডিয়ান ম্যান অমুক করতে গিয়ে ধরা পড়েছে, ইন্ডিয়ান ম্যান তমুক করতে গিয়ে ধরা পড়েছে। ভারতীয় ট্রাক ড্রাইভারের আইন ভাঙা, শপ লিফটারের ভিডিও হুহু করে ভাইরাল হচ্ছে। এদের সবার নিঃসন্দেহে যথাযথ শাস্তি হওয়া উচিত, কিন্তু ইঙ্গিতটা রেসিয়াল প্রোফাইলিঙের। ভারতীয়রাও সেসবে ধুঁয়ো দিচ্ছে।
    চারদিকে একটা ফ্যাচাখেউ অবস্থা।
     
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪541515
  • এই সাইটে যখন সকলেই নিক নিয়ে আসতেন, তখন কে কী কেন কোথায় কার কত বয়স কার কী আর্থিক পারমার্থিক অবস্থা কিছুই জানা যেত না। সেটা ছিল আদর্শ গণতান্ত্রিক সত্যযুগ। সকলেই সমান লেভেলে বসে তুমুল হৈ হৈ তর্ক বিতর্ক করতেন। :-)
  • &/ | 151.14.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯541514
  • জালিয়ানাওয়ালাবাগের জন্য নয় তো? ঃ-)
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:২১541513
  • @মানালি , কী একটা কারণে যেন নাইটহুড ফিরিয়ে দিয়েছিলাম। তাই আপাতত রমিত বলেই সম্বোধন করতে পারেন কিচ্ছুটি মনে করব না। 
    এ হল গুরু আর চণ্ডালের একাসনে পাশাপাশি বসবার ঠেক। তাই কোনো হায়ার্কি নেই, এসব স্যার ট্যার কাটিয়ে দিন নির্দ্বিধায়।
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৫541512
  • শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা একটানা পড়া যায় না। পড়া যায়, কিন্তু পড়ি না। কেননা, পরে কবিতা লিখতে বসলে নিজের সব কবিতাই শক্তির মতো হয়ে যায়। যা মুশকিলের!  এখানেই শক্তির সার্থকতা, পরবর্তী প্রজন্মের একজন সামান্য কবিতা লেখককেও অনায়াসে প্রভাবিত করতে পারেন তাঁর অসামান্য, বহুমুখী ভাষা দিয়ে! 
  • Manali Moulik | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯541511
  • pdf নেই !  যাহ্!  তবু অনেক ধন‍্যবাদ @রমিত স‍্যার।
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭541510
  • ইংরেজি বইটা আউট অফ প্রিন্ট, পিডিএফ নেই। বংলা অনুবাদ NBA তে পাওয়া যায় ১৩৫ টাকা দাম।  
  • Manali Moulik | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১541508
  • বলছি যে,  'The Stalin legacy ivory flawed but ivory still'  writer : Hiren Mukherjee 
    এই বইটির pdf কিছুতেই পাচ্ছি না। কোন্ সাইটে পাবো কেউ জানাতে পারেন? অথবা download করার link শেয়ার করলে ভীষণ উপকার হয়।
  • π | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৪541507
  • সব আই আই এম এর নিজস্ব ক্যান্টিনগুলো কি পিওর ভেজ করে দিয়েছে?  নাকি নির্দিষ্ট কিছুর?  আই আই টি দের কী দশা?  কয়েকটাতে তো বললে ওমলেট অন্তত দিতে দেখতাম আগে।  গেস্ট হাউসেও দেখি সেই দশা।
    আমাদেরও চালু করতে চেয়েছিল, প্রবল বিরোধিতায় পারেনি৷ 
     
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২541506
  • . | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২541505
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত