এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2a0b:f4c0:16c:11::***:*** | ১২ মে ২০২৫ ০৯:০৬538108
  • নজরুলের লিখা টুইকা নোবেল পাইছে, তারে লইয়া ফুটানি কত!
    কি করবি কইরা ল।
  • ধোরবা | 23.106.***.*** | ১২ মে ২০২৫ ০৯:০১538107
  • বালের কবি রবীন্দ্রনাথ। নে:, তোর মহাকবির আন্তর্জাতিক খ্যাতিতে মুতে দিলুম। নোবেল কমিটিতে এফআইআর করগে চুতিয়া।
  • &/ | 151.14.***.*** | ১২ মে ২০২৫ ০৮:২০538106
  • এই যে ডাইনে বাঁয়ে এত সব খবরাখবরের বন্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক কিছুই তো বোঝা যায় না! খুব বড় বড় সংস্থাও শোনা যাচ্ছে মিলিয়েমিশিয়ে যা তা দিয়ে যাচ্ছে! লোকে কী করবে? সবাই গদিতে ...
  • র২হ | 2600:6c5a:15f0:1f40:9c35:4868:abf9:***:*** | ১২ মে ২০২৫ ০৮:০২538105
  • যাক তাও একটু নতুন বিশেষনের স্টক এসেছে, অন‍্য ভাষাই সই।
    চলুক চলুক। 
  • দীপ | 2402:3a80:198b:84e9:678:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৭:৫৭538104
  • The shameless scoundrel is constantly propagating baseless propaganda! Tirelessly, the scoundrel is performing his duty!
  • র২হ | 2600:6c5a:15f0:1f40:9c35:4868:abf9:***:*** | ১২ মে ২০২৫ ০৭:৫৪538103
  • কলের মিস্তিরি লাগবে। লিক করছে, থামছেই না।
  • দীপ | 2402:3a80:198b:84e9:678:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৭:২২538102
  • পূর্বপ্রজন্মের ঋণশোধ না করে কেউ  এগোতে পারেনি। আর আমরা ঋণশোধ তো দূরস্থান, তাঁদের নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা লিখে চলেছি! 
     
    নিন্দা পাপ, মিথ্যা নিন্দা আরো পাপ, আরো স্বজাতির মিথ্যা নিন্দার মতো পাপ অতি অল্প‌ই আছে!
  • দীপ | 2402:3a80:198b:84e9:678:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৭:১৭538101
  • শুধু তাই নয়, যে রবীন্দ্রনাথ দেনাপাওনা লিখেছেন, তাঁকেই তিন মেয়ের বিয়েতে পণ দিতে হয়েছে, সেজ মেয়ের জামাইকে বিদেশে পড়ানোর খরচ দিতে হয়েছে!
    সমসাময়িক সমাজকে কেউ অস্বীকার করতে পারেনা, স্বয়ং মহাকবিও পারেননি! 
     
    অবশ্য মিথ্যা প্রোপাগান্ডা লেখা ধান্দাবাজদের বৈশিষ্ট্য! তাই  ধান্দাবাজ বিশু আর দেবোত্তম লেখে বঙ্কিমের জন্য দেশভাগ হয়েছিলো! বঙ্কিম তো নোয়াখালীতে দাঙ্গা করতে গিয়েছিলো!
     
    তাই শূকরশাবক বঙ্কিমের শ্রাদ্ধ করে, মনুসংহিতা নিয়ে কান্নাকাটি করে। কিন্তু সন্দেশখালি থেকে ধুলিয়ান;  বিপ্লবীর গলায় একটা শব্দও শোনা যায়না! 
    এদের জানোয়ার বললে জানোয়ারের অপমান করা হয়!
  • দীপ | 2402:3a80:198f:b842:878:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৭:০৬538100
  • এ প্রসঙ্গে আরো একটি কথা জানিয়ে রাখি। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রথম পর্যায়ে শুধুমাত্র হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের জন্য নির্দিষ্ট ছিলো। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
    শুধু তাই নয়, প্রথম পর্যায়ে আরো অনেক নিয়ম ছিলো। ব্রাহ্মণ ও অব্রাহ্মণ ছাত্ররা ভিন্ন পঙক্তিতে বসতো, ব্রাহ্মণ ছাত্ররা অব্রাহ্মণ শিক্ষকদের শুধু নমস্কার করতো, প্রণাম করতো না। 
    রবীন্দ্রনাথের মতো অসামান্য ব্যক্তিত্বকেও এসব মেনে নিতে হয়েছিলো। এসব কিন্তু বিদ্যাসাগরের চল্লিশ বছর পরের ঘটনা।
    আসলে কোনো ব্যক্তিকে বিচার করতে হলে তদানীন্তন সমাজের পরিপ্রেক্ষিতে বিচার করতে হয়, সামাজিক পরিস্থিতি অস্বীকার করে বিচার করা যায়না! 
    অবশ্য ধান্দাবাজ মিথ্যাবাদী সেটাই করে বেড়ায়!
  • দীপ | 2402:3a80:198f:bdc7:878:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৬:৫৮538099
  • কথা তো অনেক আগেই জানা হয়ে গেছে। 
    রামমোহন জমিদার শ্রেণীর প্রতিনিধি, বিদ্যাসাগর বুর্জোয়া শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠাতা, বঙ্কিম হিন্দুত্ববাদী, সুভাষ ফ্যাসিস্ট! 
    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকবিকে নিয়ে নোংরামো করতে গেলে বিপদ আছে, তাই সেটা খুব একটা কেউ করেনা! তবে বাংলাদেশের মৌলবাদী শক্তি সেটাও করে!
  • দীপ | 2402:3a80:198f:bdc7:878:5634:1232:***:*** | ১২ মে ২০২৫ ০৬:৫৩538098
  • বিদ্যাসাগর মুসলিম সমাজ নিয়ে কোনো কথা বলতে গেলে বিদ্যাসাগরের মুণ্ডু নিয়েই টানাটানি শুরু হয়ে যেতো।  এসব তো একটু মনে রাখা দরকার।
    বেগম রোকেয়াকে মেয়েদের স্কুল খুলতে গিয়ে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছিলো। আজও বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী বেগম রোকেয়াকে কুৎসিততম ভাষায় গালাগালি দেয়। হুমায়ূন আজাদের উপর আক্রমণ হয়েছিলো, হুমায়ূন আজাদ দেশ ছেড়ে পালিয়ে যান। একের পর এক ব্লগার খুন হয়েছেন। 
    যদিও এসব নিয়ে বিশু নন্দী আর তার সহযোগীরা একটি কথাও বলেনা!
     
    ভণ্ড একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে, অন্যদিকে ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে। মনুসংহিতা নিয়ে কান্নাকাটি করে, কিন্তু শরিয়তী আইন চায়!
  • r2h | 134.238.***.*** | ১২ মে ২০২৫ ০৫:২১538097
    • &/ | ১১ মে ২০২৫ ২১:২১
    • এই সাইটেই তো এককালে একদল করতেন  এইসব।   ... গগন না কার যেন গান ..
     
    গগন না কার যেন মানে? কী সর্বনাশ, গগন হরকরা তো বাংলা গানের ইতিহাসে খুবই মেজর লোক। আমার সোনার বাংলা সহ কী কী গান গগন হরকরার সুরে।
    এবার সেটাকে কে কী ভাবে দেখছে সেটা ব্যাপার। রবীন্দ্রনাথ পাশ্চাত্যেরও অনেক গানের সুরে গান করেছেন, সেসব নিয়ে কোন গোল নেই। রবীন্দ্রনাথ বিপুল পরীক্ষা নিরীক্ষা করেছেন, দেশ বিদেশের সুর শুনেছেন, নিয়েছেন, প্রয়োগ করেছেন।স্বরলিপিতে বিলাতি আশ্রিত মাদ্রাজী ভাঙা- এইসব লেখাই থাকে। তারকার মুখে হাউই ছাই দেয়, সে নতুন কিছু না। কিন্তু তার জন্য গগন হরকরাকে তুশ্চু কে যেন গগন বানিয়ে দেওয়া ভালো কথা না।

    এবার রইল ঠাকুরদা। বিশ্বেন্দুবাবুর স্কুল, এলেবেলে এট আল এই জিনিসগুলি খুঁড়ে তোলেন, লেখালিখি করেন - তাঁদের অবস্থানের সঙ্গে আমি একমত না হলে, তথ্যের দিক দিয়ে তাঁরা কাঁচা কিছু করেন না, এবং কঠিন পরিশ্রম করেই ইতিহাস খনন করেন। কলোনীর স্বার্থে ইওরোপকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা ও দর্শন নির্মানের প্রকল্পে আমাদের প্রাতঃস্মরণীয় আইকনরা প্রায়শ ক্রীড়নক হয়েছেন, সেটা তর্কসাপেক্ষ হলেও, বলা যায় না তা নয়। উনবিংশ শতকের কলকাত্তাই বাবু কালচার, যা নিয়ে আজকের বাঙালী বনেদী বলে নালেঝোলে হয়, তার অন্ধকার দিকটা ভুলে যাওয়াও কাজের কথা না।
    এটাও বলতেই হয় যে আমরা বলি বিদ্যাসাগর বাঙালীর রক্ষাকর্তা কারন তিনি বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন, আর বলার সময় বিপুল সংখ্যক বাঙালী মুসলমানদের কথা বেমালুম ভুলে যাই - আর এই ভুলে যাওয়ার মধ্যে তথাকথিত ধর্মনিরপেক্ষ উদার ইনক্লুসিভ বাঙালী মননের ভেতরকার ছুঁচোর কেত্তনটা চোখে পড়ে, সেটাও অস্বীকার করার জায়গা নেই।

    তো, এই তর্কটা অনেকবার হয়েছে, যে তথ্যের ইন্টারপ্রিটেশনের জন্য হাজারটা পারিপার্শ্বিক বিচার করতে হয়, বিদ্যাসাগর বা হিন্দু স্কুল বা কার টেগোর কোং না হলে কী হত। এইসবই পলাশীর যুদ্ধের পরের ব্যাপার, ইওরোপকে এড়াতে চাইলে ব্যাপারটা সুবিধের হত বলে মনে হয় না, আবার এশিয়ার অন্য কিছু দেশ দেখে মনে হয় হতেও তো পারতো, কে জানে।
    সে যাই হোক, প্রশনগুলি তর্কসাপেক্ষ হলেও কূট, প্রশ্ন নেই, তা না, আর যদি মনে হয় প্রশ্ন নেই, সেটাও যুক্তি দিয়ে বিস্তারে না বললে তো কেউ মানবে না।
  • r2h | 134.238.***.*** | ১২ মে ২০২৫ ০৫:০১538096
    • :|: | ১২ মে ২০২৫ ০০:৫৭
    • ...খুড়ার পর একটি "আপন" ...
     
    তা ঠিক, আপন ভাড়াটিয়া ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া ভালো!
  • r2h | 134.238.***.*** | ১২ মে ২০২৫ ০৪:৫৯538095
    • অতীতের 'আমি ' কে একেবারে ঘুম পাড়িয়ে দেওয়া | ১১ মে ২০২৫ ২২:৪৭
    • ...
     
    এইটা অনেক্দিন ধরেই লিখবো ভাবি। কিছু ঝগড়াঝাঁটি ছিল বলে জানি, আমি দেখিনি, ২০০৭-০৮ এর আগেরই হবে, সুদূর অতীতের ব্যাপার। সেসব ঝগড়ার কুশীলবদের সকলেরই নানান পরিবর্তন হয়েছে,যাদের সেসময় গুরুর কর্মকাণ্ডে অপরিহার্য মনে হত তাদের কেউ কেউ এখন গুরুর নামে কুচ্ছো রটিয়ে বেড়ান, অধিকাংশ তো স্বনামে এই সাইটে আর আসেনও না। তো ঐ অতীত কচলে কোন লাভ আছে কি? নেহাত ব্যক্তিগত খারাখারি থাকলে মিটিয়ে নিন না। আর নাহলে কাটিয়ে দিন। এ কি রেকারিং ডেসিমেল?
     
    খুবই গোলমেলে স্পর্শকাতর বিষয়, সব কনটেক্স্ট জানিও না, অনেকদিন ধরে লিখবো লিখবো ভেবে থেমে যাই, তো আজ লিখেই ফেললাম। ক্ষুদ্র জীবন, দশকাধিক পেরিয়ে গেছে, এবার না হয় থাক?

    এই বিষয়ে আমি আর কোন উত্তর প্রত্যুত্তর ইত্যাদিতে অংশ নেবো না। 
  • :|: | 2607:fb90:bd8a:22ec:a130:d3f6:fb33:***:*** | ১২ মে ২০২৫ ০০:৫৭538094
  • ২১টা ০৭ -- "রবীন্দ্রনাথের ন'পিসের সেজো খুড়ার ভাড়াটিয়ার ভাইপো যে মিথ্যাবাদী কুটিল ডুবুরি ও লোভী ছিলেন" মনে হচ্ছে খুড়ার পর একটি "আপন" দিলে ব্যাপারটা আরও একটু গ্রহণযোগ্য হবে। 
  • . | ১১ মে ২০২৫ ২৩:১৯538093
  • ট্রোলপোস্টের জন‍্য একটা টই খুলে দিলে ভালো হয়, টাকাপয়সার হিসেব ঠিকঠাক থাকবে, নইলে ঐ নিয়ে আবার কামড়াকামড়ি করবে ট্রোলগুলো। 
  • . | ১১ মে ২০২৫ ২৩:১৬538092
  • ওরা ট্রোলিং পোস্ট প্রতি দশ টাকা করে পাবে বলে আসছে অ‍্যান্ডর। সঙ্গে বকশিস ও দেবো বলেছি তো। চরম অর্থাভাবে ভুগছে, এটুকু বোঝো।
  • &/ | 107.77.***.*** | ১১ মে ২০২৫ ২৩:০২538091
  • দিন নেই রাত নেই অতন্দ্র ট্রোল  ওঁৎ পেতেই থাকে।  :)
  • &/ | 107.77.***.*** | ১১ মে ২০২৫ ২৩:০১538090
  • বলতে না বলতে সেই ট্রোলটি হাজির । এত ডেডিকেটেড দাস পাওয়া সত্যিই  সোজা কথা না 
  • অতীতের 'আমি ' কে একেবারে ঘুম পাড়িয়ে দেওয়া | 51.159.***.*** | ১১ মে ২০২৫ ২২:৪৭538089
  • অভিজ্ঞতা কি আপনারও নেই? এককালে যেসব খিস্তিখাস্তা করতেন, তাতে সাইট ধুতে হতো। তারপর রসকলি কেটে বৈষ্ণবী হলেন। তুবও বিড়ালতপস্বী ভাবটা মাঝে মাঝে উঁকি মারে। আপুনার আমিকে ঘুম পাড়িয়ে দেবা কঠিন বটেক। দেখুন স্যাঙাত কেচ্ছাকচ্ছপটি এসে কী ফুটোময়ী মতামত দেয়।
  • b | 117.238.***.*** | ১১ মে ২০২৫ ২১:২৯538088
  •  
    সুরটা একই । তা ওনার অনেক গানের সুরই অনেকের থেকে নেওয়া । চুরি বলব না অনুপ্রাণিত বলব সেটা সম্ভবতঃ শ্রোতার  প্রেক্ষিতের উপরে। 
  • &/ | 107.77.***.*** | ১১ মে ২০২৫ ২১:২৬538087
  • কেকে, এই  ব্যাপারটা খুব আশ্চর্য লাগে। অতীতের 'আমি' কে একেবারে ঘুম পাড়িয়ে দেওয়া যে সম্ভব, সেই ব্যাপারটা। হয়ত নিজস্ব অভিজ্ঞতা  ছাড়া বোঝা সম্ভব না।
  • &/ | 107.77.***.*** | ১১ মে ২০২৫ ২১:২১538086
  • এই সাইটেই তো এককালে একদল করতেন এইসব। কোথায় তাঁর  ঠাকুদ্দা কী যেন কী কীর্তি করতেন, কোথায় তিনি নাকি গান চুরি প্রবন্ধ ইত্যাদি চুরি .... আর ও আছে ... গগন না কার যেন গান ..
  • r2h | 208.127.***.*** | ১১ মে ২০২৫ ২১:০৭538085
  • রবীন্দ্রনাথ লোভী ছিলেন কিনা তা বলা মুশকিল, হওয়ার সম্ভাবনা খুবই কম বলেই মনে হয়, জমিদারি সংক্রান্ত কার্যকলাপ দেখে। তবে শান্তিনিকেতনের জন্য টাকা কড়ির প্রয়োজন তো খুবই ছিল, নোবেলের টাকা থেকে শুরু করে অসুস্থ শরীরে দেশ বিদেশে বক্তৃতা দিয়ে বেড়িয়ে টাকা পয়সা জোগাড় করার ব্যাপার তো ছিল।
    এসব বিজ্ঞাপন করে অর্থলাভ হতো কিনা তা জানি না- তখন তো আর এখনকার মত ছিল না; স্বদেশী শিল্পের পৃষ্ঠপোষতার ব্যাপারও ছিল।

    তবে এসব তর্কে ঢোকার কোন মানে হয় না। হাজার গণ্ডা তথ্য প্রমাণ দলিল দস্তাবেজ তমসুক একরারনামা তুলে এনে রবীন্দ্রনাথ একেবারে খাঁটি সত্যবাদী সরল সাঁতারু ও নির্লোভ ছিলেন প্রমান করে দিলেও উনি রবীন্দ্রনাথের ন'পিসের সেজো খুড়ার ভাড়াটিয়ার ভাইপো যে মিথ্যাবাদী কুটিল ডুবুরি ও লোভী ছিলেন সেই তর্ক উপস্থাপন করবেন।
  • নাহ | 2a0b:f4c2::***:*** | ১১ মে ২০২৫ ১৬:০২538084
  • ইচ্ছে করছে না।
  • অরিন | 2404:4404:4405:700:3aba:f8ff:fe54:***:*** | ১১ মে ২০২৫ ১৪:২৫538082
  • @রঞ্জনবাবু ,"আজকে দেখছি পাগলের অব্যর্থ ঔষধ, গোত্রের কোম্পানির ভেজিটেবল সাবান এসবের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং এক লাইন প্রশংসা।
     
    প্রমেয়: রবীন্দ্রনাথ লোভী ছিলেন।  টাকার লোভে শস্তা বিজ্ঞাপন করতেন। 
     
    এ বিযয়ে কারও কাছে কোন তথ্য আছে?"
     
     
    রঞ্জনবাবু এ হচ্ছে যাকে বলে অবোধের গোবধে আনন্দ | আমার মতে এদের কাটিয়ে দেয়াই সুপ্রশস্ত |
     
    রবীন্দ্রনাথ গোদরেজ কোম্পানির "চাবি" সাবানে ছবি দিয়ে প্রশংসা করে বলেছিলেন যে যেকোনো বিলেতি সাবানের চেয়ে ভালো | সে তো স্বদেশী আন্দোলনের সময় এবং শুধু রবীন্দ্রনাথ কেন অ্যানি বেসান্ত, চক্রবর্তী রাজাগোপালাচারী এরাও তো সে সাবান endorse করেছেন; দেখুন না এই লেখাতে কি বলছে
     
    https://www.getbengal.com/details/worlds-first-vegetarian-soap-ad-with-rabindranath-tagore-as-model-raised-furor-like-tanishq-ad
     
     ১৯৪১ এ রবীন্দ্রনাথের মৃত্যুর  পর লীলা চিটনিসকে  গোদরেজ এর সাবান যেমন  লাক্স এর সাবানের বিজ্ঞাপনে দেখা যেত, আরো পরে আপনার মনে থাকতে পারে যে বিনোদ খান্না সিনথল এর বিজ্ঞাপন করতেন এমনকি ইমরান খান অবধি সাবানের বিজ্ঞাপন দিয়ে গেছেন |
     
     
    তা এরা কি সবাই পয়সার লোভে বিজ্ঞাপন দিতেন না বিজ্ঞাপন দাতাদের ও একটা ব্যাপার থাকতো ? এ তো মার্কেটিং এর ব্যাপার মশাই, খামোকা রবীন্দ্রনাথ কে টেনে আনার কি হলো বুঝিনা

    :-)  
  • PRABIRJIT SARKAR | ১১ মে ২০২৫ ১৪:০৬538081
  • রবীন্দ্রনাথ উপরোধে ঢেঁকি গিলতেন। কেউ এসে একটা পান বা মিষ্টি খাইয়ে অনুরোধ করতেন এক লাইন প্রশংসা লিখে দিতে। উনি লিখে দিতেন। সৌমিত্রের মত জ্যোতিষ বা কাচ্ছি ঘানি সর্ষের তেলের বিজ্ঞাপন করতেন না।
  • b | 117.238.***.*** | ১১ মে ২০২৫ ১৪:০৫538080
  • হ্যাঁ (সম্ভবতঃ ) বিশ্বভারতীর দায়ে অনেক কিছুই করতে  হয়েছে .
    পাগলের মহৌষধ নিয়ে ওনার বক্তব্য ছিল :"আমি ইহার উপকার সম্পূর্ণ রূপে জ্ঞাত আছি " । 
  • Ranjan Roy | ১১ মে ২০২৫ ১৩:২০538079
  • *গোদরেজ কোম্পানির 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত