এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জয় | ০৪ আগস্ট ২০২৫ ১৭:২৮540839
  • কি টেস্ট ম্যাচ, কি সিরিজ! সিরাজের সিরিজ। লাস্ট ম্যাচে লাস্ট ম্যান স্ট্যান্ডিং- ব্লক করা বল গড়িয়ে গড়িয়ে উইকেটে।  ২০ রান, বড় দূর! এবারে ছ রান বাকী শেষ উইকেট-অবশ্যই সিরাজ!! সিনেমার স্ক্রিপ্টকে হার মানাবে!!! "লগান"এর তিনগুনা। রাবার রইল ইন্ডিয়ার
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৭:০৬540838
  • বুলেট  পয়েন্ট  করে  করে  গল্প  লেখা , সেও  ছিল  যেন এক   নবযুগ ।বুলেটের ছুটে  যাওয়ার  মতন  সব  গল্প । উফফ সে যে   কী  বিপ্লব !
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১৭:০২540837
  • আহা , আধখানা  মালপোয়া  ছিল , তাও হারালেন  কবি , খুবই  করুণ  কবিতা .
  • asim nondon | ০৪ আগস্ট ২০২৫ ১২:৩০540836
  • r2h 
    হ্যা, বিদ্যুৎস্পৃষ্ট হবে। টাইপিং মিসটিক! ধন্যবাদ।
     
    কবিতার পাঠক আজীবনই কম। আর আধুনিক কবিতা'র থেকে হাল আমলের উত্তরাধুনিকদের কবিতা বেশ অনেকটা জনবিচ্ছিন্ন ঘটনাই বটে। তবে এর ফিরিস্তি এইখানে দিয়ে কী হবে? 
     
    আপনি জানতে চেয়েছিলেন কতজন পাঠককে নাড়া দিলে কবিতা হবে? প্রশ্নটা বোধহয় এরকমই ছিল। এদিকে 'টুনির মা'কে দৃষ্টান্তমূলক বৌদ্ধিক প্রশ্নের মুখে টেনে এনেছেন। 
     
    জানি, এক শ্রেণির মানুষ আছে যারা 'টুনির মা'কে রুচির দূর্ভিক্ষ হিসাবে জাহির করতে চায়। তবে আমার মনে হয়, শিল্পসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিনোদন। এবং শুনতে রেসিস্ট লাগলেও এটা সত্য, রুচির ব্যাপারটা সমাজের বিভিন্ন কোণায় বিভিন্ন রকম। এমনকি রুচির ব্যাপারটা বয়সের সাথেও সম্পর্কিত। মানে ১৭/১৮ বছর বয়সে যে গানটা বারবার শুনতে মন চায়, যে কবিতাটা পড়তে মন চায় ; ৫০/৫৫ বয়সে সেগুলো আর আগের মতন আবেদন দেয় না। 
     
    আবার কাজী নজরুল এর 'বিদ্রোহী' যেমন আবেদন সৃষ্টি করে ; বিনয় মজুমদারের ভুট্টা-সিরিজ কিন্তু সেই একই আবেদন দেয় না। ভিন্নতা আছে। কোনো ব্যক্তির ২টাই ভালো লাগতে পারে, আবার কেউ কেউ বিনয়ের 'ভুট্টা' নাকচ করে দিতে পারে। যে ব্যক্তি 'ভুট্টা'কে নাকচ করে দিতে চায়, তাকে তো আমরা জোরপূর্বক ভুট্টা গেলাতে যাবো না।  
     
     
    সকল মাধ্যমের শিল্পেই শিল্পী'কে তার অনুভূতি প্রকাশে শিল্পমাধ্যমের প্রতি সৎ থাকা চাই। এটা শুধু কবিতার জন্য বললে চলবে না। তখন শুধু কবিতা সম্পর্কে বলাবলি চলছিল বলে কবিতার দিকটাই বলেছিলাম। 
     
    পাঠকের সংখ্যা দিয়ে হয়তো কবিতার সার্থকতা প্রমাণ করা সম্ভব নয়। তবে যদি কোনো কবিতা কোন ১জন পাঠককেও ভাবনার খোরাক জোগাতে পারে, তবে সেই কবিতাকে সার্থকই বলবো আমি! 
     
  • b | 14.139.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১২:২৩540835
  • না না খুবই যন্ত্রণার ব্যাপার কোবতে। 
     
    পূবদিকে মাঝরাতে ছোপ নিয়ে রাঙা 
    রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা 
    চট করে মনে পরে মটকার কাছে 
    মালপোয়া আধখানা কাল থেকে আছে (**)
    দুড় দুড় ছুটে যাই দূর থেকে  দেখি 
    প্রাণপণে  ঠোঁট চাটে কানকাটা নেকি 
    গালপোরা মুখে তার মালপোয়া ঠাসা 
    ধুক করে নিবে গেলো বুকভরা আশা 
     
    অন্তর্লীন প্যাথোস ভেবে দেখেছেন একবার ? 
     
    (** আর সুকান্তকে   নিয়ে আদিখ্যেতা করার আগে মনে রাখবেন, ওনার জন্মের আগেই রায় মশায় চাঁদ সংক্রান্ত মোক্ষম উপমাটি লিখে গেছেন ) 
  • Guruchandali | ০৪ আগস্ট ২০২৫ ১১:৩২540834
  • রমিত চট্টোপাধ্যায় | ০৪ আগস্ট ২০২৫ ১১:১০540833
  • আহা আগে একজন ছিলেন, গল্প লেখার সময় বুলেট পয়েন্টও দিয়ে দিতেন যাতে পাঠক পড়ার সময় আত্মমগ্ন হয়ে কোনও লাইন এড়িয়ে না চলে যায়। আর তেমনই সমস্ত গল্প। এমন অন্তর্ভেদী যে মনে হত যে বুলেট যেন ব্রেন ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। প্রায় 'বিদ্যুৎ-পৃষ্ঠ' হওয়ার মতোই ব্যাপার। 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১০:৩১540832
  • অনেক পাঠক  রেগে  যান।  একেই তো  কবিতা জিনিসটাই  খানিকটা  উৎপেতে ব্যাপার,  তার উপর  ব্র্যাকেটে  লিখে দেওয়া !!! :)
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১০:০৬540831
  • কিন্তু  পাঠকেরা  ওইভাবে  ব্র্যাকেটে  কবিতা  দেখে  .... 
  • &/ | 107.77.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ১০:০৪540830
  • ব্র্যাকেটে  এইভাবে  (কবিতা)  লিখে  দেওয়া  এই  সাইটেও  চালু  করতে  চলেছিলেন  কয়েকজন  দূরদর্শী  ক্ষুরধার 
  • kk | 2607:fb91:17ad:4ed7:d02a:7695:c2f2:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ০৯:৪৩540829
  • রঞ্জনদা,
    আমি নিজেও তো হাজারটা জিনিষ ভুলে যাই। এই কবিতাটা আমাদের ক্লাস টুয়েল্ভে পাঠ্য ছিলো। তাই মনে আছে। 
    কাল লিখেছিলেন কোনো কারণে মন চঞ্চল ছিলো। আশা করি সে সমস্যা শিগ্গিরি মিটে যাবে।
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০৯:২৪540828
  • Kk
    ধন্যবাদ ভুল শুধরে দেয়ার জন্য l আজকাল অনেক কিছুই ভুলে যাই,  নয়তো গুলিয়ে ফেলি
     l
    জয় 
    খানিকটা ঠিক l তবে সময় আড়াই ঘন্টা পিছিয়ে,  এটাও ফ্যাক্টর l
  • হাউশ | 151.197.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০৮:৪১540827
  • এরকম আর একটি কবিতা হাউশের কথা স্মরণে এল - কবিতা ঘন্টিকি! 
     
    কারা যেন ছাপিয়ে কলেজ স্ট্রীটে বেচতেন! তাপ্পরে সেসব তুলে দিয়ে বিখ্যাত হয়ে গেলেন! 
  • r2h | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪৯540826
  • এই লাইনটা শেষে জুড়তে ভুলে গেলাম।

    কবিতাপাঠ বিষয়ে, যদুবাবুর কবিতা নিয়ে লেখা আমার অতি ভালো লাগে। 'কবিতা, বিষয়ক' বিভাগ খুব হাউশ করে শুরু করা হয়েছিল, সে ধামাচাপা। ঐ বিভাগে যদুবাবুর লেখা বেরুলে খুব ভালো হত।
  • r2h | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪৫540825
  • @এত যন্ত্রনাফিলিয়া কেন, হ্যাঁ, সে তো বটেই। এই লাইনটা শুধু কবিতা ও সঙ্গীতের ক্ষেত্রে আমার সর্বক্ষণ মাথায় থাকে; আমার ব্যক্তিগত অনুভূতিতে ধ্রুপদী সঙ্গীত যেমন ব্যতিক্রমহীনভাবে কিছু বিষাদ বহন করে।
    কিন্তু সে তো হল এই হয়। আমার প্রশ্ন এইটাই কেন হবে, কিছু ফুর্তিবাজ কবি দরকার। গানের ক্ষেত্রে হয়, আমার যেমন এই নিয়ে ভাবতে গিয়েই বিহুর গান, ধামাইল - এইসব মনে পড়লো।

    তবে কবিতার ফর্ম, খাঁচা, কানেক্ট- ইত্যাদি প্রসঙ্গে একটা পুরনো গল্প বলে যাই।
     
     
    • r2h | ২৬ মে ২০২৩ ০০:২৮
    • ...
      আমার যে সে-ই বছর কবিতার বই বেরিয়েছিল, তো আমি বাড়িতে লোকজন এলে বুঝি না বুঝি না করে দুয়েক কপি বই বৈঠকখানায় কফি টেবিলের ওপরে নিচে ফেলে রাখতাম। একবার এক বন্ধু এসেছে, খুবই ঘনিষ্ঠ ছোটবেলার ভালো বন্ধু, ছোটবেলা থেকে আমার যথাসম্ভব ও যৎকিঞ্চিৎ সাফল্য সম্ভাবনায় উৎসাহ দিয়ে এসেছে এমন বিরল বন্ধু। টেবিলের ওপর বই দেখে বললও, ও এইটাই সেই বই, ফেসবুকে দেখেছি, খুব ভালো খবর, অভিনন্দন, শুভেচ্ছা, বন্ধুগর্ব ইত্যাদি।
      তারপর জিজ্ঞস করলো এটা কীসের বই?
      -কবিতার

      - (তিনের পাতা খুলে চোখ বুলিয়ে) - ইয়ে, এটাও কি কবিতাই?
      - (আমতা আমতা) হ্যাঁ

      - (আর দুয়েক পাতা পর) - এটাও কবিতা?
      - (আরো আমতা আমতা) হ্যাঁ

      - (পুণরাবৃত্তি)

      তাহলেই দেখুন, প্রকাশনা কর্তৃপক্ষ যদি বুদ্ধি করে প্রতি পাতার ওপরে ব্র‌্যাকেটে কবিতা লিখে দিত, তাহলেই আমার ঐ অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না।
      তবে তার পর থেকে আর আমি আলগোছে বই ফেলে রাখতাম না।
  • সনাতন | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০৫:২০540824
  • অরণ্যদাকেও থ্যাংকিউ!

    তবে এইটা আমার একটা দ্বিধা, লেখাপত্রের প্রশংসা শুনলে কেমনভাবে রেসপন্ড করা উচিত। ভালো কথা শুনলে ভালো লাগে এতে কোন গোল নেই। কিন্তু লেখালিখির ব্যাপারে একটু নৈর্ব্যক্তিক থাকা ভালো, এমনটাও আমি মনে করি। আবার কিছুই যদি না বলি, তাহলে সবাই ভাববে ব্যাটার তো ভারি গুমোর হয়েছে।

    তবে সে যাই হোক আপনারা প্রশংসা করতে দ্বিধা করবেন না যেন।
  • জয় | ০৪ আগস্ট ২০২৫ ০২:৪১540823
  • রঞ্জনদা, নিশীথ সূর্যের দেশে গেছেন- সূর্য অস্ত যাচ্ছে না বলে ঘুম আসছে না বুঝি
  • aranya | 2601:84:4600:5410:8541:8a89:5d68:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ০২:১৬540822
  • সনাতনের কবিতা অতীব উপাদেয় 
  • kk | 2607:fb91:17ad:4ed7:d02a:7695:c2f2:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ০২:০৪540821
  • অ্যাঁ,কী বলেন?! এটা তো পি বি শেলীর। টু দ্য স্কাইলার্ক!
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০১:৪৭540820
  • এই,  এটাই l সম্ভবত জন keats.  Ode to melancholia অথবা Ode to Nightingale. 
     
    এই লাইনটা কিছুতেই মনে পড়ছিল না l
  • এত যন্ত্রনাফিলিয়া কেন | 151.197.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০১:২৫540819
  • "Our sweetest songs are those of saddest thought."
  • সনাতন | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০১:০৮540818
  • কেকেকে ধন্যবাদ। আমি তো তাই বলি, আমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল।
  • পাপাঙ্গুল | 2406:7400:98:fcaa:adfc:ec10:ef08:***:*** | ০৪ আগস্ট ২০২৫ ০১:০৪540817
  • কবিতা আর নাটক সাহিত্যের সবথেকে পুরোনো ফর্ম বলে এদের কাঠামোতে বহুদিন ধরে কিছু বাধ্যবাধকতা আছে। অনেকে মনে করেন কবি হতে গেলে সেই কাঠামোয় অনুশীলনের প্রয়োজন। উল্টোদিকে অনেকে ছন্দের কাঠামোয় পরিশ্রম করতে চান না।
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০১:০৪540816
  • পাপাঙ্গুলের সঙ্গে একমত।
     এই পাঠকের সঙ্গে কানেক্ট করতে পারাটা যেকোন শিল্পেরই সার্থক হওয়ার অন্যতম কমন শর্ত। 
     
     
    কেকে এবং অসীম নন্দন,
     
    সুন্দর ভাবে শুরু করেছেন।
    আলোচনাটা এগিয়ে নিয়ে যান।
     
    কেকে
     
    আড্ডা দেয়ার সময় তুমি বলব।
    তর্ক বিতর্ক আলোচনার সময় 'আপনি'। নৈর্বক্তিক! ঃ)))
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০১:০০540815
  • হুতো,
    বলেছি তো, জনপ্রিয় মানেই বাজে কবিতা এমন নয়।'
     
    শক্তি চাটুজ্জে শক্তিমান কবি।
    আমার মতে কবি হিসেবে সুনীলের চেয়ে বড়ো।
     
     সুনীলের জোর দেখি গদ্যে।
    আবার সুনীলের বেশ কিছু ভাল কবিতা আছে। ১৯৬৯ সালের শারদীয়া দেশ কবিতায়  বেরিয়েছিল সুনীলের 'কবির মৃত্যু'।
    লোরকার হত্যা নিয়ে প্রেরণা।
    কিন্তু ভাল কবিতার গুণের একটি-- উপলক্ষকে অতিক্রম করে সার্বজনীনতার দিকে যাওয়া--এর মধ্যে পুরোপুরি বর্তমান।
  • r2h | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০১:০০540814
  • মহারাণীর যন্ত্রনা যে উনি বোঝেননি সেটা আমি বুঝবো কী করে?
    আর বিশ্বে সব ঠিকঠাক, সে তো চমৎকার কথা। আমার আরশোলা সিরিজে যেমন আমি বলতে চাই, হে মানবজাতি, এতে আঁকুপাঁকু কোরো না, একটু রোসো।
  • r2h | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০০:৫৮540813
  • অসীমবাবু, আপনি বোধয় বিদ্যুৎস্পৃষ্ট লিখতে চাইলেন।
    মানে, পাঠকের পিঠে বাজ পড়লে তো মুশকিল।
  • r2h | 134.238.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০০:৫৮540812
  • পাঠককে কানেক্ট করার ব্যাপারে একটা খটকা আমার লাগে। অন্তত আধুনিক কবিতা তো শুরু থেকেই কিছুটা একটেরে - সংখ্যাগুরু লোক চিরকালই বলেন এই সব আপদের গুষ্টি দুর্বোধ্য ভাট লেখে। তাদের অকানেক্ট কি একেবারে ফেলনা?
    তো, কতজন পাঠকের সঙ্গে কানেক্ট করতে হবে তার কোন কাট অফ সংখ্যা, ক্রিটিকেল মাস, ব্রেক ইভেন - এরকম আছে কিনা!

    টুনির মা- যেমন, যন্ত্রনা টন্ত্রনা আছে, আবার লক্ষ লক্ষ লোকের সঙ্গে কানেক্টও করেছে। কবিতা না, যদিও, গান; কবিতায় কিছু খুঁজে পাচ্ছি না।
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০০:৫৩540811
  • ঠিক জায়গায় ধরেছ।
     
    কনটেন্ট নিয়ে আপত্তি নেই। কিন্তু মহারাণীর সাম্রাজ্য হারানোর যন্ত্রণা যদি নিজে না অনুভব করি তাহলে সেটা মহারাণীর ভাট হয়ে যাবে।
    আর টেনিসনের কবিতায় যন্ত্রণা কোথায়? বরং এই বিশ্বে সব কিছুই ঠিক ঠাক চলছে--এমন ভাব। ওনার কবিতায় সাম্রাজ্যের সংকট? 
    আমি দেখতে পাই নি। 
     
    যেমন উপন্যাসে তলস্তয়, নিজে রাশিয়ার ওপরতলার লোক। কিন্তু অবক্ষয় ও পচন দেখতে পাচ্ছেন। জীবনে অনুভব করেছেন। তাই ওয়ার অ্যান্ড পীস এবং আনা কারেনিনা সেসময়ের খবরের কাগজের রিপোর্ট না হয়ে মহান সাহিত্য হয়।  দর্পণ হয়।
    আবার অনেক বামপন্থী সাহিত্যিকের রচনা --কবিতা ও গদ্য-- শ্রমিক কৃষকের জীবনের সঙ্গে ধারণাটি দলের চোথা পড়ে লেখা।
     তারমানে এই নয় যে যান্ত্রিক ভাবে গিয়ে কয়দিন কুলিমজুরে ধাওড়াতে গিয়ে থাকলে বা চাষির সঙ্গে খেতে নেমে ধান কাটলেই ভাল বামপন্থী সাহিত্য লেখা যাবে।
     সে চেষ্টাও হয়েছে। 
    বড়া কমলাপুরের কৃষক আন্দোলনের সময় উদ্দীপিত গোপাল হালদার মানিক বন্দ্যোকে বললেন ওই এলাকা গিয়ে দেখে আসতে। মানিক গেলেন না। তবে তার আগে সুন্দরবন এবং আরও কিছু জায়গায় এঁদের সঙ্গে গিয়ে গ্রাম দেখার অভিজ্ঞতা আছে। ছোট বেলায় বাবার বদলির চাকরির সুবাদে  বহু প্রত্যন্ত এলাকায় ঘুরেছেন।
    সেই সব মিলে জারিত হয়ে লেখা হোল "ছোট বকুলপুরের যাত্রী" ও "হারাণের নাত জামাই"য়ের মত গল্প। অথচ পার্টির নির্দেশ মেনে বারবার গ্রামে যাওয়া গোপাল হালদারের  হাত দিয়ে ভাল লেখা তেমন বেরোল কোথায়? "একদা" উপন্যাস ছাড়া? প্রবাসী লেখক নয়, খাস বাংলায় একটা "ঢোঁড়াই চরিত মানস" বা  হিন্দি ফণীশ্বর নাথ রেণুর "ময়লা আঁচল" এর সমকক্ষ কোন গদ্য কোথায়?
     
    তারাশংকরের হাঁসুলী বাঁকের মত গ্রামসমাজের অন্ত্যজদের নিয়ে লেখা উপন্যাস বামপন্থীদের কলমে?
     
    এসব সবাই জানি।
    বলতে চাইছি কোন ব্যক্তিবিশেষ তাঁর সামগ্রিক দর্শন ও কল্পনার জোরে এইসব সীমাকে অতিক্রম করে যান।
     
    ধ্যেৎ , বকবক করতে করতে কবিতা ছেড়ে কোথায় চলে গেছি? আজ কিছু ব্যক্তিগত কারণে মন চঞ্চল। তাই বড্ড বেশি ভাট বকছি।
     
    কবিতা আমার মতে বিন্দুতে সিন্ধু দর্শন করা। অনেকটা ধ্যানের মধ্যে দিয়ে কাব্যরূপ মেটাফর শব্দের রূপকল্পকে ধরতে যাওয়া। না, কোন স্পিরিচুয়াল অর্থে ধ্যান বলছি না। কাব্যচিন্তাটি মনে কেন্দ্রীভূত হয়ে নাওয়া খাওয়া ভুলিয়ে অন্য দুনিয়ায় নিয়ে যায়। সমান্তরাল ভাবনাবিশ্ব গড়ে তোলে --সেই কথা বলছি। 
     
    আর দুঃখ? সমস্ত আনন্দের কোর লেভেলে দুঃখা আছে-- হারিয়ে ফেলার ভয়। শেষ হয়ে যাওয়ার ভয়।
     
    যেমন দুর্গাপুজো এলেই আমার মনে বিসর্জনের ঢাক বেজে ওঠে। 
    "নবমী নিশি রে! তোর দয়া নাই রে"?
     
     
    কীটস যেমন মেলাঙ্কোলিকেই ভবিতব্য মেনে দুখের মধ্যেই আনন্দ খোঁজেন। 
    ভারতে গৌতম বুদ্ধের ফার্স্ট প্রিন্সিপল--জগত দুঃখময়। 
    রাধাকৃষ্ণন বৌদ্ধদর্শনের প্রারম্ভ  হিসেবে বলছেন-- টিরানি অফ পেইন। দুঃখের স্বেচ্ছাচার। 
     
    আমি হেলসিংকিতে, কোলকাতা থেকে সময় আড়াই ঘন্টা পিছিয়ে। এবার বোধহয় ঘুম না আসায় ভাট বকছি--বুড়োদের স্বভাব।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত