এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হ্যান্ডলিং | 2401:4900:7521:c5f:3886:f2ff:fe1a:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:২৬532327
  • হ্যান্ডলিং নিয়ে ডিসির বক্তব্যে অনেকটাই একমত। 
    লোকজন দেখছে, উনি যাচ্ছেন, উনি কথা বলছেন। ভোটনবাজারেও এগুলোর ইমপাক্ট অনেক।
    পুলিশকেও যথেষ্ট কন্ট্রোলে রেখেছেন বলেই মনে হয়েছে। বিশেষত লোকে পুলিশের কাছে মার খাওয়ার জন্য প্রায় বলিপ্রদত্ত ছিল। সেভাবে দেখলে প্রোভোকেশনের অন্ত ছিল না।
    মুখ্যমন্ত্রীকেও ধর্ষণ, খুনের নিত্য হুমকি দিয়েও লোকে দিব্বি পোস্ট করে যাচ্ছে। অগুনতি উদাহরণ সোশ্যাল মিডিয়ায়। লোকে নাথুরাম গডসে লাইটও লাগবে বলেছে, মমতার জন্য।
     
    ওদিকে দিকে দিকে সশস্ত্র নকশাল আন্দোলনের কলও দেওয়া হচ্ছে, কালকের পর থেকে। বাংলাদেশ করার দাবি তো অনেকদিনের।
     
    ৮৩ র জুনিয়র ডাক্তার আন্দোলনে পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন তোলার কথা অনেকেরই জানা থাকবে, মনে থাকবে।  ছাত্র আন্দোলনগুলোতেও বাম আমলে নিয়মিত পুলিশ কেলিয়েছে। দিদির পুলিশও হোক কলরবে পিটিয়েছিল। তারপর থেকে দিদি এসব অবস্থান আন্দোলনগুলো সামলে খেলেছেন মনে হয়। পরপর অনেক অবস্থান আন্দোলনই হল। 
     
    তবে প্রথমেই, অভিযোগ আসার পরেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে প্রাইজ পোস্টিং দেওয়া খুব বড় ভুল ছিল।
     
    ভাল কথা, আখতার আলির অভিযোগ গত বছরেই কোর্টে নস্যাত হয়ে গেছিল নাকি?  কেউ কনফার্ম করতে পারেন? 
    আর সিনিয়র ডাক্তারদের যে মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে এত ক্যাঁচাল, সে নির্বাচন নিয়েও কোর্ট কেস চলছিল, কোর্ট সেসব অভিযোগ খারিজ করে নির্বাচন বৈধ ঘোষণা করেছিল, এগুলোও কেউ কনফার্ম করতে পারবেন?
  • ঘটনা | 2a0b:f4c2:1::***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:২৫532326
  • খুব ভাল হয়েছে অনশন উঠে গেছে। অনশন করা যায় সরকারের ন্যূনতম বিবেক আছে, এটা ধরে নিয়ে। জানি তা নেই, তবু ভেবেছিলাম, সরকারের পিঠ বাঁচানোর কায়দাটা হবে এরকম: 'সে কী? এরকম হয়েছে? এত দুর্নীতি? দাঁড়াও দেখছি৷ '
    তারপর কিছুই দেখতেন না৷ কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, তাই মুখরক্ষা করতে এসব বলবেন, ভেবেছিলাম৷ বদলে 'অন ক্যামেরা' তিনি দেখালেন, থ্রেট কালচার কাকে বলে! বললেন, নিয়মানুযায়ী নয়, দোষী ছাত্রদের সাসপেন্ড করতে হবে ওঁর অনুমতি নিয়ে! এঁর বিবেকের মুখাপেক্ষী হয়ে ভবিষ্যতেও অনশন কর্মসূচি যেন না নেওয়া হয়। অন্য স্ট্র‍্যাটেজি দরকার।
    আরও ভাল লাগল, মুখ্যমন্ত্রী নরমে-গরমে কিছু মৌখিক আশ্বাস দিলেও, ডাক্তাররা মোটেও বললেন না যে, আলোচনা ইতিবাচক বলে অনশন তোলা হচ্ছে বা মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা করে অনশন তোলা হচ্ছে৷ তার বদলে স্পষ্ট বলা হল, 'শরীরভাষায় বোঝা যায় ওঁরা মানুষের কথা ভাবেন না।' বলা হল, মৃতার বাবা-মায়ের অনুরোধে অনশন তোলা হল। এর বদলে যদি বলা হত, বন্ধুদের জীবন বাঁচানোর তাগিদে অনশন প্রত্যাহার হল, তাহলেও একই ভাবে সাধুবাদ জানাতাম। জীবনের অধিকার সবার আছে, 'রাইট টু লাইফ' হল সাংবিধানিক অধিকার।
     
    - শতাব্দী দাস
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:২০532325
  • সরকারি বেসরকারি - সরকারি ডাক্তাররা প্রাইভেট প্র‌্যাক্টিস করেন বা প্রাইভেট হাসপাতালে ভিজিট করেন এ তো সবাই জানে! পুরো ইন্ডিয়াতেই এটা হয়। এ তো পুরনো খবর, ভুয়ো হতে যাবে কেন? 
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:১৭532324
  • স্ট্রিট পলিটিক্স নামে একটা বিশেষ ধারা আছে, সেটা বহু প্রাচীন কালে বামেরা খুব ভালো বুঝতেন, কং্গ্রেস বা অন্যান্য পার্টিতেও বামপন্থী অনেকেই খুব ভালো বুঝতেন, তার প্রয়োগও করতেন সফলভাবে। মমতা ব্যানার্জি এই স্ট্রিট পলিটিক্সে পোস্ট ডক, এতে কোন সন্দেহ নেই। এই ধারার একেবারে বিপরীতে অবস্থান প্রধানসেবক আর তার দলের, সেটা মনে হয় আরেসেস এর তাত্বিকরাও জানে। কথা হলো, দিদির থেকে যদি বামেদের এখনকার নেতারা স্ট্রিট পলিটিক্স শেখে, তাহলে ভালোই হবে। স্টাডি ইওর অপোনেন্ট - স্মাইলির মনের কথা :-) 
  • সরকারি বেসরকারি | 2401:4900:7521:c5f:3886:f2ff:fe1a:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:১৩532323
  • এই খবরগুলি সত্য?  বর্তমানে পড়ে ভুয়ো হতে পারে মনে হয়েছিল, কিন্তু কাল তো মুখ্যমন্ত্রীও বললেন আর জুনিয়্র ডাক্তাররা অস্বীকারও করলেন না!  স্বাস্থ্যসাথীতে বেসরকারির পিছনে এত খরচ বেশি যাওয়া তো একরকম, কিন্তু এগুলো তো পুরো বেআইনি। আর সরকারিতে কর্মবিরতি করে এইসব করে এঁরা সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে চাইছেন?  এই খবর ভুল হলেই খুশি হব।
     
    ওদিকে অনেক  সিনিয়র সরকারি ডাক্তারও নন প্র‍্যাক্টিসিং আলাওয়েন্স নেওয়ার পরেও, অনুমতি না নিয়েই প্রাইভেটে কাজ করেন?  এগুলোও বে আইনি তো।
     
     
    কর্মবিরতি। প্রথমে পূর্ণ। তারপর আংশিক। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দরজায় মোটামুটি তালা দিয়ে এভাবেই কাটল দুটো মাস। ধর্না, অবস্থান, বিক্ষোভ, আর অনশন। আগস্ট থেকে অক্টোবর—রাজ্যের গরিব ও নিম্নবিত্ত মানুষের ভোগান্তির টাইমলাইন। কিন্তু নির্দিষ্ট করে বলতে গেলে, ‘কর্মবিরতি’র এই অচলাবস্থা শুধু সরকারি ক্ষেত্রে। আন্দোলনের পথেঘাটে সুর চড়ানো বহু সরকারি ডাক্তারই কিন্তু ৯ আগস্ট থেকে ১৭ অক্টোবরের এই সময়সীমার মধ্যে চুটিয়ে প্র্যাকটিস চালিয়েছেন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে। এমনই ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের তালিকা সংগ্রহ করেছে ‘বর্তমান’। তাতে সাফ দেখা যাচ্ছে, এই সময়সীমার মধ্যে তাঁরা বেসরকারি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৯০৫টি কেস হ্যান্ডল করেছেন (রোগী দেখেছেন বা অস্ত্রোপচার করেছেন)। নজর করার মতো বিষয় হল, প্রায় ৭৪ হাজার এই ‘কেস’ শুধুমাত্র স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নথিভুক্ত হয়েছে। আর এর থেকে উল্লিখিত ৫৬৩ জন ‘এসআর’ (বন্ডের শর্তে নিযুক্ত জুনিয়র ডাক্তারদের একাংশ) রোজগার করেছেন ৫৪ কোটি ৩৯ লক্ষ টাকা। গড় হিসেব প্রায় ১০ লক্ষ টাকা। মনে রাখতে হবে, স্বাস্থ্যসাথীর আওতায় নথিভুক্ত ‘কেস’ ছাড়াও তাঁরা রোগী দেখেছেন। পারিশ্রমিকও পেয়েছেন। একইসঙ্গে রয়েছে মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকার সরকারি ভাতা, যা এমডি, এমএস পাশ করে সরকারি হাসপাতালে যোগ দেওয়ার পর তাঁরা পেয়ে থাকেন। তার হিসেব কিন্তু ৫৪ কোটি ৩৯ লক্ষের মধ্যে ধরা হয়নি।
    এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় দেড় হাজার সিনিয়র রেসিডেন্ট ডাক্তার কাজ করেন। লাগাতার কর্মবিরতিতে গেলেও রাজ্যের কাছে তাঁরা কিন্তু ভাতা বন্ধের আবেদন জানাননি। উল্টে তাঁদের বড় একটা অংশ প্রাইভেটে চিকিৎসা চালিয়ে গিয়েছেন। ‘সমাজ সংস্কারক’দের একটা মুখ দেখা গিয়েছে আন্দোলন মঞ্চে, অবস্থানে, মিছিলে। আর একটা মুখ প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোমে। কারণ বেসরকারি ক্ষেত্রে লাগাতার অচলাবস্থা চলতে পারে না। টাকা দিয়ে চিকিৎসা করাতে গিয়ে অচলাবস্থা মানবেন না রোগীরা। তাই বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম উপচে পড়েছে ‘আন্দোলনকারী’ বহু ডাক্তারের মহানুভবতায়। এমনকী উত্তরবঙ্গের ‘এসআর’ দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলার নার্সিংহোমে গিয়ে ‘কেস’ করে এসেছেন—এমন তথ্যও রয়েছে ‘বর্তমান’-এর কাছে। সেইবেলা কেন তাঁদের মনে হয়নি, ‘জাস্টিস’ চেয়ে কর্মবিরতির খাঁড়া শুধুমাত্র সরকারি হাসপাতালের গরিব রোগীদের উপর নামানো ঠিক হচ্ছে না? প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি নার্সিংহোমে ইট পেতে বসাটা আন্দোলনের আদর্শ বিরোধী নয়! অথচ, এই পর্বে কলকাতা, জেলার শহর বা শহরতলির বড়-মেজ-ছোট এমন কোনও প্রাইভেট প্রতিষ্ঠান নেই, যেখানে সরকারি হাসপাতালের ‘প্রতিবাদী’দের একটা বড় অংশ প্র্যাকটিস করেননি। তাও আবার করেছেন যে স্বাস্থ্যদপ্তরের প্রতি তাঁদের তীব্র ক্ষোভ, তাদেরই স্বাস্থ্যসাথী প্রকল্পে। উল্লেখযোগ্য বিষয়, এই ৫৬৩ জন ‘এসআর’ কিন্তু জানেন, তাঁরা বাইরে প্র্যাকটিস করতেই পারেন না। মজার ব্যাপার, বহু ‘বিপ্লবী’ সিনিয়র ডাক্তার পরিচালিত প্রাইভেট নার্সিংহোম-হাসপাতালে তাঁরা কেস করে এসেছেন।
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:১১532322
  • পাপাঙ্গুল laugh
     
    পুরো রেকর্ড, ধন্যবাদ। 
     
    :) নাঃ, ঠেলার নাম বাবাজি মনে হয়নি। বহু রাজ্য সরকার এর থেকে অনেক বেশী তীব্র আন্দোলনের মুখোমুখি হয়েছে, বেশীর ভাগ সময়ে পুলিশ লাঠি / গুলি / জলকামান ইত্যাদি চালিয়েছে, আন্দোলনকারীদের অ্যারেস্ট করেছে। এই যেমন কুদানকুলাম আন্দোলন, বা নর্মদা আন্দোলন বা কেরলে আদানিদের বিরুদ্ধে আন্দোলন, সেসব জায়গায় পুলিশ গুলি চালিয়েছে, প্রচুর আন্দোলনকারিদের জেলে পুরে দিয়েছে। সেটাই কমন প্যাটার্ন। এই আন্দোলন যেভাবে পুরোটা হ্যান্ডল করা হলো সেটা যদ্দুর মনে হয় আগে কখনো হয়নি। 
  • পুরো রেকর্ড | 2401:4900:7521:c5f:3886:f2ff:fe1a:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৯:০৪532321
  • @dc এখানে পাবেন। আরো অনেক জায়গায় আছে হয়তো।
  • :) | 2405:8100:8000:5ca1::229:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৮:৫৮532320
  • ঠেলার নাম বাবাজি।
    লেজেগোবরে হওয়া পার্টির মাস্টার স্ট্রোক খোঁজার কি ব্যাকুল আকুতি।
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০৮:৫৭532319
  • "প্রধানসেবক নিজে কৃষক আন্দোলনকারীদের মঞ্চ থেকে ঘুরে এলেন, তারপর ক্যাবিনেট সেক্রেটারিদের নিয়ে তাঁদের সাথে কয়েক দফা মিটিং করলেন, সেই মিটিং লাইভ স্ট্রিমও হলো" - টেলিপ্রম্পটার ছাড়া এতকিছু :D
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৮:২২532318
  • তবে আগেও লিখেছিলাম, যেদিন মমতা হঠাত করে ডাক্তারদের অনশন মঞ্চে গিয়ে হাজির হয়েছিলেন, সেদিনই জট খুলতে শুরু হয়ে গেছিল, তারপর থেকে গতকালের ঘটনা একেবারে শেল্ডনের সাইকোহিস্টোরি ফলো করে হয়েছে। আর সেদিনই দিদি বুদ্ধবাবুকে আবারও দশ গোল দিয়েছিলেন। সেদিনই যদ্দুর মনে হয় প্রধানসেবকও বুঝতে পেরেছিলেন ওটা পলিটিকাল মাস্টারস্ট্রোক ছিল, তারপর বোধায় আরেসেস / বিজেপি অনেকটাই নিজেদের গুটিয়ে নিয়েছিল। 
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৮:১৫532317
  • আর হঠাত করে লাইভ স্ট্রিম করতে সরকার কেন রাজি হয়ে গেল? সুপ্রিম কোর্টে মামলা তো এখনও চলছে! 
  • PRABIRJIT SARKAR | ২২ অক্টোবর ২০২৪ ০৭:৩০532316
  • প্রথম থেকে রাজনৈতিক আন্দোলন নয় ন্যাকামো করে সরকারের হিংস্রতা আটকাচ্ছিল। যে দাবি করছে দুর্নীতি দূর স্বচ্ছতা সেটা আদ্যোপান্ত চোরদের সরকার দেবে কি করে? রাজনীতি তাই এসেই যায়।
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৭:২৬532315
  • য়ুটুবে দুয়েকটা ভিডিও দেখলাম। একটা ব্যাপারে অবাক হলাম, সেটা হলো, মমতা যেভাবে ডাক্তারদের আন্দোলনটা প্রথম থেকে হ্যান্ডল করলেন সেটা বেশ ইউনিক। ইন্ডিয়ায় এর আগে কোন রাজ্য সরকার এরকমভাবে বারবার আন্দোলনকারীদের সাথে মিটিং করেছে কি? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বারবার এভাবে মিটিং করেছে, ধাপে ধাপে আন্দোলনকারীদের প্রায় স্ব দাবী মেনে নিয়েছে কি? এরকম কিছু তো আমার মনে পড়ছে না, বরং কৃষক আন্দোলন থেকে সব রকম আন্দোলনে পুলিশ লাঠিপেটা করে, জলকামান থেকে জল ছোড়ে, মন্ত্রীরা হুঁশিয়ারি দেয়, পুলিশ কেস ফাইল হয়, এসবই দেখেছি। এই আন্দোলনের ক্ষেত্রে দিদি এতোটা নরম হলেন কেন সেটা হয়তো ভবিষ্যতে বোঝা যাবে, তবে অন্যান্য রাজ্যেও এই মডেল ফলো করলে খুব ভালো হয়। প্রধানসেবক নিজে কৃষক আন্দোলনকারীদের মঞ্চ থেকে ঘুরে এলেন, তারপর ক্যাবিনেট সেক্রেটারিদের নিয়ে তাঁদের সাথে কয়েক দফা মিটিং করলেন, সেই মিটিং লাইভ স্ট্রিমও হলো, এরকম কিছু হলে কি ভালোই না হয়! 
  • PRABIRJIT SARKAR | ২২ অক্টোবর ২০২৪ ০৭:১৬532314
  • একবার জিয়াগঞ্জ কলেজে গেছিলাম একটা সম্মেলনে। রেল স্টেশনের কাছে চায়ের দোকানে চা খেতে খেতে জানতে চাইলাম আসে পাশে কোন ওষুধের দোকান আছে কিনা। ওরা জানতে চাইল কোন ওষুধ লাগবে দেশি না বিদেশী? শেষে বুঝলাম ওরা ভাবছে আমরা মদ খুঁজছি।
  • PRABIRJIT SARKAR | ২২ অক্টোবর ২০২৪ ০৭:১১532313
  • যেকোন অভিযোগের দুটো পক্ষ থাকে -বাদী বিবাদী। ক্রিমিনাল কেসে আসামি (যার বিরুদ্ধে অভিযোগ) আর ফরিয়াদি (যে অভিযোগ করছে)। অভিযোগ থাকলেই তাকে অপরাধী বলা যায় না। কিন্তু অভিযুক্ত বা ফৌজদারি কেসে আসামি বলা হয়। নিম্ন আদালতে অপরাধী চিহ্নিত উচ্চ আদালতে বেকসুর খালাস কে অপরাধী বলা যাবে না। টুকে পাস যুগে বাংলা ও জানত না লোকে।
  • dc | 2402:e280:2141:1e8:1909:53a3:e99b:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৭:০৮532312
  • রঞ্জনদা আর পাপাঙ্গুলের পোস্ট পড়ে জানতে পারলাম কাল দিদির সাথে ডাক্তারদের মিটিং হয়েছিল, তার নাকি লাইভ স্ট্রিমও হয়েছিল, আর তার পর সব মিটমাট হয়ে গেছে। এইজন্যই কবি বলেছেন, গুরু পড়তে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। 
     
    হায়, আগে থাকতে খবর পেলে লাইভ স্ট্রিমটা দেখতাম, পুরোটা না হলেও অন্তত পাঁচ মিনিট তো দেখতাম! 
  • kk | 172.58.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০৪:২৩532311
  • ডটের সারল্য (রেফ -- ০০ঃ৩২) পড়ে বেশ মিষ্টিমতো লাগলো। পাড়ার দোকানে মেলে এমন 'ড্রাগস', মানে ওষুধ আর কী (সুধাংশু শেখর বাবু যেমন বলেছেন) দিয়েই তো দিব্যি নেশা করা যেতো। গরম দুধে কোরেক্স গুলে খাওয়া, বিড়ির মধ্যে আয়োডেক্স দিয়ে টানা ইত্যাদি। এসব গরীব ছাত্রদের জন্য সস্তায় পুষ্টিকর নেশা ;-)
  • সুধাংশু শেখর | ২২ অক্টোবর ২০২৪ ০৩:৪৯532310
  • ভুল আর কী ভাবলেন? ড্রাগস তো সব-ই। একজনের ওষুধ-ই অন্যের নেশার দ্রব্য। যেসব জিনিষের জন্য ব্যাপক ওপিঅয়েড ওভারডোজ় ক্রাইসিস, সেগুলোর বেশিরভাগ না হলে সব-ই লিগ্যালি অ্যাভেইলেবল অ্যাজ় অ্যানালজেসিক। 

    আচ্ছা, এই স্বাস্থ্যক্ষেত্রে যে আন্দোলন হ'ল তার ঢেউ কি শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও এসে একটু পড়বে না? অবশ্য তাদের লড়াই তাদেরকেই লড়তে হবে, কে-ই বা লড়ে দেবে? 
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০৩:২৫532309
  • ওষুধের দোকানকে কেমিস্ট ড্রাগিস্ট এর দোকান বলে না? আমার বহুকাল ধরে ধারণা ছিল ওখানে ড্রাগ পাওয়া যায়। ঃ-)
  • :|: | 174.25.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০৩:২০532308
  • ০০:৩২-এর লিস্ট পড়তে পড়তে মনে হলো আমি এমনকি ছোটো হাতি কারে কয় সেটিও জানতুম না। 
    অবিশ্যি জানিনা বলেই তো গুরু ধরা, গুরু করা! 
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০৩:১৫532307
  • জ্ঞানীরা বলেন, সব রাস্তাই রোমে যায়। কোনো একটা রাস্তা ধরে চললেই হর্ষ অবশ্যম্ভাবী। ঃ-)
  • র২হ | 2607:fb90:e3b7:e300:bdb5:3505:a1ff:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০৩:০৭532306
  • তা তো জানি না:)
    কোন কবিতায় কার রোমে হর্ষ হবে সে একেবারে ব্যক্তিগত বিষয়!
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০১:৫১532305
  • @হুতেন্দ্র, সেই 'রোমহর্ষক কবিতা' কোথায়?
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০১:৪৮532304
  • কী অবস্থা!!!!!
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০১:০৫532303
  • :D :D
  • দীপ | 2401:4900:707f:6945:f24d:166:d881:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০১:০৩532302
  • অরণ্যবাবু, অনেক ধন্যবাদ।
  • aranya | 2601:84:4600:5410:933:168e:f3c9:***:*** | ২২ অক্টোবর ২০২৪ ০০:৫৮532301
  • 'অন্যায় করলে কোনও কিছু ভাল হয় না'
    - অনুব্রত-র এই উক্তি বাঁধিয়ে রাখার মত। এমন সরল কথা বহুদিন শুনি নি :-)
  • পাপাঙ্গুল | 49.36.***.*** | ২২ অক্টোবর ২০২৪ ০০:৫৫532300
  • জেলা তৃণমূলে ‘দোর্দণ্ডপ্রতাপ নেতা’ বলে পরিচিত অনুব্রত আগে যেমন ঝাঁঝালো এবং বিতর্কিত মন্তব্য করতেন, এখন তাঁর কোনও বক্তব্যেই সেই ছোঁয়া পাওয়া যাচ্ছে না। কিছু দিন আগেই সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন অনুব্রত। তাঁর কথায়, ‘‘আমার বয়স অনেক হল। চলুন এ বার থেকে বীরভূম জেলায় নতুন আলোড়ন সৃষ্টি করি। আমরা সবাইকে নিয়ে চলব। কোনও ভেদাভেদ রাখব না। আমাদের আর কিছু পাওয়ার নেই। আমরা মানুষের সেবা করব। বীরভূমকে আরও সাজিয়ে তুলব। সে ক্ষেত্রে আমি ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন। আমি কর্মী হয়ে থাকতে চাই। আপনাদের মতো দলের কাজ করব। মন্ত্রী, সাংসদ, বিধায়ক হতে চাই না।’’ তিনি এ-ও বলেন, ‘‘আমি কোনও অন্যায় করব না, কাউকে করতেও দেব না। অন্যায় করলে কোনও কিছু ভাল হয় না।’’
     
    সিউড়ি-২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল বরাবরই কেষ্ট-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দু’জনের রাজনৈতিক জীবন শুরু একসঙ্গে। কিন্তু সম্প্রতি নুরুল ব্লক সভাপতির পদ ছাড়তে চেয়ে চিঠি দেন দলের শীর্ষ নেতৃত্বকে। সোমবার এ নিয়ে কেষ্ট বলেন, ‘‘বন্ধু নুরুল, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে জেলা সভাপতি পদ থেকে আমি সরে দাঁড়াব। তখন তুমিও ব্লক সভাপতি পদ ছেড়ে দিয়ো।’’ 
  • . | ২২ অক্টোবর ২০২৪ ০০:৪২532299
  • ডাক্তারিতে লিখিত পরীক্ষায় কেউ তেমন ফেল টেল করত না। কিন্তু মৌখিক পরীক্ষাগুলো কঠিন। ওখানেই ফেল হবার চান্স থাকে। যারা লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে বৈকি।
    করাপশন এমন লেভেলে চলে গেছে তা জেনে দুঃখ হলো। 
    তবে আমার বোনের কাছে শুনেছি ইদানীং যে কোনো কোনো অল্পবয়সী ডাক্তার ভুল ভাল ওষুধ রেকমেন্ড করেছে দেখে ও যখন প্রশ্ন করলো যে এই ডায়াগোনিসিস কিভাবে করলে, তখন তারা অবলীলায় বলছে, ম‍্যাডাম গুগল করে সেরকমই দেখতে পাচ্ছি তো।
    ও বলছে, গুগল করে ডাক্তারি করছ? কলেজে কী পড়েছো?
    তখন সেই তরুণী ডাক্তার হ‍্যা হ‍্যা করে নির্লজ্জর মতো হেসেছে।
  • . | ২২ অক্টোবর ২০২৪ ০০:৩২532298
  • আমি সত‍্যিই গর্দভ। পানু দেখিনি, নেক্রোফিলিয়া শুনিনি, ড্রাগস খাইনি, গাঁজা ইস্তিরি করেছি কিন্তু খাই নি। আমি কী সরল! মাইরি বলছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত