এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৮:১৫536263
  • . | ১৪ মার্চ ২০২৫ ১৭:২৪ 
     
    ভাল উদাহরণ দিলেন তো আপনি! ভারতে হোমিওপ্যাথী চিকিৎসাশাস্ত্র স্বীকৃত সেটা ভালোভাবেই জানি আমি। সে তো ভারতে স্পেসক্র‍্যাফ্ট পাঠানোর আগে তিরুপতিতে পূজো দেওয়াও হয়। আর সরকারের কথা না বলাই ভাল। আপনার হয়ত মনে থাকবে বর্তমান শাসক গোষ্ঠী একসময় ইউনভার্সিটিতে জ্যোতিষচর্চার কোর্স শুরু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আসলে যে সমাজের বেশিরভাগ লোকই যেখানে কুসংস্কারাচ্ছন্ন সেখানে কোনো পলিটিক্যাল পার্টিরই সাহস নেই হোমিওপ্যাথি নামের হোকাস-পোকাসের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণের, কারণ কোন রাজনৈতিক দলই মেজরিটির বিরাগভাজন হতে চাইবে না।

    আর একটা কথা — সেটা হল উন্নত দেশগুলোতে অর্থাৎ যেখানে লোকজন অনেকটাই বিজ্ঞানসচেতন সেখানে হোমিওপ্য়াথির খুব একটা প্রচলন নেই। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য নিয়ামক সংস্থা National Health and Medical Research Council (NHMRC)- এর দৃষ্টিভঙ্গী হল রোগী হোমিও-চিকিৎসা করালে নিজের দায়ীত্বে করাবে। ব্রিটেনের স্বাস্থ্য নিয়ামক সংস্থা NHS হোমিও-চিকিৎসাব্যবস্থাকে কোন অনুদান দেয় না এবং ব্রিটেনের কোন অধিবাসী (বা immigrant) হোমিও-চিকিৎসা নিলে NHS তাঁর চিকিৎসা খরচ reimburse করে না, অর্থাৎ সেক্ষেত্রে খরচ সম্পূর্নভাবেই রোগীর। ফ্রান্স-জার্মানীর মত অন্যান্য ইওরোপীয়ান দেশে ইনসিওরেন্স কোম্পানীগুলো রোগীদের হোমিও-চিকিৎসার খরচ reimburse করে না। USA -তে হোমিও মেডিসিনের বোতলের গায়ে 'there is no scientific evidence the product works’ জাতীয় সাবধানবাণী লেখা থাকা আবশ্যিক। হোমিওপ্যাথির রমরমা ভারতের মত পিছিয়ে পড়া এবং বিজ্ঞানবিমুখ সমাজে যেখানে যাদুটোনা করা, ঝাড়ফুঁকে বিশ্বাসীর সংখ্যাও অনেক। (আমার দেওয়া তথ্যে কোন ভুল থাকলে শুধরে দেবেন)

    আপনি হয়ত বলবেন ইওরোপ বা আমেরিকায় হোমিও-চিকিৎসা ব্যান নয় ইত্যাদি ইত্যাদি। আসলে এই দেশগুলোর সরকার ব্যান নীতিতেই বিশ্বাস করে না, ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। কোন সিটিজেনকে হোমিও-চিকিৎসালাভ গ্রহণে বাধা দিলে সেটা তার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায়-ঠিক এজন্যই হোমিও-চিকিৎসা ব্যান নয় ইওরোপ বা আমেরিকায়। উল্টোদিকে ভারতের মত অনুন্নত দেশগুলোর সরকার সিটিজেনদের ট্যাক্সের পয়সায় রীতিমত ঘটা করে হোমিওপ্যাথি কলেজ খুলে বসে আছে।

    আপনার দেশ অর্থাৎ সুইৎজারল্যান্ডে হোমিওর জনপ্রিয়তা কেমন? এই ব্য়াপারে সরকারের অবস্থান কি? আর হোমিও-বিশ্বাসীর সংখ্যাই বা কেমন?
     
     
     
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৭:৪১536262
  • . 
     
    ঘটনাগুলি জানার জন্য অদম্য কৌতুহল রইল।
     
     
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৭:৩৭536261
  • @ :|: | 2607:fb90:bd2d:6df:644e:4766:6400:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৭:০৯
     
    "এখনও বহু মানুষ ওই পদ্ধতিতে উপকৃত বলে দাবী করছেন"—এই যুক্তিতে তো মশায় কবচ-ধারণ, মাদুলী-ধারণ, ঠাকুর-থানের মন্ত্রপুতঃ জলপান, পীরের ফুঁ দেওয়া পানি খাওয়া, বাণ মারা-এইসবকেই ডিফেণ্ড করা যায় এবং এগুলো থেকে উপকার পেয়েছেন দাবী করা মানুষের সংখ্যাও অনেক বিশেষতঃ ভারতের মত কুসংস্কারাচ্ছন্ন দেশে। কারন আপনার যুক্তি অনুযায়ী এগুলোর উপকারীতা অস্তিত্বহীন বলে কিছু প্রমাণিত নয়।
     
    মশায়, burden of proof বলে একটা কথা আছে, আপনি জানেন নিশ্চয়ই। প্রমাণের দায়টা তাঁরই যিনি ইতিবাচক দাবী করছেন। যে ব্যক্তি নেতিবাচক দাবী করছেন প্রমাণের দায় তাঁর নয়, কারণ যে কোন কিছু exist করে না—এটা প্রমাণ করা শুধু কঠিন নয় একেবারে অসম্ভব। আশা করি বোঝাতে পেরেছি যে আপনার যুক্তিতে কোথায় গলতি রয়েছে।

    (আমি আগামি তিন-চারদিন গুরুতে আসতে পারব না ব্যস্ততার কারণে। আপনার সঙ্গে এব্য়াপারে আলোচনার ইচ্ছা থাকলেও সেটা আগামী কয়েকদিন সম্ভব হবে না)

     
  • . | ১৪ মার্চ ২০২৫ ১৭:২৪536259
  • স‍্যান্ডি
    হ‍্যাঁ। এরকম অনেক কিছুই ঘটে যায় জীবনে। প‍্যারাসাইকোলজি? স্বপ্ন? লিখব তো। গল্পের আকারে। একের পর এক। তার মধ‍্যে এটি ও রাখার ইচ্ছে আছে।
     
    দ্বিতীয়ত হোমোপাথি ভারতে মিনিস্ট্রি অফ আয়ুষ দ্বারা স্বীকৃত। আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধাই এবং হোমোপাথি এই পাঁচে মিলে আয়ুষ। এটা মেডিক‍্যাল অ‍্যালোপাথির সমান্তরাল চিকিৎসা পরিষেবা। তবে এঁদের ক্ষমতা সীমিত। ডেথ সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন দেবার অধিকার সম্ভবত নেই।
  • :|: | 2607:fb90:bd2d:6df:644e:4766:6400:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৭:০৯536258
  • ১৭টা তিন: স্বীকৃতির কথা তো হয় নি। এখনও বহু মানুষ ওই পদ্ধতিতে উপকৃত বলে দাবী করছেন। এবং সেটি অস্তিত্বহীন বলেও প্রমাণিত কিছু না। তাহলে শাস্ত্রটিকে অস্বীকার করিই বা কেমন করে! লোকের "ধারণা" মৃণালিনী কি করলে কতো বছর বাঁচতেন সে নিয়ে তো আলোচনা অবান্তর। 
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৭:০৩536257
  • ১৪ মার্চ ২০২৫ ০৭:৫৯,
     
    সে তো রবীন্দ্রনাথ রীতিমত হোমিওপ্যাথি মতে চিকিৎসাও করতেন।  স্ত্রীকে আধুনিক মতে চিকিৎসা না করিয়ে নিজে হোমিওপ্যাথি ওষুধ দিতেন। নিন্দুকে বলে উনি ঠিকঠাক চিকিৎসা করালে হয়ত মৃনালিনী দেবী আরো অনেক বছর বাঁচতে পারতেন। রবীন্দ্রনাথ হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখতেন বলে কি হোমিওপ্যাথিকে চিকিৎসাশাস্ত্র হিসাবে স্বীকৃতি দিয়ে দিতে হবে? 
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ১৫:১২536256
  • এসব হয় হয় zaনতি পারো না!
  • syandi | 2402:e280:3d81:135:757f:5d6f:4e66:***:*** | ১৪ মার্চ ২০২৫ ১৪:৫৯536255
  • ১৪ মার্চ ২০২৫ ০৪:৫১, 
     

    এটা পড়ে বেশ ইন্টরিস্টিং লাগল। কিন্তু আপনি বুঝলেন যে আপনাকে সেয়ঁসে ডাকছে? আরো পার্টিকুলারলি আগের জন্মের বন্ধুরা বা পরিবাররই ডাকছে এটাই বা বুঝলেন কি ভাবে? একটা টই খুলেই না হয় লিখুন। অবশ্যই আপনার হাতে সময় থাকলে তবেই।  

    যদি আপনি খিল্লি করে থাকেন তঝলে আলাদা কথা
     
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ১৪:২৯536254
  • আনন্দ বাজার থেকে -
    সবে রোজা ভেঙেছে। ইফতারের জন্য রাখা খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়লেন কাতারে কাতারে পুরুষ। পাকিস্তানের ইসলামাবাদের একটি সমৃদ্ধ এলাকা ফয়জ়ল মসজিদের ঘটনা। খাবারের প্লেট রাখা মাত্র শয়ে শয়ে ব্যক্তিকে খাবারের দিকে ছুটে যেতে দেখা গিয়েছে। বিনামূল্যের খাবারের কাছে পৌঁছোনোর জন্য রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়।

    https://www.instagram.com/reel/DHIZlhXNQgy/?igsh=bTF5aHFjNmFhbWMx
  • . | ১৪ মার্চ ২০২৫ ১১:০৬536253
  • "প্রথমে পড়তে গেছিল। পরে লোকাল কাউকে বিয়ে করে থেকে গেছিল।"
    উফ, হ‍্যাটস অফ। এরকম কেস যে কতো কতো!
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৮:৫৯536252
  • আসলে কী ঘটেছে জানতে পারলে 'সোমা বলছি' কিংবা সূত্রের খবরের টি আর পি থাকত না। সঞ্জয় ই দোষী জানা গেলে ফাঁসি চাইতে এক জোট হতাম।
  • :|: | 172.56.***.*** | ১৪ মার্চ ২০২৫ ০৮:৪৭536251
  • জেনে নিলে হবে না। প্রমান করতে হবে। সেগুলো ইন্ট্যাক্ট নাই থাকতে পারে। 
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৮:৪১536250
  • কেউ পারবে আর জি করে নিহত ওই ডাক্তারের আত্মা ডেকে কী ঘটেছে জেনে নিতে?
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৮:১৬536249
  • বিখ্যাত কবি সাহিত্যিক  হলেই বিজ্ঞানমনস্ক হয় না। অনেক কুসংস্কারের শিকার হতেই পারে। কোন বড় বাঙালি বিজ্ঞানী এসব চর্চা করেন নি বলেই জানি।
  • :|: | 2607:fb90:bda7:259b:9531:3cea:5f58:***:*** | ১৪ মার্চ ২০২৫ ০৭:৫৯536248
  • হুঁ:! রবীন্দ্রনাথ বিভূতিভূষণ সত্যজিৎ সব্বাই বুজরুক! প্ল্যানচেট বানানটাও ঠিক লেখেননি। যত্তসব।  
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৭:৫৪536247
  • আত্মা বলে কিছু নেই। planchet বুজরুকী ছাড়া কিছু নয়।
  • :-)) | 2405:8100:8000:5ca1::3fc:***:*** | ১৪ মার্চ ২০২৫ ০৭:৪১536244
  • এরা দোলের আগেই  গাঁজা ভাঙ খেয়ে বসে আছে।
  • PRABIRJIT SARKAR | ১৪ মার্চ ২০২৫ ০৭:০৮536243
  • কানাডায় কী করত ওই নকশাল ছেলেটা? কোনো কাজ নিশ্চয় করতে হত জীবিকা হিসেবে। অথবা হয়ত বড়লোক , কিছু জীবিকা লাগত না, নানাবিধ শখের চর্চা আর সমাজকল্যাণ করত।
     
    প্রথমে পড়তে গেছিল। পরে লোকাল কাউকে বিয়ে করে থেকে গেছিল। চাকরি বাকরি করত। শিল্প সাহিত্য চর্চা করত। কোন কেস না থাকায় দেশে ফি বছর ফিরত অন্য এন আর আই দের মত। দু বছর আগে ক্যান্সারে মারা গেছে। বিখ্যাত ফ্রন্টিয়ার পত্রিকায় অবিচুয়ারী ও বেরোয়।
     
  • MP | 2409:4060:8e:8d6e:15af:7c37:1778:***:*** | ১৪ মার্চ ২০২৫ ০৬:৪১536242
  • @প্রবীরজিৎ , ভারতের উপরে ট্যারিফ প্রসঙ্গে এটুকুই বলা যায় যে ভারত ডাইনোসরদের প্রভাবে গড় আমদানী শুল্ক ধার্য করে 12 পার্সেন্ট জেখানে চীনের গড় আমদানী শুল্ক 3 পার্সেন্ট এবং আম্রিকা 2.5 পার্সেন্ট l কাজেই ভারত কম্পিটিটিভ নয় বিশ্ব বাজারে শুধুই এই ডাইনোসরদের জন্য (সফ্টওয়ার বা ফার্মা জাতীয় কয়েকটি হাতে গোনা সেক্টর বাদে যেগুলো অপেক্ষাকৃত মুক্ত , এসব সেক্টরে ভারত খুবই কম্পিটিটিভ যেহেতু এগুলো অপেক্ষাকৃত মুক্ত ) গত দশ বছরে মোদী সরকার মেক ইন ইন্ডিয়া জাতীয় স্কিম করতে গিয়ে গড় শুল্ক আরো বাড়িয়েছে যার ফলে কিন্তু লাভ কিছুই হয়নি যেহেতু ম্যানুফ্যাকচারিং জিডিপির টোটাল পার্সেন্টেজ ১৬ পার্সেন্ট থেকে কমে ১৩ পার্সেন্ট হয়েছে l অর্থাৎ ডাইনোসরদের প্রভাবে আমদানি শুল্ক বাড়িয়েও ম্যানুফ্যাকচারিং ওভারঅল বাড়ে তো নিই বরঞ্চ কিছুটা কমেছে l কাজেই আমাদের দেশীয় শিল্পকে বাড়াতে গেলে মনমোহনী খোলা দরজা নীতি আবার নিতে হবে l নাহলে ভারত অলরেডি বিশ্বে অনেকটায় পিছিয়ে আছে এবং আরো পিছিয়ে পড়বে l ট্রাম্পের মোদীকে  ট্যারিফ কমানোর চাপ , যুক্তিসম্মত যেহেতু আম্রিকার স্বার্থের কথা ভাবার অধিকার ট্রাম্পের আছে l এই তালেগোলে যদি ভারতের শুল্ক কমে তাহলে আমাদের মত নিম্নবিত্ত কনজিউমারদের লাভ l কাজেই আমি আমার নিজের স্বার্থেই ট্রাম্পের সমর্থন করবো l শুল্ক কমালে কিছু ডাইনোসর যদি বিলুপ্ত হয় যদি কিছু কলকারখানা বন্ধও হয় সেটা মন্দের ভালো l আমার মনে হয় যেহেতু বাংলাতে এমনিতেই কোনো শিল্প নেই কোনোদিন হবেওনা কাজেই অন্য রাজ্যে কলকারখানা বন্ধ হলে আমাদের কি ? গুজরাট নয়ডা বা বেঙ্গালুরুতেও কলকারখানা বন্ধ হলে পরিবেশের ভালোই হবে দীর্ঘমেয়াদে যেহেতু বায়ু  দূষণ কমবে l নয়ডা ও তার আশেপাশের অঞ্চল বায়ু দূষণে বিশ্বের শ্রেষ্ট l কাজেই সবদিক থেকে দেখলে ট্রামপের শুল্ক যুদ্ধ খারাপ হবেনা l কি বলেন ?
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৫ ০৫:১৫536241
  • তারও চেয়ে গন্ডগোল যেটা হতে পারে সেটা হল, আগের জন্মে যিনি ছিলেন ঠাকুমা, তিনিই নাতির ঘরে কন্যা হয়ে এসেছেন। এখন এই ছেলেকে কি বাবা ভাববেন নাকি নাতি?
  • . | ১৪ মার্চ ২০২৫ ০৪:৫১536240
  • পারেন। 
    আমাকেই এরকম প্ল‍্যানচেটে ডাকা হয়েছে।  আগের জন্মে যে পরিবারে বা বন্ধুদের মধ‍্যে জীবন যাপন করেছি তারা ডেকেছিল। ফলত যেটা হলো, সেটা একটু অদ্ভূত মতো। টের পাচ্ছি যে ডাকছে, কিন্তু পার্থিব শরীরে সেইখানে তক্ষুনি যেয়ে উঠতে পারছি না। খুব অপ্রস্তুত লেগেছিল। পরে অবশ্য একদিন সময় করে অনেক কাঠখড় পুড়িয়ে... থাক গে সে সমস্ত কথা আর এখন বলছি না।
     
  • :|: | 2607:fb90:bda7:259b:9531:3cea:5f58:***:*** | ১৪ মার্চ ২০২৫ ০৪:৩৪536239
  • এখন যাঁরা প্ল্যানচেট বসেছেন তাঁরা তো জানেননা কে জন্মেছে কে এখনও আসার জন্য ফ্রি আছে। ডাকাডাকি করতে গিয়ে কি সেটা বুঝতে পারবেন? আর ওদিকে যাকে ডাকা হচ্ছে তিনি কি কোনও আনাইডেন্টিফায়েড ডাক অনুভব করতে পারবেন? 
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৫ ০৪:২৮536238
  • সম্ভবত আসবে না। কারণ সে আর তখন সেই জন্মের কেউ না। এই জন্মে সে হয়তো ভোলাগীন গ্রহের হৌরিক নামের কোনো সুন্দরী, নেচে নেচে বেড়ায়। আগে হয়ত সেই ছিল ঘোরতর কোনো রোমান সেনাপতি।
  • :|: | 2607:fb90:bda7:259b:9531:3cea:5f58:***:*** | ১৪ মার্চ ২০২৫ ০৪:০৭536237
  • আচ্ছা আমার প্ল্যানচেট বিষয়ক প্রশ্ন আছে। ধরুন কোনও আত্মার পুনর্জন্ম হয়ে গেছে। অন্য দেহে মনে তিনি মানুষ বা যেকোনো প্রাণী জীবনযাপন করছেন। এখন সেই আত্মাকে যদি প্ল্যানচেট ডাকা হয় তাহলে কী হবে? কোনও গল্পেই এই ধরণের কেস নিয়ে আলোচনা হয়েছে বলে মনে পড়ছে না। কেউ জানেন? 
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৫ ০১:৪৮536236
  • কেকে, তুমি প্লাগড ইন হলে একটু বোলো। ভালো আছো?
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৫ ০১:৪৩536235
  • কানাডায় কী করত ওই নকশাল ছেলেটা? কোনো কাজ নিশ্চয় করতে হত জীবিকা হিসেবে। অথবা হয়ত বড়লোক , কিছু জীবিকা লাগত না, নানাবিধ শখের চর্চা আর সমাজকল্যাণ করত।
  • . | ১৩ মার্চ ২০২৫ ২৩:৩৯536234
  • ওদিকে পুতিন্দা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি তবে শর্তাবলী প্রযোজ্য। যুদ্ধের ফলে অধিকৃত এলাকা ছেড়ে দেওয়া হবেনা কমন সেন্স থেকেই বোঝা যাচ্ছে।
    কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা নিয়েও হিসেব নিকেশের পর্ব চলবে ধরে নেওয়া হচ্ছে। যুদ্ধ বিরতির চুক্তি কেমন হবে সেটা নিয়ে পশ্চিমি মিডিয়া বলছে যে বল এখন পুতিন্দার কোর্টে, সেরকম বলবে সেটা আশ্চর্য কিছু নয়। তবে এখানে পুতিন্দা অবশ‍্যই আপারহ‍্যান্ড নেবে, প্রস্তাব যেহেতু অন‍্যপক্ষ থেকে এসেছে।  সবই সুপরিকল্পিত চাল, আগেই মোটামুটি ঠিক ছিল কীভাবে এই যুদ্ধবিরতির সঙ্গে বেশ কিছু ব‍্যাপার জিতে নেওয়া যায়। তবে যুদ্ধবিরতির ওপরে কোনও কিছুই হয় না। যারা যুদ্ধবিরতি নিয়ে অখুশি, মনমরা, তাদের এখন অন‍্য কোনও উত্তেজক খবরের দিকে ঝুঁকতে হবে। তবে ট্রাম্প যতই বদ লোক হোক না কেন, এই যুদ্ধ বন্ধ করানোয় তার অবদান অনস্বীকার্য এবং প্রশংসার দাবি রাখে। হাজারটা মন্দের কাজের জন্য তাকে এই পয়েন্টে ক্ষমা করে দেওয়া যায়। লোকটা যুদ্ধবাজ নয়। প্রথমবারের প্রেসিডেন্ট থাকাকালীনও কোনও যুদ্ধ শুরু করেনি, বরং ডায়ালগের মাধ্যমে নানান দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। এমন কি নর্থ কোরিয়ার কিম জং উনের সঙ্আগেও সিঙ্গাপুরে বসে কথা বলেছে। নিজের দেশের মানুষের চাকরি বাকরির জন‍্য যদি বিদেশিদের ইমিগ্রেশন ভিসা কম দেয় তাতে দোষ কোথায়? একটু আগে ন‍্যাটো প্রধানের সঙ্গে ওভাল অফিসে কথা বলেছে। দেখা যাক সামনে কী আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত