এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:fd15:b474:dc2e:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ২৩:৩১532987
  • আচ্ছা তাহলে একটা গান শুনুন 
     
  • . | ০৯ নভেম্বর ২০২৪ ২৩:০৪532986
  • কোথায়?
    দেখতে পেলাম না তো।
  • &/ | 107.77.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫৯532985
  • আধুনিকতার খোঁজে আর  রাধার কানাই 
  • . | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫১532984
  • "আ খোঁ আর রা কা " মানে কী?
  • | 2a05:b0c7:67c6::***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫০532983
  • কে কি পারে বা পারে না সে ব্যাপারে ডিসির জ্যোতিষচর্চা ফেল মারল
  • &/ | 107.77.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৪০532982
  • কিন্তু কার লেখা প্রেমের  কল্পবিজ্ঞান  কোরেরা মুছে দিয়েছে  শুনলাম যেন ?  দেখুন এ কিন্তু  ভালো না , প্রেমের ব্যাপারে বাঁশ দিলে মর্মপীড় রেগে গিয়ে মর্মপীড়া 
  • &/ | 107.77.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৩৬532981
  • আনন্দের 
  • &/ | 107.77.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২২:৩৪532980
  • আ খোঁ আর রা কা এসেছেন , খুবই  আনান্দের কথা 
  • dc | 2402:e280:2141:1e8:fd15:b474:dc2e:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ২১:২৫532979
  • "হুঁ ডিসি স্প্যাম আর ট্রোল গুলিয়েছেন"
     
    সে তো বটেই, তার পর দ দির পোস্ট পড়েই মনে হলো গুলিয়েছি। তখন কি যেন একটা কাজ করতে করতে পোস্ট করে দিয়েছি :-(
  • r2h | 165.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২১:১৬532978
  • হুঁ ডিসি স্প্যাম আর ট্রোল গুলিয়েছেন; দীপ মূলত স্প্যাম করেন; আর কোন এক অনির্দিষ্ট মহাবিপ্লবী/ শূকরশাবককে ট্রোল করেন তবে তিনি বা তাঁরা কে বা কারা তা জানা যায় না, সুতরাং ঐটা বাদ। এছাড়া পার্থ ব্যানার্জি আর ইমানুলদাকে মাঝে মাঝে ট্রোল করার চেষ্টা করেন, তবে সেটা সাইড।
    প্রবীরবাবু খবরের কাগজ, ফেবু পোস্ট, হোয়া ফরোয়ার্ড দিয়ে একেকটা খেরো খুলে ফেলেন - সেগুলিকে স্প্যাম বলা যেতে পারে বোধহয়, তবে সেটা তর্কযোগ্য সিদ্ধান্ত। সেসবের কন্টেন্ট বিষয়ে দৃষ্টিভঙ্গীতে অবশ্য আমি ডিসির সঙ্গে একমত। সেদিন কে এক রক্তিম বিপ্লবী না কার ফেবু পোস্ট দিয়ে খেরো করেছেন - তাতে ডিসির শেষ কমেন্টে একেবারে একমত।

    ওদিকে আমেরিকা প্রবাসী ভারতীয়দের ওপরে সকলে খড়গহস্ত। আমেরিকান নাগরিক না, আমেরিকায় ভারতীয় এক্সপ্যাটদের কথা বলছি। আইটিকুলিরা গ্রীন কার্ড পায় না, ট্রাম্প আসায় তাড়িয়ে দেবে - এই নিয়ে বিশেষত সাম্যবাদীরা একেবারে চিলুবিলু; অন্যদিকে ট্রাম্প ৮৫০০০এর কোটা কমিয়ে দেওয়ার জন্য লম্ফঝম্প, ওদিকে এম্ব্যাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না - একেবারে সরকার বলে কাম কাম বাবু বলে ধইরে আন সায়েব বলে লিব পিঠের চাম দশা।

    এই ব্যাপারটা আমি ঠিক বুঝি না, মানে এই হোস্টিলিটি কিসের। লোকজন করেকম্মে খাওয়ার জন্য দূর দেশে গেছে, একটু ভালো জীবন, পয়সাকড়ি, সন্তান সন্ততির জাগতিক স্বাচ্ছন্দ্যের জন্য ইতিউতি, এতে ঠিক সমস্যাটা কী। এই বেচারাদের ভোটাধিকারও নেই, ট্রাম্প হোক বা কমলা, করার কিছু নেই, কিন্তু তাদের পলিসিতে পরবর্তী তিন প্রজন্মের ভবিষ্যৎ বদলে যেতে পারে। আবার তাদেরই আগে যারা অভিবাসী হয়ে এদিক ওদিক গেছে তারা এদের প্রতি রীতিমত হোস্টাইল - নিজে ঢোকার পর পেছনে দরজাটা যেন বেশ পোক্তভাবে বন্ধ থাকে -সেটা নিশ্চিত করতে চান।

    হ্যাঁ, আমার ব্যক্তিগত স্টেক ও অভিজ্ঞতা আছে বলেই বিচলিত। প্রথম যখন হব১ ভিসা হল, মনে হল ছ'মাসের প্রোজেক্ট শেষে তল্পি গুটিয়ে ফিরবো। ছ'মাসটা ছ'বছর হলো, তাও ফিরলাম, যদিও ততদিনে অনেক কিছু বদলে গেছে, ব্যাপারটা আর ঠিক ফেরা হলো না। প্রায় বছর পাঁচেক পর আবার নতুন হব১-এ এলাম, এবার মনে হল কত আর যাযাবরবৃত্তি, একটু থিতু হওয়া যাক। এবার আগে জিসি না পেলেও ১৪০ অ্যাপ্রুভ হলে ঐ দিয়ে যতদিন চাকরি থাকে রিনিউ করে থেকে যাওয়া যেত - নাগরিকত্ব না চাইলেও। হোয়াইট কলার জবে অভিবাসন ভোটের বড় এজেন্ডা হওয়ার পর সেটা বড় ঝুঁকি হয়ে গেছে।

    এই সবের মধ্যেই ঝুঁকি, লোভ, আকাঙ্খা, বাণিজ্য - ইত্যাদি আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে জনমতে বেশ একটা ব্যঙ্গ মিশ্রিত হোস্টিলিটি দেখি- সেটা অবাক করে।

    বিটিডব্লিউ, অরণ্যদা, কেউ খুশি নয় ধারনাটা ভুলঃ)

    এমনিতে, গুরুর বাইরে, আমার অতি সীমিত পর্চিত ও বন্ধুবৃত্তে - যারা নাগরিক (ভারতীয় অভিবাসী), তাদের মধ্যে কেউ পাঁড় চাড্ডি, তাদের কথা আলাদা, এর বাইরে কেউ কেউ বাণিজ্য সম্ভাবনা, ট্যাক্স - ইত্যাদি বিষয়ে ট্রাম্পকে নিয়ে আশাবাদী।

    সেদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল - সে নাগরিক না, গ্রীন কার্ডও নেও, হব১ নিয়ে গত পনেরো বছর বসে আছে - সে দেখি ট্রাম্পকে নিয়ে খুব উলুতপ্লুত, নাকি বন্দুক থাকা দরকার, মেক্সিকান ও মোচলমানদের বের করে দেওয়া উচিত ইত্যাদি। তাকে জিগালাম, আর তোমার হব১ এক্সটেনশন, তোমার স্ত্রীর হ৪ ইএডি - সেসব নিয়ে তোমার কোন চিন্তা নেই? তেমন কোন উত্তর পেলাম না।

    তবে ঐ, আরকি, যাদের ভোটাধিকার নেই তাদের তেমন কোন, অন্তত প্রত্যক্ষ ভূমিকা নেই, তাই সেসব আলাদা।

    মজা হল, কেউ নিজের দেশের ডেমোগ্রাফি ইত্যাদি সামলানোর জন্য এক্সট্রিম মেজারস নিতেই পারে, তাতে কী দোষ। তবে আমেরিকা দেশটার যেহেতু ঠিক তেমন প্রাচীন ইতিহাস নেই, বা থাকলেও সেটা ঠিক তত গৌরবোজ্জ্বল না, তাই ঐ লাইনে মুশকিল। সাদা খ্রীস্টান আমেরিকার কাঙ্খিত লিগ্যাসি, এমন বলা যেতে পারে, তবে তা জল মেশানো। আবার এরা যেহেতু পৃথিবীর সর্বত্র নাক গলিয়ে বেড়ান, তাই অন্যরাও যে এঁদের ব্যাপারে নাক গলাবে - তাতেও তেমন আশ্চর্য হওয়ার কিছু নেই।
  • b | 117.233.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ২১:১৫532977
  • আর এটাও খেয়াল রাখবেন,০৯ নভেম্বর ২০২৪ ১৯ঃ৪৯এর প্রেক্ষিতে  (এই শব্দটা বড়ই যুৎসই লাগে আমার ), 2 ঘন্টার অল্প  আগে/ পরে দাদু নাতিকে ঝাড়ছেন , ভুল জায়গা থেকে ধরতাই দেবার জন্যে । 
  • হে হে | 2405:8100:8000:5ca1::4d8:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ২১:১২532976
  • ভাল করেচ বাওয়া চাড্ডিজিত। ওসব ঢপের চপ আর পেস্টিয়ে কাজ নেইকো।
  • dc | 2402:e280:2141:1e8:fd15:b474:dc2e:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ২১:০৫532975
  • প্রবীরজিতবাবু, অনলাইন ফোরামে বেশীরভাগ ক্ষেত্রেই আমরা পরষ্পরকে চিনিনা। কাজেই আপনি এখানে কি পোস্ট করেন সেটা দিয়েই আপনার এখানকার অ্যাক্টিভিটি সম্বন্ধে ধারনা করার চেষ্টা করেছি। এখানে আপনি বেশীর ভাগ সময়ে কপি পেস্ট করেন, বা এক লাইনের ফেবু লিংক পোস্ট করেন, তার থেকে বেশী কিছু করেন না, কাজেই মনে হয়েছে আপনি নিজে কিছু লিখতে পারেন না। লিংক কপি পেস্ট করে যদি সে সম্বন্ধে নিজের বক্তব্যও জানান, তাহলেই বুঝতে পেরে যাবো যে আপনি নিজের বক্তব্যও জানাতে চান, সে নিয়ে তর্ক বিতর্কে অংশ নিতে চান। কল্প বিজ্ঞান আর প্রেমকাহিনী এখানে স্বছন্দে পোস্ট করতে পারেন। অন্যদের কথা বলতে পারিনা, আমি পার্সোনালি শুধুমাত্র চাড্ডিদের গালি দি, আর কাউকে দি না (পিটিদা ছাড়া)। 
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ২০:৩৩532974
  • আমি অর্থনীতির গবেষণামূলক প্রবন্ধ কিছু লিখেছি। সেগুলো refereed জার্নালে ছেপেছিল। সেসব বাংলা করে এখানে দেওয়া খুবই সময়ের ব্যাপার। যারা চান তারা নানা ওয়েবসাইট ঘেঁটে কিছু পেতে পারেন ফ্রি। কিছু বড় উনিভার্সিটি লাইব্রেরি থেকে ডাউনলোড করা সম্ভব। @ডিসি আমায় না চিনে লিখে দিল আমি নিজে কিছু লিখতে পারি না তাই অন্যের লেখা পোষ্ট করি। কেউ অর্থনীতি নিয়ে পড়াশুনা করে থাকলে এই লিঙ্কে দেখতে পারেন আমার কিছু লেখা।
     
    এছাড়া আমার ভ্রমণ কাহিনী বাংলায় লেখা। এখানে দিয়েছিলাম।
     
    একটা কল্প বিজ্ঞান কাহিনী লিখেছিলাম। করোনা যুগে কিছু প্রেম কাহিনী লিখেছিলাম। এখানকার আঁতেল রা গালি দেবে এই ভয়ে পোস্ট করিনি।
  • b | 117.233.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৯532973
  • একটু সময় নিয়ে শুনবেন। প্রথমে একেবারে বাচ্চা বয়সের রশিদ আর শেষেরদিকে নিসার বুড়ো । 
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ১৯:০৯532972
  • অথচ চাড্ডি তিনুদের ভাই ভাই সম্পর্ক।
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ১৯:০৮532971
  • ডিসি আই টি সেলে আছে। খুব সম্ভবতঃ তিনু কংশাল থেকে টাকা পায়। কেউ বিরোধী হলে ওর পেটেন্ট গাল হল চাড্ডি।
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ১৯:০৫532970
  • আমি ট্রল বলতে বুঝি যারে দেখতে নারি তার চলন ব্যাকা। কারুর মত বা পথ পছন্দ না হলে তাকে আজে বাজে বলে উৎপীড়ন করা। কেউ কেউ বিনা প্ররোচনায় করে। যেমন ফেসবুকে মেয়েরা বডি সেমিং এর শিকার হয়। স্প্যাম হল ফেক নিউজ ছড়িয়ে বা পোস্ট করে লোক ঠকানো। ইমেইল থেকে প্রলোভন জাগানো এরকম বার্তা আসে। এক সময় প্রচুর পেতাম।
  • a | 2405:8100:8000:5ca1::2d8:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৬532969
  • ডিসি খুব সিনসিয়ারলি ট্রোল করে থাকেন। বিভিন্ন আইটি সেলের অফার পাওয়ার হাই চান্স।
  • খেলে যা | 2401:4900:733c:6564::424:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৫532968
  • এত বিজ্ঞ লোক ট্রোলিং আর স্প্যামিং এর তফাত জানে না?
     
    ☝️একে বলে ট্রোলিং। নমস্কার।
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ১৭:১১532967
  • খেরোর খাতা : গুরুর সমস্ত ব্যবহারকারী, হরিদাস পাল দের নিজের দেয়াল। আঁকিবুঁকি, লেখালিখির জায়গা।
     
    আমি এখানে লিখি বা অন্যের লেখা বা খবর গুরুত্বপূর্ণ মনে করলে এখানে কপি পেস্ট করি সোর্স উল্লেখ করে। গোড়ার দিকে দু একটা উল্লেখ করতে ভুল হয়েছিল। ডিসি দাদুর কাছে এগুলো ট্রল বা স্পাম জানতাম না।
  • PRABIRJIT SARKAR | ০৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৬532966
  • কারুর মত পছন্দ না হলে ডি ছি ট্রল ভাবে। ও নিজেই ট্রল মাস্টার। আমার খেরোর খাতা ওর বিরূপ মন্তব্যে ভরা। কিছু বলি না। ওর কোন পান্ডিত্যভরা লেখা পড়িনি মন্তব্য ও করি না। অন্য যারা লেখেন তাদের লেখা নিয়ে আমার মন্তব্য যোগ করি। সেটাও ওর কাছে ট্রল।
  • dc | 2402:e280:2141:1e8:fd15:b474:dc2e:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ১৬:১১532965
  • তা ঠিক। 
  • | ০৯ নভেম্বর ২০২৪ ১৫:১২532964
  • সেটা স্প্যামিং। 
     
    সময়বিশেষে স্প্যামাররাও ট্রোল করে আর ট্রোলরাও স্প্যাম করে বৈকি। 
  • dc | 2402:e280:2141:1e8:fd15:b474:dc2e:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৬532963
  • "যারা ইন্টারনেটে অ্যানোনিমিটির সুযোগ নিয়ে ট্রোল করে বেড়ায় এরাই ট্রেনে বাসে চড়লে ভীড়ের মধ্যে দিয়ে হাত গলিয়ে তিন চারজন টপকে গ্রোপ করে"
     
    সে তো অবশ্যই। তাছাড়াও, ইন্টারনেটেই হোক বা বাসের মধ্যেই হোক, এরা ধরা পড়ে গেলেই লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করে। তবে ফেবুর লিংক বা খবরের কাগজের লিংক পোস্ট করে ট্রোল করাটা শুরু করেছে দীপচাড্ডি, আর তার পর প্রবীরজিত। একটা লিংক দিয়ে একটা পোস্ট বা টই, স্রেফ কপিপেস্ট দিয়ে একটা টই, এগুলো মূলত এই দুজনই করে, কারন এদের নিজেদের কোন বক্তব্য নেই, নিজেরা এক লাইন লিখতে পারে না। আমার মনে হয় দুটো ট্রোলিং দুধরনের। 
  • | ০৯ নভেম্বর ২০২৪ ১২:৩৬532962
  • চতুর্দিকে এই ভাটে টইতে ফেসবুকে,  ফেসবুকের স্ক্রিনশট নিয়ে খোলা টইতে ভ্যারভ্যারে থিকথিকে পুঁজের মত ট্রোলিং দেখে দেখে কিছুদিন ধরেই একটা কথা মনে হচ্ছিল। বলেই ফেলি। কথাটা হল এই ট্রোলিং দেখে বুঝতে পারি কলকাতা ও তার আশপাশ, উত্তরপ্রদেশ দিল্লি এনসিয়ারে  ট্রেনে বাসে গ্রোপিং এত বেশী কেন। যারা ইন্টারনেটে অ্যানোনিমিটির সুযোগ নিয়ে ট্রোল করে বেড়ায় এরাই ট্রেনে বাসে চড়লে ভীড়ের মধ্যে দিয়ে হাত গলিয়ে তিন চারজন টপকে গ্রোপ করে। এবারে এখন যেহেতু এদের অনেকের আর্থ সামাজিক পরিস্থিতি যথেষ্ট উন্নত তাই পাবলিক ট্রান্সপোর্টে আর তেমন চড়া হয় না।  তো ইন্টারনেটের অ্যানোনিমিটি সে সুযোগ খানিক মেটায়।আর কি। 
     
    এছাড়া ফ্রাস্ট্রেশান, হীনম্মন্যতা ইত্যাদি তো আছেই, ভরপুর আছে। 
  • দীপ | 2402:3a80:196b:5433:678:5634:1232:***:*** | ০৯ নভেম্বর ২০২৪ ১২:২৬532961
  • নিবেদিতার উদ্দেশ্যে নিবেদিতা স্কুলের শ্রদ্ধার্ঘ্য।
     
  • . | ০৯ নভেম্বর ২০২৪ ১২:১০532960
  • মেঘে মেঘে বেলা তো কম হলো না। যত বয়স বেড়ে যাচ্ছে তত বুঝতে পারছে যে লাইনটা কত্তো লম্বা। সেদিনই এখানে কে যেন বললেন যে গিরিন কার্ডই নেই অনেকের। কতটা ইনসিকিওরিটি এরকম ফ্রাস্ট্রেশনের জন্ম দেয় ভাবো দিকি!
    এখন শ‍্যাম ও গেল, রাধাও গেল কেস। ভেরি স‍্যাড।
  • . | ০৯ নভেম্বর ২০২৪ ১২:০৪532959
  • বাম আদর্শ না কচু।
    একটাই আদর্শ ওদের — হিংসে করা।
  • &/ | 107.77.***.*** | ০৯ নভেম্বর ২০২৪ ১১:৩৭532958
  • হ্যাঁ ডট , সেই হল কেস। এদের নিজেদের মনের মধ্যে অশান্তি , সেই অশান্তি নিয়ে ট্রোলিং করে বেড়ায় . বাম আদর্শ  বা  অন্য কিছু  আদর্শ ছুতো মাত্র , কেয়ার করে বলে মনে হয় না 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত