এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২২:০৪532507
    • dc | ২৩ অক্টোবর ২০২৪ ২২:০১
    • ...এলসিএমদা পবর যে ডেটা দিয়েছিল, সেটা বোধায় বেশীর ভাগ রাজ্যেই খাটে - অর্থাত ৭০% থেকে ৮০% ছাত্রছাত্রী সরকারী স্কুলে পড়ে, বাকি অংশ প্রাইভেটে। 
     
    এটাও একটা বড় ব্যাপার।

    এই আলোচনার কেন্দ্রে 'শিক্ষিত মধ্যবিত্ত', ৮০% অনুস্পস্থিত।
  • r2h | 208.127.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২২:০১532506
    • পাপাঙ্গুল  | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৪৯
    • ...গলদটা হচ্ছে সরকারি বিকল্প পবতে হীনমন্যতার জায়গায়। 
     
    শুধু পবতে না, দেশের সর্বত্র, তাতে পবর সমস্যা লঘু হয় না, কিন্তু সমস্যাটা বৃহত্তর, সেটা বোঝা যায় আরকি।
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২২:০১532505
  • "ছাত্রসংখ্যা মনে হয় একইরকম, যদিও সেরকম কোন ডেআ নেই"
     
    এটা খুব সম্ভবত ভুল বলেছি। এলসিএমদা পবর যে ডেটা দিয়েছিল, সেটা বোধায় বেশীর ভাগ রাজ্যেই খাটে - অর্থাত ৭০% থেকে ৮০% ছাত্রছাত্রী সরকারী স্কুলে পড়ে, বাকি অংশ প্রাইভেটে। 
  • r2h | 208.127.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২২:০০532504
    • পাপাঙ্গুল | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০১
    • বা সিস্টেমটা তুলে দেওয়া হচ্ছে ?
    • পাপাঙ্গুল | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০০
    • ...তাতে কি কেন্দ্রীয় বিদ্যালয়ের মান খারাপ হয়ে গেছে ? 
     
    এমনিতে কেন্দ্রীয় বিদ্যালয়ের মান ব্যাপারটা সমসত্ব কিছু না। আমাদের শহরে কেন্দ্রীয় বিদ্যালয় ছিল অন্যতম ওঁচা স্কুল ও দুর্দান্ত ছেলেমেয়েদের আখড়া। একটি ছেলে একবার ব্যাগে করে রিভলভার নিয়ে স্কুলে গিয়ে ধরা পড়েছিল, ঐ স্কুলের ক্লেম টু ফেম হলো ওখানে পরবর্তী কালের একজন বম্বের স্বল্পস্থায়ী কেরিয়ারের হিরোইন কিছুদিন পড়েছিলেনঃ)। তবে ভালো ভালো কেন্দ্রীয় বিদ্যালয়ও হতো।
    এবার শহরাঞ্চলে স্বচ্ছল অভিভাকদের ছেলে মেয়েরা এখনও বেসরকারি অপশন থাকা সত্বেও সেসব স্কুলে যায় কিনা - তা নিয়ে কোন সমীক্ষা আছে কিনা - তা জানি না।

    আর, তুলে তো রাজ্য সরকারি স্কুল সিস্টেমও দেওয়া হচ্ছে না - অ্যাপারেন্টলি। ডাবল ইঞ্জিনের রাজ্য হলে অন্য কথা - ত্রিপুরায় একের পর এক রাজ্য বোর্ডের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে - শিক্ষার্থী স্বল্পতায় - ওদিকে স্কুলছুটের সংখ্যা ঊর্দ্ধগামী। রিপোর্টপত্র আছে ঐ নিয়ে।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৪৯532503
  • "এইটা খুব জরুরী জিজ্ঞাসা বলে মনে করি।" উত্তরটা খুব একটা কঠিন নয়। নাগরিক অপররা যাদের বাড়ি কাজ করেন তাদের অনুসরণ করার চেষ্টা করেন। যাতে বড় হয়ে তাদের ছেলে মেয়েরা ওরকম কিছু চাকরি পেতে পারে আর নিজেদের মত কষ্ট না করতে হয়। গলদটা হচ্ছে সরকারি বিকল্প পবতে হীনমন্যতার জায়গায়। 
  • . | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৪০532502
  • &/ 
    তোমার প্রশ্নের উত্তর কি পেলে?
    আমি তো দেখছি গোল গোল ঘোরা চলছে উত্তরদাতাদের। সঙ্গে আক্রোশ গেলে দেওয়া। বিজেপি হয়ে সিপিয়েম অবধি পৌঁছতে পেরেছে, যার যতটুকু পরিধি। একটু পরে চটিচাটাও বলতে পারে। wink
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৬532501
  • ধ্যাত্তেরি, ডেটা 
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৬532500
  • *ডেট নেই (আমার কাছে) 
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৫532499
  • হ্যাঁ, ছাত্রসংখ্যা মনে হয় একইরকম, যদিও সেরকম কোন ডেআ নেই। তবে ইন জেনারাল দেশের বড়ো অংশেই প্রেফারেন্স হলো ইংলিশ মিডিয়াম, গত ৫-১০ বছরে মনে হয় তার সাথে সিবিএসই বোর্ড যোগ হয়েছে। এরকম কেন হচ্ছে, সে নিয়ে স্টাডি হওয়া উচিত। 
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:৩৩532498
  • @ডিসি , প্রেফারেন্সের কথা বলছিনা। কেউ প্রেফার করতেই পারে দুন স্কুলে পড়াবে। প্রশ্ন হচ্ছে সেটা কোনো কারণে না হলে বিকল্প আছে কিনা। এই কর্পোরেশান স্কুলগুলো ফাঁকা পড়ে থাকে না নিশ্চ্য়। ছাত্রসংখ্যা সিবিএসই বোর্ডে, ইংলিশ মিডিয়ামের সমানই হবে। 
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:১৩532497
  • "তাতে কি কেন্দ্রীয় বিদ্যালয়ের মান খারাপ হয়ে গেছে ? "
     
    পাপাঙ্গুল, না বোধায়। শুধু তাই নয়, চেন্নাইতে কর্পোরেশানের চালানো যে স্কুলগুলো, পুরো চেন্নাই জুড়েই আছে, সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার, টিচিং স্টাফ ইত্যাদি রীতিমতো ভালো। এগুলোতে স্মার্ট স্কুল আছে, বাচ্চাদের সবরকম একস্ট্রা গাইডেন্স দেওয়া হয়, টিচার-পেরেন্ট মিটিং হয়, টেক্সট বই দেওয়া হয়, ফি নামমাত্র। এবং পুরো চেন্নাইবাসীর কাছে কর্পোরেশান স্কুল হলো ডিসট্যান্ট থার্ড বা ফোর্থ প্রেফারেন্স। সব্বাই চান ছেলেমেয়ে সিবিএসই বোর্ডে, ইংলিশ মিডিয়ামে ভর্তি হোক, সেটা না পারলে তামিল বোর্ডে ইংলিশ মিডিয়াম, তা না হলে কর্পোরেশান স্কুল। 
  • PRABIRJIT SARKAR | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০৬532496
  • কলকাতা শহরে নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবার জন্য গরিব বড়লোক সব অভিভাবক চেষ্টা করে। যার যেখানে জোটে। পাড়ার পাতি স্কুলে আগে পড়ত অনেকেই। এখন খুব কম ভর্তি হয়। ইদূর দৌড়ে জিততে হবে। বিজনেস ওয়ার্ল্ডে ইন্টারভিউ দিতে গেলে একটা এলিট স্কুল কলেজ ব্যাক গ্রাউনড এক্সট্রা লিভারেজ দেয়। আমার মত যারা এর বাইরে থেকে এসেছি তাদের ওভার পারফর্ম করতে হয়। আমি অনামা স্কুলে পড়লেও আমার এক মাত্র সন্তানকে কাছাকাছি এলিট স্কুলে পড়িয়ে ছিলাম। আমার বাবার তত্ব মেধাবী ছেলে বা মেয়ে যেখানেই পড়ুক উপরে উঠবেই অর্ধ সত্য।
  • r2h | 208.127.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০৫532495
    • &/  | ২৩ অক্টোবর ২০২৪ ০৩:১৩
    • ...মধ্যবিত্ত তো বটেই, রিকশাওয়ালা, গৃহসহায়িকা, খুচরোবিক্রেতা ইত্যাদি সবাই কোনোক্রমে কুলোতে পারলেই প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে সন্তানদের। আম্বানিদের রবরবা। গলা কেটে পয়সা নিচ্ছে। 
     
    এইটা খুব জরুরী জিজ্ঞাসা বলে মনে করি। এটা কেন হচ্ছে? অলিতে গলিতে ব্যক্তিগত বেতনমূলক ইমি স্কুলে পড়াশুনো ভালো হয়? খুবই আনলাইকলি। গোবলয়ের ইমি স্কুলের ভয়ানক খবর টবর পড়েছি মাঝেমধ্যে - বেতন দিতে না পারায় বাচ্চা আটকে রাখা ইত্যাদি।
    তাতেও কেন অভিভাবকরা পাঠাচ্ছেন? কারনটা বাস্তব হতে পারে না, পার্সেপশনের ব্যাপার। বেসরকারি হলে পরিসেবা ভালো হবা এবং বিনামূল্য, লঙ্গর, অনুদান ইত্যাদি খুব তাচ্ছিল্যের ব্যাপার - এরকম নানান কিছু থাকা সম্ভব।

    মিডডেমিল কী কেন কীভাবে - এইসব নিয়ে প্রতীচি ট্রাস্টের কাগজপত্র মাঝে মধ্যে দেখি, খুবই চমৎকার জিনিসপত্র পাই।
    কিন্তু শিক্ষাক্ষেত্রে শহুরে বেসরকারি ঝোঁক - এটা নিয়ে স্পেকুলেশন ছাড়া তেমন কিছু পাইনি।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০১532494
  • বা সিস্টেমটা তুলে দেওয়া হচ্ছে ?
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০০532493
  • ""এই চিত্র দেশের সর্বত্র। কেন্দ্রীয় সংস্থাগুলি, ইসরো, বা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলির আবাসিকরাও আজকাল ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পাঠান" - তাতে কি কেন্দ্রীয় বিদ্যালয়ের মান খারাপ হয়ে গেছে ? 
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২১:০০532492
  • লাঞ্চের পরেই হয়ত শিবসেনা বলে দেবে কেউ ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২০:৫৮532491
  • আর প্রাইভেট হসপিটালগুলো ...
  • &/ | 151.14.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ২০:৫৬532490
  • তবেই বুঝুন। অ্যাসপিরেশন, পীয়ার প্রেশার এসব যদি কিছু না থাকে...

    ওদিকে কে যেন তালেগোলে আমায় সিপিএম বলে দিল!!!! এতকাল শুনতাম আমি নাকি বিজেপি । এখন হয়ে গেছি সিপিএম!!!! ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৯:০৯532489
  • নামটা যেন কিরকম laugh
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৯:০০532488
  • এগুলো সরকারি ডেটা, পঃবঃ এর। সব রাজ্য সরকারের কাছেই ডেটা থাকে, ক'টা স্কুল, ক'জন খাচ্ছে ইত্যাদি। বছরখানেক আগে মনে হয় দিল্লী থেকে টাকা বন্ধ করেছিল, স্ক্যামের জন্য, সংখ্যা বেশী করে দেখিয়েছে সেই অভিযোগে। এ বছরের একটা নিউজ রিপোর্ট দেখলাম, কেন্দ্রের দপ্তর নাকি রাজ্য সরকারের কাজে খুশী।

    ইত্যাদি প্রভৃতি।

    https://pmposhan.wb.gov.in/Chart/show_chart

    আর স্কীমটার নাম এখন PM POSHAN।
     
     
  • dc | 2402:e280:2141:1e8:f12c:e4db:8a0f:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৬532487
  • "এই চিত্র দেশের সর্বত্র। কেন্দ্রীয় সংস্থাগুলি, ইসরো, বা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলির আবাসিকরাও আজকাল ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পাঠান। কেন? স্পষ্ট উত্তর জানা নেই, অনুমান করি, অ্যাসপিরেশনের বদল।"
     
    আমারও মোটামুটি তাই মনে হয়। তাছাড়া পিয়ার প্রেশার। তবে এ নিয়ে আরও অনেক রিসার্চ দরকার। এই যেমন যদুবাবু টইতে মাইগ্রেশান সংক্রান্ত খুব ইন্টারেস্টিং কিছু তথ্য বা সরকারি রিপোর্ট দিয়েছেন, সেরকম ডিটেলড রিসার্চ ও রিপোর্ট আমাদের দেশের ক্রমাগত পাল্টাতে থাকে প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশান ইকোসিস্টেম নিয়েও বানানো দরকার। 
  • r2h | 208.127.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৩১532485
  • রান্নার ব্যাপারটা - এটা আমার কাছে ঠিক পরিস্কার না, কীভাবে হয়। রান্না, পরিবেশন, বাসনপত্র - এসবের জন্য ঠিকা কর্মী নিয়োগও হয়, স্থানীয়ভাবে। শিক্ষক শিক্ষিকাদের ভালোরকম জড়িত তো থাকতেই হয়, কিন্তু কতখানি?
    এককের বলা শুকনো খাবার- এটা নিয়ে পড়েছিলাম কোথাও - অনুরূপ প্রস্তাব বাতিল হয় কারন এরকম হলে, বিশেষ করে মেয়েরা, নিজেরা না খেয়ে ছোট ভাই বোনদের জন্য বাড়িতে খাবার নিয়ে যাবে - এমন কিছু পর্যবেক্ষন ছিল।
    এবার নেসলে এর মধ্যে সত্যিই ঢুকে পড়লে সেটা বেশ খারাপ ব্যাপারই হবে বলে মনে হয়।

    'শিক্ষিত মধ্যবিত্ত' কেন পাঠায় না, আমি নিজে দেশে থাকলে কেন পাঠাতাম না - এটা তো সোজা প্রশ্ন না, নির্দিষ্ট উত্তরও হয় না।

    পবর ক্ষেত্রে, মতামত ও অনুমানগুলি লিখেছিলাম - কেন শিক্ষিত মধ্যবিত্তরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিল। প্রাথমিক থেকে ইংরেজি চলে যাওয়া একটা বড় কারন বলে মনে করি।
    আবার একই সঙ্গে প্রাথমিক থেকে ইংরেজি যাওয়াতে একটা বড় অংশের শিক্ষার্থীর উপকার হয়েছে বলেও মনে করি। পাশ ফেল সংক্রান্ত ব্যাপারেও তাই। তো, এইখানে সামাজিক অবস্থা, অ্যাস্পিরেশনের একটা বড় ফারাক ঘটেছে। এবার, সরকারের প্রধান দায় শিক্ষিত মধ্যবিত্তদের প্রতি না পিছিয়ে থাকা মানুষের প্রতি - সেটা একটা বড় তর্ক হতে পারে।

    দমদি লিখেছে:
    •  | ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
    • ...আমাদের সময়ে স্কুলে মিল চালু ছিল না। থাকলে আমার কিছু সহপাঠী অন্তত মাধ্যমিক অবধি পৌঁছাতে পারত। আমার সময়ে কন্যাশ্রী চালু থাকলে আমার ছাত্রিজীবনটা আরেকটু সহজ হত, একটু কম লড়তে হত। 
    নিজে যেসব স্কুলে পড়েছি ও সহপাঠীদের দেখেছি - তাতে আমিও তাই বিশ্বাস করি। প্রাথমিকে পড়েছি বেসরকারী স্কুলে - অনুদানপ্রাপ্ত বোধয়, বেতনপত্র তো লাগতো বলে মনে হয় না, সমাজের সব স্তরের ছেলেমেয়েরাই পড়তো। শিক্ষক শিক্ষিকাদের মাইনে কম ছিল, যা মনে হয় পিএফ গ্র‌্যাচুইটি ভাতা ইত্যাদিও তেমন ছিল না- একজন শিক্ষক মারা গিয়েছিলেন - তার অন্তিম সৎকারের জন্য স্কুলে চাঁদা তুলতে হয়েছিল, সেই শিক্ষকের ছেলে মেয়েরা শহরের নামকরা মেধাবী ছাত্রছাত্রী ছিল। একজন দিদিমনির বাড়ি আগুনে পুড়ে গিয়েছিল - তাঁকে সাহায্য করার জন্যও স্কুলে চাঁদা তোলা হয়েছিল, দিদিমনি প্রেয়ারের পর স্কুলের মাঠে সবাইকে ধন্যবাদ দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন, সে ভয়ানক যাতনার স্মৃতি। দুয়েকজন ছাত্র অনাথ আশ্রমে থাকতো, কেউ কেউ পরীক্ষার ফিজ দিতে পারতো না, স্যার দিদিমনিরা দিয়ে দিতেন। একটি ছেলের বাবা মিষ্টির দোকানে কাজ করতেন, বলেছিলেন পাশ করলে রসগোল্লা খাওয়াবেন একদিন। সে ক্লাস থ্রি না ফোরের পরীক্ষায় ফেল করেও রসগোল্লা খাওয়ার জন্য বাড়িতে মিথ্যে বলেছিল, সেই বছরের পর আর তাকে স্কুলে দেখিনি। পাশ ফেলের ব্যাপার না থাকলে, দুটি ভালো মন্দ নিয়মিত খেতে পেলে হয়তো তার পড়াশুনো চলতো। এইসব ভাবলে মন বিকল হয়ে যায়।

    তো, ঐ, একটা গরীব দেশের সরকারের প্রধান দায় শিক্ষিত মধ্যবিত্তদের প্রতি না পিছিয়ে থাকা মানুষের প্রতি - সেটা তর্কযোগ্য।

    এবার, আমি দেশে থাকলে কেন ঐসব স্কুলে, বা যেসব স্কুলে নিজে পড়েছি, সেখানে মেয়েকে পাঠাতাম না? কারন সময়, যুগ, অ্যাস্পিরেশন পাল্টে গেছে। ঐসব স্কুলে সে তার পিয়ার পাবে না। স্কুলগুলি যথেষ্ট ঝকঝকে না। কারন আমি স্বার্থপর, আর পাঁচটা সংসারী মধ্যবিত্ত লোকের মত।
    কিন্তু তার জন্য এটাও চাইবো না, যে আমার থেকে কম সুবিধাপ্রাপ্ত যাঁরা, তাঁরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হোক।

    সমাধান কিসে বলে মনে করি? আমার স্বল্প জ্ঞানগম্যিতে যা কুলোয় তা লিখেছিলামঃ
    • r2h  | ২৩ অক্টোবর ২০২৪ ০২:৫১
    • ...শিক্ষা বা স্বাস্থ্য একটা লাভজনক ব্যবসা যতদিন থাকবে ততদিন এই চক্র থেকে বেরুনোর উপায় কম। কঠিন রকম সরকারী নজরদারী, এইসব প্রতিষ্ঠানের ওপর চড়া ট্যাক্স, ফিজ এবং মাইনের ওপর সরকারী নিয়ন্ত্রন, শিক্ষা খাতে বাজেট বাড়ানো - এসব হতে পারে। দিল্লিতে যেমন আতিশী সিংহ স্কুলের ভোল বদলে অনেক কিছু করেছেন কিন্তু বিত্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা হওয়া নিয়ে কিছু হয়েছে বলে শুনিনি। অন্যদিকে ত্রিপুরাতে সেই সময় বেসরকারী অপশন না থাকাতে সরকারী বা সরকারী অনুদানপ্রাপ্ত স্কুলের মান বিষয়ে নাগরিক নজরদারী দেখেছি।...


    এটা কোন একটা রাজনৈতিক দলের চুরি ডাকাতি বা 'লঙ্গর' চালানোর জন্য না - এমন মনে করি, কারন এই চিত্র দেশের সর্বত্র। কেন্দ্রীয় সংস্থাগুলি, ইসরো, বা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলির আবাসিকরাও আজকাল ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পাঠান। কেন? স্পষ্ট উত্তর জানা নেই, অনুমান করি, অ্যাসপিরেশনের বদল।
    কেন শহরে গৃহপরিচারিকা বা রিক্শাচাল ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পাঠান? ঐসব বেসরকারি স্কুলে কি পড়াশুনো সরকারি থেকে ভালো হয়? নয়ডা সংলগ্ন খোরা কলোনীত্র মাঠে গাড়ি চালানো শিখতে যেতাম - মোষের খাটাল অস্বাস্থ্যকর বস্তির খাটা পায়খানার পাশে অমুক পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম - তাতে পড়াশুনো ভালো হয়, সরকারি স্কুল থেকে? না, তাও বস্তিবাসীরা কষ্টার্জিত পয়সা খরচ করে ওসব জায়গায় বাচ্চাদের পাঠান। কেন? জটিল উত্তর।

    অবৈতনিক, অনুদান, লঙ্গর - ইত্যাদির প্রতি প্রবল অশ্রদ্ধার মধ্যে হয়তো কারন খোঁজা যেতে পারে, জানি না।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৭532484
  • এমন যতিচিহ্ন, লোকে ঘুরেই যাচ্ছে।
  • মিড ডে মিল | 2401:4900:7063:9d46:e615:6b72:3abe:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৮:১৮532483
  • ওই যে যতিচিহ্ন। এখন সেটা চাপা দিতে কথা ঘোরাতে হচ্ছে।
  • . | ২৩ অক্টোবর ২০২৪ ১৮:১০532482
  • হিহিহিহি | 2405:8100:8000:5ca1::269:28bd | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:২২
     
    অভয়ার হত্যা ও ধর্ষনের জন‍্য কাকন বেশিদূর খুঁজতে হয় না।
    ভেরি সরি। আপনাদের আশীর্বাদে বেঁচে আছি। দয়া করে বাঁচতে দিয়েছেন। মেরে তো এখনও ফেলেন নি।
    খুব খুব সরি চাইছি বেঁচে থাকার জন‍্য।
    ক্ষমা করে দেবেন।
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৭:৪১532481
  • ধুর ধুর, ঢপ-ফপ কিছু না রে ভাই। যা "মনে হয়েছিল", লিখেছিলাম, হ্যাঁ, সিপিএমের লাইন না লিখে সিপিএমের সমর্থকদের লাইন লিখলে ঠিক হত। সিপিএমকে নিয়ে ঢপ মারার কী আছে, সত্যের পথে যারা, তারা তো নিষ্কলঙ্ক।
  • মিড ডে মিল | 2401:4900:7063:9d46:e615:6b72:3abe:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩৫532480
  • যেই ঢপটা ধরা পড়ে গেল অমনি "মনে হয়" আর পলিটবুড়ো আর পার্টিক্লাস
  • dc | 2402:e280:2141:1e8:b476:a542:1ca9:***:*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৫৫532479
  • আচ্ছা এই দ্যাখেন ওয়্যারেও লিখেছে মাস্টারক্লাসঃ 
     
     
    আমি অবশ্য লিখেছিলাম দিদির ধর্ণামঞ্চে গিয়ে হাজির হওয়াটা ছিল মাস্টারস্ট্রোক, তাতে অরিত্র নাকি অন্য কেউ আমার ওপর রেগে গেছিলেন। কিন্তু ঐ পদক্ষেপটাই ছিল ওনার প্রথম চাল, যা কেউ অ্যান্টিসিপেট করতে পারেনি। বাকিটা সাইকোহিস্টোরির মতো স্বাভাবিক নিয়মে হয়েছে। 
  • সিএস  | 103.99.***.*** | ২৩ অক্টোবর ২০২৪ ১৬:৫৪532478
  • এখন তো মিড ডে মিল রান্নার জন্য কিছু লোক যুক্ত হয়, ঐ অঞ্চলের, তারা টাকা পায়। এককের প্ল্যান মত প্যাকেটে করে খাবার দিলে বা মেশিন বসলে সেই লোকগুলোর কী হবে ? এই স্কীমতার সঙ্গে ঐ লোকগুলোও তো যুক্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত