এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:2341:2ef1:8998:d349:4cae:***:*** | ০৬ মার্চ ২০২৪ ০৯:২১521232
  • তবে গাঙ্গুলিবাবু বলতে পারেন, উনি স্রেফ প্রিসিডেন্স ফলো করছেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাবরি মসজিদের রায় দিয়ে রিটায়ার করলেন, তারপর বিজেপির টিকিটে রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন। স্বয়ং প্রাক্তন চিফ জাস্টিস যদি বিক্রি হয়ে যেতে পারেন তাহলে বাকিরাই বা সে পথে চলবে না কেন। 
  • dc | 2401:4900:2341:2ef1:8998:d349:4cae:***:*** | ০৬ মার্চ ২০২৪ ০৯:১৬521231
  • সাইবাবার খবরটা কাল রাতে ভেবেছিলাম পোস্ট করবো, তারপর দেখলাম দ দি আগেই করে দিয়েছেন। 
     
     
    On the offence itself, the Court said that the state has submitted that no incident of violence occurred or is even alleged to have occurred. “There is no material to infer the conspiracy since the prosecution has not spelt out as to what has been conspired to be done by the accused, besides a vague allegation of conspiracy to wage war against the Government,” the court said.
     
    দুয়েকজন বিচারপতি এখনও এদিক ওদিক আছেন যাদের জাজ লোয়া করে দেওয়া যায়নি বা পাকিস্তানে পাঠানো যায়নি। বাকিরা এই গাঙ্গুলিবাবুর মতো বিক্রি হয়ে যাওয়া কেস। 
  • | ০৬ মার্চ ২০২৪ ০৯:০৫521230
  • অরিন, 
    এক্কেবারেই তাই। 
     
    আর একটা পয়েন্টও আছে।  আমি অন্তত আগে,  মানে পরশুর আগে এনাকে ব্যক্তিগতভাবে সৎ ভাবতাম। কিন্তু প্রথমে ভোন্দুর নারদায় টাকা নেওয়াকে নর্মালাইজ করার চেষ্টা এবং পরে গোটা নারদাকেই চক্রান্ত বলে উড়িয়ে দেওয়ায় এখন আর এনাকে সৎ মানুষ ভাবতে পারছি না। দেখা যাক বিজেপীর সাথে কততে ডিল হয়েছে সেটা ভবিষ্যতে জানা যায় কিনা। শুভেন্দুকে তো নাকি ৫০০ কোটি দিয়ে তুলেছিল। 
  • মামাটি | 2605:6400:30:f753:891d:ee77:e97c:***:*** | ০৬ মার্চ ২০২৪ ০৮:৫৪521229
  • ভাইপোর ভক্তরা এতদিনে শান্তি পেল। শাজাহান শুনছি পরের মন্ত্রিসভায় নারী উন্নয়ন মন্ত্রী হবে। বাংলা নিজের ধর্ষককেই চায়।
  • প্রশ্ন | 2409:40e6:1a:fe11:d87a:f5ff:fe3c:***:*** | ০৬ মার্চ ২০২৪ ০৮:৩৩521228
  • চাড্ডিজিত গাঙ্গুলির কোটের মত এখানে যোষিতারও চাড্ডির উপর ঘোমটা তাহলে খুলল!
    গুরুচন্ডালির পাতাও চাড্ডিচারণভূমি হয়ে গেল!  এই একটা সাইটে তাও পড়তে আসা যেত, এখন এলেই দেখি পদে পদে গোবর নাদি! 
     
    'কিন্তু বিচারক হিসেবে তাঁর ভূমিকাকে যদি মূলধন করে রাজনীতি করেন, তখন তাঁর সততা এবং বিচারক হিসেবে নিরপেক্ষ থাকার integrity নিয়ে প্রশ্ন উঠবে। এযাবৎ তাঁর নেওয়া জজ হিসেবে সিদ্ধান্ত কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? '
     
    অরিন্দম বসু, একদম। কারণ বিচারক হিসেবে তাঁর ভূমিকা তলে তলে এই চাড্ডিরাজনীতিপ্রণোদিত ছিল। ওই বিচারের পিছনে কতটা প্রকৃত সারবত্তা ছিল আর কতটা রাজনৈতিক জিঘাংসা, সেই প্রশ্ন উঠে গেছে।
    এই পাতাতেই কে এক বিচিত্রচিহ্ন লিখেছেন, একপেশে বিচার, একেবারেই তাই। বিচারকের দু চক্ষু বাঁধা থাকার কথা, এক চোখ নয়।
     অবশ্য প্রশ্ন অনেক আগেই উঠে গেছিল।  কেউ মনে করিয়ে দিলেন, যোগীর থেকে বুলডোজার চাওয়ার কথা, আরেকজন কেউ লিখেছেন দেখলাম, অমিতশাহের কথা। বোঝা তখনই যাচ্ছিল।  প্রশ্ন তখনি উঠেছিল। সুপ্রিম কোর্ট তুলেছিল। চাড্ডিজিতের একের পর এক রায় খারিজ করে। শোনা যাচ্ছে, সুপ্রিম কোর্ট শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছিল এঁর বিরুদ্ধে, তাই এত তড়িঘড়ি ইস্তফা। নইলে এমনিই সব খোয়াতে হত।
     
    আর এঁর এত যে রমরমা, পি আর, এর পিছনে বিজেপির যে কত রেস্ত যে খসেছে, সেসবও বলা বাহুল্য।  লোকটিকে এদ্দিন রীতিমত খাইয়ে দাইয়ে ফুলিয়ে ফাঁপিয়ে  তারপর রাজনীতির ময়দানে নামানো হল। অতিপরিকল্পিত।
     
    ১০ বছর বাদে কাল বেরল সাইবাবার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে, বেকসুর খালাস পেলেন। কে ফিরিয়ে দেবে এই  ১০ বছর? উমর খালিদের মামলার যেন কী হচ্ছে?  আআপের জেলখাটা মন্ত্রীদের মামলাও তো এক এক করে ধোপে টিঁকছেনা! 
    যে তাপস রায় নিয়ে চাড্ডিযোষিতার এত লম্ফঝম্প, তাঁর কাছেও তো ইডি আসছিল।
    ইডি সিবিআই এলে হয় জেল, নয় বিজেপি।
    এবার এতে লোকে অন্যায়ভাবে ফাঁসছেও আবার অন্যায় করেও বিজেপির ওয়াশিং পাউডার নিরমায় কেচে শুদ্ধ!৷  তো, এই তো চলছে আইনি প্রহসন!
    দেশের  বিচারব্যবস্থা চাইলে রাজনৈতিকভাবে কত বায়াসড হতে পারে, তার উদাহরণ ভুরিভুরি!  
     
    আর এদেশ ডিক্টেটরশিপের আওতায় চলে যাওয়ার নমুনাও। এখানে আছে বেশ কিছু। এক হপ্তায় দুই কোটি ভিউ দেখিয়ে দেয় কত লোক রিলেট করছেন এইসব ঘটনার সঙ্গে। তা চাড্ডিমুখপাত্র যোষিতার কাছে এগুলোর উত্তর আছে?  এনিয়ে কোন প্রশ্ন জাগেনা?  এগুলো দুর্নীতি নয় দিদিভাই?  পিসি ভাইপো ব্রিগেডের গাদা দুর্নীতি আছে, সেগুলো নিয়ে সঠিক তদন্ত অবশ্যই হোক, কিন্তু এগুলো নিয়ে হবেনা?  
    হাজার হাজার কোটির ইলেক্টোরাল বন্ড নিয়ে কিছু বলবেন না চাড্ডিদিভাই? এগুলি বুঝি দুর্নীতি নয়? 
     
     
  • Arindam Basu | ০৬ মার্চ ২০২৪ ০৭:৪৬521227
  • "প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী একজন সৎ মানুষ। মানুষের ভাল করতে চান। যে দলেই যান না কেন মানুষ ওঁকে সাপোর্ট করবে বলেই মনে হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়।
    ছদ্ম ইমেজ নেই। সোজাসুজি কথা বলেন। বিজেপিতে কেন জয়েন করছেন সেটাও স্পষ্ট করে বলেছেন।"
     
    ভদ্রলোক বিচারপতি না হয়ে রাজনীতির লোক হলে একরকম হত। কিন্তু বিচারক হিসেবে তাঁর ভূমিকাকে যদি মূলধন করে রাজনীতি করেন, তখন তাঁর সততা এবং বিচারক হিসেবে নিরপেক্ষ থাকার integrity নিয়ে প্রশ্ন উঠবে। এযাবৎ তাঁর নেওয়া জজ হিসেবে সিদ্ধান্ত কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? 
    যে মানুষ বিচারক হিসেবে রাজনীতির বিভাজনের ওপরে উঠতে পারলেন না, সব ছেড়ে দিয়ে রাজনীতিতে নামলেন,  তিনি প্রকৃতপক্ষে কতটা সৎ এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠবে।
    যে দেশে আদালতের বিচারক রাজনৈতিক দলদাসে পর্যবসিত হন,  সেখানে আর যাই হোক , গণতন্ত্র নেই। 
    এবার মোদীর নিজেকে সম্রাট ঘোষণা করা আর আমৃত্যু দেশের প্রধান বলে ঘোষণা করাটাই শুধু বাকী। 
    সেটাও কালক্রমে ভারতীয়দের সয়ে যাবে মনে হয়। 
  • :|: | 174.25.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০৪:৫২521226
  • "এমন ভালো ভালো লোক" কেউ বলেছে বলে এখনও এখানে দেখিনি। যদ্দুর বুঝেছি বাজারে যতক্ষণ না আতা আসছে ততক্ষণ ফজলিতর আমের বদলে ফজলি আমেই কিছু লোক ভরসা করতে চাইছেন। জয়শ্রীর আমের স্বাদের ব্যাপারে সকলে নিঃসন্দেহ নাই হতে পারেন। দোষের কিছু দেখছি না।  
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০৪:৩৫521225
  • এমন ভালো ভালো লোকগুলোকে জেলে পুরলো কেন?
    শাজাহান সম্রাটকে অবশ্য জেলে পোরে নি। ভবানী ভবনে আদর যত্ন করে রেখেছে। শত হলেও সোঁদরবনের বাঘ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন।
  • :|: | 174.25.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০৪:২৯521224
  • দুজনাই তো জেলে। তেমনই শুনিচি। 
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০৪:১৩521223
  • বীরভূমের বাঘাদা?
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০৪:১১521222
  • আর হিরো শাজাহান?
  • :|: | 174.25.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০৪:০৪521221
  • গোদিটা আরোই ঝঞ্ঝাটের। ভন্দু তো আর ভাইপোর প্রাইমারি পলিটিক্যাল স্কুলিং তো একই। 
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০৩:৩০521220
  • পিসি-ভাইপোর সাম্রাজ্যই পশ্চিমবঙ্গের জন্য ঠিক— এইতো?
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০৩:২৯521219
  • তাহলে তৃণমূলকেই আপনারা চান?
    ভাইপোকেই?
  • ইমরাণ খান | 165.225.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০৩:০৬521218
  • ইমরাণ খান যখন প্রধানমন্ত্রী হন, খুব খুশী হয়েছিলাম। ভাবনাটা ছিল - একজন সৎ মানুষ, মানুষের ভাল চান। 
    আজ পাঁচ বছর পরে ঐ ভাবনাটা কিভাবে বিচার করব - ভাবছি। 
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০২:৩৫521217
  • দেখা যাক জনতার ভোটে ভবিষ্যতে কোন দল জয়লাভ করে।
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০২:৩৪521216
  • আসলে যারা সরাসরি সাফার করছে এবং যারা অবজার্ভ করছে — এদের দৃষ্টিকোণ আলাদা হবেই।
  • :|: | 174.25.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০২:৩৪521215
  • ০৬ মার্চ ২০২৪ ০১:৪০: সইত্যের খাতিরে ভয়েসটা রেকর্ডেড  রাখা ভালো -- সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও একপেশে বিচারে কখনও "খুশী" হবার কারণ ছিলো না। 
  • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০২:৩২521214
  • তৃণমূলকে বিশ্বাস করা যায় না।
    তালপাতার সেপাইকে তো নেভারই না।
    এত কিছুর পরেও লোকে কী করে এই অপরাধগুলো জাস্টিফাই করে বুঝতে পারি না।
  • r2h | 192.139.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০২:০৬521213
  • আবার অন্যদিকে এসব কোন কিছুই নতুন না। অভ্জিইৎবাবু একবার কাদের যেন যোগির থেকে বুলডোজার আনতে বলেছিলেন।
    তার পরেও সংবিধানের ওপর তাঁর আস্থা নিয়ে বিশ্বাস থাকা খুব বড় ব্যাপার।

    মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। বিজেপি হোক আর যাই হোক, মানবহৃদয় বিশ্বাসের জন্য আকুল।
  • r2h | 192.139.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০২:০৩521212
  • দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, তার প্রয়োগ - এইসব নিয়ে সাধারন মানুষ খুশি বা অখুশি হতে পারে, এমন জানতাম।
    একজন ব্যক্তি বিচারকেরও যে সাধারন লোককে খুশি করার দায় বা ক্ষমতা থাকা কাম্য, এইটা নতুন খবর।
    শুভেন্দু অধিকারী হয় সৎ না হয় অভিজিৎ গাঙ্গুলিকে ভয় পান, এটাও নতুন খবর।
  • দীমু | 182.69.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০১:৫০521211
  • "করাপ্টেড লোকজন অভিজিৎ গাঙ্গুলীকে ভয় পায়।"
      ভয় পেত। এখন আর পাবে না কারণ উনি আর ওই চেয়ারে নেই। লোকেরা চেয়ারকে ভয় করে।  
    • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০১:৪৪521210
    • প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী একজন সৎ মানুষ। মানুষের ভাল করতে চান। যে দলেই যান না কেন মানুষ ওঁকে সাপোর্ট করবে বলেই মনে হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়।
      ছদ্ম ইমেজ নেই। সোজাসুজি কথা বলেন। বিজেপিতে কেন জয়েন করছেন সেটাও স্পষ্ট করে বলেছেন।
      দেখাই যাক না অদূর ভবিষ্যতে কী হয়।
    • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০১:৪০521209
    • কিন্তু তৃণমূলের চোরগুলো ছাড়া সাধারণ মানুষ তো ওঁর বিচারপদ্ধতিতে যথেষ্ট খুশি।
    • বকলম -এ অরিত্র | ০৬ মার্চ ২০২৪ ০১:২২521208
    • বিচারকের বিরোধী দলের সঙ্গে মাখামাখি নিয়ে বলেছি। ব্যাপারটা অস্বস্তির তো বটেই, কিন্তু যদি আজ সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি উনিকে উঠতে বসতে বাঁশ দেয়, দৌড় করিয়ে মারে, নাকানিচোবানি খাওয়ায় তাহলে সেই বিচারপতি রাহুলের খাস দোস্ত হলেও অনুভূতি যেমন হবে এ অনেকটা তেমন।
       
      কিন্তু ওনার বিচারকার্যের পদ্ধতির কথা বললে তার সঙ্গে পুলিশের এনকাউন্টারের মধ্যে কোনো তফাত নেই। সেইদিক থেকে বিচার ব্যবস্থার এই হাল অবশ্যই বড় আশঙ্কার।
       
      আর বিজেপির সঙ্গে যুক্ত যেকোনো ব্যাপারই থ্রেট। আর গাঙ্গুলি মহাশয় চাকরি ছাড়ার পর একটা নন ইস্যু, উনি আর কিছুই নন, বিজেপির জেতানোর শক্তি থাকলে জিতবেন নাহলে নয়। 
    • যোষিতা | ০৬ মার্চ ২০২৪ ০১:০৮521207
    • করাপ্টেড লোকজন অভিজিৎ গাঙ্গুলীকে ভয় পায়।
    • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:f083:60de:c008:***:*** | ০৬ মার্চ ২০২৪ ০০:৫৮521206
    • বিচার ব্যবস্থা রাষ্ট্রের আর পাঁচটা অর্গানের চেয়ে আলাদা ভাবার কি কারণ? 
       
      শাসক আইন ততক্ষণই মানে যতক্ষণ তার নিজের স্বার্থে আঘাত না পড়ে। শাসক অর্থে শাসক শ্রেণী।
       
      যারা শাসক শ্রেণীর অংশ বা ভক্ত নয় তারা কখনো কখনো পার্লামেন্টের মত বিচার ব্যবস্থাকেও শাসিতদের স্বার্থে ব্যবহার করতে পারে। বিশেষ করে শাসকদের নিজেদের মধ্যে ঝামেলা হলে। কিন্তু সেটার ওপর নির্ভর করা যায়না। না গেলে লোককে বলার দরকার আছে যে আইনের শাসন ব্যাপারটা কতটা ঢপের। কিন্তু হায় হায় করাটা যদি পশ্চারিঙের বেশী কিছু হয় তো সেটা বোকামি।
       
      আসল ভরসা শাসিতের উঠে দাঁড়ানো। শাসকের শক্তির বিরুদ্ধে দাঁড়ানো। দমে কুলালে মারামারি করা।
    • r2h | 192.139.***.*** | ০৬ মার্চ ২০২৪ ০০:৩৯521205
    • বিচারব্যবস্থাকে কাজে লাগিয়ে ইমেজ বানিয়েছেন, অলরেডি শুভেন্দু সহ যাবতীয় তৃণমূলেরও নেতাদের টাকা নেওয়াকে সমর্থন করছেন - এগুলি থেকে ভবিষ্যৎ আন্দাজ করা খুব কঠিন?
      এসবকে কোন থ্রেট বা বড় ব্যাপার মনে না হলে ঠিক আছে।

      এনিওয়ে, যাউগ্গা।
      ফেসবুকও ফিরে এসেছে।
    • বকলম -এ অরিত্র | ০৬ মার্চ ২০২৪ ০০:১৮521204
    • "বিচার ব্যবস্থার মাথাদের সঙ্গে শাসক দলের মাখামাখি ছোট ইস্যু মনে করা গণপ্রহারকে সমর্থন করার মতই, অস্বস্তিকর।" (r2h)
       
      যে বিচার চলছিল তা নাট্যশালার কম কিছু নয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত (যদিও এই অসম্ভব করাপ্ট লোকগুলো যে বাঁশ খাচ্ছিল সেটা দেখে সামান্য আনন্দ সবারই হয়েছে, তৃণ ভক্তদেরও, স্বীকার নাই বা করুন)।
       
      কিন্তু ওই মাখামাখিটা *ততটা* অস্বস্তিকর লাগেনি এইজন্য যে সেটি একটি দুর্নীতিগ্রস্থ শাসকের বিরুদ্ধেই ছিল, রাজ্যের শাসকের। যদি উনি কেন্দ্রের শাসকের দুর্নীতির বিরুদ্ধে তোলা অভিযোগে কেন্দ্রের পক্ষ নিয়ে বিচারকার্য সম্পাদন করতেন বা কোনো বিচারক রাজ্যের শাসকের দুর্নীতির বিরুদ্ধে তোলা অভিযোগে রাজ্যের পক্ষ নিয়ে কাজ করেন (করেছেন) তাহলে আপনি যে অস্বস্তির কথা বলেছেন সেটাই হত।
    • r2h | 192.139.***.*** | ০৫ মার্চ ২০২৪ ২৩:৫২521203
      • পলিটিশিয়ান | ০৫ মার্চ ২০২৪ ২২:০২
      • ...তেমন একটা ইস্যু না। ...
       
      আচ্ছা।
      শাসকের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো বিরাট বড় ব্যাপার অবশ্যই।

      তবে শাসকের পেটোয়া বাহিনীর বাড়বাড়ন্তে মনোযোগ দেওয়া হলে সেটা একটু প্রোঅ্যাকটিভ হবে। নাহলে শেষে কোলাব্যাঙে ছিপ, চিলে মাছ নিয়ে যাওয়ার পর হাতে পেন্সিল এইসব হয়...
      হওয়ার কিছু বাকি নেই যদিও।

      বিচার ব্যবস্থার মাথাদের সঙ্গে শাসক দলের মাখামাখি ছোট ইস্যু মনে করা গণপ্রহারকে সমর্থন করার মতই, অস্বস্তিকর।
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত