এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মহাকুম্ভ | 165.225.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫০535813
  • ধর্মীয় ট্যুরিজমের ব্যাপারে সৌদি আরব পথ দেখিয়েছে, সেই মডেল follow করার চেষ্টা চলছে হয়তঃ। 
  • . | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩535812
  • বহুকাল সে এখানে না লিখলেও বইমেলায় তো স‍্যান নিয়মিত যেত। এবারে যায় নি?
     
  • &/ | 107.77.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৯535811
  • গতকালই স্যানের কথা মনে হচ্ছিল, বহুকাল দেখা নেই । স্যানকে স্যানিনি ও বলা হত ব্যাকরণের নানা জ্ঞানের  জন্য 
  • :|: | 2607:fb90:bd27:a108:7a:3d74:2950:***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৪535810
  • স‍্যানাট‍্যানিজম প্রসঙ্গে -- এখানে আগে স্যান এবং ট্যান দুই নিকেই আড্ডাধারী আছিলেন।  
  • . | ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৩535809
  • হ‍্যাঁ। সনাতন টার্মটা অন্তত আগে কখনও শুনিনি। রিলিজিয়ন লেখা হতো ফর্ম টর্মে হিন্ডুইজম। এখন কি স‍্যানাট‍্যানিজম লেখা চালু হয়ে যাবে?
  • কালনিমে | 103.244.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪১535808
  • আমার দু পয়সা - এবারে যেটা চেঞ্জ দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের যে প্লুরালিস্টিক ব‍্যারারটা এত বছর চলে এসেছে, তার জায়গায় এব্রাহামিক অর্থোডক্সি র মত একটা বিষয় চলে এসেছে - কেউ একটা এটা নিয়ে লিখেছেন দেখলাম ।
     
    আগে লোকে হিন্দু পরিচয় দিয়েই বোঝাত । এখন দেখছি "সনাতন" বলাটা ট্রেন্ড হচ্ছে । আর এস এস একটা মনোলিথিক জায়গায় নিয়ে আসতে পেরেছে । 
     
    আর একটা মত ও পাচ্ছি এবং মনে পড়ছে যে ২০১৩ র কুম্ভকে সেই সময় "মহাকুম্ভ" বলা হয়েছিল- সেক্ষেত্রে ২০২৫ কি করে মহাকুম্ভ হতে পারে আবার?
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮535807
  • তীর্থ ব‍্যাপারটাতেই কষ্ট পথশ্রম স‍্যাকরিফাইস মাস্ট। কষ্ট করে কেষ্ট মেলার ব‍্যাপার। যেমন হজ, গঙ্গাসাগর, কুম্ভমেলা, অমরনাথ, ভৈশনোদেবি, কেদারবদ্রী, হিংলাজ, বাবাতারকনাথ বাঁক কাঁধে নিয়ে, অম্বুবাচী টাইমে কামাখ‍্যা, ভাটিকানের লাইন পোপের বাণী বা হাতনাড়া দেখে পুণ‍্যার্জনের জন‍্য, তিরুপতি, শবরীমালা, ইউ নেম ইট ... সর্বত্র।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২০535806
  • স্ট‍্যাম্পিডের সময়ে পুণ‍্যলোভাতুর মানুষদের মধ্যে একটা হিংস্র ভাব তৈরি হয়।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৮535805
  • এটাই তো ভারতীয় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। তুমি কোনটা চাও বলো, ত্রৈরাশিক না ভগ্নাংশ?
    চয়েস তোমার। যদি ত্রৈরাশিক চাও তাহলে অঙ্ক না মিললে দোষ তোমার, তোমাকে ভগ্নাংশ দেওয়া হচ্ছিল কিন্তু তুমি নিলে না। তখন যদি তুমি ভগ্নাংশ নিতে হয়ত তদন্ত ঠিকঠাক হতো, অঙ্কের উত্তর মিলে যেত। দোষ তোমার। তদন্ত কে করবে সেটা তুমি ঠিক করো। ত্রৈরাশিক নেবে ভগ্নাংশ পছন্দ করে নিতে হবে তোমাকে।
  • r2h | 208.127.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬535804
  • গঙ্গাসাগর, পুরী, বারাণসী - ওসব জায়গায় তীর্থ করতে যাওয়ার চল তো ছিল। কত প্রাচীন তা অবশ্য জানি না।

    এই ধর্মক্ষেত্রে স্ট্যাম্পিড জিনিসটা খুবই ভয়াবহ মনে হয়। লোকজন, যারা তীর্থ করতে, পুণ্য করতে যাচ্ছে, তারা অশক্ত মানুষকে পায়ে মাড়িয়ে কী করে ছুটে যেতে পারে- এটা খুবই আশ্চর্যের। উন্মাদনার বশে মানুষ শুধু খারাপ কাজই করতে পারে, ভালো কিছুই হয় না?
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬535802
  •  
    গান শুনুন
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯535801
  • রাইট। মরুতীর্থ হিংলাজ। দীঘায় শুটিং হয়েছিল।
    ঐটে দেখার পর থেকে হিংলাজ যাবার কয়েকটা প্ল্যান করেছিলাম কিন্তু ভেস্তে গেছে। পাকিস্তানের ভিসা নিয়ে কোনও সমস্যা নেই, কিন্তু খবর নিয়ে দেখেছি জিনিসটা ওভার হাইপড। সিনেমায় যেমন দেখিয়েছে সেরকম একেবারেই নয়। গোটা পাঁচ ছয় আগ্নেয়গিরি দেখা হয়ে গেছে তাই আর তেমন উত্তেজনাও বোধ করিনা এখন।
    ভক্তি টক্তি না। কিন্তু হিংলাজ সিনেমায় ভক্তি পাপবোধ পুণ্যের লোভ সব মিলিয়ে কাচ্চি বিরিয়ানির মতো অনেক লেয়ার ছিল।
    আরেকটা বই বিগলিত করুণা জাহ্নবী যমুনা।
    তারপর একটা সিনেমা হয়েছিল তুষারতীর্থ অমরনাথ। ঐ একই ফর্মুলায়। 
     
  • kalkut | 51.158.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬535800
  • বাংলায় আসলে অর্গানাইজড রিলিজিয়ন ব্যাপারটা কোনদিন ছিল না। ওই বিবেকানন্দ খ্রিস্টান মিশনারিদের টুকে দক্ষিনেশ্বর-বেলুড় মঠ বানানোর আগে পজ্জন্ত। তাও ভারতের অন্যান্য প্রদেশে ধর্ম-মন্দির নিয়ে যে গণউন্মাদনা সেটা বাঙালির নেই। অ-কু-স ফিলিমটা ওই হিন্দুস্তানি উন্মাদনা নিয়েই। আরেকটা এইরকম ফিলিম মরুতীর্থ হিংলাজ। এইগুলি বাঙালির এক্সোটিক ফিলিম, ধার্মিক না, কাকাবাবুর ইয়েতি অভিযান টাইপের।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১535799
  • হিন্দি সিনেমাগুলোতে কুম্ভমেলা নিয়ে বেদম ঠাট্টা করা হতো। কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই ব‍্যাপারটা তো ক্লিশে হয়ে গেছল।
    সেই জিনিসকে এত সিরিয়াসলি নিয়েছে পাঁঠার দল। ঝাঁকে ঝাঁকে গেছে মরতে। যেন আলোর দিকে উড়ছে শ‍্যামাপোকা কি পাখাগজানো পিঁপড়ে। চুরি,ছিনতাই, নোংরা, জার্ম, ধাক্কা মারামারি,ভিড়ের ভেতর শ্লীলতাহানি, সব সহ্য করে আগে কেবা প্রাণ করিবেক দান তারই লাগি দৌড়চ্ছে পাবলিক, পায়ের নীচে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া মানুষ পিষে মরে যাচ্ছে, তাও কত তাড়া পুণ‍্য লাভের! ছ‍্যাঃ!
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২১535798
  • সিনেমাটা দেখতে দেখতে কেমন একটা ভয় ভয় অনুভূতি হয়েছিল আমার।
  • &/ | 151.14.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪535797
  • 'অমৃতকুম্ভের সন্ধানে' সিনেমাটা ছোটোবেলা যখন দেখি তখন ভাবছিলাম ওই যে ভীড়ের মধ্যে ট্রেনে উঠছে, সেই লোকটাই কালকূট মানে সমরেশ বসু। ঃ-)
  • MP | 2401:4900:3f09:ce06:b420:7f88:c3ee:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৮535796
  • @অয়নেশ , আপনার লেখাটা দেবার জন্য অনেক ধন্যবাদ l গত এক বছরে আর কিছু লিখেছেন ?
  • r2h | 165.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২535795
  • বর্তমান হিন্দুবীররা নিজেদের ঐতিহ্য বিশ্বাস ইত্যাদি বিষয়ে বড়ই মরমে মরে থাকে, মোটেই শ্রদ্ধা ভক্তি নেই।
    শিবলিঙ্গ নিয়ে এত ঢাক্ঢাক গুড়গুড়েরই বা কী, সঙ্কোচেরই বা কী। ফ্যালিক সিম্বল, উর্বরতা, এইসব তো প্রাচীন ধর্মগুলিতে খুবই কমন।
    ভালৈ তো, গ্রীক, নর্স, ইন্কা, আজটেক কত লোকেদের বেশ উত্তেজনাপূর্ণ ধর্ম খ্রীস্টানদের গুঁতোয় হারিয়ে গেল, একটা পলিথিস্টিক ধর্ম রমরম করে টিঁকে আছে।
    তা নয়, যত মারদাঙ্গা কুচুটেপনা। হিন্দুবীরদের যন্ত্রনাতেই এমন চমৎকার গল্প টল্প ওলা একটা ব্যাপার গুপি হয়ে যাবে।

    ধর্মাচরন, কুম্ভ মেলা, ওগুলি আজকাল ফোমো হয়ে গেছে।
    আগে যেমন বৈঠকখানায় রবীন্দ্র রচনাবলী রাখা একটা আবশ্যক ব্যাপার ছিল, অনেকটা তাই। ক'দিন পর উদারতা ফ্যাশনেবল হলে আবার অন্য রকম হবে।

    রাজনৈতিক দল, নেতা - এদের কাজ হল জনমতকে পরিচালনা করা, পছন্দ মত জিনিসকে চিন্তা ও চর্চার ক্ষেত্রে ইন থিং করে তোলা। আজকাল ইন থিং হল এইগুলি।
  • syandi | 2402:e280:3d81:135:7525:8c0d:5111:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬535794
  • b | 14.139.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭ , এখান থেকে ডাউনলোড করে নিন।   তবে এটি পোস্ট-সোভিয়েত সময়ের অনুবাদ নয়।                                                                                                                                                    
  • PRABIRJIT SARKAR | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩২535793
  • হিন্দু বাঙালিরা ধর্ম ভালই মানে। সংখ্যার দিক থেকে অনেক গরু খাওয়া অবিশ্বাসী পাওয়া যায়। কেউ কেউ ফেসবুকে জাহির করে। তখন বিজেপির রোষানলে পড়ে। এই যেমন যাদবপুরে র এম পি সায়নি ঘোষ। ওকে পিসি আশ্রয় দেয়। এবার তো এম পি হয়ে গেল। ও শিব লিঙ্গে কনডম পরাবে লিখেছিল বহুকাল আগে। বিজেপি সেটা খুঁজে বার করেছিল। এবার ভোটের প্রচার শুরু করেছিল শিব লিঙ্গে জল ঢেলে।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯535791
  • &/ | 107.77.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫
    বিশ্বাস করতে পারি না যে ২০২৫এও কুম্ভমেলা নিয়ে লোকের এত হৈচৈ এত ক্রেজ।
    দলে দলে বাঙালিরাও নাকি গিয়েছেন। বাঙালির কুসংস্কার অপেক্ষাকৃত কম বলে যে প্রচারটা করা হয়, তাতো ধোপে টিকছে না।
    সেই কত কাল আগে কালকূট লিখে গেছেন অমৃতকুম্ভের সন্ধানে, সিনেমাও হয়েছিল। দেখেই তো পুণ‍্যলোভী উন্মাদনা মনে হয়েছিল। এখন শুনছি দলে দলে আধুনিক বাঙালিরা গেছেন, ইউটিউবাররাও ভিউ বাড়িয়ে বেশি লাভ (পুণ‍্য+টাকা) কামাতে কুম্ভমেলায় গেছেন, বাঙালি ইউটিউবাররাও। 
    কী আর বলব!
  • r2h | 165.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮535790
  • আগে অর্ধকুম্ভ বলে একটা জিনিস ছিল। উপ্র সরকার নাকি আইন করে বলে দিয়েছে অর্ধকুম্ভ বলে কিছু বলী যাবে না, ওটাকে মহাকুম্ভ বলতে হবে।

    আজকাল অবশ্য সবই মহা। আগে মহাষ্টমী হতো, এখন মহাপ্ঞ্চমী, মহা দশমী, সবই মহা।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬535789
  • https://www.ekirana.nl/trs-mamra-puffed-rice-200g.html
     
    এই মুড়িটা ইয়োরোপে ইউরোজোনে পাওয়া যায়। আমাদের এখানেও পাকিস্তানি দোকানে মেলে, তবে দেম স্লাইট বেশি এখানে। 
    এছাড়াও পাকিস্তানি কোম্পানির মুড়ি আছে। দাম ও কোয়ালিটি অভিন্ন।
    বাংলাদেশি কোনও দোকান এখানে নেই। তবে পাকিস্তানি দোকানটায় বাংলাদেশিরা কাজ করেন দেখেছি। বিশেষ করে মাছ মাংসের ডিপার্টমেন্টে। মাছ সুন্দর করে কেটে দেন এক বাংলাদেশি ভদ্রলোক।
    আগে একটা ছোট বাংলাদেশি দোকান ছিলো বছর কুড়ি আগে সেটা উঠে গেল। সেখানে মাছ পাওয়া যেত, এবং অসংখ্য হিন্দি সিনেমার ডিভিডি।
    একটা ইন্ডিয়ান দোকান আছে অগরওয়াল এর, সেখানে টাটকা মাছ বিক্রি হয়, নিত‍্যদিন ভোরের ফ্লাইটে মাছ আমদানি হচ্ছে। ওরা মুড়ি রাখে না। 
    শ্রীলঙ্কার দোকানটায়ও মুড়ি রাখে না, মশলা শাকসবজি ফল মাছ কাঁকড়া বিস্কুট রাখে।
    এখানে মোট তিনটে দেশি দোকান। একটা পাকিস্তানি  একটা ইন্ডিয়ান একটা শ্রীলঙ্কা। আমরা মাসে কি দুমাসে একবার হয়ত যাই।
  • PRABIRJIT SARKAR | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮535788
  • এক সময়ে রাম মন্দির নিয়ে হৈ চৈ। এখন কুম্ভ মেলা নিয়ে চলছে। 144 বছর পর মহা কুম্ভ হচ্ছে নাকি। ২০০১ এ নাকি হয়েছিল মহাকুম্ভ। পার্থিব ১৪৪ বছর তো যায় নি। এরপর আছে পদপিষ্ট হয়ে মৃত্যু। হজ করতেও এমন মরে তাই কুম্ভমেলায় মরা মেনে নেওয়া যায়। তারপর আসছে নোংরা জলে স্নান। ধর্মের নামে তাও মানতে হবে। টালি নালায় গঙ্গা স্নান দেখে বড় হয়েছি। আরো আছে ট্রেনে ভাঙচুর।
  • r2h | 165.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮535787
  • মুড়ির আকাল কই? আমেরিকায় তো সর্বত্র ঢেলে মুড়ি পাওয়া যায়। বাংলা সাদা মুড়ি, ভাজা মুড়ি, কোলাপুরী মামরা, যা চাই। কদিন পর ওয়ালমার্ট বা কস্টকোতেও পাওয়া যাবে।
    বিলেতে কী ব্যাপার জানি না।

    তবে বাংলাদেশি জনতা থাকলে বাঙালী খাবার দাবারের আজকাল আকাল হয় না, যে বাংলার খাবারই হোক।
  • PRABIRJIT SARKAR | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩535786
  • কেলগ কোম্পানি তো মুড়ি বেচে। এটা ওটা মাখিয়ে। আমি ইংল্যান্ডের দোকানে মুড়ির চাকতি কিনতাম। একটা প্যাকেটে অনেক থাকত। পপ কর্ণের চাকতি ও পেতাম। সকাল বিকাল স্টপ গ্যাপ হিসাবে একটা দুটো খেতাম।  কোটের পকেটে কয়েকটা ছোট টুকরো রাখতাম। বাড়িওয়ালির কুকুর দৌড়ে আসত। ওর দিকে কয়েকটা ছোট টুকরো ছুঁড়ে ঘরে ঢুকে যেতাম। ক্যাম রিভারে রাজ হাঁস দের ও খাওয়াতাম। ওখানকার লোকেরা জ্যাম জেলি মাখন লাগিয়ে খায়। আমাদের মুড়ি হয়তো বাংলাদেশি দোকানে রাখে। খুঁজে দেখিনি।
  • &/ | 107.77.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫535785
  • কুম্ভ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে নাকি এখন ? টই  তে কমেন্ট গুলো ....
  • &/ | 107.77.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮535784
  • মুড়ি পায় কোথায় ? ইমপোর্ট করে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত