@PRABIRJIT SARKAR কয়েকটি তথ্যগত অসঙ্গতি আছে।
১) Anglo Saxon দুনিয়ার, বিশেষতঃ মার্কিন যুক্তরাষ্ট্রে, বিংশ শতকের গোড়া থেকেই ইহুদীদের অর্থনৈতিক আধিপত্য স্থাপিত হয়ে এবং মার্কিন সমাজের সমস্ত রন্ধ্রে গেঁড়ে বসে আছে। অতএব Balfour Declarationএর পর ইউরোপ থেকে নির্বাসিত বা Levant অঞ্চলের স্থানীয় ইহুদীদের জন্য মার্কিনীদের সহানুভূতি ও সাহায্য অমিত এবং এক অমোঘ সত্য যার ব্যত্যয় অসম্ভব। ইসরায়েল মার্কিনীদের সাহায্য পেয়েছে পাচ্ছে এবং পাবেই। ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য প্রথম তিনটে বড় যুদ্ধ মার্কিন ও ব্রিটিশ অস্ত্রে লড়েছে।
২) আরব বহু প্রকার। উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্ত থেকে আবু ধাবি, সবখানেই আরব। কিন্তু Tunisia, Algeria এর আরবের আচার ব্যবহার, সমাজ, রাজনীতি Egypt, Syria, Lebanon, Palestine Jordan, Yemen এর আরবের থেকে ভিন্ন। আবার Saudi, Khaleeji আমিরাতীরা আরেকরকম। আপনি কোন আরবদের কথা বলছেন। আজকের দিনে উত্তর আফ্রিকার আরবা আমাদের পরিভাষায় মুক্তমনা পরিশীলিত। Saudiরা কট্টর ইসলামপন্থী , মোটামুটি শিক্ষিত, পয়সা চেনে এবং ব্যবসায় মাথা খেলাতে পারে। Khaleeji Amirati গুলো মাথামোটা, অশিক্ষিত, কট্টর, টাকার Tyrannosaurus Rex. ব্যবসা আর টাকার স্রোত অক্ষুন্ন রাখার জন্য মার্কিনীদের চটি চাটে। বাকি রইল Levantine আরব যথা Syria Lebanon, Jordan আগে মুক্তমনা ছিল, এখন মার্কিনী baseball মাথায় লেগে চোট পেয়ে উন্মাদ হয়ে গেছে। Yemen, Palestine বরাবর ঔপনিবেশিক অত্যাচারের শিকার, এখন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। সুতরাং মার্কিন ইসরায়েলী অমৃতযোগে Palestine মায়ের ভোগে। আজ নয় কাল নয় তরশু।
৩) এই Levantine আরবগুলো মাথামোটা। যুদ্ধবিদ্যার কিছু বোঝেনা, গুপ্তচর মারফৎ খবর সংগ্রহের বিদ্যা জানেনা, অস্ত্রশস্ত্র ব্যবহারে একেবারে অগামার্কা। ইসরায়েল মাত্র ৬ দিনে পিটিয়ে সাত- সাতটা আরব দেশের আমাশা আর অর্শ দুই বাধিয়ে দিল। তারা ইসরায়েলের স্থানবিশেষের একটি কেশও ছিন্ন করতে পারল না। Khrushchev এতগুলো বন্দুক কামান উড়োজাহাজ দেওয়া সত্ত্বেও। এরা guerilla যুদ্ধ আর IED ফাটিয়ে
৪) পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পীরিতি বালির বাঁধ। এ আসনাই এর শুরু Eisenhower এর সময় থেকে। নেহরুর সমাজবাদী দৃষ্টিভঙ্গির কারণে Eisenhower থাকে তিলমাত্র পছন্দ করত না। একবার নেহরুর প্রতিনিধি VKK Menon কে দু ঘণ্টা বসিয়ে রেখে ৫ মিনিটের জন্য দেখা করে বিদেয় করে দিয়েছিল। কিন্তু দুজনেরই সেনাবাহিনীর লোক হওয়া Ayyub Khan এর সঙ্গে Eisenhower এর প্রচুর প্রেম ছিল এবং পাকিস্তানের সঙ্গে নানা স্তরে সম্পর্ক গড়ে তুলেছিল। ৭১এর যুদ্ধে পাকিস্তান হেরে গেঁড়ানোর পর প্রেমে ভাঁটা পড়ে। Reaganএর আমলে পাকিস্তানে Ziaর শাসনকালে Soviet সেনার বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানের পথে আফ়গ়ান মোজাহেদদের আফিমের বিনিময়ে অস্ত্রশস্ত্র পাঠাত। এই সরবরাহ শৃঙ্খলার মাঝে থেকে Ziaর অনুগত সৈনিক এবং আমলারা বেশ টু পাইস কামাত। তালেবানের উত্থানের সাথে মার্কিনীরা অস্ত্রশস্ত্র সরবরাহ বন্ধ করল, বেনাজ়ীর এল, ভাতারের হাতে ম'ল আর ঘটল 9/11 । তারপর থেকে মার্কিনীরা পাকিস্তানের কুস্থানে drone বংশদণ্ড প্রবেশ করিয়ে আসছে এবং হস্তে আর্থিক সাহায্যের নামে হ্যারিকেন বর্ত্তিকা দান করছে।
৫) কিন্তু লক্ষ্য করুন, ইসরায়েলের প্রতি মার্কিনীদের প্রেম এত উথাল-পাথাল এর মধ্যে একটি কমেনি। এ পীরিতি মজ্জাগত কারণ মার্কিন এবং বিশ্ব অর্থনীতিতে ইহুদীদের প্রভাব জন্ম জন্মান্তরে শেষ হবার নয়।
৬) ইহুদী সাদা কালো লাল নীল সবুজ যাই হোক কালো এশিয়ার অ-সাদা চামড়াকে ঘেন্না করবেই কেননা তারা নিজেদের সাদা সংস্কৃতির বাহক বলেই মনে করে।