এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ১০:০৭523126
  • স্যরি, অরিনদা মনে হয় বিরক্ত হয়েছেন দীর্ঘায়িত তর্কে।

    সূত্রপাত এখান থেকে -
    • অরিন | ২৬ এপ্রিল ২০২৪ ০৭:১৫
    • "সন্দেহ হয় সাধারণ মানুষের ভোটে আদৌ সরকার পরিবর্তন হয় কিনা। সবটাই হয়ত ভেতরে ভেতরে অন্য কায়্দা করা"
       
      সন্দেহের কিছু নেই, ভারতের সমস্ত ইলেকশন রিগড। দেশটা নামেই গণতন্ত্র, শুনতে ভাল লাগে বলে দায়ে রেখেছে। ভারতের ভোট ব্যাপারটাই একটা তামাশা, একটা সার্কাস।
      মানুষকে প্রতারণা আর জালিয়াতির একটা বিশাল আয়োজন। 


    আমার বক্তব্য একটাই, না পুরো ব্যাপারটা জালিয়াতি না, রিগডও না। এগুলি জনতার রায়।
    অনেক বড় বড় উন্নত দেশেও জনতা ভুল রায় দেয়, সংখ্যালঘুদের নিপীড়ন করে, মূলনিবাসীদের ভিটে ছাড়া করে, নিজের থেকে আলাদা মানুষকে পশুর মত জ্ঞান করে - সেসবের পেছনে স্বার্থ থাকে, উস্কানী থাকে, মানবতা থেকে বিচ্যুতি থাকে, লোভ থাকে। সব কটা উপনিবেশের পেছনে লোভ ও নিপীড়নের ভয়াবহ ইতিহাস। সেসব থেকে উত্তরণ ঘটে, আবার পতন ও হয়। কিন্তু গণতন্ত্রে সেসব জনগণেরই রায় - ভুল হলেও তাই। ভারত গরীব ও ডাইভার্স দেশ, কিন্তু অসংখ্য মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের জীবন জীবিকা বাজি রাখেন। এই জিনিসটা রিগড ভাবলে হয় বিপ্লব করতে হবে নাহয় অদৃষ্টবাদী হতে হবে।

    জনতার রায় ম্যানিপুলেটেড হয়, তার পেছনে লোভ, স্বার্থ, বিদ্বেষ থাকে। সর্বত্রই থাকে। কিন্তু সেটাকে রিগড বলা যায় কিনা জানি না।
    'উন্নততর' ভোটার জীবন নির্বাহের খরচ,পরিবেশ, মুদ্রাস্ফীতি নিয়ে ভাবে, তত উন্নত না এমন ভোটার তিন হাজার টাকা আর বিরিয়ানির প্যাকেট। কিন্তু তার মানে তত উন্নত না এমন ভোটারের ভোট মিথ্যে হয়ে যায় না, আর তার কাছে বিরিয়ানিটাই একমাত্র বিবেচ্য কিনা তাও আমি অন্তত জানি না। 

    পলিসিতে জনতার রিপ্রেজেন্টেশন সবসময় ঠিক মত হয় না। তার অসংখ্য কারন, সচেতনতার অভাব, দূরদৃষ্টির অভাব, কনফ্লিক্টিং ইন্টারেস্ট। যে চাষীর ক্ষেতের ফসল শুকিয়ে গেছে তার টেট এসএসসি দুর্নীতি মামলায় কিছু আসে যায় না। আদালতের রায়ে যার চাকরি চলে গেছে তার জঙ্গল কাটা বিষয়ে তাৎক্ষনিক মাথাব্যথা নেই। ঝাড়খন্ড থেকে আসা ট্যাক্সিচালকের ছট পূজা দিয়ে আসা দলের কলকাতার মেট্রো রেলের কামরায় থুতু ফেলা নিয়ে কিছু আসে যায় না। শহরে বৃষ্টির জন্য হাহাকার করা অসংখ্য মানুষ কৃষিকাজের ওপর এই সময়ে বৃষ্টির প্রভাব নিয়ে ধারনা নেই। আর এত সমস্যায় জেরবার মানুষের অধিকাংশ জনগণনা হলো কি হলো না খেয়ালই করে না। মণিপুরের লোকের সঙ্গে পবর লোকের ইস্যু মেলে না, সংখ্যাগুরুর সঙ্গে লংখ্যালঘুর ইস্যু মেলে না, নিয়মগিরির আদিবাসীর সঙ্গে সদ্য পাশ করা বেকার ইঞ্জিনিয়ারের ইস্যু মেলে না। থালা বাজানো শহুরে চাড্ডির সঙ্গে রেলে কাটা পড়া শ্রমিক দলের ইস্যু মেলে না।
    আবার দিল্লির দ্বার প্রান্তে কৃষক আন্দোলন হয়, তার জন্য বিল প্রত্যাহারও হয়।

    গণতন্ত্রের দুর্দিন, তাতে সন্দেহ নেই। তবে ব্যাপারটা এখনো আছে। তার পুরোটা তামাশা ও রিগড এই ভেবে মানুষ ভোটাধিকার প্রয়োগে বিরত থাকলে, আর থাকবে না। যেটা আর কেউ চাক বা না চাক, বর্তমান শাসক দল তো চায় বটেই।
  • b | 14.139.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৯:৪৯523125
  • আচ্ছা  একটা অসমিয়া জিকির শুনুনআজান পীরের লেখা ও সুর । জুবিন গর্গের গাওয়া ।
     
  • b | 14.139.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৯:৩৫523124
  • সিএস রে কওনের ছিলো ঃ
     
    আপনি একটু বড় করে কিসু লিখলে পারেন তো ।  খালি চুটকি লেখার ধান্দা ।
    (প্রেক্ষিত  (আজকাল এই কথাটা বাজারে খুব চলছে )ঃ আশিস নন্দী। )
  • আ খোঁ | 2402:3a80:42e4:6f8c:278:5634:1232:***:*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৯:২৪523123
  • অরিনবাবু 
    আওতেয়ারোয়া লিবারেশন লীগের সম্পর্কে আপনার মতামত জানতে আগ্রহী। 
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৮:১৯523122
  • মধু দিয়ে চিতই পিঠে
  • b | 14.139.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৮:১৫523121
  • অরিনবাবু / লান
    আরে গুরু খুব ভালো জায়গা। একেবারে পাঁউরুটি  আর ঝোলাগুড় ।
    যাবেন না মশায় । 
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৮:০২523120
  • অরিনদা যদি ফেবুতে থাকতেন, তাহলে চমৎকার হত।
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৭:৫৭523119
  • সেনেট সম্ভবত পরে রোমানরা চালু করে ওদের অনুকরণে। রোমানরা অনেকটা ফর্মাল করে ফেলে, তখন সভা টভা নিত্য হত, কারণ পয়সা আসত উপনিবেশ থেকে। প্রচুর লোক ভাগ পেত, তাদের নিজেদের কাজ দরকার ছিল না। কিন্তু একেবারে আদি গ্রীক যুগে ব্যাপারটা সামলাতো কীভাবে সেটাই প্যারাডক্স।
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৭:৫৩523118
  • সক্রেতিস সম্ভবত সেইজন্যেই বলতেন, "দেখুন আমি সভায় যাই না, ঝর্ণার ধারে বসে একা একা গান গাই। " ঃ-)
  • যদুবাবু | ২৯ এপ্রিল ২০২৪ ০৭:৪৯523117
  • "এই কারণে যে এতজন লোক কাজকর্ম ছেড়ে সভায় বসে থাকবে, এরকম কি সম্ভব হতে পারত তখন? নাকি যে যার নিজের কাজকর্ম বা অন্য কিছু করতেন ..."

    ইবাবা এটাও জানেন না? ওরা তো সেনেটে বসে কাজে দেদার ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে ফোন খুলে ভাটের পাতায় এসে হুলুস্থুল ঝগড়া করতেন। আবার ওদের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তিনি রোজ এসে বলতেন আরে আপনারা এখানে সেনেটে বসে ভাট কর্চ্ছেন, ওদিকে ঐ সেই অঙ্গরাজ্যে কী বিচিত্র বাওয়ালি হচ্ছে জানেন? বাকিরা তখন তাকে আলফাবেটাগামাসাই বলে শান্ত করতেন। 

    আচ্ছা, অন্য প্রসঙ্গে, অরিনদা, ইমেল করবো। অবশ্য তাড়ার কিছু নেই। 
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৬:৫৫523116
  • এখানে তো অনেক পড়াশোনাওয়ালা লোকজন আসেন, আমার একটা খটকা দূর করুন তো। সেই প্রাচীন গ্রীকরা না কারা প্রথম যখন গণতন্ত্র চালু করল, সেই একশোজন না কতজন সদস্যের সভা হল, এই সদস্যেরা কি রোজই আসতেন সভায় বসতে? সকাল থেকে দুপুর আবার খাবার পরে বিকেলে আবার? মানে খটকাটা এই কারণে যে এতজন লোক কাজকর্ম ছেড়ে সভায় বসে থাকবে, এরকম কি সম্ভব হতে পারত তখন? নাকি যে যার নিজের কাজকর্ম বা অন্য কিছু করতেন, কোনো জরুরী ব্যাপারে সিদ্ধান্ত নেবার সময় ওই লোকেদের ডাকা হত? মানে হয়ত জনাপাঁচেক সর্দারগোছের লোক ব্যাপারটা ম্যানেজ করার জন্য থাকত! এই এতজন সদস্য, এঁরা তো স্বাধীন গণনায়ক, মাইনে দিয়ে রাখা হতেও তো পারবে না, তাহলে তো রাজকর্মচারী হয়ে গেল। এদের তো নিজেদের কাজ আছে, নইলে দিন চলবে কী করে? খুবই একটা প্যারাডক্সে পড়ে গেলাম।
  • dc | 2402:e280:2141:1e8:d03b:aa6f:ea16:***:*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৬:৫০523115
  • "ভারতের ইলেকশনে ইলেকটোরেট ম্যানিপুলেশন এবং..."
     
    আর 
     
    "যে দেশে নির্ধারিত সময়ে জনগণনা করা হয়ে ওঠে না..."
     
    এই দুটো প্যারার সাথেই ২০০% একমত। এছাড়াও আছে সীমাহীন করাপশান, আর ইন্ডিয়ানদের মতো জেনোফোবিক আর রেসিস্ট লোকজনও কম অন্য অনেক দেশেই দেখা যায় না। 
     
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৬:৪৬523114
  • হত্যাকারী কে? পাঁচকড়ি দে।
  • Le halua | 139.99.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০৬:৪১523113
  • আরে মশাই আপনার ইগো জিনিসটা নেই লিখেছেন, আবার এই নাকি শেষ পোস্ট। আগেও একবার সেই কিউই পাখির গপ্প কেউ পড়েনা বলে গুরু ত্যাগ করেছিলেন। পাবলিক ফোরামের তক্ক অত গায়ে মাখেন ক্যান? আমাদের ত প্রথম বিশ্বও নাই, বিপাসনাও নাই, থাকার মধ্যে এই ভোট আর নেতাদের খেউড়। চলে যাচ্ছে।
     
    (পাপী মন। বিপাসনা শুনলে পাঁচকড়ি দের নীলবসনা সুন্দরী মনে পড়ে। দুচ্চ্ছাই!)
  • অরিন | ২৯ এপ্রিল ২০২৪ ০৬:২৩523112
  • @সিএস, "ঈগোর বুস্টিং, হাঁদা পাবলিক, সব কিছুই ম্যানিপুলেটেড - অরিনবাবুর এই তিন বক্তব্য ছিল আমি যা বুঝেছি। ঘোরতর আপত্তি আছে এই কথাগুলোয়, যাকে বলে মিসোজিনিমার্কা কথা এগুলো।"
     
    সিএস, "হাঁদা পাবলিক" কথাটা পলিটিকালি ইনকারেক্ট (বিশেষ করে আজকালকার দিনে), যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বোঝাতে চাইছিলাম "ভারতের সরলমনা সাধারণ নাগরিক" অর্থে, তবে সব কথা সবসময় বলতে নেই, তাতে মানুষের মনে আঘাত লাগতে পারে (অবশ্য আমাকে আহত করলে আমার লাগে টাগে না, কারণ আমার "আমিত্ব" বা ইগোর ব্যাপারটা নেই ) | কথাটার একটা অন্যরকমের ব্যঞ্জনা হয়েছে। নিজগুণে মাফ করে দেবেন। 
     
    ইগো বুস্টিং | এই কথাটার ব্যবহার করা নিয়ে আপনার আপত্তি থাকতেই পারে, হয়ত আপনার ধারণা সাধারণ নির্বাচনে মানুষের একটা ইগো বা আত্মাভিমানের বৃদ্ধি হয় না, বা মানুষ "নিজেকে" রাষ্ট্রের কাছে অপরিহার্য মনে করে না | তা সেটা আমার মনে হয় না, এবং ভারতের সাধারণ মানুষ যে নির্বাচক হিসেবে রাষ্ট্রের কাছে প্রয়োজনীয়, সে কথাটা এই ফোরামেই নানাজনের মন্তব্যে স্পষ্ট, কাজেই নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ইগোকে (আত্মাভিমানকে) না উসকে দেয় বলে আপনার মনে হয়, তাহলে আমার এবং আপনার ইগো কথাটার ধারণায় নিশ্চয়ই তফাৎ আছে, এবং এক্ষেত্রে আমি আমার ধারণাতেই স্থির থাকব, আপনার "ঘোরতর" আপত্তি মেনে নিয়েই, এবার এই বিষয়ে এখানে যতি টানা অন্তত আমার তরফ থেকে উচিৎ মনে করি। 
     
    ভারতের ইলেকশনে ইলেকটোরেট ম্যানিপুলেশন এবং সিস্টেমের manipulation যে কতরকম ভাবে হয়, সেটা এই ফোরামে বিভিন্ন পোস্ট থেকে আমার কাছে অন্তত স্পষ্ট। একটা সামান্য উদাহরণ দিই| এখানে কয়েকদিন ধরে dc তাঁর রাজ্যের নানান উদাহরণ টেনে লিখেছেন যে তাঁদের অঞ্চলে রাজনৈতিক নেতারা নির্বাচনের সময় সাধারণ মানুষের ভোট পাবার জন্য হাতে টাকা দেন, উপঢৌকন দেন, ভোটের বিনিময়ে উন্নয়নের প্রতিস্রুতি দেন। আমরা যারা ভারতের বাইরে প্রথম বিশ্বের দেশগুলোতে থাকি, আমাদের কাছে রাস্তার উন্নয়ন বা নাগরিক স্বাচ্ছন্দ্য পৌঁছনোর কাজ দেশের সরকারের, তাতে নির্বাচনের সময় পলিটিকাল পার্টির মানুষের সঙ্গে কোনরকম নিগোশিয়েশনের জায়গা থাকে না (dc' ভাষায় লেনদেন), বা "টাকা নিন ভোট দিন" গোছের ব্যাপারও থাকে না | ইলেকশন কমিশন ক্ষমতাসীন পার্টির নেতার সঙ্গে কোড অফ কনডাক্ট বিধি ভাঙার ব্যাপারে একরকম আর অন্য দলের নেতা নেত্রীদের প্রতি কোড ভাঙার জন্য অন্যরকম আচরণ করেন বলেও কখনো এসব দেশে দেখিনি (অবশ্য code ভাঙার ব্যাপারটাও অন্তত আমার দেশে বিরল)। এখানে (আওতেয়ারোয়া নিউজিল্যাণ্ডে) খবরের কাগজগুলো সচরাচর সরকারের ভুল পদক্ষেপের সমালোচনা করতে বা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পিছপা হয় না, যার জ্ন্য অন্তত নির্বাচনের সময় একটা ব্যালানস্ড ছবি দেখা যায়। যার জন্য প্রার্থীরা যদি টাকার বিনিময়ে ভোট কেনার টোপ দেন, ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ অবস্থান না নিতে পারেন, পলিটিকাল পার্টি যদি দেশের সড়ক/ উন্নয়নকে ভোটের শর্ত হিসেবে দাঁড় করান, যেখানে প্রায়ই EVM tampering, ভাঙচুর  ( https://www.ndtv.com/india-news/lok-sabha-elections-2024-gunfire-evms-destroyed-anger-in-crisis-hit-manipur-amid-chaotic-voting-5478201 ) এর খবর আসে, সেখানে যদি election manipulated বলে না বিবেচিত হয়, ও তাকে যদি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রথামাফিক নির্বাচন বলে বিবেচনা করা হয়, এবং তার গলদ নিয়ে যদি আলোচনার ক্ষেত্রটি রোধ করে দেয়া হয়, তাহলে কিছু বলার নেই |
     
    যে দেশে নির্ধারিত সময়ে জনগণনা করা হয়ে ওঠে না ( https://www.thehindu.com/news/national/with-announcement-of-new-notification-census-to-be-delayed-till-at-least-october-2024/article67690661.ece ), যে দেশে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার ডিরেকটরকে সরকারী লাইনে স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট আসেনি (জনতার "রায়" এখানে কিন্তু গ্রাহ্য নয়!)  ( The timing of James' suspension raises questions, considering the recent release of the National Family Health Survey (NFHS-5) conducted by IIPS. The survey results presented data sets that were inconvenient for the government, contradicting earlier claims made by Prime Minister Narendra Modi. In particular, the NFHS-5 findings revealed that 19% of households in India still practice open defecation, calling into question the claim that India is "free of open defecation" ) বলে নানান অজুহাতে অপসারিত করা হয় ( https://groundreport.in/know-about-iips-director-ks-james-and-controversy-behind-his-suspension/#google_vignette ), যে দেশে "ঠগ বাছতে গাঁ উজাড়ের" মত করে শিক্ষক শিক্ষিকাদের জীবিকা নিয়ে রাজনীতির কদর্য রূপ বেরিয়ে পড়ে, যেখানে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ইলেকশনের স্লোগানে "খেলা হবে" বলেন, সেখানে ইলেকশনই জীবনের সব হতে পারে, তাতে সে যে কোন অবস্থাতেই manipulated নয়, এবং কথাটা উঠলে যদি "ঘোরতর আপত্তি" ওঠে, যদি আলোচককে "ষড়যন্ত্রকারীর" তকমা দাগানো হয়, তাহলে আপত্তিটুকুই থাক। আপনিই জিতে গেলেন!
     
    তাতে অসুবিধে নেই |
    আমার গুরুচণ্ডালীতে খুব সম্ভবত এইটাই শেষ পোস্ট |
     
    তার আরো একটা কারণ, মে মাসের পনেরো তারিখ থেকে আগস্টের শেষ পর্যন্ত আমি  একটি গহণ অরণ্যে silent retreat এর মতন sabbatical এ থাকব, মূলত নিজের গবেষণা আর পড়াশোনার কাজে, এখানে এমনিতেও "আসা হবে না", কারণ সেখানে Internet connection ইচ্ছাকৃতভাবে মেলে না |
     
    ( তবে যদি কেউ চান তো আমার ইমেলে ( arin_basu@pm.me ) তে যোগাযোগ করলে আলাপ আলোচনা করা যাবে লাগবে, তবে রিট্রিটে থাকার সময় হয়ত উত্তর দেয়া সম্ভব হবে না।  )
     
     
     
  • আ খোঁ | 110.225.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০২:১৬523111
  • সব কর্পোরেটই এক জায়গায় এক - তা হল তাদের মুনাফা তৈরির লিপ্সা। কর্পোরেটের নাম-স্থান-কাল-ক্ষমতা চেঞ্জ হতে পারে। কিন্তু পুঁজির মূল চরিত্র একই থাকতে বাধ্য। এই চরিত্র নিয়েও পুঁজির নিজের মধ্যেও প্রচুর দ্বন্দ্ব থাকে। ছোট পুঁজি-বড় পুঁজি , দেশি পুঁজি-বিদেশী পুঁজি নানারকম। কিন্ত ওভারঅল কন্ট্রোল পুঁজির মুনাফা লিপ্সার নিয়মেই কনগ্লোমারেট মনোপলি পুঁজির হাতেই থাকে। তো এই মনোপলি পুঁজির সাথে ফ্যাসিস্ট স্টেটের স্ট্রং কোরিলেশন থাকতেই হবে। ডিসি নাই মানতে পারেন কিন্তু ইহাই এতদিনের সত্য। যে কোনো মডার্ন স্টেটেই ফ্যাসিস্ট এলিমেন্টস ভরে থাকে। কিন্তু তা তখনই কেন্দ্রে আসতে পারে যখন মনোপলি পুঁজি তার পেছনে ফুল ফ্লেজেড দাঁড়িয়ে পড়ে। আরএসএস এর প্রচেষ্টার নিশ্চই বড় ভূমিকা আছে। কিন্তু তা কখনোই এই মাপে সফল হতো না যদি না মনোপলি বড় পুঁজি তার পেছনে এসে দাঁড়াতো। ভারতের মিশ্র পুঁজির ক্যারেক্টারে প্রথম আঘাত হানেন মনমোহন সিং। তারপর থেকে মনোপলি পুঁজির হাত ধরে ফ্যাসিস্ট স্টেটে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল। আজকের দিনে ক্যাপিটালিজমের সমস্ত কুলক্ষণগুলো যখন ফেটে ফুটে বেরোচ্ছে তখন মানুষের যাবতীয় ক্ষোভ যাতে অন্যদিকে চানেলাইজড হয় তার মোক্ষম নিদান হলো ফ্যাসিজমের উত্থান। আর অরিত্র যেমন বললেন স্বাভাবিকভাবেই অলিগার্কিক কনগ্লোমারেট যে কোনো স্টেটে বেশি করে চাইবে নিয়ন্ত্রণবাদী শক্তি। যে শক্তি ওই মনোপলি পুঁজির এজেন্ট স্টেট্ হিসেবে কাজ করবে। আজকের সার্ভেলেন্স পুঁজির সময়ে এই শয়তানের জোট ভয়ঙ্কর হয়ে উঠছে।  অনেকে ভুল করেন যে নিয়ন্ত্রণবাদী মানে সেখানে ক্যাপিটালিজম-এর অসুবিধে। কেননা তা লিবেরাল না। এই ভাবনা ঠিক নয়। নিয়ন্ত্রণবাদী ফ্যাসিস্ট কেন্দ্র নিমন্ত্রন করে মুক্ত জনমতকে পাবলিক ইন্টারেস্ট কে। আর ক্রোনি হিসেবে কাজ করে সরাসরি মনোপলি কর্পোরেট লুটের স্বার্থে। ভারত কিছু ব্যতিক্রম নয়। আদানি আর আম্বানির যে উত্থান তার ইন্ডাস্ট্রি ক্যারেক্টার হল নন ট্রেডেড অথবা হাইলি রেগুলেটেড। ( ইরানে মোসাদেঘ যখন তেলের খনি ন্যাশনালাইজ করে তখন সিআইএ আর এম সিক্স ক্যু করেছিল কেননা আমেরিকান ও ব্রিটিশ স্টেট তাদের ক্রোনি ব্রিটিশ অয়েল কোম্পানি এংলো ইরানিয়ানের জন্য কাজ করছিল।) মোদির ফ্যাসিস্ট সরকার তাদের এতো কেন দরকার তা তো আর রকেট সায়েন্স নয়।  আর সেই জন্যই এই খেলায় টাটার মতো পুরোনোদের হিন্দুত্বওয়ালাদের পেছনে থলি হাতে দৌড়োতে হচ্ছে। কংগ্রেস উদারনীতি আনলেও নিজের মিশ্র চরিত্রের জন্যই বিজেপির থেকে এ ব্যাপারে অনেক  পিছিয়ে। বিজেপির রেগুলেটেড সেক্টরগুলিকে ধ্বংস করা বিলগুলি লক্ষ্য করবেন। আর কংগ্রেসের এবারের ম্যানিফেস্টো লক্ষ্য করবেন। তফাৎটা স্পষ্ট। আর ফ্যাসিস্ট শক্তির উত্থানে এ জিনিস বারবার হয়। জার্মানিতে জাপানের কেস স্টাডি করুন। মুসোলিনি বলেছিলেন এ ফিউশান অফ স্টেট এন্ড কর্পোরেট পাওয়ার। এবার স্টেটের চরিত্র মৌলাবাদী হতে পারে ; একনায়কতন্ত্রী হতে পারে কিন্তু কেবলমাত্র এই ফিউশনেই ফ্যাসিসমে পৌঁছনো সম্ভব। ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না।  যাই হোক।  
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০০:২৩523110
  • দ্রি কে মিস করছি। উনি থাকলে হয়তো বুঝিয়ে দিতেন মুসলিমরাষ্ট্র হিন্দুরাষ্ট্র সবেতেই কর্পোরা কেমন সচ্ছন্দ। সৌদি আরবেও ওরা হুলিয়ে আছে।
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০০:২১523109
  • অসীম চট্টোপাধ্যায় 'নকশালবাড়িনামা' বইয়ের (লেখাটা ধারাবাহিক বের হত 'দেশ' পত্রিকায়) জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন , সোশাল মিডিয়ায় তুমুল বেধেছে বচসা। একজায়্গায় শুনলাম সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপকে নাকি নকশালরা খুন করতে গেছিল। লোকে জিজ্ঞেস করছে কেন সন্দীপ কী করেছিলেন? তখনও তো তিনি খারাপ সিনেমা বানানো শুরু করেন নি। আর খারাপ সিনেমা বানানোর জন্য তো আর কারুকে খুন করা যায় না, সেটা অনুচিত কাজ।
  • বকলম -এ অরিত্র | ২৯ এপ্রিল ২০২৪ ০০:১৩523108
  • কংগ্রেস কর্পোরেট বিরোধী নয়। ধরে নিন (আবারও আমি কিন্তু একটা সম্ভাব্য ব্যাখ্যার ধারণা দেওয়ার চেষ্টা করছি, এগুলোর "উত্তর" দিতে গেলে না জেনে গল্প তৈরী করতে হয়) কংগ্রেস কর্পোরেটের ভালো মুখ। কখনো কখনো খুব অপ্রিয় এবং আগ্রাসী পরিবর্তন দরকার হতে পারে, যেটা ভালো মুখ দিয়ে হয় না, তখন শক্ত মুখ লাগে, আর লোকেদের ব্যস্ত রাখতে কোনো মেরুকরণ কাজে লাগতে পারে। এই পরিবর্তন গুলো হয়ে গেলে, অর্থাৎ নতুন নরমাল তৈরী হলে তখন আবার স্থিতিশীল অবস্থা রাখতে কোনো ভালো বা নতুন মুখ দরকার হতে পারে। গুড কপ, ব্যাড কপের মতন।
     
    বিজেপির দুইবারে কোন কাজ বা নীতি এমন হয়েছে যেটা কর্পোরেটের অপছন্দ হয়? বা এবারে ম্যানিফেস্টোতে এমন কোন জিনিসটা আছে যেটা কর্পোরেট চায় না? তাহলে তথাকথিত হিন্দুরাষ্ট্র (সেটাই তো বিজেপি চায়?) আর কর্পোরেটের পছন্দের রাষ্ট্র ব্যবস্থা কি অভিন্ন? 
     
    যাই হোক, ডিসি যেমন বললেন এই তর্কের শেষ নেই, আমার ধারণাটা, হয়তো সন্দেহ বললে বেশি ঠিক হয়, বলেছি।
  • &/ | 151.14.***.*** | ২৯ এপ্রিল ২০২৪ ০০:০৩523107
  • গুজরাত দাঙ্গা--- বাজপাখি সরি বাজপেয়ী গেলেন মোদিকে রাজধর্ম শেখাতে---সেসব তো আরও আগের ব্যাপার
  • r2h | 134.238.***.*** | ২৮ এপ্রিল ২০২৪ ২৩:২৬523106
  • ২০১৪তে সরাসরি মূল এজেন্ডা হিসেবে সরাসরি বিদ্বেষ প্রিচ না করলেও ২০০২-এ কাজের মধ্য দিয়ে নিজের ইমেজ তৈরি করে ফেলেছে - 'ওদের' শায়েস্তা করার জন্য এমন লোক দরকার!
    অন্য সব তো 'জুমলা', ঘোষিতই!
    তার সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে স্থিতাবস্থাবিরোধী ভোট, কংগ্রেসের ক্রমবর্ধমান দুর্নীতি, পোক্ত নেতার অভাব -এইসব তো ছিলই।

    কর্পোরেট, ইন্ডাস্ট্রি, ইন্ফ্রা- কং বিজেপির তুলনামূলক নীতি ...
    ছোট পুঁজিগুলির কথা উপেক্ষা করে বড় পুঁজি - এসবের ব্যাপারে কেমন?
    ইন্ডাস্ট্রি তো একরকম, ট্রেডিঙের ব্যাপারে?
    ডিফেন্স বিষয়ক ব্যবসার ব্যাপারেই বা কী?
    পরিবেশ?
    এইগুলি ভাবছিলাম।
  • dc | 2402:e280:2141:1e8:2c21:fbd3:cf29:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২৩:০২523105
  • এসব তর্কের শেষ নাই। আপাতত একটা সিনেমা দেখি গে :-)
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৫৯523104
  • আমার "আঁ খো" এর কথাটা ইন্টারেস্টিং মনে হয়েছিল কারণ, কর্পোরেট বা বলুন পুঁজি (এটা তো আরও কত থিওরি আনবে, আমি তো সেসব জানিও না) বা কোনো অর্থনৈতিক সম্প্রসারকামী শক্তিই ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ পছন্দ করে, ভারতের বহু বৈচিত্রের দেশের গণতন্ত্রের শ্লথ গতি আর নাগরিক মুখী লেবার ল বা অন্যান্য অধিকার তাদের পছন্দ হবে কেন? সেইদিক থেকে একটা ইন্টারেস্ট থাকতে পারে একনায়কতন্ত্রের দিকে, মৌলবাদ একনায়কতন্ত্র ও নিয়ন্ত্রণবাদী শক্তিকে ক্ষমতায় আনতে সাহায্য করে।
     
    আবার এটা ভুলও হতে পারে। সব কর্পোরেট একরকম নাই হতে পারে। কিছু কর্পোরেট এরকম হতেও পারে, আবার উন্নত দেশে ও অনুন্নত দেশে তাদের ভূমিকা অন্যরকম হতে পারে। 
  • dc | 2402:e280:2141:1e8:2c21:fbd3:cf29:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৪৮523103
  • " স্টেটমেন্ট তো দিই নি"
     
    ঠিক। ওটা আমিই ওভারস্ট্রেচ করেছি, আমার ভুল। 
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৪৫523102
  • "কিন্তু কর্পোরেট এন্টিটিরা সবাই মিলে কং্গ্রেসকে ছেড়ে বিজেপির পেছনে ঝুঁকে পড়েছিল, বা কর্পোরেটরাই বিজেপিকে ক্ষমতায় এনেছিল, এরকম স্টেটমেন্টের পেছনে খুব একটা যুক্তি খুঁজে পাই" – স্টেটমেন্ট তো দিই নি, কি হয়েছিল তা কি আমার মতন কারোর জানা সম্ভব? আপনি ব্যাখ্যা খুঁজছিলেন, একটা সম্ভাব্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। "সবাই মিলে", "স্টেটমেন্ট" এই শব্দগুলো আমার কথাকে
    ওভার স্ট্রেচ করে, বলা যায় "Reductio Ad Absurdum" – The logical fallacy to extend someone's argument to ridiculous proportion and then criticize the result. (শেলডন)।
  • dc | 2402:e280:2141:1e8:2c21:fbd3:cf29:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৪৫523101
  • নানা, ডিপ স্টেট কথাটা কেউ বলেনি, আমার মনে হয়েছে অরিন্দমবাবুর ঐদিকে ইঙ্গিত করেছেন। 
     
    "আমেরিকা (ও তার কর্পোরেটরা এবং হয়তো অন্য দেশের কর্পোরেটরাও) মুখে যাই বলুক দেশে দেশে যত রাজ্যের মৌলবাদী শক্তিদের সাথেই বন্ধুত্ব করেছে ও পছন্দ করে বলে মনে হয়। বেশ কিছুদিন আগে সম্ভবত "আঁ খো" বলেছিলেন, মৌলবাদকে কর্পোরেটই ডেকে আনে (বা এরকমই কিছু একটা), ভাটিয়ালিতে নয়, অন্য কোনো থ্রেডে"
     
    আমার এরকম ​​​​​​​কোন ​​​​​​​সময়েই ​​​​​​​মনে ​​​​​​​হয়নি। ​​​​​​​আবারও ​​​​​​​বলি, "কর্পোরেট" কোন ​​​​​​​হাইভ মাইন্ড নয়। ​​​​​​​নানা ​​​​​​​দেশে ​​​​​​​নানা ​​​​​​​সময়ে ​​​​​​​নানান ​​​​​​​কোম্পানি মৌলবাদী শক্তিদের সাথে বন্ধুত্ব ​​​​​​​করেছে, সেরকম উদাহরন ​​​​​​​আছে, ​​​​​​​আবার নানা ​​​​​​​কোম্পানি ​​​​​​​নানা ​​​​​​​সময়ে মৌলবাদী শক্তিদের স্বার্থের বিরুদ্ধে ​​​​​​​কাজ ​​​​​​​করেছে, ​​​​​​​এরকমও ​​​​​​​বহু উদাহরন ​​​​​​​আছে। "কর্পোরেট" আর ​​​​​​​মৌলবাদের ​​​​​​​মধ্যে ​​​​​​​কোন ​​​​​​​স্ট্রং কোরিলেশান ​​​​​​​আমি ​​​​​​​অন্তত ​​​​​​​দেখতে ​​​​​​​পাইনি। ​​​​​​
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৩৯523100
  • র২হ (২৮ এপ্রিল ২০২৪ ২১:৫৬) যা লিখলেন আমারও তাতে অন্যরকম কিছু বলার নেই। শুধু এটাই বলছি যে ভারতে বিদ্বেষ থাকলেও সেটি এমন প্রবল হয়ে আগে কখনোই ওঠেনি। কিন্তু সেই বিদ্বেষের প্রাবল্যটা ২০১৪ এর পরে, আগে নয়। আগেও লিখলাম, মোদী কিন্তু ২০১৪ তে বিদ্বেষ প্রিচ করে নি, বরং তার থেকে একেবারে দূরে থেকে উন্নয়ন নিয়ে প্রচার করেছিল। শাসন যন্ত্র হাতে পাওয়ার পরে সে বিষটা ছড়ানোর সুযোগ পায়।
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২২:৩১523099
  • "ডিপ স্টেট" কথাটা কে বললো? আমি এরকম কিছু বলিনি।
  • বকলম -এ অরিত্র | ২৮ এপ্রিল ২০২৪ ২২:২৯523098
  • "মোদীর ইমেজ বিল্ডিং ২০০৫ - ২০০৬ থেকে শুরু হয়েছে, আইটি সেল ইত্যাদি সেই সময়েই তৈরী" – আইটি সেল ওই সময়ে ভারতের *বৃহত্তর জনতার* কাছে কোন মাধ্যমে পৌঁছেছে? ওদের মূল মাধ্যম হোয়াটস্যাপ তো ২০১২/১৩ থেকেই জনপ্রিয় হতে শুরু করে, কিন্তু তখনও মাত্র কয়েক কোটি উচ্চমধ্যবিত্তের বৃত্তে।
     
    আদবানির বিজেপি আরএসএস বৃত্তে ইমেজ খারাপ হওয়া (যদিও ২০০৯ তেও সেই লৌহপুরুষ মুখ, মোদী নয়) আর ভারতের কোটি কোটি জনতার কাছে ইমেজ তৈরী তো এক জিনিস নয়। ভারতের সাধারণ মানুষের কাছে লিবারেল হওয়া খারাপ হয়ে পড়লে কংগ্রেস জেতে? যখন ২০১৩ তে মোদির নাম এলো, লোকে খুঁজতে শুরু করেছিল এ কে কি করেছে ইত্যাদি, তখনই ভারতের সাধারণ জনতা (তাও কত অংশ জানি না) গুজরাট মডেল ইত্যাদি শুনলো, সাধারণ কাগজে এলো। কোথায় ২০০৫!
     
    ডিসি, "কর্পোরেট" আমি মোটামুটি একটা অর্থে বলতে চেয়েছি, ধরা যাক বিশ্বায়ন উত্তর যুগের অর্থনৈতিক সাম্রাজ্যবাদী শক্তি। হ্যাঁ গুগুল মাক্রোসফ্ট তো বটেই, তারা কাকে পছন্দ করে দেখুন না! :-)
     
    মোদী তো লেবার ল বা ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে কংগ্রেসের থেকে অনেক বেশি কর্পোরেট বন্ধু। পরমাণু চুক্তি তো একটা উদাহরণ, সিএস দিলেন তাই ওটা নিয়েই বললাম। আমেরিকা (ও তার কর্পোরেটরা এবং হয়তো অন্য দেশের কর্পোরেটরাও) মুখে যাই বলুক দেশে দেশে যত রাজ্যের মৌলবাদী শক্তিদের সাথেই বন্ধুত্ব করেছে ও পছন্দ করে বলে মনে হয়। বেশ কিছুদিন আগে সম্ভবত "আঁ খো" বলেছিলেন, মৌলবাদকে কর্পোরেটই ডেকে আনে (বা এরকমই কিছু একটা), ভাটিয়ালিতে নয়, অন্য কোনো থ্রেডে। আমারও সেইরকমই মনে হচ্ছে।  
  • dc | 2402:e280:2141:1e8:ddba:26d4:47d6:***:*** | ২৮ এপ্রিল ২০২৪ ২২:১৪523097
  • সেরকম হলে আমি নিজে পবতে গিয়ে ভোট দিয়ে আসবো। আমার জন্য খুবই সেন সিবল ব্যাপার হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত