এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০৯:০৯525379
  • আপনারা কি দেখছেন লাইভ ?
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০৯:০১525378
  • খবরের কাগজের ওয়েবসাইটে তো থ্রিলারের মতন দেখিয়ে যাচ্ছে, এই এগিয়ে ওই এগিয়ে ঃ-)
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:***:*** | ০৪ জুন ২০২৪ ০৯:০০525377
  • ফ্যাসিস্টগুলো হয়ত ফিরবে, তবে এবারে ভারত হাল ছাড়বে না। আগের বারের থেকে প্রচুর সিট বেড়েছে। চলুক লড়াই!
  • dc | 2a02:26f7:d6c1:6869:0:feb:6aa3:***:*** | ০৪ জুন ২০২৪ ০৮:৪৫525376
  • খানিক আগে আমার আবাসনের হোয়া গ্রুপে এটা পোস্ট করেছিঃ Will the fascists return, or will India be able to redeem itself? A nation awaits with bated breath in search of its soul today.
     
    চরম বাওয়াল শুরু হয়েছে, একটু আগে একজন ফোন করে বল্লেন তোমাকে অ্যাডমিন পোস্ট থেকে সরানোর জন্য একটা পিটিশান তৈরি করা হচ্ছে laughlaugh
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০৮:০০525375
  • দেখুন বাবল এড়ানো যাবে না। যে যেভাবে মানুষ হয়েছে। বন্ধুবান্ধব, সহপাঠী, বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ, অন্যান্য আনুষঙ্গিক---এসব তো যাকে বলে সত্তার অংশ হয়ে যায়। একদল যেমন ইংরেজী বইপত্র, ইংরেজী কালচারে বড় হয়েছে, স্কুলের পরিবেশও তেমন পেয়েছে। ঝকঝকে ডিবেট সেমিনার টেনিস পোলো অমুক হাউস তমুক হাউস এরকম। আবার আরেকদল বড় হয়েছে রাবীন্দ্রিক পরিবেশে, আনন্দলোকে মঙ্গলালোকে উদ্বোধনীসঙ্গীত তুলে, এসো হে বৈশাখ, রিমঝিম ঘন ঘন, আজি শরততপনে প্রভাতস্বপনে ইত্যাদি শিখে। এরা স্কুলেও প্রধানত বাংলা কালচারের জিনিসপত্রই পেয়েছে, বিভূতি মানিক তারাশঙ্কর ইত্যাদি। পরবর্তীকালে সত্যজিৎ, সুনীল, সঞ্জীব, নারায়ণ (গঙ্গো আর সান্যাল দুইই) ইত্যাদি। বাবলগুলো থাকেই।
  • dc | 2402:e280:2141:1e8:8c01:8547:18fa:***:*** | ০৪ জুন ২০২৪ ০৭:০৪525374
  • আমার মনে হয় এখন ছেলেমেয়েরা আগের থেকে একটু বেশী সেগমেন্টেড হয়ে গেছে। আমাদের সময়েও ছিল, কিছুদিন আগেই কেউ একজন বললেন আমি একটা বাবল এর মধ্যে বড়ো হয়েছি (এখন বুঝতে পারি সেটা অনেকটাই ঠিক), কিন্তু এখন বোধায় সেই বাবলগুলো আরেকটু বেড়েছে। এবার একেকটা বাবলের হ্যাবিট একেকরকম। একদল ছেলেমেয়ে আছে যারা এখনো বই পড়ে পড়েই বড়ো হয়, একদল আছে যারা শুধই পড়ার বই পড়ে বড়ো হয়, একদল আছে যারা খেলাধুলোও করে, এরকম আর কি। 
     
    তবে আমরা যেমন ছোটবেলার গল্পের বইও পড়তাম, আর পড়ার বই এর নীচে পানু বই লুকিয়ে রেখেও পড়তাম (সেও ঐ গোলপার্কের পুরনো বই এর দোকানেই পাওয়া যেত), সেরকম কি এখনও হয়? জানিনা হয় কিনা, তবে সেরকম হলে খুশীই হবো। 
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:***:*** | ০৪ জুন ২০২৪ ০৬:৫৫525373
  • "ঐ পুরনো বই এর দোকানগুলো থেকে প্রথম বোর্ন আইডেন্টিটি কিনে পড়েছিলাম। তারপর বন্ধুদের সাথে যে কতো আলোচনা করতাম! "
     
    সেইসব দিন!
    এখন কি ছেলেপিলেরা এসব করে না?
    এরা করেটা কি তাহলে? শ
    শুধু বই গাঁতায়?
    :-)
  • dc | 2402:e280:2141:1e8:8c01:8547:18fa:***:*** | ০৪ জুন ২০২৪ ০৬:৫১525372
  • ঐ পুরনো বই এর দোকানগুলো থেকে প্রথম বোর্ন আইডেন্টিটি কিনে পড়েছিলাম। তারপর বন্ধুদের সাথে যে কতো আলোচনা করতাম! মোটামুটি ক্লাস এইট থেকে টেন আমরা জেসন বোর্ন আর মাইক্রোফিশ নিয়ে গল্প করেই কাটিয়ে দিয়েছি :-)
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:***:*** | ০৪ জুন ২০২৪ ০৬:৪৭525371
  • "আর গোলপার্কে পুরনো বই এর দোকান ছিল, সেগুলোতে এক সপ্তাহে একটা বই ধার দিত, বোধার পাঁচ বা দশ টাকা রিডিং চার্জ নিতো। "
     
    গোলপার্কের ঐ চত্বরটা এককালে বেশ ভাল পুরনো বই বিক্রি করত, ভাড়াও দিত। আমার নিজের যেহেতু বই কিনে পড়তে বেশি ভাল লাগে, প্রচুর গচ্চা যেত। তো সে ঠিকই আছে। এখন কলকাতার বাড়িতে গেলে বইগুলো উল্টে পাল্টে দেখা হয় :-)
  • dc | 2402:e280:2141:1e8:8c01:8547:18fa:***:*** | ০৪ জুন ২০২৪ ০৬:৩৬525370
  • অরিন্দমবাবু, আমাদের স্কুলে কোন খেলার মাঠ ছিল না। আমরা থাকতাম যাদবপুরে, সেখানে বেশ কয়েকটা মাঠ ছিল। আমার বাড়ির কাছেই ছিল আশিপল্লীর মাঠা আর যাদবপুর হাইস্কুলের মাঠ, সেখানে অনেক খেলেছি। আর দুর্গাপুজোর সময়ে সেখানে প্যান্ডেল বানিয়ে পুজো হতো। 
     
    আমাদের স্কুলের লাইব্রেরিটা খুব ভালো ছিল, আর লাইব্রেরিয়ানরাও খুব হেল্প করতেন। প্রথম অ্যাসিমভ আর আর্থার সি ক্লার্ক স্কুলের লাইব্রেরি থেকেই পড়তে শুরু করেছিলাম। আর গোলপার্কে পুরনো বই এর দোকান ছিল, সেগুলোতে এক সপ্তাহে একটা বই ধার দিত, বোধার পাঁচ বা দশ টাকা রিডিং চার্জ নিতো। গোলপার্কে রামকৃষ্ণ মিশনেরও বিরাট বড়ো লাইব্রেরি ছিল। সেখান থেকেই প্রথম মিস্টার টম্পকিনস এর বই পড়েছিলাম। 
  • Ruchira | 2600:1700:9c90:79f0:351f:44d8:a4cb:***:*** | ০৪ জুন ২০২৪ ০৪:৪৫525369
  • আমার অঙ্ক পরীক্ষার খাতায় অনেকসময়েই দেখি হিজিবিজি লেখার পর শেষ উত্তর ৪২। বা সাদা পাতার মাঝখানে একটি জোরালো ৪২।
    Ultimate answer of LIfe, the Universe, and Everything.
    মুস্কিল হচ্ছে Ultimate answer দিয়েও বেচারারা জিরো পায় 
  • :|: | 174.25.***.*** | ০৪ জুন ২০২৪ ০৩:২৮525368
  • ০০:৪৯: কেন? কেন? বেয়াল্লিশ ইস্পেশাল কেন? ভারত ছাড়ো আন্দোলনের পর তো আর বেয়াল্লিশ শুনি নাই।এতোদিন তো জানতুম চৌতিরিশ। ৩৪ কবে থেকে ৪২ হলো?  
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:৫১525367
  • যারা ক্রিটিসিজম নিতে পারে না, খিমচোতে আসে, নখ দাঁত বের করে কামড়ে ছিঁড়ে ক্রিটিসিজম থামিয়ে দিতে চায়, তাদের জন্য ঠিকই আছে।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:৪৬525366
  • মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চমধ্যবিত্ত, এবং বড়োলোকদের মধ্যে তো বটেই কম্পিটিশান কার বাচ্চা কত বড় ফাইবস্টার হোটেলে হসপিটালে জন্মাবে। প্রেস্টিজ ইশু। 
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:৪২525365
  • না না, টাকার জন্য নয়। আমি কয়েকজন ডাক্তারবাবুকে চিনি দুটোতেই সমান ফি নেন।
    নরমাল ডেলিভারিতে খাটুনি, সময়, দুটোই বেশি লাগে। পরিশ্রম অনেক বেশি, আবার সময়ের ঠিক ঠিকানা নেই। রাত দশটা থেকে লেবার উঠছে ঘন ঘন, ডাক্তারবাবু অপেক্ষা করছেন। প্রসব হয়ত হবে গভীর রাতে, দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে।
    ওসব ঝামেলায় যেতে চান না।
    হবু মায়েরাও লেবার পেইন বাইপাস করতে উদগ্রীব।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:৩৬525364
  • এরা অনেকেই সুস্থ সবল যুবতী, নর্মাল ডেলিভারিতে কোনো সমস্যাই হবার কথা নয়। কিন্তু তাহলে অতগুলো টাকা চার্জ করতে তো পারবে না নার্সিংহোম । তাই ঘ্যাঁচ করে দে সি-সেকশন করে।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:৩৩525363
  • গর্ভাবস্থায় যেই ডাক্তারের কাছে দেখায় নিয়মিত, সেই গাইনোকলজিস্টই অনেকক্ষেত্রে নিজের নার্সিং হোমেই ভর্তি করিয়ে ফটাফট সি-সেকশন করে সন্তান বার করে আনেন। টাকার ব্যাপার সবই। আমাদের ওখানে গিয়ে দেখি তস্য গলির মধ্যে নার্সিং হোম, যেখানে এইরকম সব অন্তসত্ত্বা মহিলারা ভর্তি। সরু ক্লস্ট্রোফোবিক করিডর দিয়ে ঢুকতে হয়, জানালা টানালার বালাই নেই। সেই নাকি তুমুল জনপ্রিয় নার্সিং হোম। আগুনের কথা ভাবতে গিয়ে আমার বাইরে থেকেই কেমন দম আটকে এল।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:২৯525362
  • দেশ টোটালি বদলে গেছে অ্যান্ডর।
    সব প্রসবই সেজারিয়ান সেকশন করে হয় ভারতে।
    হত দরিদ্র ছাড়া নরমাল ডেলিভারি নাই।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:২৮525361
  • বেশিরভাগ লোক এখন স্ক্রীন বাউন্ড, সদাই ফোনের স্ক্রীনের দিকে চেয়ে আছে। বইপত্র পড়ার সময় খুব কম।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:২৬525360
  • জীবনশৈলীটা সেক্স এডুকেশন নয়। বায়োলজি টাইপস কিছু।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:২৫525359
  • তারপরে একবার বন্ধুর দাদার বিয়েতে বই নিয়ে গেছি। একা গেছি। অন্য বন্ধুগুলো চাঁদা তুলে লাল রঙের ভিআইপি সুটকেস কিনে এনেছে। সেটা হৈ হৈ করে প্রেজেন্ট করল। আমি মাঝারি সাইজের একটা বই বন্ধুর বৌদির হাতে কোন মতে তুলে দিয়ে পালিয়ে বাঁচি।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:২৫525358
  • হ্যাঁ, স্কুলে সেক্স এডুকেশন নিয়ে তুমুল তর্কবিতর্ক সেই সাইটে। মনে আছে। এখন তো স্কুলে 'জীবনশৈলী' বলে একটা কোর্সই নাকি হয় যেটা সেক্স এডুকেশনের মতনই কিছু একটা।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:২২525357
  • সেটাই, তখন বই উপহারের চল ছিল। যেকোনো উপলক্ষ্যে বই উপহার প্রচলিত ছিল।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:১৯525356
  • ওরে বাবা, আমিও বন্ধুদের বিয়েতে বই উপহার দিয়েছি কত। 
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:১৮525355
  • অ্যান্ডর জানবে, বছর বিশেক আগে অন্য একটা সাইটে আমরা লিখতাম। সেখানে ইস্কুলে সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তা নিয়ে লিখেছিলাম। অনেকেই তেড়ে মারতে এসেছিল আমায়।
    মনে আছে?
     
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:১৮525354
  • আমাদের ছোটোবেলার খেলাধূলা আর বাইরের বইপত্র পড়া ইত্যাদি সবই পাড়ায়। পাড়ার মাঠে বিকেলের নিয়মিত খেলাধুলো আর বাড়িতে বাড়িতে নানাধরণের বইয়ের সম্ভার। তখনকার দিনে বিয়ে, জন্মদিন ইত্যাদিতে বই উপহারের চল ছিল। তাছাড়া স্কুলের পরীক্ষায় প্রাইজ হত বই। এমনিতেও প্রচুর বই কেনার ও পড়ার চল ছিল। মা-বাবার বিয়েতে পাওয়া বইয়ের মধ্যে ছিল রবীন্দ্রনাথের রচনা সংকলন, 'বিচিত্রা'। ছিল 'বনফুল বীথিকা'। এমনকি গীতবিতান অবধি ছিল। এমনি বই ছাড়াও পত্রপত্রিকার গ্রাহকও ছিলেন অনেকেই। আনন্দমেলা, শুকতারা, কিশোর জ্ঞান বিজ্ঞান ইত্যাদি। আর সোভিয়েত বইয়ের সম্ভার। ইস্পাত, মানুষের মত মানুষ, ধলা কুকুর শামলা কান, পৃথিবীর পাঠশালায়, পৃথিবীর পথে
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:১৬525353
  • হলে তো ভালই হবে।
  • অরিন | 2404:4404:1732:e000:705f:c2a6:c34a:***:*** | ০৪ জুন ২০২৪ ০১:১৪525352
  • এই জোরথাং এর স্কুলটা ঐরকম। আমরা চেষ্টা করছি যাতে মাঠটা কিনে স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া যায়। সে হবে কিনা জানি না। সে অঞ্চলের যারা স্কুলের ট্রাস্টি, তাঁরা কেউ না করলেন না, কিন্তু শেষ অবধি হবে কিনা জানি না।
  • যোষিতা | ০৪ জুন ২০২৪ ০১:১৩525351
  • আমাদের ক্লাস এইট অবধি সপ্তাহে একদিন "লাইব্রেরী" পিরিয়ড ছিল। ফালতু বাজে শিশুপাঠ্য বই দিত। অথচ নিয়ম করে নিতেও হবে।  পাশ করা লাইব্রেরিয়ান ছিলেন।
    অথচ প্রচুর ভালো বই ছিল লাইব্রেরীতে। বিশাল লাইব্রেরী। টিচারদের জন্য "যত খুশি বই নাও " নিয়ম। মা প্রচুর বাংলা বই এনে দিত। চার খণ্ড শ্রীকান্ত পড়ে ফেলেছি ক্লাস ফাইবে। ওদিকে ক্লাস এইটে লাইব্রেরী ক্লাসে বই বরাদ্দ, আমার নাম টায়রা, মিতুল নামের পুতুলটি, দুষ্টুর দুপুর, বাজনা, টংসা চু, ইত্যাদি প্রভৃতি।
    ঘরে পড়ছি শংকরের ধারাবাহিক দেশ পত্রিকায়, ঘরের মধ্যে ঘর। 
    নিজের পছন্দ মত বইও পড়তে দেয় না এই ইস্কুল ব্যবস্থা।
  • &/ | 151.14.***.*** | ০৪ জুন ২০২৪ ০১:১১525350
  • আমাদের স্কুলের ভেতরে একটা চৌকো উঠোন ছিল, সেইখানেই টিফিনটাইমে খেলা হত। ফাইভে সিক্সে। স্কুলের পাশে, একটা রাস্তা পার হয়ে একটা মাঠ ছিল, সেখানে আমাদের নেওয়া হত শুধু জানুয়ারী মাসে স্কুল স্পোর্টসের সময়, তাও দৌড়, লং জাম্প হাইজাম্প ইত্যাদিতে কারা নাম দিতে পারবে তা চেক করে দেখে নির্বাচনের জন্য। আমাদের স্পোর্টস টিচার সেই সময়ে খুব ব্যস্ত থাকতেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত