এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ০৫ এপ্রিল ২০২৩ ১৭:৫৮514541
  • এলসিএম, ধন্যবাদ। আগে এমনটা হত -
     
    কিন্তু এখন এটার মতো ট্যাব, ফন্ট, প্যারা স্পেসিং, দুটো বাক্যের মাঝখানে উদ্ধৃতাংশের ব্যবহার - কিছুই হচ্ছে না। কাজেই চিপকানো বাতিল করলাম
  • ?!! | 192.42.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ১৭:৪৩514540
  • lcm | ০৫ এপ্রিল ২০২৩ ০৮:২০514539
  • আর যেটা আপনি করতে পারেন, অন্য জায়গা থেকে কন্টেন্ট এনে কাট-পেস্ট করে দিন, তারপরে "দেখে নিন" বাটন ক্লিক করে একবার দেখুন কেমন দেখাচ্ছে, প্রয়োজন মতন কিছু এডিট করে নিন। ঐ "দেখে নিন" বাটনটির একটি উদ্দেশ্য হল এটাই।
  • lcm | ০৫ এপ্রিল ২০২৩ ০৮:১৮514538
  • এলেবেলে,
    ওয়েব পাবলিকেশনের এটা একটা জেনারেল সমস্যা। আপনার ল্যাপটপে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে (মাইক্রোসফট ওয়ার্ড বা লেটেক বা অন্য কিছুতে) যেভাবে ডকুমেন্ট ফর্ম্যাটিং করছেন, যেরকম দেখাচ্ছে, সেগুলো ওয়েবে html ফরম্যাটে হুবুহু একরকম রাখা সমস্যার। কিছু বেসিক জিনিস, যেমন, লাইন ভার্টিক্যাল স্পেসিং, বা, হোয়াইট স্পেসের ব্যবহার, বা প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন... ক্যারাকটর সাইজিং... এই সব এক না । আর ফন্ট তো আরও মুশকিল।
    তাছাড়া ওয়েবে পাবলিশ করলে, এক এক রকম ব্রাউজারে একটু অন্যরকম দেখাতে পারে, বা একই ব্রাউজারে বিভিন্ন অপারেটিং সিস্টেমে এগজ্যাক্টলি সেম নাও দেখাতে পারে, ফোনে একরকম ল্যাপটপে অন্যরকম আসতে পারে, নানা রকমের ডিভাইসের নানারকম স্ক্রিন সাইজ। সব মিলিয়ে ব্যাপারটা ঝামেলার।
    তাই ওয়েব পাবলিকেশনের ক্ষেত্রে ফর্ম্যাটিং বা প্রেজেন্টেশনের খুঁটিনাটি ব্যাপারগুলোতে একটু নমনীয়তা বাঞ্ছনীয়।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৭:৫৮514537
  • "
    ভবদুলাল। হ্যাঁ হ্যাঁ খুব স্বীকার করেন- এই তো সেদিন আমায় বলছিলেন যে ঈশেন আর সত্যবাহন দুই সমান-এ বলে আমায় দ্যাখ আর ও বলে আমায় দ্যাখ। আরে দেখব আর কি? এরও যেমন কানকাটা খরগোসের মতন চেহারা, ওরও তেমনি হাঁ করা বোয়াল মাছের মতন চেহারা।
    সত্যবাহন। কি! এত বড় আস্পর্ধা! আমাকে কানকাটা খরগোস বলে!
    ভবদুলাল। না না আপনাকে ত তা বলেননি- আপনাকে বোয়ালমাছ বলেছে।
    নিকুঞ্জ। কি অভদ্র ভাষা! আমায় কিছু বলল?
    ভবদুলাল। আমি জিজ্ঞেস করেছিলুম- তা বললে, নিকুঞ্জ কোনটা? -ঐ যে ছাগলা দাড়ি না যার ডাবা হুঁকোর মত মুখ?
    নিকুঞ্জ। আপনি কি বললেন?
    ভবদুলাল। আমি বললাম ডাবা হুঁকো।
    "

    ভবদুলাল চরিত্রটি এক অত্যাশ্চর্য সৃষ্টি। নাটকেও এই চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত নিপুণ লোক চাই।
  • চলচ্চিত্তচঞ্চরী | 117.194.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৭:৪১514536
  • সোমপ্রকাশ : আপনি হার্বার্ট স্পেন্সার মানেন তো ?
    ভবদুলাল : হ্যাঁ, হার্বার্ট , স্পেন্সার , হাঁচি , কাশি,  টিকটিকি সব মানি ।
     
    হার্বার্ট আর স্পেন্সারের মধ্যে কমাটি খ্যাল করবেন।  উটি মাস্টারস্ট্রোক . যারে কয় কুঁচির কাজ । 
     
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৩ ০৭:১৪514535
  • আরে না না কী যে বলো। :) 

    আমি আজ থেকে বছর দশ-বারো আগেই এতো সাংঘাতিক ভয় পেতাম যে বন্ধুর বাড়ি গেলে সে যত ঠাণ্ডা বা গরম হোক, আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কাঁচের ওপারে। সেই ইন্ডিয়ানার মাইনাস কুড়ি-তিরিশেও।

    তারপর তো প্রেমে পড়লাম আর কি। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৩514534
  • যদুবাবু, তোমায় পাড়ায় ডেকে তারপর কুকুরের ভয়ে আর দেখা করিনি। যাচ্ছেতাই লজ্জার কথা। সে সময় একটু বাড়াবাড়ি চলছিল। এখন অনেক নিয়ন্ত্রণে। অবসর নিয়ে স্ট্রেসকে যথাসম্ভব কমিয়ে রাখা যাচ্ছে। আশা করি এখন দেখা হলে সামলাতে পারা যাবে। আর কারো অসুবিধা না হলে তোমায় দূর থেকে রুমাল নাড়তে হবেনা, একসাথেই আড্ডা দেয়া যাবে।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৩ ০৫:৪২514533
  • গ্র্যাণ্ডফাদার মাউন্টেইন চমৎকার জায়গা। আমি ডিউকে থাকার সময়, প্রায়-ই দলবলিয়ে যেতাম। ঐ সরু ব্রিজ দিয়ে হেঁটে যেতে বুক কাঁপতো। আর সে কী চমৎকার হাওয়া। আহা। 

    কিন্তু হ্যাঁ, একটা গ্যাঞ্জাম হলে দারুণ হয়। তবে, আমার একটা অসুবিধে এই যে আমার সর্বক্ষণের সঙ্গী একটি চারপেয়ে ছানা। তাকে ছেড়ে আসলে ভীষণ মন খারাপ, আর নিয়ে এলে অনেকের-ই অসুবিধে/অস্বস্তি/হেলথ হ্যাজার্ড/আপত্তি ইত্যাদি - এবং অনেকক্ষেত্রেই সেটা বিয়ণ্ড দেয়ার কন্ট্রোল আর কি। তাই দূর থেকে রুমাল-টুমাল নাড়াবো আর কি। 
     
    :( 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৫:০৫514532
  • গ্র‌্যান্ডফাদার মাউন্টেন? কী চমৎকার!!!!! আমি যাবো, আমি যাবো। ঃ-)
  • kk | 2601:14a:500:e780:4c6b:33bd:f6ea:***:*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৫:০৪514531
  • ও, সেই ঘটনা। না, তখন অবশ্য এসব কিছু ছিলোনা। সেবার সত্যিই অন্য জায়গায় চলে গেছিলাম। এমনকি কোথায় গেছিলাম তাও এখনো মনে আছে। গ্র‌্যান্ডফাদার মাউন্টেন (অতি ভালো জায়গা, রত্নগিরি বললে ঠিক হয়)। এইগুলো ২০১৪-১৫ সাল থেকে আস্তে আস্তে ডালপালা মেলতে মেলতে এখন বেড়াছেড়া কান্ড। যাক গে, বাদ দাও। তুমি বুঝেছো, তাহলেই হলো।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৪:৫৫514530
  • কেকে, না না, না না, আমার রাগ করার প্রশ্নই ওঠে না। সেই গুর্চ বন্ধুর কফির নেমন্তন্ন চাওয়ার আর তোমার না থাকার ব্যাপারটা যখন ঘটেছিল, অত বছর আগেই আমি একরকম করে অনুমান করে নিয়েছিলাম এইরকমই কিছু।
    কোনো অসুবিধে নেই।
    আমার প্রস্তাবটাও জাস্ট একটা খেলাধুলোর প্রস্তাবের মতনই। যদি কিছু দানা বেঁধে ওঠে, এই আরকি। এত বছর প্যান্ডেমিকের কারণে বন্ধুবান্ধবেরা অনেকেই দেখাসাক্ষাৎ করতে পারেন নি, তাই ভাবছিলাম কেউ কেউ যদি আগ্রহী হন, তাহলে একটা ইনফর্মাল গেট্টুগেদার হতে পারে। বেশি না, এই হয়তো দশ বারো জন গুর্চবন্ধু মিলে।
  • kk | 2601:14a:500:e780:4c6b:33bd:f6ea:***:*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৪:৪৫514529
  • অ্যান্ডর,
    তুমি যে কনফারেন্সের কথা বলছো সেটা সেই আগেকার দিনে আমরা যাকে 'ভাট' (ভার্চুয়াল থেকে রিয়াল ইত্যাদি) বলতাম তার থেকে আলাদা কিছু? কিভাবে আলাদা? আর এটা তুমি শুধু ইউএসএ'র লোকদের জন্য বলছো?
    বেশ তো, কেউ করলে নিশ্চয়ই করুন। আমার দ্বারা তো হবেনা ভাই। অর্গানাইজ করা দূরের কথা, আমার ধারণা এতে সামিল হওয়াও আমার দ্বারা হবেনা। লুকোছাপা না করে সত্যি কথাই বলে ফেলি -- আমার বেশ বেশি পরিমাণে অ্যাভয়েডান্স পার্সোন্যালিটি ডিজর্ডার আছে। প্রচুর পরিমাণে সোশ্যাল অ্যাংজাইটি। আমি কারুর বাড়ি যেতে, কোনো বড় গ্যাদারিং এ যেতে, লোকজনকে কোনোভাবে মীট করতে খুব ভয় পাই। এমনকি কেউ ফোন করলেও আমার হাত পা কাঁপতে থাকে। খুবই দুঃখের কথা যে এই গুরুরই একজন ভালো বন্ধু আমার বাড়ি আসতে চেয়েছিলেন বলে তাঁকে ইমেলে বলেছিলাম এই এই কারণে উনি না এলেই ভালো হয়। বন্ধু দুঃখ পেয়েছিলেন জানি। কী ভাবে ক্ষমা চাইবো তাও বুঝতে পারিনি। সেই ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়নি সে দুঃখ আমার কখনো যাবেনা। তবে সত্যি এইই।
    নিজের প্রবলেমের কথা, বিশেষ করে যা নিয়ে প্রচুর সোশ্যাল স্টিগমা আছে, তা ফলাও করে বলতে খুবই অস্বস্তি হয়। তবে বহু কান্ডের পরে এখন এই জায়গায় পৌঁছেছি যে সত্যি স্বীকার করবো, সেটা যতই কষ্টকর হোক। তাই অনেক সাহস করে এই কথাগুলো খোলাপাতায় লিখলাম। অনেক জাজড হবো সেটা জেনেও লিখলাম।

    আশা করি রাগ করবেনা, তোমার কথায় না করলাম বলে।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৫ এপ্রিল ২০২৩ ০৪:৩৭514528
  • আমি আড্ডাবাজিতে সব সময় রাজি। আর সেটা যদি ন‍্যাশভিলে করা যায় তবে ত অতি উত্তম। 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৩:৩২514527
  • হুতেন্দ্র, এলসিএমদা, অরণ্যদা, যদুবাবু, অমিতাভদা, কেকে এঁরা মিলে অরগানাইজ করুন না!
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০৩:৩০514526
  • কোনো কোনো হোটেলে কনফারেন্স রুম থাকে, সেইখানেও করা যায়। আর সবার জন্য ভালো লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা করা যায়। সবাই কিছুকিঞ্চিৎ চাঁদা দিলে আর বড়লোকেরা জেনেরাস ডোনেশন দিলে অসুবিধা হবার কথা না। ঃ-)
  • একক | ০৫ এপ্রিল ২০২৩ ০৩:১০514525
  • তারপর নৌকোয় ছ্যাঁদা বেরোবে! 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০১:০৭514524
  • আচ্ছা গুর্চ জনগণ, একটা সম্মেলনের আয়োজন করলে কেমন হয়? কনফারেন্স ধরনের? ধরুন মে মাসে বা জুন মাসে? কোনো একটা জায়গা ঠিক করে সেখানের কোনো হোটেলে গিয়ে উঠবেন আয়োজক ও অংশগ্রহণকারীরা? তারপরে সেখান থেকে সবাই মিলে যাওয়া হবে কোনো নদী বা হ্রদের তীরে। তারপরে নৌকাবিহার করতে করতে কবিতা গল্প এইসব হবে?
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৩ ০০:০৩514523
  • সাম্যনির্ঘন্ট আর সিদ্ধান্ত বিশুদ্ধিকা
  • ব্যক্তিগত আক্রমণ ও ফোরাম | 2607:fb90:ac95:1ac9:54a3:3cdc:bd2f:***:*** | ০৫ এপ্রিল ২০২৩ ০০:০০514522
  • আচ্ছা, শ্রীখণ্ডবাবুরা কেউ এলেন না কেন বলুন দেখি? 

    শুনলাম, ঈশেনবাবু নাকি ওঁদের কি ইনসাল্ট করেছেন। 

    কি রকম! ইনসাল্ট করলাম কিরকম? একটা কথা বললেই হল? এই জনার্দনবাবুই সাক্ষী আছেন-_-কোথায় ইনসাল্ট হল তা উনিই বলুন।
      
    কই, তেমন তো কিছু বলা হয়নি-_খালি স্বার্থপর মর্কট বলা হয়েছিল। তা, ওঁরা যেমন অসহিষ্ণু ব্যবহার করছিলেন, তাতে ও রকম বলা কিছুই অন্যায় হয়নি। 

    আর যদি ইনসাল্ট করেই থাকে তাতেই বা কি? তার জন্যে কি এইটুকু সাম্যভাব ওদের থাকবে না যে, হৃদ্যতার সঙ্গে পরস্পরের সঙ্গে মিলতে পারেন? 
  • এলেবেলে | ০৪ এপ্রিল ২০২৩ ২২:১৯514521
  • ইয়ে মানে খুবই দায়ে পড়ে এখানে আসতে হল। এলসিএম আছেন বা গুরুর টেক টিমের বাকি লোকজন? আজকাল গুরুতে ব্লগে লেখা পেস্ট করলে সেটা মিরর ইমেজ (মানে লেখাটা ঠিক যেভাবে কম্পোজ করেছি হুবহু সেভাবে) আসছে না। ইংরেজি ফন্টও বদলে যাচ্ছে। এটা একটু দেখবেন? তাহলে একটা বড় প্রবন্ধ এখানে চিপকে দিতাম আর কি। 
  • থুঃ | 2405:8100:8000:5ca1::cc:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ২২:১৬514520
  • এই পিটি এসেম অয়ন গু ব্রতিন এট আলরা যখন ইপ্সিতা দেবযানী দময়নতি আত্রেয়িদের ব্যক্তি আক্রমণ করেছে তখন 'এক ফোরামে'র নেকামি কোথায় ছিল বাওয়া?  এই কদিন আগেই এক শুয়োর মেয়েদের নিক দেখলেই দুম্বা খাসি মাসি এইসব লিখত। সে মালকে তার মা মাসি ছোটবেলায় মলেস্ট করেছে সেজন্য ওওএন ফোরামে মেয়েদের গালি মারে। তাকে পালটা গালি দিলে রঞ্জন রায় বাক স্বাধীনতা নিয়ে বক্তিমে লেখে। আবার মেয়েদের লেখায় গিয়ে শুয়োরটা গালি মারলে আর রঞ্জন রায়ের দেখা পাওয়া যায় না। আহারে আমার বাক স্বাধ্যিনতা। আহারে আমার এক ফোরামের ভাইয়েরা সব।
  • Ranjan Roy | ০৪ এপ্রিল ২০২৩ ২১:৫৬514519
  • আপনার বক্তব্য বুঝতে পারছি। কণ্ঠরোধ করার চেষ্টার প্রতিবাদ করা উচিত,  সেটা আপনি করেছেনও।
    আমার আপত্তি শুধু এক ফোরামে থাকলে তাকে ব্যক্তিগত আক্রমণ করার। 
    আগে সিপিএমের কট্টর সমর্থক পিটির সঙ্গে নিয়মিত কথা কাটাকাটি হত।
    কিন্তু তাঁকে ব্যক্তিগত আক্রমণ করার বিরোধিতা করেছি,  এস এমকে গাল দেবারও।
    একই ভাবে  বিদ্যাসাগর ও রামমোহন নিয়ে বিতর্কে এলেবেলের প্রতি ব্যক্তি আক্রমণের বিরোধিতা করেছি।
     
    আমার আর কিছুই বলার নেই। 
  • dc | 27.62.***.*** | ০৪ এপ্রিল ২০২৩ ২১:৫১514518
  • আচ্ছা একটা গান শুনুন বরং। কোক স্টুডিও সিজন ২, দুই বোন জ্যোতি আর সুলতানা নূরানঃ 
     
  • আহা | 2405:8100:8000:5ca1::dd:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ২১:৩০514517
  • কি অপুর্ব যুক্তি! যে দেশে সমপ্রেমকে নোংরা বলে ঐতিহ্যের পরিপন্থী বলে অহরহ চাকরি খাওয়া,  খুন করা চলে সেখানে আহা ও তো একটু ওরকমই বাকী ত খুব ভাল (পড়ুন দেখাহলে লেকুবেকু করে) তাই ওকে কিছু বলা যাবে না। বেসিকালি গপ্প লেখার জন্য লেখাই যায় কিন্তু তাই বলে কি তাদের সমতলে দাঁড়িয়ে ভাবব্য নাকি আমরা সমোস্কিতির ধ্বজাধারীরা?
    হাহ! শালা ভনডামি রন্ধ্রে রন্ধ্রে।
  • আর আশ্চর্য নই | 2402:3a80:1985:ea03:440b:57ad:1707:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ২১:১৪514516
  • বলার অধিকার সবারই। কিন্ত সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টাটা তীব্র প্রতিবাদযোগ্য। ধরুন আমি ও আপনি দুজনে এক স্কুলের ছাত্র এবং বন্ধু। আপনি স্কুলের বিরুদ্ধে কোনো একটা বিষয়ে মত প্রকাশ করলেন যেটা আমার পছন্দ হল না। অমনি আমি স্কুল কর্তৃপক্ষকে চুকলি করে দিলাম আপনার বিরুদ্ধে। আপনিও আপনার বাকস্বাধীনতা সহ রাস্টিকেট হয়ে গেলেন। এইটা হচ্ছে সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা। এইটা বুঝে ​​​​​​​নেওয়ার ​​​​​​​দরকার ​​​​​​​আছে। ​​​​​​​এটাকে ​​​​​​​খোচরবৃত্তিও ​​​​​​​বলা ​​​​​​​যায়। ​​​​​​​​
    আর কি জানেন তো গরিব ভিখিরি এ দেশে একশো টাকা চুরির দায়ে পাবলিকের মারে হাসপাতাল যায় আর সমকামীদের লিঞ্চ করে গুরুমশাইরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তো চুরি খুন এসব বলে গুলিয়ে লাভ নেই। 
    সামগ্রিক ভাবে কি দেখবো? যে সমপ্রেমকে নোংরামি বলে সে আরো কোন কোন মতাদর্শের পরিচয় দেয়? এখানে সে কখন সকালে উঠে ভিখিরিদের খাবার বিলোয় সেই সব আগে দেখে নেবো? তারপর বলবো ও তো এমনিতে গোপাল বড় সুবোধ বালক - ওই সমপ্রেম নিয়েই যা একটু। 
    এখানে আপনি রঞ্জন রায় বলে আপনার লেখাকে বা আপনাকে (কারণ আপনি বাহাত্তুরে বুড়ো বলেও গাল খেয়েছেন) ডিফেন্ড করছি না। একজন রিগ্রেসিভনেস ছড়াচ্ছে শুধু না, অন্যের কণ্ঠরোধ করতে চাইছে, তার প্রতিবাদ করছি। আপনি ডিফেন্সিভ খেললেও সত্যিটা একই থাকবে। অবশ্য শাক দিয়ে ঢাকার চেষ্টা হতেই থাকবে। আর কিছু বলার নেই।
  • Ranjan Roy | ০৪ এপ্রিল ২০২৩ ২০:৪০514515
  • একটা মানুষকে তার সামগ্রিক প্রেক্ষিতে বিচার করতে হবে। 
    এই মুহূর্তে ব্রতীন গুরুর একজন সাধারণ সদস্য,  ঠিক আমার মতনই।
    রামকৃষ্ণ মিশন নিয়ে ওর দুর্বলতা আছে, আমারও অন্য কিছুর দুর্বলতা আছে।
    কিন্তু ওর জীবন যাত্রায় এমন কিছু আছে কি যাতে ওকে রিগ্রেসিভ মাল বলতে হবে?
    এই পাতায় আপনার কিছু বলার যতটুকু অধিকার,  আমার এবং ব্রতীনের ততটাই। 
     
    ও খুন করেনি, চুরি করে নি।
    যাদের  নাম করলেন তারা কেউ গুরুতে আসে না বা আমরা কেউ এক ফোরামের সদস্য নই। কাজেই তুলনা অবান্তর। 
    একটা উদাহরণ দিই:
    স্তালিন - হিটলার চুক্তির সময় মলোটভ হিটলারের উদ্দেশ্য কি বিশেষণ ব্যবহার করেছিলেন-- ফ্যাশিস্ত?
    1971 সালে পিকিং এ নিক্সনকে মাও কী নামে ডেকেছিলেন? তখন কিন্তুক ভিয়েতনাম যুদ্ধ পুরোদমে চলছে।
    সংসদে সিপিএম সদস্যেরা মোদী ও শাহকে কী নামে ডাকেন?
    আসলে এক ফোরামের কথা বলতে গেলে কিছু ডেকোরাম মানতেই হয়। অবশ্য এটা আমার কথা, আপনি অন্য রকম ভাবতেই পারেন। 
     
    আর একক যেমন বলেছেন খোলাপাতায় যা লিখেছি তার দায়িত্ব পুরোপুরি আমার,  অবস্থানে কোন পরিবর্তন হবে না।
    পুরনো সম্পর্ক গুরুর পাতায় অনেকের সঙ্গে ভেঙেছে, গড়েছে এবং ভেঙেছে। ইদানীং ও। 
  • kk | 2601:14a:500:e780:d7b6:a807:d94e:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ২০:২৯514514
  • এককের সাথে বহুলাংশে একমত।

    এছাড়া আর যা মনে করি তা হলো --

    ১) কোনো লেখা, বা যেকোনো বিষয় নিয়েই সবারই নিজস্ব মত থাকার অধিকার আছে। সেটা প্রকাশ করারও অধিকার আছে। সে তিনি পরিচিত নিক থেকেই করুন আর অস্থায়ী নিক থেকেই করুন (এই 'নিননিছা' টার্মটা আমার একদমই পছন্দ না, আমি হলে 'অনিক' নাম দিতাম)। এখন তাতে প্রকাশভঙ্গী একেক জনের একেক রকম। কেউ মিনমিন করে বলেন, কেউ সুন্দর গুছিয়ে যুক্তি দিয়ে, কেউ অ্যাগ্রেসিভ আর রূঢ়ভাবে বলেন। সেগুলো আমার খারাপ বা ভালো লাগতে পারে। কিন্তু তাতে কী যায় আসে? কেউ কখনোই তাঁর বাচনভঙ্গী আমার কথায় বদলাবেন না। তবে ঐ আবার, তাতেও খারাপ লাগলে সেটা বলারও অধিকার সবার আছে। তবে ব্যাপারটা পার্সোনাল অ্যাটাকে চলে গেলে একটু খারাপ লাগে, সেই টুকুই।

    ২) সমপ্রেমকে নোংরামি বলাটা আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগেনি।
  • ততোধিক আশ্চর্য মাইরি | 2402:3a80:1985:ea03:440b:57ad:1707:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ২০:১১514513
  • ও হিটলারের কাজগুলো ফ্যাসিস্ট ছিল; তা বলে হিটলারকে ফ্যাসিস্ট বলবো কেন? মানুষ হিসেবে তো ওলে বাবালে ধোওয়া তুলসীপাতা। আহা রে। 
    রঞ্জনবাবু যে কোনো মন্তব্য রিগ্রেসিভ হোক বা প্রোগ্রেসিভ, কোনো আলাদা স্বত্তাধারী নয়। একটা মাইন্ডসেট থেকেই তার জন্ম। রিগ্রেসিভ মাল বললে ব্যক্তিআক্রমণ হয় না। একটা বিশেষ রিগ্রেসিভ মাইন্ডসেটকে আক্রমণ করা হয়। আড়ালের ব্যক্তিমানুষটি মোটেই নৈর্ব্যক্তিক নন। তাকে আড়াল করাটা উদারতা নয়। এক্ষেত্রে যেটা এভিডেন্টলি অনেকদিনের সম্পর্ক খারাপ হওয়ার ভয়। 
  • নিত্য নতুন | 2607:fb90:ac95:1ac9:54a3:3cdc:bd2f:***:*** | ০৪ এপ্রিল ২০২৩ ১৯:৫০514512
  • হে:হে:। কাল শুনবো নরেনবাবুকে দাঙাগাবাজ কেষ্টবাবুকে ডাকাত বা শতবাবুকে গাম্বাট বলা যাবে না। 
    পুরাই আদালত ও বিচারব্যবস্থা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত