এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জসল | 2601:c6:d200:2600:a92e:fd56:d4f2:***:*** | ১৭ মার্চ ২০২৪ ০০:৩৯521592
    • D | ১৬ মার্চ ২০২৪ ২৩:০৮
    • ... জানতাম অতি মোদী বিরোধীরা নিতে পারবে না।
      অন্য রাজ্য থেকে আসছে।
     
    ছোট করে ল্যাঞ্জা প্রকাশিত
  • aranya | 2601:84:4600:5410:314b:e020:fec1:***:*** | ১৭ মার্চ ২০২৪ ০০:২৬521591
  • smileyসৌরজগতের ছবির সাথে একটা গান থাকলে ভাল হত।  সৈকত লিখবে হয়ত 
  • কষ্ট হয় তো | 2607:b400:2:ef40::***:*** | ১৭ মার্চ ২০২৪ ০০:০০521590
  • হোক না সে গণহত্যাকারী,
    আমরা কি আর ফেলতে পারি?

    এর কি একটা শাস্তি নাই?
    Cos 2π, Cos 2π 
    Cos 2π, Cos 2π 

    (স্কুলের ব্যাগটা বড্ডো ভারির সুরে মাথা দুলিয়ে দুলিয়ে গাইতে হবা।)
  • বকলম -এ অরিত্র | ১৬ মার্চ ২০২৪ ২৩:৫১521589
  • একজন বিদ্বেষী মৌলবাদী গণহত্যাকারী মানুষকে আমরা ভালোবাসতে পারছিনা এমনকি সহ্য করে নিতেও পারছি না, নিজের মধ্যে এই যে সামাজিক পক্ষপাতিত্ব, অসহনশীলতা, মানসিক সীমাবদ্ধতা সংকীর্ণতা আছে এগুলো আপনাদের ভাবায়? কষ্ট হয়?
  • | ১৬ মার্চ ২০২৪ ২৩:৩২521588
  • আরেহ ছবিটা কই! 
     
  • | ১৬ মার্চ ২০২৪ ২৩:৩০521587
  • সৈকত বানিয়েছে।  'বন্ডে মাতরম'  সৌরজগত। সূর্য ও তার উপগ্রহরা৷
  • বকলম -এ অরিত্র | ১৬ মার্চ ২০২৪ ২৩:২৫521586
  • এখানেও দিই
     
    Bharatiya Janata Party (BJP) MLA Rameshbhai Chhotubhai Patel from Jalalpore, Gujarat revealed that a “2%” commission system exists within the BJP system, The New Indian Express reported.
     
    তোলা তোলাটা এদের পার্টির সংবিধানে ঢুকে যাওয়ার উপক্রম। 
  • D | 2409:4060:405:ae88:fa79:6578:5542:***:*** | ১৬ মার্চ ২০২৪ ২৩:০৮521585
  • লেখার শেষে খোঁচাটা ইচ্ছে করেই দিলাম।
    জানতাম অতি মোদী বিরোধীরা নিতে পারবে না।
    অন্য রাজ্য থেকে আসছে।
    টেমস নদীর নিচ থেকে শুনেছি ট্রেন যায় শুনেছি। দেখিনি।
    আমাদের কলকাতার দেখলাম। দুর্দান্ত।
  • ডঃ | 2607:b400:2:ef40::***:*** | ১৬ মার্চ ২০২৪ ২২:৩৯521584
  • রোজ-ই চলে, তাও হঠাৎ এক-একদিন গর্ব বোধ হয়। যেমন রোজ কনুইয়ের গুঁতো খেতে খেতে একদিন লোকে ককিয়ে আর খেঁকিয়ে ওঠে। 
     
    যদিও লাস্ট লাইনে এহি পদপল্লব টাইপের কি একটা শ্লোক লিখেছেন বুঝিনি। মনে হয় সিঁড়ি ভেঙে উপরে ওঠার কষ্টের সাথে বিকাশের তুলনা করেছেন। অথবা নেই-লিফটের সাথে। আবার এস্প্ল্যানেডের সাথেও হতেই পারে। হরেক বন্ড দুটাকা। 
  • dc | 2401:4900:2341:2ef1:5114:cdfd:79a9:***:*** | ১৬ মার্চ ২০২৪ ২২:৩৮521583
  • ছোটবেলায় তিনটে সিনেমা খুব কাছাকাছি সময়ে দেখেছিলামঃ ইয়ং ফ্রাংকেনস্টিন, মার্ডার বাই ডেথ, আর দ্য চিপ ডিটেকটিভ। তিনটেই প্যারোডি আর কিছুটা ডার্ক হিউমার, ডার্ক নয়ের জঁরার। এই তিনটের মধ্যে দ্য চিপ ডিটেকটিভ হঠাত করে পুরো সিনেমাটা য়ুটুবে আবিষ্কার করলাম। দেড় ঘন্টা সময় বার করে অবশ্যই দেখুন, হতাশ হবেননা :-) (থাম্বনেলটা ভুল ​​​​​​​আছে, ​​​​​​​ওটা ​​​​​​​ইগনোর ​​​​​​​করতে ​​​​​​​পারেন) 
     
  • বকলম -এ অরিত্র | ১৬ মার্চ ২০২৪ ২২:২৬521582
  • নতুনটা কী হল বুঝলাম না, প্রতি বর্ষাতেই তো গঙ্গার ওপর এবং নিচ দিয়ে মেট্রো চলে। frown
  • D | 2409:4060:405:ae88:c3ef:dc0a:a80d:***:*** | ১৬ মার্চ ২০২৪ ২১:০৩521581
  • আজ হাওড়া মেট্রো দেখে এলাম। জলের নীচে নীল আলো তেমন ভাবে টানলো না। তবে পুরো ব্যাপারটা ভারতবাসী বা কলকাতাবাসী হিসাবে গর্বিত।
    বিশ্বে দ্বিতীয়।
    অনেকটাই নীচে। চলমান সিঁড়ি ছাড়া উপরে উঠতে গেলে অনেক কষ্ট হবে।
    লিফট আছে। কিন্তু এখনও পুরোটা হয়নি।
    এসপ্ল্যানেড থেকে পাল্টাতে হয়। বেরিয়ে যাবার জন্য ২ নম্বর গেট ব্যবহার করলে হাওড়া মেট্রো কাছে পড়বে। অন্যথা পুরো এসপ্ল্যানেড ঘুরতে হবে।
    এহি হ্যায় ভারত কা বিকাশ।
  • ~ | 23.129.***.*** | ১৬ মার্চ ২০২৪ ১৬:৩৭521579
  • | 42.***.*** | ১৬ মার্চ ২০২৪ ১৬:৩৬521578
  • একটা জিনিস দেখুন। যেসব কোম্পানি ইডি রেইডের পর ইলেকটোরাল বন্ড কিনেছে, অর্থাৎ এক্সটরশন যাদের করা হয়েছে, ভেবে দেখবেন, তারা বেসিকালি প্রভূত ট্যাক্স ফাঁকি দিয়েছে। এত বাজে ট্যাক্স ফাইলিং করেছে যে বছরে ১ কোটি লাভ দেখিয়েছে আর ইডির গুঁতো খেয়েই পেছন বাঁচাতে ১০০ কোটির বন্ড কিনে ফেলেছে। নইলে হয়তো ২০০ কোটি জরিমানা দিতে হত। বিজেপি ইডির মাধ্যমে বেসিকালি ডাকাতদের থেকে তোলা তুলেছে। এই তোলাবাজি যেমন অন্যায়, তার চেয়ে বেশি অন্যায় কর্পোরেটের সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া। বন্ড কেনা কর্পোরেট আর বিজেপির মধ্যে শোষিত শোষক বেছে নেওয়া সম্ভব নয়।  দুটোই সমান খচ্চর। বিজেপিকে এক্সপোজ করতে সাংবাদিক গোয়েন্দাগিরি দরকার, কার থেকে টাকা নিয়ে তাকে কী কী সুবিধে করে দিয়েছে সেই খতিয়ান সামনে আনতে হবে (যদিও তাতে কজন বিশ্বাস করবে কে জানে)। যেমন পৌনে চারশ কোটি নিয়ে নীরব মোদিকে দেশ থেকে পালাতে দিয়েছিল বিজেপি।
     
    এবার কথা হল কংগ্রেসকে লোকে বন্ডের মাধ্যমে টাকা কেন দিয়েছে? হয় বিজেপি তাদের পেছন অলরেডি মেরেছে বা নিশ্চিত মারবে জানা গেছে। কংগ্রেস জিতলে পিছন বাঁচতে পারে, বা অন্তত প্রতিশোধ নেওয়া যাবে৷ বা কংগ্রেস জিতলে তাদের বাড়তি সুবিধে কিছু করে দেবে বলে ডিল করেছে।
     
    তৃণমুল পাতি তোলা নিয়েছে, টাকা না নিলে ব্যবসা বন্ধ করিয়ে দেবে বা নানান অসুবিধে তৈরি করবে এসব কারণ দেখিয়ে।
     
    এসবের বাইরে বেসিক প্রেমাইস তো, পার্টি ফান্ডে টাকা দিলাম, আমার মাথায় যেন পার্টির ছত্রছায়া থাকে। অর্থাৎ আমি কিছু ছোটোখাটো জালিজোচ্চুরি করতে চলেছি, অদেখা করে দেবেন, হে রাজ্য বা কেন্দ্র সরকার।
     
    যে সরকার যে রাজ্যে আছে, বন্ড সেই রাজ্যে সেই সরকারের জন্য কেনা হওয়ার কথা, (বিজেপি বাদে, ওরা তো কেন্দ্রেই আছে, সব রাজ্যের কোম্পানিদের টিকি বাঁধা ওখানে)
  • dc | 106.208.***.*** | ১৬ মার্চ ২০২৪ ১৫:৫৩521577
  • প্রবীরজিত সরকার নামে একজন দেখলাম ক্যা ক্যা চি চি নাম দিয়ে একটা থ্রেড খুলেছেন। খুব বাজে রকম হেট স্পিচ। ভোট অবধি বোধায় এই উপদ্রবগুলো আরও বাড়বে।  
  • Bratin Das | ১৬ মার্চ ২০২৪ ১২:২৫521576
  • কিছু বিখ্যাত কবিদের নিজেদের নাগরিকত্ব প্রমান করতে ডাকা হয়েছে।
    প্রথম জন ঘরে ঢুকলেন।


    প্রশ্নকর্তা- নাম ?
    উত্তর - মাইকেল মধুসূদন দত্ত
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - "যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ-তীরে
    জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি
    রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী।"
    প্রশ্নকর্তা - যশোর বাংলাদেশে না? আপনার কেসটা আরো খতিয়ে দেখতে হবে। নেক্সট !


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - সত্যেন্দ্রনাথ দত্ত
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - "মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে,
    আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে।"
    প্রশ্নকর্তা - পূর্ব বঙ্গ না পশ্চিম বঙ্গ mention করা নেই। আপনিও পাশের ঘরে বসুন। নেক্সট ...


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " নম নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি,
    গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি"
    প্রশ্নকর্তা - আবার গঙ্গা। কিন্তু আপনি যখন নোবেল জয়ী তখন যান আপনাকে বেনিফিট অফ ডাউট দিলাম। নেক্সট ...


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - দ্বিজেন্দ্রলাল রায়
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
    আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি।"
    প্রশ্নকর্তা - কাঁদিয়ে দিলেন দাদা। আপনি যান। নেক্সট.....


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - সুকান্ত ভট্টাচার্য
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " আমার ঠিকানা খোঁজ ক'রো শুধু
    সূর্যোদয়ের পথে।
    ইন্দোনেশিয়া, যুগোশ্লাভিয়া,
    রুশ ও চীনের কাছে,
    আমার ঠিকানা বহুকাল ধ'রে
    জেনো গচ্ছিত আছে।"
    প্রশ্নকর্তা - আপনি তো মশাই ডেঞ্জারাস । সব দেশেই সিটিজেনশিপ নিয়েছেন নাকি। আপনি বরং তিন নম্বর ঘরে ওয়েট করুন। আপনার টাইম লাগবে নেক্সট.....


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - কুমুদ রঞ্জন মল্লিক
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদীর বাঁকে
    জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে।"
    প্রশ্নকর্তা - অজয় নদ তো বীরভূমে। নো প্রবলেম । আপনি যান । নেক্সট.....


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - জীবনানন্দ দাস
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।"
    প্রশ্নকর্তা - ওই ধানসিঁড়ি নামটায় খটকা আছে। কংসাবতী হলে ভালো হত। অপেক্ষা করুন নেক্সট.....


    প্রশ্নকর্তা - নাম ?
    উত্তর - কাজী নজরুল ইসলাম
    প্রশ্নকর্তা - জন্ম ?
    উত্তর - " আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
    আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
    আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
    আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
    আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,
    আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার,
    আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড,
    আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
    আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,
    আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
    আমি প্রাণ খোলা হাসি উল্লাস, – আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,
    আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!
    আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,
    আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!"

    প্রশ্নকর্তা - আমার সব গুলিয়ে গেল। আপনি কে সেটাই বুঝে উঠতে পারলাম না। শরীর খারাপ লাগছে। আজ আর কোনো কাজ হবে না। আমি বাড়ি যাব। আজ এই অব্দি থাক।
    ---Asish Ghosh.
  • দীপ | 2402:3a80:a11:695a:0:55:7503:***:*** | ১৬ মার্চ ২০২৪ ১২:২১521575
  • এই | 14.139.***.*** | ১৬ মার্চ ২০২৪ ০৯:৩৫521574
  • ইলেকটোরাল বন্ড হস্তী বায়ু নিঃসরণ।
  • :|: | 174.25.***.*** | ১৬ মার্চ ২০২৪ ০৬:০৪521573
  • ১৫ মার্চ ২০২৪ ২৩:১২: "ভগবানদা"টা আবার কে? অর্থাৎ আপনি কাকে মিন করছেন? এই বাজারে হাজারে হাজারে ভগবানদা। 
  • Arindam Basu | ১৬ মার্চ ২০২৪ ০৫:৫৪521572
  • অরিত্র, আপনি যে লেখাটির কথা বলেছেন, সেটি ১৯৮২ তে ভারতীয় জনতা পারটির সঙ্গে ইজরায়েলের সখ্যতার। কথা লিখেছে, তার আট বছর আগে, ১৯৭৪ এ, ভারত-ইজরায়েল সম্পরকে লিখতে গিয়ে নিউ ইযরক টাইমসে বারনারড ওয়াইনরব লিখেছিল,
    "Indians sympathetic to Israel are annoyed that the country is virtually at the bottom of the diplomatic list and that the Israelis in Bombay are quietly barred from official visits to New Delhi. A common complaint is that even South Vietnam, whose relations with India are strained, has a consul general—a higher rank than consul—in India and that he is based in New Delhi.
    The four‐member Israeli consular staff in Bombay publishes a bimonthly magazine that is sent to newspaper offices. The consulate answers a steady flow of letters, mostly asking about Israel's agriculture and economic development. The Indian press sometimes publishes proIsraeli letters, but Supporters of Israel complain of a proArab bias.
    India's long‐time support of the Arabs is partly a result of a long‐standing policy, spurred by Mrs. Gandhi's father, the late Jawaharlal
    DO NOT FORGET THE NEEDIEST! Nehru, the first Prime Minister. The presence of 60 million Moslems in India is one element in this.
    To India's disappointment, however, the Arab nations sided with Pakistan, a Moslem nation, in the 1965 and 1971 wars between India and Pakistan.
    “What we have achieved by toeing the line of the Arabs and, incidentally, of the Russians, is not clear,” Prof. B. P. Adarkar, a former diplomat, wrote in Socialist Society, a small weekly, several months ago. “It has not added to our reputation of impartiality. Nor has it brought to us any material or political advantages or either temporary or permanent Importance.”
     
    ভারত ইজরায়েল সম্পর্ক নিয়ে কপিল কোমিরেড্ডী বহুকাল আগে গার্ডিয়ানে একটি প্রবন্ধ লিখেছিলেন, তার শেষে তিনি লিখেছিলেন,
    "The seeds of Israel's redemption are embedded in Zionism, which is concerned with housing people, not displacing them. Israel must merely embrace it. It will still be a paternalistic form of "pluralism", but it will be inclusive. On the other hand, Hindutva's very purpose is the disenfranchisement and abolition of religious minorities. So Israelis must wonder what has become of them, their nation, that their most fervid admirers in the most pro-Israeli country in the world happen to be fascists. Until Israel and India undertake an honest reappraisal of their friendship, those who care about the ideas of Herzl and Gandhi must acknowledge this much: theirs is an alliance deepened by prejudice."
     
    শেষের সেনটেনসটি ২০১১ সালে যতটা প্রাসঙ্গিক ছিল, আজও ততটাই |
     
     
  • *** | 2409:4060:405:ae88:b41f:1379:5f05:***:*** | ১৫ মার্চ ২০২৪ ২৩:১৪521570
  • কেন, এবিপি আনন্দ তো বলল।
  • দীমু | 182.69.***.*** | ১৫ মার্চ ২০২৪ ২৩:১২521569
  • সারাদিন অপেক্ষা করলাম কখন আবাপ অনলাইন বন্ড নিয়ে ভগবানদার মুখনিঃসৃত পবিত্র বাণী শোনাবে। নাঃ , সবই মায়া। 
  • নির্মল আনন্দ | 2409:40e7:9:b34b:e493:e7ff:fe78:***:*** | ১৫ মার্চ ২০২৪ ২১:১৯521568
  • | ১৫ মার্চ ২০২৪ ২০:৫৪521567
  • | ১৫ মার্চ ২০২৪ ২০:৫৩521566
  • ইনি চমৎকার সাজিয়েছেন
     
  • র২হ | 96.23.***.*** | ১৫ মার্চ ২০২৪ ২০:৪৩521565
  • অমিতাভ বচ্চন বচ্চনের হাঁচি কাশি হলেও জানাবেন যেন। বা বাথরুমে গেলে বা পাঁউরুটি খেলে। খুবই গুরুত্বপূর্ণ।
  • D | 2409:4060:405:ae88:67d7:4de0:3165:***:*** | ১৫ মার্চ ২০২৪ ২০:৩৮521564
  • অমিতাভ বচ্চন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত